নির্বাচন কাকে বলে,নির্বাচন কি,নির্বাচনের সংজ্ঞা দাও ,নির্বাচন বলতে কী বুঝ ,নির্বাচন সম্পর্কে সংক্ষেপে লেখ

নির্বাচন কাকে বলে,নির্বাচন কি, নির্বাচনের সংজ্ঞা দাও ,নির্বাচন বলতে কী বুঝ ,নির্বাচন সম্পর্কে সংক্ষেপে লেখ

ভূমিকা : আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় । প্রাচীন গ্রিস নগররাষ্ট্রে অভিজাত লোকের দ্বারা শাসনকার্য পরিচালিত হতো। 

এ সময় প্রত্যক্ষ গণতন্ত্রেরপ্রচলন ছিল। কিন্তু জাতীয় রাষ্ট্রের উদ্ভবের ফলে জনসাধারণ প্রতিনিধি নির্বাচনে সক্রিয় হয়ে ওঠে। 

জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসনকার্য পরিচালনার আওয়াজ তোলে। ফলে সৃষ্টি হয় নির্বাচন ব্যবস্থা।

নির্বাচনের সংজ্ঞা : আধুনিক রাষ্ট্রে নির্বাচন হলো গণতন্ত্রের পূর্বশর্ত। পূর্ব গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সফল ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। 

সাধারণত নির্বাচন হলো প্রতিনিধি বাছাইয়ের এক বিশেষ পদ্ধতি। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নির্বাচন হলো এমন একটি প্রত্রিয়া যার মাধ্যমে জনসাধারণ প্রতিনিধি বাছাই করে থাকে।

→ প্রামাণ্য সংজ্ঞা : নির্বাচন সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিক তাদের মতামত ব্যক্ত করেছেন। নিচে তাদের মতামত তুলে ধরা হলো :

Montesque-এর ভাষায়, “In election all inhabitans ought to have night at the elections of representatives except such are in so mean a situation as to be deemed to have so will of their own.”

H. B. Mayo বলেছেন, “নির্বাচন বা ভোট হচ্ছে সরকারকে জনগণের নিয়ন্ত্রণে আনার একটি উপায় মাত্র।”

J. Laind, “In democracy vote is the voice and the voice is the vote of the the murmer of the people.”

Oxford advanced learner’s Dictionary তে বলা হয়েছে নির্বাচন হচ্ছে কোনো পদ বিশেষ করে কোনো রাজনৈতিক পদের জন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্বাচন করার প্রক্রিয়া।

নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদের বাছাই করে। আর ঐ প্রতিনিধিদের মাধ্যমেই শাসনকার্য পরিচালনা করে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশের নির্বাচনি বৈশিষ্ট্য। এ সকল প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়া সম্ভব। 

বাংলাদেশের এ সকল নির্বাচনি বৈশিষ্ট্যের অলোকে বাংলাদেশের নির্বাচনি বৈশিষ্ট্যগুলো উত্তম নির্বাচনি বৈশিষ্ট্য বললে অযৌক্তিক হবে না।


আরো ও সাজেশন:-


[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Leave a Comment