নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ , রাশিয়া ইউক্রেন যুদ্ধ ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ

রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে চলছে রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণ। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও হামলার শিকার হয়েছে। 

সংবাদমাধ্যম বিবিসির কাছে অনেক পাঠকই ইউক্রেন পরিস্থিতি নিয়ে অসংখ্য প্রশ্ন পাঠাচ্ছেন। সেখান থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্নের জবাব দিয়েছে বিবিসি। সেসব প্রশ্নোত্তর তুলে ধরা হলো টিবিএসের পাঠকদের জন্যও।

প্রশ্ন: ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে কীভাবে? ইউক্রেনিয়ান বিমানবাহিনী রুশ বহরের ওপর হামলা চালাচ্ছে না কেন?

উত্তর: ইউক্রেনের পশ্চিম সীমান্তের পোল্যান্ড ও অন্যান্য ন্যাটো রাষ্ট্রে রাশিয়া হামলা করেনি (হামলা এসেছে অন্য তিন দিক—উত্তর, দক্ষিণ ও পূর্ব থেকে)। এ কারণে এখনও সাপ্লাই আসার একটি করিডোর রয়ে গেছে।

তবে কৃষ্ণসাগরের বড় একটি অংশ এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে। এ কারণে বিরোধীপক্ষের জাহাজের জন্য এই অঞ্চল নিরাপদ নয়।

ইউক্রেন কেন রুশ বহরের ওপর আক্রমণের উদ্যোগ না নিয়ে অরক্ষিতের মতো বিমান হামলা হজম করছে, তা নিয়ে সবাই-ই বিভ্রান্তিতে আছে।

এই নিষ্ক্রিয়তার কয়েকটি ব্যাখ্যা থাকতে পারে। ইউক্রেনের সশস্ত্র ড্রোন হয়তো ফুরিয়ে গেছে। অথবা দেশটির অপেক্ষাকৃত ছোট বিমানবাহিনী রাশিয়ান সেনাদের গোলার লক্ষ্যবস্তু হতে চাইছে না।

ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর বেন বেরি ধারণা করছেন, হাতে যতটা অস্ত্রশস্ত্র আছে, ইউক্রেন সম্ভবত তা বাঁচিয়ে রাখছে, যাতে রুশ বাহিনী কিয়েভের আরও কাছে এগিয়ে এলে পাল্টা আক্রমণ করা যায়।

প্রশ্ন: ইউক্রেন যুদ্ধে জড়ানোর জন্য পশ্চিমা শক্তিগুলোকে ঠিক কী করতে হবে?

উত্তর: পশ্চিম স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়া যদি কোনো ন্যাটোভুক্ত দেশকে আক্রমণ করে, তাহলেই কেবল তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, তবে ন্যাটোভুক্ত পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর প্রতিবেশী। এ কারণে ন্যাটো এসব দেশের সীমান্ত সুরক্ষিত করতে বাড়তি সেনা পাঠাচ্ছে।

ন্যাটো বলছে, রুশ হামলা ঠেকাতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ‘প্রতিরক্ষামূলক’ অস্ত্রশস্ত্র সরবরাহ করছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অ্যান্টি-এয়ারক্রাফট ও অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল।

অনেকেই ইউক্রেনিয়ান শহরগুলোতে রুশ বিমান হামলা ঠেকানোর জন্য ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বান জানিয়েছে। কিন্তু ন্যাটো তাতে রাজি হয়নি। কারণ হিসেবে বলছে, নো-ফ্লাই জোন ঘোষণা করলে ইউক্রেনের আকাশে প্রবেশ ঠেকানোর জন্য রাশিয়ান বিমানের ওপর ন্যাটোকে গুলি চালাতে হবে। তার ফলে রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ বেধে যেতে পারে।

প্রশ্ন: এখন পর্যন্ত যুদ্ধবন্দিদের ব্যাপারে কিছু শোনা যায়নি। কোনো পক্ষই কি কাউকে বন্দি করছে না?

উত্তর: করছে। খবরে এসেছে, কিছু রাশিয়ান সৈন্য আটক হয়েছেন। তাদের একজনকে বাড়িতে ফোন কল করতে দেওয়া হয়েছে।

প্রশ্ন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাটোর কোনো কৌশল আছে?

উত্তর: এই হামলা সম্ভবত কেউ ভাবতেও পারেনি। তবে নিন্দা জানানো ছাড়াও পশ্চিম আরও অনেক কিছুই করতে পারে। 

অন্যদিকে রাশিয়ারও সীমান্তের এত কাছে পারমাণবিক বিপর্যয় সৃষ্টির কোনো ইচ্ছা নেই। কাজেই পুনরায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আক্রমণের সম্ভাবনা খুবই কম।
 
প্রশ্ন: জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ কতটা উদ্বেগের বিষয়?

