নাটক : সিরাজউদ্দৌলা
৩। জাহনারা খাতুনের খুব কাছের লােক ছিল সুলতান মিয়া। জাহানারা খাতুন বিশ্বাস করে তার জমিজমা দেখাশােনার ভার দেন সুলতান মিয়াকে। কিন্তু একদিন জাহানারা খাতুন দেখেন তার সম্পত্তি সুলতান মিয়ার নামে হয়ে আছে। তিনি ভাবলেন এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছেন। বিশ্বাস করা ভালাে কিন্তু অন্ধবিশ্বাস কখনাে কখনাে। মানুষকে পথে বসিয়ে দেয়।
ক, সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?
উত্তর: লুৎফুন্নিসা ।
খ. “রজার ড্রেক প্রাণভয়ে কুকুরের মতাে ল্যাজ গুটিয়ে পালিয়েছে” ব্যাখ্যা কর।
উত্তর: নবাব সৈন্য কলকাতা আক্রমণ করবার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে।
কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে? বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেলো কোথা থেকে আমি তার কৈফিয়ত চাই। সিরাজ জানতে চাই
সিরাজ জন্য প্রথমে যে পরিকল্পনা করা হয় তা সিরাজ নষ্ট করে ফেলে সে খান ইংরেজ সেনা না প্রাণ ভয়ে কুকুরের মতো পালাতে লাগে তা প্রকাশ পাই ।
গ. উদ্দীপকের সুলতান মিয়া “সিরাজউদ্দৌলা নাটকের মীরজাফরকে ইঙ্গিত করে আলােচনা কর।
উত্তর: উদ্দীপকে সুলতান মিয়ার সাথে মীরজাফর এর চরিত্রের মিল পাওয়া যায়|
উদ্দীপকে আমরা দেখতে পাই যে জাহনারা খাতুনের খুব কাছের লােক ছিল সুলতান মিয়া। জাহানারা খাতুন বিশ্বাস করে তার জমিজমা দেখাশােনার ভার দেন সুলতান মিয়াকে।
কিন্তু একদিন জাহানারা খাতুন দেখেন তার সম্পত্তি সুলতান মিয়ার নামে হয়ে আছে। তিনি ভাবলেন এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছেন।ওদের সাথে আমরা আমাদের নাটক সিরাজউদ্দৌলা মীরজাফর চরিত্রের বহিঃপ্রকাশ দেখতে পাই|
সিরাজউদ্দৌলা নাটকে আমরা দেখতে পাই যে মীরজাফর তার সিরাজউদ্দৌলার সাথে চরম বিশ্বাসঘাতকতা পরিচয় দেয় বিশ্বাসঘাতকতার পরিচয় মাধ্যমিক বাংলা ইংরেজদের হাতে তুলে দেয়
ঘ, “বিশ্বাস করা ভালাে কিন্তু অন্ধবিশ্বাস মানুষকে কখনাে কখনাে পথে বসিয়ে দেয়” সিরাজউদ্দৌলা নাটকের আলােকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: পৃথিবীতে কোন কিছুই মাত্রা অতিরিক্ত ভালো না সে হোক অন্ধবিশ্বাস বা ভালো বাসা, কোন ক্ষেত্রেই মাত্রাতিরিক্ত বিশ্বাসের ফলে আমাদের সাধারণজীবনে সমস্যা আমরা পরিলক্ষিত করতে পারি উপরের উদ্দীপকের সাথে আমরা এই বিষয়টিও মিলিয়ে দেখতে পারি যে উপরের উদ্দীপক মাত্রতিরিক্ত বিশ্বাস বা অন্ধের মত বিশ্বাস এর ফলে জাহানারা খাতুন এর সম্পত্তি সুলতান মিয়া নিজের নামে লিখে নেয়।
আমাদের নাটক সিরাজউদ্দৌলা নাটকে আমরা ঠিক এমনই দেখতে পাই সিরাজউদ্দৌলা নাটকে পরাজয় জন্য তারপর সম্পূর্ণ দায়ভার মীরজাফরকে দেওয়া উচিত । যুদ্ধের সময় সেনাদেরেইংরেজথেরে আক্রমন না করিয়ে আরো নিজের দেশের দেম প্রেমিক সেনাদের আক্রমন করে মীরজাফরের বিষেশ সেনা ফলে। ইংরেজদেল শক্তি আরো বাড়ে, আর নবাবের সেনা গুলো তাদের সেনা প্রধান মীরজাফরে কাছ থেকে কোন প্রকার সাহায্যে পাই না ।
উল্টো তার নিজস্ব সেনারা সে যুদ্ধে পরাজিত করে নতুন ফন্দি আটে ।
তাই আমাদের কোন বিষয় কাইকে অন্ধবিশ্বাস করা উচিত না ।
আমাদের ভালোভাবে দেখে নেয়া উচিত উপরোক্ত উদ্দীপক এবং সিরাজ-উদ-দৌলা যদি তাদের অন্ধ বিশ্বাস থেকে সরে যেত তাহলে একজনের তার জমি আর একজন কেোন বাংলাকে হারাতো না
- পদ্য: ঐকতান,ঐকতান অর্থ কী?
- গদ্য: মাসি-পিসি, আহ্লাদির স্বামীর নাম কী?
- উপন্যাস: লালসালু, লালসালু’ উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল কে?
- পদ্য: তাহারেই পড়ে মনে এ্যাসাইনমেন্টানিধারিত কাজ
- গদ্য: অপরিচিতা: হরিশ কোথায় কাজ করে?
- এইচএসসি (ভােকেশনাল) বিষয়ের নাম : ইংরেজি-১ (বিষয় কোড-৮১১১২) অ্যাসাইনমেন্ট উত্তর:
- Greatest Scientific Achievements
- Peoples or Institutions Making History.
- HSC (BM) Assignment Answer in English 1812
- English Assignment 2
ধন্যবাদ