সরকারী চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য অংশে আসা গুরুত্বপূর্ণ ২০০ টি প্রশ্ন-উত্তর
1.ছাড়পত্র কাব্য- সুকান্ত ভট্টাচার্য
2.পঞ্চতন্ত্র গ্রন্থঃ সৈয়দ মুজতবা আলী
3.নজরুলের প্রথম উপন্যাসঃ বাঁধনহারা
5.“পদ্মাবতী’’ কে রচনা করেন ? উঃ মহাকবি আলাওল।
6.“পদ্মাবতী’’ কোন জাতীয় রচনা? উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
7.‘প্রসন্ন প্রহর’ গ্রন্থের রচয়িতা কে? উঃ সিকান্দর আবু জাফর।
8.‘বাংলা ছাড়ো’ গ্রন্থের রচয়িতা কে ? উঃ সিকান্দার আবু জাফর।
9.‘প্রেমের সমাধি’র রচয়িতা কে? উঃ মোহাম্মদ নজীবর রহমান।
10.‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের রচয়িতা কে? উঃ আবু জাফর শামসুদ্দিন।
11.‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে? উঃ বেগম রোকেয়া।
12.‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে? উঃ মুহাম্মদ বরকতউল্লাহ।
13.‘পথে প্রবাসে’ গ্রন্থের রচয়িতা কে? উঃ অন্নদাশঙ্কর রায়।
14.‘পলাশীর যু্দ্ধ’ গ্রন্থের লেখক কে? উঃ নবীন চন্দ্র সেন।
15.‘নির্জন স্বাক্ষর’ গ্রন্থটির রচয়িতা কে? উঃ বুদ্ধদেব বসু।
16.‘নুরনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? উঃ আব্দুল হাকিম।
17.‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে ? উঃ মানিক বন্দোপাধ্যয়।
18.‘পথের পাচালী’ উপন্যাসের রচয়িতা কে? উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।
19.‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য বিষয় কি? উঃ গ্রামীন জীবন।
20.‘পথের দাবী’ উপন্যাসটির রচয়িতা কে? উঃ শরৎচন্দ্র চট্টপ্যাধায়।
21.‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে? উঃ রাজা রামমোহন রায়।
22.বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি? উঃ কুলীনকুল সর্বস্ব।
23.‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে? উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
24.‘বেদান্ত চন্দ্রিকা’ ও ‘প্রবোধ চন্দ্রিকা’ গ্রন্থ দুটির রচয়িতা কে? উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
25.শায়ের কারা? উঃ পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের বলা হয়।
26.পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির রচয়িতা কে ? উঃ ফকির গরীবুল্লাহ।
28.পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রন ঘটেছে? উঃ আরবী, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি।
29.কালুগাজী ও চন্দ্রাবতী কোনধরনের সাহিত্য? উঃ পুঁতি সাহিত্য।
30.কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন ? উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী।
31। আবদুল্লাহ উপন্যাসঃ কাজী ইমদাদুল হক
32। অরন্য গোধুলী কাব্যঃ বন্দে আলী মিয়া
33।বটতলার উপন্যাসঃ রাজিয়া খান
34। নজরুল ইসলামের দারিদ্র কবিতাঃ সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত
35।চিলেকোঠার সেপাইঃ আখতারুজ্জামান ইলিয়াস
36। শান্তিধারাঃ এয়াকুবআলী চৌধুরী
37।বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাঃ চন্ডীদাস
38.ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি? উঃ অনল প্রবাহ।
39.‘উমর ফারুক’ কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত? উঃ জিঞ্জির।
40.‘উদাসিন পথিকের মনের কথা’ উপন্যাসের রচয়িতা কে? উঃ মীর মশার্রফ হোসেন।
41.‘উত্তম-পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।
42.‘এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ’ এররচিয়তা কে? উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
43.‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি কার রচনা? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
44.‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচিয়তা কে? উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
45.‘ওরা কদম আলী’ নাটকের রচিয়তা কে? উঃ মামুনুর রশিদ।
46.‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
47.‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
48.‘স্বৈরাচারেরদশ বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
49.‘কড়ি দিয়ে কিনলাম’উপন্যাসটি রচনা করেন কে? উঃ বিমল মিত্র।
50.‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
51.‘কমলাকান্তেরদপ্তর’ গ্রন্থের রচিয়তা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
52.‘কমলাকান্তেরদপ্তর’ কোন ধরনের রচনা? উঃ র্তীযক ব্যঙ্গাত্মক।
53.‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
54.‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে? উঃ শওকত ওসমান।
55.‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে? উঃ রামনারায়ন তর্করত্ন।
56.‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম কি? উঃ ইব্রাহিম খাঁ।
57.‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’ গ্রন্থ দুটির রচয়িতার নাম কি? উঃ ইব্রাহিম খাঁ।
58.‘কবর’ নাটকটির রচিয়তা কে? উঃ মুনীর চৌধুরী।
59.‘কবর’ নাটকের পটভুমি কি ? উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
60.‘কবর’ নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়? উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
61.‘কবর’ কাবিতাটির রচয়িতা কে? উঃ জসীমউদ্দিন।