উত্তর: জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখান থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ বিকিরণের ঘটনাও ঘটেনি। বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে কেন্দ্রটির পরিস্থিতি নিরাপদই থাকবে।

চুল্লিগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভালো। এগুলো অগ্নি-নিরোধক। তবে পারমাণবিক স্থাপনাগুলো সামরিক লক্ষ্যবস্তু হলে তা নিয়ে উদ্বেগের কারণ আছে, কেননা সেক্ষেত্রে পারমাণবিক দুর্ঘটনা ঘটার প্রবল ঝুঁকি থেকে যায়।

প্রশ্ন: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো দুর্ঘটনা ঘটলে দূরের দেশগুলোতে—যেমন যুক্তরাজ্যে—তার কেমন প্রভাব পড়তে পারে?

উত্তর: যুক্তরাজ্য ইউক্রেন থেকে অনেক দূরে। যুক্তরাজ্যে তেজস্ক্রিয় বিকিরণের কোনো প্রভাব পড়বে।

কোনো দুর্ঘটনা ঘটলেও তার তীব্রতা ১৯৮৬ সালের চেরনোবিলের দুর্ঘটনার মতো হবে না। চেরনোবিলের চুল্লিতে গ্রাফাইট ছিল। এ কারণে ওই চুল্লি ১০ দিন ধরে জ্বলেছিল। তার ধোঁয়াও অনেক উপরে ওঠে এবং ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের চুল্লিগুলোতে গ্রাফাইট নেই। কাজেই ব্যাপক পরিসরে আগুন লাগার বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

প্রশ্ন: সত্যি সত্যিই যদি পারমাণবিক স্থাপনায় বা কুলিং ইউনিটে আগুন লাগে বা সরাসরি বোমা পড়ে, তাহলে কী হবে?

উত্তর: চুল্লি ভবনের ভেতরে আগুন লাগলে তা তৎক্ষণাৎ স্বয়ংক্রিয় সেফটি সিস্টেমের সাহায্যে নির্বাপণ করা হবে। চুল্লি ভবনগুলো যথেষ্ট মজবুত, তাই সেখানে পারমাণবিক জ্বালানি বেশ নিরাপদেই থাকবে।

পরমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়লেই কেবল বিস্ফোরণ হবে। আর তা ঘটতে পারে সাইটে সরবরাহ করা বিদ্যুৎ ও ব্যাক-আপ জেনারেটর ক্ষতিগ্রস্ত হলে। তা যদি কোনো কার্যক্রম চালু থাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঘটে, তাহলে ফুকুশিমার মতো বিস্ফোরণ হতে পারে।

জাপোরিঝঝিয়ায় চুল্লিগুলো ‘শাটডাউন’ করে দেওয়া হচ্ছে। এর অর্থ, পরমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়তে পারবে না।

প্রশ্ন: কিয়েভে সাংবাদিকদের জীবন এখন কেমন? স্বাভাবিক জীবনযাপনের কোনো চিহ্ন কি আছে?

উত্তর: সপ্তাহখানেক আগেও কিয়েভের জীবন ছিল একেবারেই স্বাভাবিক। 

কিন্তু এখন সর্বত্র যুদ্ধের আবহ। ঘটনাপ্রবাহ অত্যন্ত দ্রুত এগোচ্ছে। বোমা পড়ছে নিয়মিত বিরতিতে।

এখনও পর্যন্ত তাজা খাবার পাওয়া যাচ্ছে। তবে মেট্রো স্টেশনগুলোতে যারা আশ্রয় নিয়েছেন, তাদের খাবার ও পানীয় ফুরিয়ে আসছে।

কিয়েভের ব্যস্ত, স্বাভাবিক জীবন এখন থমকে গেছে। সর্বত্র ব্লকেড আর সামরিক চেকপয়েন্ট।

মাঝে মাঝে কিয়েভের বাসিন্দাদের মুখে নার্ভাস হাসি দেখা যায়। তবে সবার চেহারাতেই উদ্বেগের ছায়া স্পষ্ট। 

প্রশ্ন: শেষ পর্যন্ত রাশিয়ান বাহিনী যদি কিয়েভ ঘিরে ফেলে, তাহলে কি বিমান থেকে সাপ্লাই (খাবার, অস্ত্রশস্ত্র) ফেলা যাবে শহরটিতে?

উত্তর: কিয়ভেকে ঘিরে ফেলা হলে কী ঘটবে, তা স্পষ্ট নয়।

ইউক্রেন ও রাশিয়া উভয়পক্ষই নাগরিকদের যুদ্ধ থেকে পালানোর সুযোগ করে দিতে ‘মানবিক করিডোর’ বানাতে সম্মত হয়েছে।

এমনও হতে পারে, ইউক্রেনিয়ান বাহিনী এই সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নতুন সাপ্লাই আনবে। প্রচণ্ড লড়াই চলছে যেসব শহরে, সেসব জায়গায় খাবার ও পানি সরবরাহ করার সুযোগ দিতে রাজি হয়েছে রাশিয়া।

এখন শহরগুলোর সুপারমার্কেট ও ফার্মেসিগুলো খোলা রাখা যায়। তবে জিনিসপত্রের মজুদ আরও কমে এসেছে এবং জিনিস কেনার জন্য লম্বা লাইন তৈরি হচ্ছে। 

রাশিয়ান বাহিনী উত্তর ও পশ্চিম থেকে আরও এগিয়ে আসছে। কিয়েভও সম্ভবত সামরিকভাবে ঘেরাও হয়ে যাবে।



