১ম অধ্যায় ভূগোলের ধারণা
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রফেসর হামিদ তার মেয়ে বৃষ্টির সঙ্গে মানুষের জীবনধারা, পরিবেশ, প্রকৃতি, মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিলেন। তিনি তার মেয়েকে পৃথিবীর নানারূপ পরিবর্তনের ধারণা দিতে গিয়ে আগ্নেয়গিরি, ভূমিকম্প প্রভৃতি সম্পর্কে বললেন।
ক. পরিবেশ কত প্রকার?
খ. পরিবেশ বলতে কী বোঝো?
গ. প্রফেসর হামিদ যেসব বিষয় নিয়ে আলোচনা করছিলেন তা কোন বিষয়ে আলোচিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বিষয় কী শুধুমাত্র প্রকৃতির বিজ্ঞান? উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর সমূহ:
ক. পরিবেশ কত প্রকার?
উত্তর: পরিবেশ দুই প্রকার।
খ. পরিবেশ বলতে কী বোঝো?
উত্তর: প্রকৃতির সব দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ।
মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়-পর্বত, বন-জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সব জীব ও জড় উপাদানের সর্বসম্মত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশবিজ্ঞানী আর্মসের মতে, পরিবেশ বলতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সব অবস্থার যোগফল বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। যেমন : একসময় মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি নিয়ে ছিল মানুষের পরিবেশ। পরে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলি। ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ।
গ. প্রফেসর হামিদ যেসব বিষয় নিয়ে আলোচনা করছিলেন তা কোন বিষয়ে আলোচিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: প্রফেসর হামিদ যেসব বিষয় নিয়ে আলোচনা করছিলেন তা ভূগোল ও পরিবেশ বিষয়ে আলোচিত হয়।
যে বিষয় পাঠ করে পৃথিবী ও পৃথিবীর মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাকে ভূগোল ও পরিবেশ বলে।
প্রফেসর হামিদ তার মেয়ে বৃষ্টির সঙ্গে মানুষের জীবনধারা, পরিবেশ, প্রকৃতি, মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিলেন। পৃথিবী মানুষের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানা রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানা রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এসব বিষয়ই ভূগোল ও পরিবেশের আলোচ্য বিষয়। প্রফেসর হামিদ এসব বিষয় নিয়েই আলোচনা করছিলেন। তিনি তার মেয়েকে এসব বিষয় ছাড়াও পৃথিবীর নানারূপ পরিবর্তনের ধারণা দিতে গিয়ে আগ্নেয়গিরি, ভূমিকম্প প্রভৃতি সম্পর্কেও বলেন। আগ্নেয়গিরি, ভূমিকম্পবিষয়ক আলোচনা ভূগোল ও পরিবেশ বিষয়েই হয়ে থাকে। তাই বলা যায় যে প্রফেসর হামিদ যেসব বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলেন, তা ভূগোল ও পরিবেশ বিষয়ে আলোচিত হয়।
ঘ. উক্ত বিষয় কী শুধুমাত্র প্রকৃতির বিজ্ঞান? উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত বিষয় অর্থাৎ ভূগোল ও পরিবেশ শুধু প্রকৃতির বিজ্ঞান নয়। এটি একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান।
প্রকৃতি বলতে বোঝায় যেখানে মানুষের কোনো হাত নেই। যেমন : শিলা, খনিজ, ভূমিকম্প, আগ্নেয়গিরি, বৃষ্টিপাত, সৌরজগৎ প্রভৃতি। আর পরিবেশ দুই প্রকারের। প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ প্রকৃতি প্রদত্ত উপাদান নিয়ে গঠিত আর সামাজিক পরিবেশ মানবসৃষ্ট উপাদান নিয়ে গঠিত। প্রকৃতি প্রদত্ত বিষয়, আর মানবসৃষ্ট বিষয়াদি উভয়ই ভূগোল ও পরিবেশ বিষয়ে আলোচিত হয়।
অধ্যাপক ম্যাকনির মতে, ভৌত ও সামাজিক পরিবেশ, মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে, ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল।’ পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হার্ট শোন বলেন, ‘পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি ১৯৬৫ সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন। তার মতে, ‘পৃথিবীপৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপ-ব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে।
পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূ-প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ-নদী, সাগর, খনিজসম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানা রকম পরিবর্তন। ঘরবাড়ি, অফিস-আদালত, রাস্তাঘাট, শহর-বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়।
গাছ কেটে ভরাট করা হয় খাল, বিল, পুকুর প্রভৃতি। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্পর্ক আছে। এই সম্পর্কের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণ উৎঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান এবং অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]