62.‘কবর’ কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত? উঃ রাখালী
63.‘কৃষ্ণপক্ষ’ গ্রন্থটির রচিয়তা কে? উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
64.‘কাদোঁ নদী কাঁদো’ উপন্যাসের রচিয়তা কে? উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।
65.‘খেয়া’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? উঃ কাব্য রচনা।
66.‘গ্রানাডার শেষ বীর’ গ্রন্থটির রচয়িতা কে? উঃ এস. ওয়াজেদ আলী।
67.গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি? উঃ বিশ্বনবী।
68.চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়? উঃ নবদ্বীপে।
69.‘চোখের বালী’ উপন্যাসটি লিখেছেন কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
70.The Captive Lady-র রচয়িতা কে ? উঃ মাইকেল মধুসূদন দত্ত।
71.‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেনীর রচনা ? উঃ উপন্যাস।
72.‘দুধে ভাতে উৎপাত’ গ্রন্থের রচয়িতা কে? উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
73.‘দত্তা’ উপন্যাসটির লেখক কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
74.‘নবী কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে? উঃ কাজী ইমদাদুল হক।
75.‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে? উঃ নূরুল মোমেন।
76.‘নীল দর্পন’ নাটকের রচয়িতা কে? উঃ দীনবন্ধু মিত্র।
77.‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির রচয়িতা কে? উঃ জসিম উদ্দিন।.
78.‘চাচা কাহিনী’ গ্রন্থের রচিয়তা কে? উঃ সৈয়দ মুজতবা আলী।
79.‘চণ্ডীমঙ্গল’কাব্যের কবি কে? উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
80.‘জমিদার দর্পন’ নাটক রচনা করেছেন কে? উঃ মীর মোশারফ হোসেন।
81.‘জিব্রাইলের ডানা’র গল্পকার কে? উঃ শাহেদ আলী।
82.‘আরেক ফাল্গুন’, হাজার বছর ধরে’, ‘বরফ গলা নদী’ এগুলো কার রচিত উপন্যাস? উঃ জহির রায়হান।
83.‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত? উঃ ফারসি।
84.‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচিয়তা কে? উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
85.‘নরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে? উঃ সৈয়দ শাসসূল হক।
86.‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে? উঃ সৈয়দ শামসুল হক।
87.‘খেলা রাম খেলে যারে’ কার রচনা? উঃ সৈয়দ শামসুল হক।
88.‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে? উঃ অদ্বৈত মল্লবর্মণ।
89.‘তারাবাঈ’ নাটকটির রচিয়াত কে? উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
90.‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে ? উঃ মনসুর বয়াতী।
91.‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র? উঃ নীল দর্পন নাটকের।
92.‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে? উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
93.‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
94.‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত? উঃ আহসান হাবিব।
95.‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
96.‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদক কে? উঃ E. M. Milford.
97.‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে? উঃ সৈয়দ মুজতবা আলী।
99.‘দন্ডকারন্য’গ্রন্থটির রচয়িতা কে? উঃ মুনীর চৌধুরী।
98.‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে? উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]
২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত]
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত]
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত]
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত]
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]
৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]
৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত]
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত]
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত]
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত]
১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।
১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত]
১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
১। বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে?
a. জগদীশ চন্দ্র বসু
b. হুমায়ূন আহমেদ
→ উত্তরঃ জগদীশ চন্দ্র বসু।
→ ব্যাখ্যাঃ হুমায়ূন আহমেদ এটি সম্পুর্ণ ভুল তথ্য। সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন পলাতক তুফান (নিরুদ্দেশের কাহিনী)। যা অব্যক্ত (প্রবন্ধ সংকলন) এ প্রকাশিত হয়। অব্যক্ত একটি পুস্তক যা আচার্য জগদীশ চন্দ্র বসু রচিত বিভিন্ন প্রবন্ধের সংকলন। কিছু প্রবন্ধ ইতঃপূর্বে মুকুল, দাসী, প্রবাসী, সাহিত্য এবং ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। বইটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে ১৩২৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রথম প্রকাশ পায়।
…
২। ‘বড় কে’ কবিতাটির লেখক?
a. ঈশ্বরচন্দ্র গুপ্ত
b. হরিশচন্দ্র মিত্র
→ উত্তরঃ হরিশচন্দ্র মিত্র।
→ ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন
কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?