চাকরির নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জ্ঞান। এরমধ্যে আন্তর্জাতিক অংশের বেশিরভাগ প্রশ্নই আসে সমসাময়িক ঘটনাবলী থেকে। ফলে চলমান ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন একনজরে জেনে নিই এই যুদ্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা-

১। ২১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে পূর্ব ইউরোপে রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো।

২। পূর্ব ইউক্রেনের দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর সেখানে রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। মূলত এই দুই অঞ্চলে ‘শান্তি নিশ্চিত’ করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি।

৩। পূর্ব ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্ককে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর অঞ্চল দু’টির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে নিষেধাজ্ঞা অমান্যকারীকেও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেয় দেশটি।

৪। ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে পূর্ব ইউরোপের এই দেশটি নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা পায় নতুন মাত্রা। এর জেরেই রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো।

এসব নিষেধাজ্ঞা আরোপকারী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জাপানসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো সংস্থাও রয়েছে। 

৫। ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনের সামরিক অবকাঠামো এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা চালায় রাশিয়া। এমন অবস্থায় দেশের মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তিনি। একই সঙ্গে দেশজুড়ে মার্শাল ল জারি করেছেন জেলেনস্কি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি লোকজনকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায়। এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের শপথ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পুরোদমে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর ওই ভিডিও বার্তা দেন তিনি।

৬। অস্ত্র হাতে তুলে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে দেশের প্রাপ্তবয়স্ক ও সক্ষম সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এক টেলিভিশন ভাষণে নাগরিকদের লড়াইয়ে যোগ দেওয়ার এই আহ্বান জানান তিনি।

রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তার আহ্বান জানান জেলেনস্কি। এছাড়া ইউক্রেনকে রক্ষায় ইচ্ছুক কারো ওপর পূর্বে নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকলে এখন তা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

৭। রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢুকে পড়েছে বলে জানায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী। 

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানায়, কিয়েভে সরকারি স্থাপনাগুলো লক্ষ্য করে গ্র্যাড মিসাইল ছুড়ে হামলা চালাচ্ছে রুশ সৈন্যরা।

Russia%20Ukraine%20wars%20 1
Russia%20Ukraine%20wars%20 2
Russia%20Ukraine%20wars%20 3
Russia%20Ukraine%20wars%20 4

নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠন সম্পকে জ্ঞান

১ম থেকে সকল বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংকস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

গণিত

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) প্রশ্ন ও উত্তর লিংক বীজগাণিতিক মান নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফাপ্রশ্ন ও উত্তর লিংক উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু প্রশ্ন ও উত্তর লিংক ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)প্রশ্ন ও উত্তর লিংক আয়তক্ষেত্রের বেসিক
সূত্রের অংকসমূহ, সরলরেখা
প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত প্রশ্ন ও উত্তর লিংক গাছের উচ্চতা/
মিনারের উচ্চতা
প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি প্রশ্ন ও উত্তর লিংক
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিংক পরিমাপ ও পরিমান প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

কম্পিউটার

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তরপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের তথ্য

যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন ও উত্তর লিংক
কম্পিউটার প্রশ্ন ও উত্তর লিংক সেটেলাইট-১প্রশ্ন ও উত্তর লিংক
LAN, WAN
কম্পিউটার নেটওয়ার্ক
প্রশ্ন ও উত্তর লিংক কম্পিউটার সংক্ষিপ্ত
শব্দের পূর্ণরুপ
প্রশ্ন ও উত্তর লিংক
গুগলপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীডপ্রশ্ন ও উত্তর লিংক
৩জি,৪জি, ৫ জি প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর লিংক পুরস্কার ও সম্মাননাপ্রশ্ন ও উত্তর লিংক
গভর্নর জেনারেল ও
ভাইসরয়দের তালিকা
প্রশ্ন ও উত্তর লিংক খেলাধুলাপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলার শাসন আমল প্রশ্ন ও উত্তর লিংক জিন-কোষপ্রশ্ন ও উত্তর লিংক
ভূপ্রকৃতি ও জলবায়ুপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন রোগব্যাধিপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত উক্তিপ্রশ্ন ও উত্তর লিংক পরিমাপক যন্ত্রপ্রশ্ন ও উত্তর লিংক
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলীপ্রশ্ন ও উত্তর লিংক রসায়নপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নামপ্রশ্ন ও উত্তর লিংক ভূগোলপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবসপ্রশ্ন ও উত্তর লিংক পদার্থ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী প্রশ্ন ও উত্তর লিংক জীববিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের মুদ্রা নামপ্রশ্ন ও উত্তর লিংক গাণিতিক পরিমাপের এককপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের আলােচিত ঘটনাবলীপ্রশ্ন ও উত্তর লিংকসাধারণ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক আন্তর্জাতিক বিষয়াবলী
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
সমাধান / উত্তর লিংক
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
Paragraph & Composition উত্তর লিংক ভাবসম্প্রসারণ, রচনা উত্তর লিংক
আবেদন পত্র/ Application form উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment