নারীর অধিকার বলতে কি বুঝ?, নারী অধিকার কি?, বাংলাদেশের নারীর সাক্ষরতার হার কত?, ‘নারীর মর্যাদা বিষয়ক কমিশন’ কখন গঠিত হয়?
নারীর অধিকার বলতে কি বুঝ? অথবা, নারী অধিকার কি?
উত্তর : নারীর অধিকার বলতে বুঝায় জীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে সমতা ও ন্যায্যতা
বাংলাদেশের নারীর সাক্ষরতার হার কত?
উত্তর : বর্তমানে বাংলাদেশে নারী সাক্ষরতার হার প্রায় ৫৩.০৪% ।
‘নারীর মর্যাদা বিষয়ক কমিশন’ কখন গঠিত হয়?
উত্তর : ১৯৪৬ সালের ২১ জুন।
বিশ্বে প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অথবা, প্রথম বিশ্ব নারী সম্মেলন কোন দেশে হয়েছিল?
উত্তর : মেক্সিকোতে, ১৯৭৫ সালে ।
নারীর বিবাহ সম্পর্কিত অধিকার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬২ সালে ।
বাংলাদেশ নারী উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯৯৫ সালে ।
বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সংস্থা কোনটি? উত্তর : জাতিসংঘ।
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : ২৪ অক্টোবর ১৯৪৫ সালে।
জাতিসংঘ কোন সংস্থার উত্তরাধিকারী সংস্থা? উত্তর : জাতিপুঞ্জ।
জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর : ১৯২০ সালে ।
জাতিপুঞ্জ কত সালে বিলুপ্ত হয়?
উত্তর : ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে ।
‘CEDAW’-এর পূর্ণরূপ কি? ৯৯%
উত্তর : ‘CEDAW” এর পূর্ণরূপ হলো- Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
সিডো কী?
উত্তর : সিডো হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার একটি আন্তর্জাতিক সনদ ।
CEDAW (সিডও) সনদের মূল কথা কি?
উত্তর : উন্নয়নে নারী যুগ যুগ ধরে যে অবদান রেখেছে তার যথাযথ স্বীকৃতি প্রদান ।
CEDAW (সিডও) সনদ কত তারিখে গৃহীত হয়?
উত্তর : ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে। ১৮৫ টি দেশ এতে স্বাক্ষর করে।
বাংলাদেশ কবে সিডও সনদে স্বাক্ষর করে?
উত্তর : ১৯৮৪ সালের ৬ নভেম্বর তারিখে।
সিডও (CIDAW) সনদ কবে থেকে কার্যকর হয়?
উত্তর : সিডও সনদ ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর হতে কার্যকর হয়।
CEDAW (সিডও) সনদের ধারা কয়টি? উত্তর : ৩০টি।
UNIFEM-এর পূর্ণরূপ কি?
উত্তর : UNIFEM-এর পূর্ণরূপ হলো- United Nations Development Fund for Women. |
UNIFEM কত সালে গঠিত হয়।
উত্তর : UNIFEM ১৯৭৬ সালে গঠিত হয়।
INSTRAW কী?
উত্তর : INSTRAW হচ্ছে নারীর উন্নতি এবং প্রগতির জন্য আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
INSTRAW-এর পূর্ণরূপ কি?
উত্তর : INSTRAW-এর পূর্ণরূপ হলো- International Research and Training Institute for the Advancement of Women.
CSW কত সালে গঠিত হয়?
উত্তর : CSW ১৯৮৬ সালে গঠিত হয়।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
CSW-এর পূর্ণরূপ কী?
উত্তর : CSW-এর পূর্ণরূপ হলো- “Commission on the Status of Women.”
UNESCO কেন প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : বালিকা এবং মহিলাদের শিক্ষাক্ষেত্রে সমান উপস্থিতি এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য UNESCO প্রতিষ্ঠা করা হয়।
PFA – এর পূর্ণরূপ কি?
উত্তর : PFA -এর পূর্ণরূপ হলো- Parent Faculty Association.
আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? অথবা, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়।
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ তারিখে পালিত হয় ।
কোন সালকে আন্তর্জাতিক নারীবর্ষ বলা হয়? অথবা, কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?
উত্তর : (১৯৭৬-১৯৮৫) বছরকে আন্তর্জাতিক নারীবর্ষ বলা হয়।
কত সালে প্রথম ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়? অথবা, প্রথম কত সালে ‘আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
উত্তর : ১৯১১ সালে প্রথম ‘আন্তর্জাতিক নারী দিবস’ পলিত হয় ।