‘বড় কে?’ কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে। আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে। আবার ‘হরিশচন্দ্র মিত্রের’ নামের বানান লেখা হয়েছে ‘হরিশ্চন্দ্র মিত্র’।
…
৩। চীনের প্রথম প্রেসিডেন্ট কে?
a. সান ইয়াত সেন
b. নাকি মাও সেতুং
→ উত্তরঃ সান ইয়াত সেন।
→ ব্যাখ্যাঃ যদি বলা হয় গনচীনের প্রথম প্রেসিডেন্ট কে? তখন হবে মাও সেতুং।
…
৪। পানামা খাল খননের প্রথম উদ্যোগ নিয়েছিল কোন দেশ?
a. আমেরিকা
b. ফ্রান্স
→ উত্তরঃ ফ্রান্স।
→ ব্যাখ্যাঃ যদি বলা হয় পানামা খাল খনন সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা।
…
৫। ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর প্রস্তাব করলে কে তার প্রথম বিরোধীতা করে?
a. ধীরেন্দ্রনাথ দত্ত
b. এ.কে ফজলুল হক
c. অধ্যাপক আবুক কাশেম
→ উত্তরঃ এ. কে ফজলুল হক।
→ ব্যাখ্যাঃ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষা ঊর্দুর পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। কিন্তু বলা হয়েছে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর বিরোধীতা কে করেন এবং সেটা ১৯৩৭ সালে।।এর উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল ঊর্দু হবে – এটার বিরোধীতাকারী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা ১৯৪৮ সালে।
…
৬। শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়?
a. যুক্তফ্রন্ট এর ২১ দফায়
b. বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে
c. ৬ দফায়
→ উত্তরঃ যুক্তফ্রন্ট এর ২১ দফায়।
→ ব্যাখ্যাঃ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ।থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে। এখানে মুল সমস্যাটা “প্রথম ” শব্দটা নিয়ে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছ, কিন্তু কথাটা প্রথম উল্লেখ
আছে যুক্তফ্রন্টের ২১ দফার ১৫ নং দফায়।
…
৭। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
a. ৪টি
b. ১১টি
→ উত্তরঃ ৪টি।
→ ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।
…
০৮। OPEC ভূক্ত দক্ষিণ এশিয়ার ও অনারব মুসলিম দেশ কোনটি??
a. Iran
b. None
→ উত্তরঃ Iran
→ ব্যাখ্যাঃ ইরান দক্ষিন এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা
কিনা OPEC এর সদস্য।
…
০৯। Who is the present President of the National Assembly of Bangladesh??
a. Abdul Hamid
b. Shirin Sharmin Chowdhury
→ উত্তরঃ শিরীন শারমিন চৌধুরী।
→ ব্যাখ্যাঃ National Assembly of Bangladesh এর present President কে? যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly
of Bangladesh। অর্থাৎ উত্তর শিরীন শারমিন চৌধুরী।
…
১০। “চতুর্দশপদী” নামের কবিতা কে লিখেছেন??
a. মাইকেল মুধুসুদন দত্ত
b. বলাইচাঁদ মুখোপাধ্যায়
c. রবীন্দ্রনাথ ঠাকুর
→ উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।
→ ব্যাখ্যাঃ “চতুর্দশপদী কবিতা ” বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে “চতুর্দশপদী ” নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম “চতুর্দশপদী কবিতা ” নয়, শুধু “চতুর্দশপদী “, এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।
…
১১। ‘চতুরঙ্গ’ কী??
a. রবীন্দ্রনাথের নাটক
b. দাবা খেলার আদি নাম
c. একটা যাত্রাদলের নাম
→ উত্তরঃ দাবা খেলার আদি নাম।
→ ব্যাখ্যঃ “চতুরঙ্গ” হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ।
…
১২। একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি??
a. চর্যাপদ
b. শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
c. লাইলি মজনু
→ উত্তরঃ শ্রীকৃষ্ণককীর্তন কাব্য।
→ ব্যাখ্যাঃ চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন “একক রচনা হিসেবে প্রথম ” কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে। সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণককীর্তন কাব্য।
…
১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে “কনসার্ট ফর বাংলাদেশ” এর প্রযোজনা করেন কারা??
a. জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন
b. জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর
c. জর্জ হ্যারিসন ও ইয়ভগেনি ইয়েভ।
→ উত্তরঃ জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।
→ ব্যাখ্যাঃ সঠিক উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন? কিন্তু আপনি
এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ
হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।
…
১৪। ‘Preface to Lyrical Ballads’ কবে প্রকাশিত হয়??
a. 1802
b. 1798
→ উত্তরঃ 1802.
→ ব্যাখ্যাঃ Lyrical Ballads প্রকাশিত হয় 1798 সালে। আর
Preface to Lyrical Ballads প্রকাশিত হয় 1802 সালে।
…
১৫। ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ??
a. মিসর
b. তুরস্ক
→ উত্তরঃ তুরস্ক, ১৯৪৯ (তুরস্ক মধ্যপ্রাচ্য এর অনারব মুসলিম দেশ)
→ ব্যাখ্যাঃ মিসর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয়, ১৯৭৮ সালে। USA প্রথম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয় ১৯৪৯ সালে।
…
১৬। জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পালন করেন কে??
a. ডগ হামারশোল্ড
b. ট্রাইগভে লাই
c. স্যার গ্লাডউইন জেব
→ উত্তরঃ স্যার গ্লাডউইন জেব।
→ ব্যাখ্যাঃ অপশানে ট্রাইগভে নাই। জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব = ট্রাইগভে লাই। জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন = স্যার গ্লাডউইন জেব। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইগভে লাই প্রথম
মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে যুক্তরাষ্ট্রের অধিবাসী গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তাঁর মেয়াদকাল ছিল – ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।
→ More Things:
• ১ম মহাসচিবঃ
>> এশিয়া থেকে নির্বাচিত = উ থান্ট (মায়ানমার)
>> আমেরিকা থেকে নির্বাচিত = জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
>> আফ্রিকা থেকে নির্বাচিত = বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর)
.
জাতিসঙ্ঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক মহাসচিবকে “প্রধান প্রশাসনিক কর্মকর্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী – জাতিসঙ্ঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রশাসক এবং কুটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে।
…
১৭। বিশ্বের ১ম যুদ্বপরাধ আদালত কোনটি??গণহত্যা, মানবতা বিরোধী যুদ্বপরাধের বিচার করে কোনটি??
a. আন্তর্জাতিক আদালত
b. আন্তর্জাতিক অপরাধ আদালত
c. নুরেমবার্গ ট্রায়াল
→ উত্তরঃ আন্তর্জাতিক অপরাধ আদালত।
→ ব্যাখ্যাঃ আন্তর্জাতিক আদালত, নুরেমবার্গ ট্রায়াল হবে না।
…
১৮। NATO ভুক্ত মুসলিম দেশ কতটি??
a. 2
b. 1
→ উত্তরঃ ২ টি
→ ব্যাখ্যাঃ NATO ভুক্ত মুসলিম দেশ গুলি হলো Turkey & Albania.
…
১৯। ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয় কি??
ক। আন্তর্জাতিক আদালত
খ। আন্তর্জাতিক অপরাধ আদালত
→ উত্তরঃ আন্তর্জাতিক আদালত।
→ ব্যাখ্যাঃ আন্তর্জাতিক আদালত = ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট’ চুক্তির মাধ্যমে গঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত = রোম চুক্তি’ (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয়।
→ More Things:
>> EU = ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়।
>> কমনওয়েলথ = লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়।
>> ন্যাটো = উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।
…
২০। প্রথম জিএসপি (GSP) দেয়া শুরু করে??
a. যুক্তরাষ্ট্র
b. ইউরোপীয় ইউনিয়ন
→ উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন।
→ ব্যাখ্যাঃ GSP এর পূর্ণরূপ হল Generalised system of preference অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা । এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসপি বলে ।
→ GSP সুবিধা দেয়ার লক্ষ্য হচ্ছেঃ (ক)রপ্তানি আয় বাড়ানো,
(খ) শিল্পায়নের প্রসার ঘটানো এবং (গ) প্রবৃদ্ধি বাড়ানো ।
১৯৬৪ সালের UNCTAD এর প্রথম সম্মেলনে GSP সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম অনুন্নত দেশসমূহকে জিএসপি’র সুবিধা দেয়া শুরু করে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং
১৯৭৬সাল থেকে বাস্তবায়ন শুরু করে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কাব্যঃ
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কি?
উত্তরঃ চর্যাপদ।
রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কে ছিল?
উত্তরঃ কবি কৃত্তিবাস।
কোন কবি রামায়ণ প্রথম মহিলা অনুবাদক?
উত্তরঃ চন্দ্রাবতী।
বাংলা সাহিত্যের প্রথম চরিত্র কি?
উত্তরঃ নিরঞ্জন।
কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান?
উওরঃ ইউসুফ জুলেখা।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে ছিল?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যের নাম কি?
উওরঃ পদ্মিনী উপাখ্যান।
বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি কে ছিল?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।
বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি কে ছিল?
উত্তরঃ চন্ডীদাস।
বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি?
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
মেঘনাদবধ কাব্য গ্রন্থটি কে রচয়িতা করেছিল?
উওরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রহী কবি কে ছিল?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সনেট কি?
উত্তরঃ চতুর্দশপদী কবিতাবলী।
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা কে ছিল?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কি?
উত্তরঃ বিরাঙ্গনা কাব্য।
বাংলা সাহিত্যের প্রথম গীতকবি কে ছিল?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্ত্তী।
বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতার রচয়িতা কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতা কি?
উত্তরঃ আত্মবিলাপ।
বাংলা সাহিত্যের প্রথম দেহত্মবাদী কবি কে?
উত্তরঃ ত্রিপতী বন্দোপাধ্যায়।
বাংলা সাহিত্যের প্রথম অনুবাদ কাব্য কি?
উত্তর: শ্রীরাম পাঁচালি।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হল?
উত্তরঃ চন্দ্রাবতী।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা মুসলিক কবি ছিল?
উত্তরঃ মাহমুদা খাতুন সিদ্দিকা।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?
উত্তরঃ কায়কোবাদ।
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি কে ছিল?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
বাংলা সাহিত্যের সনেট কবিতার প্রবর্তক কে ছিল?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের ইতালীয় সনেটের প্রবর্তক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরি।
প্রবন্ধঃ
বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কি?
উওর: বেদান্ত।
বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে ছিল?
উওর: রাজা রামমোহন রায়।
নাটক ও প্রহসন:
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের নাম কি?
উওরঃ ভদ্রার্জুন।
ভদ্রার্জুন নাটকটির রচয়িতা?
উওরঃ তারাচরণ শিকদার।
বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটকের নাম?
উওরঃ কুলীনকুলসর্বস্ব।
কুলীনকুলসর্বস্ব নাটকটি রচয়িতা ?
উওরঃ রামনারায়ণ তর্করত্ন।
বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটকের নাম কি?
উওরঃ কৃষ্ণকুমারী।
কৃষ্ণকুমারীর নাটকের রচয়িতা?
উওরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটকের নাম কি?
উত্তরঃ পদ্মাবতী।
পদ্মাবতী নাটকটির রচয়িতা?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার এর নাম কি?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক/সার্থক মৌলিক নাটকের নাম কি?
উত্তরঃ শর্মিষ্ঠা।
শমিষ্ঠা নাটকটির রচয়িতা কে ছিল?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কি ?
উত্তরঃ কৃষ্ণকুমারী।
বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটকটি ‘কৃষ্ণকুমারী’ রচনা করেন কে ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কি?
উওরঃ একেই কি বলে সভ্যতা।
প্রথম বাংলা নাটকের অভিনয় কোথায় করা হয়?
উত্তরঃ বেঙ্গল থিয়েটারে।
রোমিও জুলিয়েট সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন?
উত্তরঃ হরচন্দ্র ঘোষ।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার?
উত্তরঃ মীর মশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ এর নাম কি?
উত্তরঃ বিষাদ সিন্ধু।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম চরিত্র অবলম্বনে নাটকের নাম কি?
উত্তরঃ জমিদার দর্পন।
উপন্যাসঃ
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
উওরঃ আলালের ঘরের দুলাল।
বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের নাম কি?
উত্তরঃ কল্পতরু।
কল্পতরু উপন্যাসের রচয়িতা ?
উত্তরঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস?
উত্তরঃ ফুলমনি ও করুনার বিবরন।
ফুলমনি ও করুনার বিবরন উপন্যাসটি রচনা করেন কে?
উত্তরঃ হ্যানা কেথেরিন ম্যালেন্স।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি?
উওরঃ কপালকুণ্ডলা।
কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা?
উওরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ?
উত্তরঃ “পথিক তুমি পথ হারাইয়াছ”-কপালকুন্ডলা।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি?
উওর: দুর্গেশ নন্দিনী।
দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা?
উওরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
উত্তরঃ দুর্গেশ নন্দিনী।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্র্যাজেডির নাম?
উওর: কীর্তিবিলাস।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিল?
উত্তরঃ স্বর্ণ কুমারী দেবী।
প্রথম মহিলা ঔপন্যাসিকের উপন্যাস?
উওরঃ মেবার রাজ।
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্তিক উপন্যাস?
উত্তরঃ চোখের বালি।
বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস?
উত্তরঃ বাঁধনহারা।
বাঁধনহারা পত্র উপন্যাসটির রচয়িতা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
কীর্তিবিলাস রচনা কে করেন?
উওরঃ যোগেন্দ্রনাথ গুপ্ত।
চোখের বালি রচনা করেন কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
গদ্যঃ
বাংলা গদ্যের জনক?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা?
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ।
প্রভাবতী সম্ভাষণ রচনা করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থের নাম কি?
উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।
কৃপার শাস্ত্রের অর্থভেদ গদ্যগ্রন্থটি প্রকাশক?
উত্তরঃ ফাদার গেরেঁ।
বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্পকার কে ছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা সাহিত্যে প্রথম চলিত গদ্য রীতির প্রবর্তক?
উত্তরঃ প্রমথ চৌধুরি।
বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙ্গালী লেখক?
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসধর্মী ভ্রমণ কাহিনী কি?
উত্তরঃ পালামৌ।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান গদ্যকার?
উত্তরঃ মীর মশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের মুসলমান লেখক রচিত প্রথম গল্পটির নাম কি?
উত্তরঃ রত্নবতী।
কোনটি বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্প?
উত্তরঃ দেনা পাওনা।
কাকে বাংলা বিজ্ঞান কল্পকাহিনীর জনক বলা হয়?
উত্তরঃ জগদীশ চন্দ্র বসু কে।
পত্রিকাঃ
বাংলা ভাষায় প্রথম সাময়িকীর নাম?
উওরঃ দিগদর্শন
মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকার নাম?
উওরঃ সমাচার সভারাজেন্দ্র।
দিগদর্শন সাময়িকীর সম্পাদক কে ছিলেন?
উওরঃ জন ক্লার্ক মার্শম্যান।
সমাচার সভারাজেন্দ্র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ?
উওরঃ শেখ আলিমুল্লাহ।
একুশঃ
একুশের প্রথম কবিতার নাম?
উত্তরঃ কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
“কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি”– এই কবিতার রচয়িতা কে?
উত্তরঃ মাহবুব উল আলম চৌধুরী।
একুশের প্রথম উপন্যাসের নাম?
উত্তরঃ আরেক ফাল্গুন।
আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা?
উত্তরঃ জহির রায়হান।
কোনটি একুশের প্রথম সাহিত্য সংকলন?
উত্তরঃ একুশে ফেব্রুয়ারী।
একুশে ফেব্রুয়ারী সাহিত্য সংকলনের সম্পাদক?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
ব্যকরণ ও বিবিধঃ
চর্যাপদ আবিষ্কার করছেন কে?
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী।
বাংলায় ব্রহ্ম সাহিত্যের প্রথম রচয়িতা?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।
বাংলা ভাষায় প্রথম যতি চিহ্নের ব্যবহারকারী?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রথম বাংলা অক্ষর খোদাইকারী?
উত্তরঃ পঞ্চানন কর্মকার।
প্রথম সম্পূর্ণ বাংলা অক্ষরে নকশা প্রস্তুতকারক?
উত্তরঃ চার্লস উইলকিনস।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম?
উওরঃ পর্তুগীজ বাংলা ব্যাকরণ।
পর্তুগীজ বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উওরঃ ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাঁও।
ছাপার অক্ষরে প্রথম বাংলা বইয়ের নাম?
উওরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ।
প্রথম মুদ্রিত গ্রন্থের নাম?
উওরঃ কথোপকথন।
কথোপকথন গ্রন্থটির রচয়িতা?
উওরঃ উইলিয়াম কেরি।
প্রথম বাংলা ছাপাখানার নাম?
উওরঃ বাংলাপ্রেস।
বাংলাপ্রেস কার উদ্যোগে গঠিত হয়?
উওরঃ সুন্দর মিত্র।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম?
উওরঃ নীলদর্পণ।
নীলদর্পণ গ্রন্থটির রচিয়তা?
উওরঃ দীনবন্ধু মিত্র।
বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী মূলক গ্রন্থের নাম?
উত্তরঃ বিদ্যাসাগর চরিত।
বিদ্যাসাগর চরিতকে রচনা করেন?
উত্তরঃ ঈশ্বচন্দ্র বিদ্যাসগর।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপখ্যান’
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১) আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে ছিলেন?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
২) বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩) বাংলা ভাষার আদি কবি?
উত্তরঃ কানা হরিদত্ত।
৪) বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৫) কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন?
উত্তরঃ উনিশ শতকের শেষার্ধে।
৬) বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ?
উত্তরঃ আধুনিক যুগের।
৭) মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি?
উত্তরঃ পদ্মাবতী ও অন্নদামঙ্গল।
৮) চন্ডীদাস কোন যুগের কবি?
উত্তরঃ মধ্যযুগের।
৯) আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত?
উত্তরঃ টপ্পাগান।
১০) টপ্পা গানের জনক কে?
উত্তরঃ নিধুবাবু (রামনিধি গুপ্ত)
১১) কখন মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন?
উত্তরঃ উনিশ শতকের শেষার্ধে।
১২.বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।
১৩) বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৪) বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি?
উত্তরঃ শ্রীকৃষ্ণ কীর্তন।
১৫) বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।
১৬) বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উত্তরঃ কৃষ্ণকুমারী।
১৭) বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ ‘কথোপকথন’।
১৮) বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
১৯) শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন?
উত্তরঃ বড়ু চন্ডীদাস।
২০) শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?
উত্তরঃ চৈতন্যপূর্ব যুগ।
২১) বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন?
উত্তরঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।
১৮) উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।
২১) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ আলালের ঘরের দুলাল।
২২)’আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে?
উত্তরঃ প্যারীচাদ মিত্র।
২৩) বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
২২) ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান?
উত্তরঃ নাটকীয়তা ।
২৩) বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি?
উত্তরঃ কুলীনকুল সর্বস্ব।
২৪) বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে?
উত্তরঃ ভদ্রার্জুন, তারাচরণ সিকদার।
২৫) রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ?
উত্তরঃ ইউসূফ- জুলেখা।
২৬) মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী।
২৭) বাংলা গদ্যর উৎপত্তি কখন?
উত্তরঃ আঠার শতকে।
২৮) ‘কথোপকথন’ এর রচয়িতা কে?
উত্তরঃ উইলিয়াম কেরি।
২৯) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
উত্তরঃ নীল দর্পণ।
৩০) কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন?
উঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৩১) বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।
৩২) সনেটের জনক কে?
উত্তরঃ ইটালীর পেত্রাক।
৩২)’গাজীকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?
উত্তরঃ পুঁথি সাহিত্য।
৩৩) বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে?
উত্তরঃ আশরাফ সিদ্দিকী।
৩৪) রূপকথা কে সংগ্রহ করেছিলেন?
উত্তরঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
৩৫) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?
উত্তরঃ তিনটি।
(প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)
৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?
উত্তরঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।
৩৭) মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল?
উত্তরঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
০১। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
০২। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
০৩। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]
০৪। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
০৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]
০৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
০৭। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
০৮। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]
০৯। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
১০। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
১১। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
১২। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
১৩। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৪। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
১৫। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]
১৬। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]
১৭। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
১৮। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]
১৯। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]
২০। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
২১। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]
২২। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২৩। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত]
২৪। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]
২৫। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]
২৬। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]
২৭। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]
২৮। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
২৯। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
৩২। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৩। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত]
৩৪। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৩৫। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৩৬। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
৩৭। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
৩৮। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩৯। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
৪০। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
৪১। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
৪২। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
৪৩। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
৪৪। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
৪৫। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]
৪৬। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
৪৭। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
৪৮। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]
৪৯। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৫০। ’তোহফা’ কাব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫১। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫২। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৫৩। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]
৫৪। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী- মজন’ ইরান।
৫৫। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৫৬। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]
৫৭। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৫৮। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৫৯। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
৬০। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬১। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৬২। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৬৩। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]
৬৪। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৬৫। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৬৬। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৬৭। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৬৮। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]
৬৯। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৭০। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
৭১। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]
৭২। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৭৩। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৭৪। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৭৫। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
৭৬। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
৭৭। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
৭৮। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]
৭৯। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
৮০। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
৮১। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
৮২। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
৮৩। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
৮৪। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
৮৫। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
৮৬। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
৮৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
৮৮। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
৮৯। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
৯০। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৯১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৯২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]
৯৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]
৯৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]
৯৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৯৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]
৯৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
৯৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
১০০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]
১০১। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]
১০২। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
১০৩। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
১০৪। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
১০৫। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
১০৬। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
১০৭। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
১০৮। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
১০৯। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
১১০। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
১১১। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
১১২। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১১৩। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]
১১৪। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
১১৫। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১১৬। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
১১৭। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১১৮। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
১১৯। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১২০। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১২১। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
১২২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১২৩। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১২৪। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১২৫। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১. জয় বাংলা, বাংলার জয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
২. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
৩. একতারা, তুই দেশের কথা বল রে এবার বল গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
৪. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৫. একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল? গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৬. মোরা একটি ফুলকে বাঁচাব বলে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৮. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ
৯. একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান
১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : সমর দাস
১১. নোঙ্গর তোলো, তোলো গীতিকার : নইম গহর সুরকার : সমর দাস
১২. মুক্তির মন্দির সোপানতলে গীতিকার : মোহিনী চৌধুরী সুরকার : কৃষ্ণচন্দ্র দে ১৩. আমি বাংলায় গান গাই গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়
১৪. এই পদ্মা, এই মেঘনা গীতিকার ও সুরকার : আবু জাফর
১৫. সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা গীতিকার ও সুরকার : আবদুল লতিফ
১৬. ধনধান্যে পুষ্পে ভরা গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়
১৭. সালাম সালাম হাজার সালাম গীতিকার : ফজলে খোদা সুরকার : আবদুল জব্বার
১৮.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় : গীতিকার : আবদুল লতিফ
১৯. কারার ঐ লৌহকপাট গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম ২০. ভয় কী মরণে রাখিতে সন্তানে গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস
২০. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা গীতিকার : নাসিম খান সুরকার : সেলিম আশরাফ ২২. সব কটা জানালা খুলে দাও না গীতিকার : নজরুল ইসলাম বাবু সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
২১. সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
২২. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি
২৩. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি
২৪. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গীতিকার : নইম গহর সুরকার : অজিত রায়
২৫. শোনো একটি মুজিবরের থেকে গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : অংশুমান রায়
২৬. জনতার সংগ্রাম চলবেই গীতিকার : সিকান্দার আবু জাফর সুরকার : শেখ লুতফর রহমান
২৭. রক্ত দিয়ে নাম লিখেছি গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ সুরকার : সুজেয় শ্যাম ৩০. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই
২৮. বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : শ্যামল মিত্র
২৯. বিচারপতি তোমার বিচার করবে যারা গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী ৩৩. ও মাঝি নাও ছাইড়া দে গীতিকার : এসএম হেদায়েত সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৩০. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গীতিকার : আবদুল গাফফার চৌধুরী সুরকার : আলতাফ মাহমুদ
৩১. মা গো, ভাবনা কেন? গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : সমর দাস
মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গ্রন্থ গ্রন্থের নাম ও রচয়িতাঃ
বাংলাদেশ কথা কয় — আবদুল গাফফার চৌধুরী
বাংলা ও বাঙালীর কথা — আবুল মোমেন
বাংলাদেশ ও বঙ্গবন্ধু — মোনায়েম সরকার
একাত্তরের রণাঙ্গন — শামসুল হুদা চৌধুরী
একাত্তরের ঢাকা — সেলিনা রহমান
একাত্তরের কথামালা — বেগম নূর জাহান
একাত্তরের দিনগুলো — জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরী — সুফিয়া কামাল
আমার কিছু কথা — শেখ মজিবর রহমান
“বাংলাদেশ : রক্তের ঋণ “, এন্থনি মাসকারেনহাস
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান
● চরমপত্র – (রম্যকথিকা ) পরিকল্পনা=আবদুল মান্নান, কথক= এম আর আখতার মুকুল
● ইসলামের দৃষ্টিতে ( ধর্মীয় কথিকা ) – কথক= সৈয়দ আলি আহসান
● জল্লাদের দরবার – জীবন্তিকা (নাটিকা), লেখক= কল্যাণ মিত্র, ভয়েস= রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ ।
● বিশ্বজনমত সংবাদ ভিত্তিক কথিকা – কথক= সাদেকীন
● পিন্ডির প্রলাপ (রম্যকথিকা) – কথক= আবু তোয়াব খান
● দর্পণ – ( কথিকা) – কথক= আশরাফুল আলম
● প্রতিধ্বনী -( কথিকা ) – কথক= শহীদুল ইসলাম
● কাঠগড়ার আসামী – ( কথিকা) – কথক= মুস্তাফিজুর রহমান
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
All important books and writings about liberation war of Bangladesh.
মুক্তিযুদ্ধভিত্তিক সকল উপন্যাসের তালিকা:
১. রাইফেল রোটি আওরাত– আনোয়ার পাশা
২. নেকড়ে অরণ্য– শওকত ওসমান
৩. হাঙর নদী গ্রেনেড– সেলিনা হোসেন
৪. খাঁচায়– রশীদ হায়াদার
৫. জোছনা ও জননীর গল্প– হুমায়ূন আহমেদ
৬. জনক ও জননীর গল্প- মোস্তফা কামাল
৭. সাড়ে তিন হাত ভূমি– ইমদাদুল হক মিলন
৮. ফেরারী সূর্য- রাবেয়া খাতুন
৯. যাত্রা– শওকত আলীর
১০. জীবন ও রাজনৈতিক বাস্তবতা– লেখক শহীদুল জহির
মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের তালিকা:
১. পায়ের আওয়াজ পাওয়া যায়- সৈয়দ শামসুল হক
২. বর্ণচোর- মমতাজউদ্দীন আহমেদ
৩. কি চাহ শঙ্খ চিল- মমতাজউদ্দীন আহমেদ
৪. যে অরন্যে আলো নেই–নীলিমা ইব্রাহিম।
৫. নরকে লাল গোলাপ- আলাউদ্দিন আল আজাদ
৬. স্বাধীনতা আমার স্বাধীনতা-মমতাজ উদদীন আহম্মেদ
৭. বকুল পুরের স্বাধীনতা- মমতাজ উদ্দিন আহম্মেদ
৮. আয়নায় বন্ধুর মুখ–আবদুল্লাহ আল মামুন।
৯. কিংশুক যে মরুতে– মওহাম্মদ এহসানুল্লাহ
১০ ফেরী আসছে–রনেশ দাসগুপ্ত
মুক্তিযুদ্ধভিত্তিক সকল কবিতার তালিকা:
১. মুক্তিযোদ্ধা–জসীমউদদীন।
২. দগ্ধগ্রাম–জসীমউদদীন।
৩. বন্দী শিবির থেকে–শামসুর রহমান।
৪. স্বাধীনতা তুমি– শামসুর রহমান।
৫. বাংলা ছাড়ো– সিকান্দার আবু জাফর
৬. স্বাধীনতা–নির্মলেন্দু গুণ
৭. আজকের বাংলাদেশ– সুফিয়া কামাল
৮. প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে–সুফিয়া কামাল।
৯. মুক্তিযোদ্ধারা দেখতে কেমন–আহসান হাবীব
১০. একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্পণ–রফিক আজাদ
মুক্তিযুদ্ধভিত্তিক সকল গানের তালিকা:
১. মোরা একটি ফুলকে বাচাব–গোবিন্দ হালদার।
২. জন্ম আমার ধন্য হল–নাঈম গহর।
৩. জনতার সংগ্রাম চলবেই–সিকানদার আবু জাফর।
৪. শুন একটি মুজিবুরের–গৌরিপ্রসন্ন মজুমদার।
৫. নোঙ্গর তোল তোল–নাঈম গহর।
মুক্তিযুদ্ধভিত্তিক সকল ছোটগল্পের তালিকা:
১. একাত্তরের যীশু– শাহরিয়ার কবির।
২. জন্ম যদি তব বঙ্গে–শওকত ওসমান।
৩. নামহীন গোত্রহীন–হাসান আজিজুল হক।
৪. মিলির হাতে স্টেনগান–আখতারুজ্জামান ইলিয়াস।
৫. বীরাঙ্গনার প্রেম–বিপ্রদাস বড়ুয়া।
মুক্তিযুদ্ধভিত্তিক সকল প্রবন্ধের তালিকা:
১. A search for identity–মে.মো.আবদুল জলিল
২. The liberation of Bangladesh–মে.জে. সুখওয়ান্ত সিং।
৩. একাত্তরে ঢাকা–সেলিনা হোসেন।
৪. আমি বীরাঙ্গনা বলছি–ড.নীলিমা ইব্রাহিম।
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন