শ্রেণি: ১২শ / HSC ইন কমার্স-2021 বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (২) এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 08 বিষয় কোডঃ 1723 |
বিভাগ: ভোকেশনাল শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ নেটওয়ার্ক টপোলজি ও প্রটোকল সম্বন্ধে আলোচনা করা
শিখনফল/বিষয়বস্তু :
- নেটওয়ার্কিং এর উদ্দেশ্য ও সুবিধা,
- নেটওয়ার্কের শ্রেণিবিভাগ,
- নেটওয়ার্ক টপোলজি ও প্রটোকল,
নির্দেশনা :
- কম্পিউটার নেটওয়ার্ক এর প্রাথমিক ধারনা,
- নেটওয়ার্ক ও টপোলজির শ্রেণিবিভাগ,
- নেটওয়ার্ক প্রটোকল সম্পর্কে ধারনা দাও,
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- কম্পিউটার নেটওয়ার্ক এর প্রাথমিক ধারনা,
কম্পিউটার নেটওয়ার্ক বলতে বুঝায়ে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা। যার ফলে কম্পিউটারসমূহের মধ্যে নির্বিঘ্নে ডেটা আদান-প্রদান করতে পারে এবং রিসোর্সসমূহ শেয়ার করতে পারে। একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তার বা তারবিহীন সংযোগ প্রদান করা হয়। তারবিহীন ব্যবস্থার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ও কমিউনিকেশন স্যাটেলাইট ব্যবহার করা হয়। নেটওয়ার্কের অন্তগর্ত যে ডিভাইসসমূহ ফাইল তৈরি করতে পারে, টার্মিনেট করতে পারে তাকে নোড বলা হয়।
কম্পিউটার নেটওয়ার্কের সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্টারনেট। যে কম্পিউটার শেয়ারিং সুবিধা দিতে পারে তাকে সার্ভার কম্পিউটার বলে। সর্ভার সবসময় শেয়ারিং করতে দেয় কিন্তু কোনো শেয়ারিং সুবিধা নেয় না। অন্যদিকে, ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কে যে কম্পিউটারগুলো শুধু মাত্র শেয়ারিং সুবিধা নেয় কিন্তু কোনো শেয়ারিং সুবিধা দিতে পারে না তাকে ওয়ার্কস্টেশন বা নোড বা হোস্ট বলে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- নেটওয়ার্ক ও টপোলজির শ্রেণিবিভাগ,
নেটওয়ার্ক টপোলজি নিয়ে আজকের বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আমাদের আরেকটি ব্লগ এখান থেকে পড়ে আসতে পারেন।
আজকের ব্লগে আমরা নেটওয়ার্ক টপোলজি বিস্তারিত জানার চেষ্টা করব। নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে টপোলজি একটি গুরুত্বপূর্ন পার্ট।
নেটওয়ার্ক টপোলজি কি?
নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বাঁ কম্পোনেন্ট কে আমরা নেটওয়ার্ক টপোলজি (Network Topology) বলে থাকি।
উদাহারণ হিসেবে বলা যেতে পারে – ক্যাবল, পিসি, রাউটার এই ডিভাইস বাঁ কম্পোনেন্ট গুলো যে সিস্টেমে নেটওয়ার্কের মধ্যে একে অপরের সাথে যুক্ত থাকে, একেই টপোলজি সিস্টেম বলা হয়।
নেটওয়ার্ক টপোলজিতে সাধারণত নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল (Layout) অবস্থার বর্ণনা করা হয়ে থাকে।
নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ সমূহ
- বাস টপোলজি (Bus Topology System)
- রিং টপোলজি (Ring Topology System)
- স্টার টপোলজি (Star Topology System)
- ট্রি টপোলজি (Tree Topology System)
- হাইব্রিড টপোলজি (Hybrid Topology System)
- মেশ টপোলজি (Mesh Topology System)
বাস টপোলজি (Bus Topology System)
যেই নেটওয়ার্ক সিস্টেমে একটু মূল তার কে কেন্দ্র করে কয়েকটি ওয়ার্ক্সস্টেশন বাঁ কম্পিউটার যুক্ত থাকে, সেই নেটওয়ার্ক সিস্টেম কে বাস টপোলজি (Bus Topology System) বলে।
বাস টপোলজিতে একটি প্রধান ক্যাবল থাকে, যাকে ব্যাকবোন (Backbone) হিসেবে চিন্তা করা হয়। যখন নেটওয়ার্ক সিগন্যাল ব্যাকবোনে চলাফেরা করবে, তখন প্রাপক হিসেবে কম্পিউটার সিগন্যাল গ্রহণ করবে আর বাকিরা এটিকে অগ্রাহ্য করবে।
এই টপোলজি সিস্টেম ছোট হওয়ার কারনে এটি ব্যবহারের ক্ষেত্রে খুব সহজ। এই সিস্টেমে কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও সম্পূর্ন নেটওয়ার্ক সিস্টেম অকেজো হয়ে যায়না।
- বাস টপোলজির কিছু উপকারিতা
- এর নেটওয়ার্ক সিস্টেম ছোট হওয়াতে এটি ব্যবহারে অনেকটাই ইজি।
- এই সিস্টেমে ক্যাবলের পরিমান অনেক কম হওয়ার খরচের পরিমানও কমে যায়।
- রিপিটার ব্যবহারের মাধ্যমে এর ব্যাকবোন (Backbone) কে সম্প্রসারণ করা খুব ইজি।
- এই নেটওয়ার্ক সিস্টেমে কোন একটি কম্পিউটার নষ্ট হলে গেলেও পুরো সিস্টেম অকেজো হয়ে যায়না।
- বাস টপোলজির কিছু অপকারিতা
- এই সিস্টেমে কম্পিউটারের সংখ্যা বেশি হয়ে গেলে ট্রান্সমিশনে কিছুটা সমস্যা হয়।
- এই নেটওয়ার্ক সিস্টেমে ডাটা ট্রান্সফার স্প্রিড কিছুটা স্লো হয়ে থাকে।
- এই নেটওয়ার্ক সিস্টেমে সমস্যা নির্ণয় অনেকটা জটিল।
রিং টপোলজি (Ring Topology System)
এই সিস্টেমে পাশাপাশি কয়েকটি কম্পিউটার রিংয়ের ন্যায় যুক্ত হয়ে ডাটা ট্রান্সফার করে থাকে বলে এই সিস্টেম কে রিং টপোলজি বলে। রিং টপোলজিতে ট্রান্সফারকৃত ডাটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত প্রাপক কম্পিউটার ডেটা গ্রহন না করে।
এই টপোলজি সিস্টেমে কোন কেন্দ্রীয় কম্পিউটা থাকেনা, এই সিস্টেমে প্রতিটা কম্পিউটার সমান গুরুত্বপূর্ণ। এই টপোলজিতে যেহেতু প্রতিটা কম্পিউটার বৃত্তাকার অবস্থায় থাকে এবং প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাই এই সিস্টেমে মাঝখান থেকে যেকোন একটি কম্পিউটারে সমস্যা সৃষ্টি হলে আর ডেটা ট্রান্সফার হবেনা।
- রিং টপোলজির কিছু উপকারিতা
- এই টপোলজি সিস্টেমে কোন সার্বার বাঁ কেন্দ্রীয় কম্পিউটারের দরকার হয়না।
- এই টপোলজি নেটওয়ার্কে অবস্থিত প্রতিটা কম্পিউটার সমানভাবে গুরুত্ব বহন করে।
- এই সিস্টেমে ইচ্ছেমত কম্পিউটারের সংখ্যা বাড়ালে খুব একটা সমস্যা হয়না।
- রিং টপোলজির কিছু অপকারিতা
- এই নেটওয়ার্ক সিস্টেমে যেকোন একটি কম্পিউটারে সমস্যা হলে ডেটা ট্রান্সফার হবেনা।
- এই টপোলজিতেও নেটওয়ার্ক সিস্টেমে সমস্যা নির্ণয় করা বেশ জটিল।
স্টার টপোলজি (Star Topology System)
যেই নেটওয়ার্ক টপোজলিতে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্য সকল কম্পিউটার গুলো বৃত্তাকারভাবে যুক্ত থেকে ডেটা ট্রান্সফার করে তাকে স্টার টপোলজি (Star Topology System) বলে। এ নেটওয়ার্ক সিস্টেমে কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমেই সমস্থ ডেটা আদান প্রদান হয়।
এই টপোলজি সিস্টেমে কেন্দ্রীয় কম্পিউটার ছাড়া অন্য যেকোন কম্পিউটারে সমস্যা দেখা দিলে সাধারনত ডেটা ট্রান্সফারে তেমন একটি সমস্যা হয়না।
- স্টার টপোলজির কিছু উপকারিতা
- এই টপোলজি সিস্টেমে কোন জামেলা ছাড়াই যেকোন মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়।
- এই সিস্টেমে খুব সহজেই সমস্যা নির্ণয় করা যায়।
- হঠাৎ কোন একটি কম্পিউটার নষ্ট বাঁ সমস্যা হলে ডেটা ট্রান্সফারে কোন জামেলা সৃষ্টি হয়না।
- এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটার টিকে সরিয়ে নেওয়া যায়।
- স্টার টপোলজির কিছু অপকারিতা
- কেন্দ্রীয় অবস্থানে থাকা কম্পিউটারে কোন প্রকার জামেলা সৃষ্টি হলে সম্পূর্ন ডেটা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে।
- এই টপোলজি সিস্টেমে অনেক বেশি ক্যাবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমানও বেড়ে যায়।
- কম্পিউটারে সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্প্রিড হ্রাস পায়।
ট্রি টপোলজি (Tree Topology System)
ট্রি টপোলজিতে অনেক গুলো স্টার টপোলজি গাছের শাখা-প্রশাখার ন্যায় বিন্যস্ত থাকে বলে একে ট্রি টপোলজি বলা হয়। এই টপোলজি সিস্টেমে হোস্ট হিসেবে এক বাঁ একাধিক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে।
অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম স্তরের কম্পিউটার গুলো, দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয় এবং দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর সাথে হোস্ট হিসেবে যুক্ত থাকে।
অফিস, আদালত এবং ছোট খাট আইটি বিজনেস গুলোতে এই টাইপের নেটওয়ার্ক টপোলজি সিস্টেম খুব বেশি ব্যবহার হয়ে থাকে।
- ট্রি টপোলজির কিছু উপকারিতা
- যেকোন আইটি অফিসগুলোতে এই টপোলজি পজিটিভ উপযোগি হিসেবে ব্যবহার করা হয়।
- এই টপোলজিতে নতুন কোন সংযোগ বাদ দিলে ডেটা ট্রান্সফারে তেমন কোন সমস্যা হয়না।
- কিছু অপকারিতা
- এই টপোলজি সিস্টেম অনেকটা জটিল।
- মেইন রুট বাঁ সার্ভারে কোন সমস্যা দেখা দিলে পুরো টপোলজি সিস্টেম অচল হয়ে যাবে।
হাইব্রিড টপোলজি (Hybrid Topology System)
কয়েকটি টপোলজি নিয়ে গঠিত টপোলজিকে হাইব্রিড টপোলজি বলা হয়। অর্থাৎ বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজি গুলো নিয়ে গঠিত নতুন এবং বিশাল টপোলজি সিস্টেম কে হাইব্রিড টপোলজি বলা হয়।
উদাহারণ হিসেবে পুরো ইন্টারনেট সিস্টেম কে হাইব্রিড টপোলজির সাথে তুলনা করা যায় – ইন্টারনেট হলো বিশাল একটি নেটওয়ার্ক সিস্টেম, যেখানে সব টাইপের টপোলজি গুলো বৃদ্ধমান আছে।
হাইব্রিড টপোজলির সুবিধা এবং অসুবিধা গুলো নির্বর করবে, হাইব্রিড টপোলজিতে ব্যবহৃত অন্যান্য টপোলজিগুলোর সুবিধা এবং অসুবিধা গুলোকে কেন্দ্র করে।
মেশ টপোলজি (Mesh Topology System)
কোন নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে যে ডিভাইস বাঁ কম্পিউটার থাকে, এই ডিভাইস বাঁ কম্পিউটারগুলোর মধ্যে যখন অতিরিক্ত সংযোগ দেওয়া থাকে তখন তাকে মেশ টপোলজি সিস্টেম বলা হয়।
এই টপোলজি সিস্টেমে অতিরিক্ত বাঁ অপ্রয়োজনীয় লিঙ্ক দেওয়া থাকে বলে অতিরিক্ত ডেটা ট্রান্সফারের নিশ্চয়তা দেওয়া যায়। এছাড়া এই সিস্টেমে নেটওয়ার্কের নেগেটিভ সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- মেশ টপোলজির কিছু উপকারিতা
- খুব সহজে এই টপোলজি সিস্টেমে সমস্যার সৃষ্টি হয়না।
- ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অন্য টপোলজি থেকে এই টপোলজিতে নিশ্চয়তার হার বেশি হয়।
- অনেক সহজেই যেকোন সমস্যা সমাধান করা যায়।
- অন্য টপোলজি গুলোর তুলনায় এই টপোলজিতে ডেটা ট্রান্সফার স্প্রিড অনেক দ্রুত।
- অনেক বেশি শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম।
- কিছু অপকারিতা
- এই সিস্টেমে নেটওয়ার্ক ইন্সটলেশন এবং কনফিগারেশন অনেক বেশি জটিল।
- এই টপোলজিতে খরচের পরিমান সবচেয়ে বেশি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- নেটওয়ার্ক প্রটোকল সম্পর্কে ধারনা দাও,
খুব বেশি আগের না, স্থানীয় নেটওয়ার্ক প্রতিষ্ঠানের সঠিক প্রোটোকলের বাধ্যতামূলক ব্যবহার করার প্রয়োজন। এই পছন্দটি কম্পিউটারের ধরনের একটা প্রভাব এটা সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। আজ, একই সমস্যা কার্যত অদৃশ্য হয়েছে। আধুনিক নেটওয়ার্কের বিভিন্ন TCP IP প্রোটোকলগুলিকে সব যা পূর্বে অস্তিত্ব প্রতিস্থাপন করা হয়। এটা একটা সার্বজনীন সমাধান যে কোনো অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেতে পারে।
পরিভাষা
নেটওয়ার্ক প্রোটোকল – একটি প্রতিষ্ঠিত ভাষায় যোগাযোগ প্রোগ্রাম। ডাটা ট্রান্সফার একটি কেবলের মাধ্যমে একটি বিট স্ট্রীমের আন্দোলন। সুতরাং যে এটা লক্ষ্য কম্পিউটার পৌঁছে এবং ডেটা আকারে এটি উপস্থাপন, এটা নিয়ম একটি নির্দিষ্ট সেট প্রয়োজন। তারা মান প্রোটোকল নিবন্ধিত করছে। তাদের সম্বন্ধে সাধারণত বলুন, তারা যেন পাখির একটি স্তর আছে। কিভাবে এই বুঝা যায়? শারীরিক লেয়ার প্রয়োগ করা হয় সংজ্ঞা একটি তালিকা রয়েছে, উদাহরণস্বরূপ, কি পাওয়ার কর্ড হবে, তার শিরা বেধ, এবং অন্যান্য পরামিতি আছে। ধরুন এটা একটা ভালো তারের যাক। তারপর, ডেটা প্যাকেট তাঁকে পাঠানো হবে। কিন্তু কম্পিউটারের কিছু তাদের কে নেবে? তারপর কাজ ডাটা লিংক লেয়ার যোগ দিল, এবং প্যাকেট হেডার প্রতিটি মেশিনের প্রকৃত ঠিকানা নির্দিষ্ট করে – একটি নির্দিষ্ট সংখ্যক মধ্যে অনুস্যূত নেটওয়ার্ক কার্ড। এটি Mac-ঠিকানা বলা হয়।
নেটওয়ার্কের অনুক্রমের
লিঙ্ক লেয়ার ইথারনেট সঙ্গে সমানুপাতিক। এই প্যাকেজটি সংজ্ঞায়িত পরামিতি যে তার টাইপ সংজ্ঞায়িত একটি সেট রয়েছে। এই এই ধরনের একটি সরাসরি ফাংশন আছে, এবং তাদের বিষয়বস্তু নেটওয়ার্ক লেয়ার বোঝায়। ARP, যা ম্যাক আইপি অ্যাড্রেস রূপান্তরের জন্য দায়ী এবং IP-প্রোটোকল নিজেই: দুটি সবচেয়ে সাধারণ প্রোটোকল আছে। এটা তোলে গঠন আইপি-প্যাকেট আনতে সম্ভব। সমস্ত ডেটা ইতিমধ্যে সাহায্যে স্থানান্তর করা হয় একটি নির্দিষ্ট নেটওয়ার্ক ঠিকানা পাঠানো হয়েছে। প্যাকেজ প্রোটোকল প্রকার ইঙ্গিত নির্দিষ্ট ফরম্যাটে একটি সংখ্যা আছে।
বিভিন্ন TCP এবং এর ফলে UDP: সবচেয়ে সাধারণ দুই ধরনের হয়। উভয়ের মাঝখানে রয়েছে সত্য প্রথম, নির্ভরযোগ্যতা সর্বোচ্চ ডিগ্রী আছে কারণ যখন প্যাকেট পাঠানোর এটা ক্রমাগত তার অনুরোধ প্রাপ্তির পাঠায় মধ্যে গঠিত একটি নির্দিষ্ট পার্থক্য নেই। দ্বিতীয় নেটওয়ার্ক প্রোটোকল – একটি সহজ টুল ইন্টারনেট রেডিও শুনতে শুনতে, উদাহরণস্বরূপ, হয়। এটা কোনো সত্য তাদের প্রাপ্তি বেরাদরদের না দেখে প্যাকেট পাঠাতে অধিকৃত হয়। যখন তিনি পৌঁছে গেছেন, আপনি যদি না রেডিও শোনার জন্য সক্ষম হবে, এবং – পরীক্ষণ ও নজরদারি কোনো লাভ নেই।
বৈশিষ্ট্য বাক্স বন্টন
প্যাকেজের মাধ্যমে একটি পোর্ট সংখ্যা, যা সম্পন্ন পাঠাচ্ছে নির্দিষ্ট করার নিশ্চিত। আবেদন উপর নির্ভর করে, যা তথ্য নির্দেশ করা হয় – সাধারণত, এই প্যারামিটারটি আবেদন পর্যায়ে প্রোটোকল ধরণ দ্বারা নির্ধারিত হয়। আপনি অ-মানক পোর্ট এবং পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন, কোন এক এটি করতে বারণ করে। এই ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত নেটওয়ার্ক প্রোটোকল HTTP- র এবং POP3 হয়। নেস্টেড প্যাকেজ একটি অনুক্রমের পায়। ইথারনেট-প্যাকেজ আইপি, আরও বিভিন্ন TCP অথবা UDP, এবং তারপর নির্দিষ্ট আবেদন উপর দৃষ্টি নিবদ্ধ করা ডেটা এম্বেড করেছে।
বৈশিষ্ট্য
প্রোটোকল বিপরীতে নেটওয়ার্ক প্রোটোকল ডাটা ট্রান্সফার একটি নির্দিষ্ট যন্ত্রপাতি বাঁধা নয়। তাদের বাস্তবায়ন সফ্টওয়্যার মধ্যে সঞ্চালিত হয়, তাই আপনি ইনস্টল এবং যে কোন সময়ে অপসারণ করতে পারেন।
আইপি এবং TCP / IP
এই নেটওয়ার্ক প্রোটোকল শুধুমাত্র ইন্টারনেটে ব্যবহার করা হয় না, কিন্তু মধ্যে অপারেটিং সিস্টেম। তিনি পরিবহন ও নেটওয়ার্ক স্তর, যাতে তথ্য সঞ্চার ইউনিট। খুব অনেক বছর এটি শুধুমাত্র ইউনিক্স-সদৃশ নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল, এবং এখন যে ইন্টারনেট বেশ দ্রুত উত্থিত হয়েছে, আইপি নেটওয়ার্ক প্রোটোকল স্থানীয় কম্পিউটার নেটওয়ার্ক প্রায় প্রতিটি ধরনের ব্যবহার করা হয়েছে। মুহূর্তে এটা অপারেটিং সিস্টেম চলমান পরিষেবার সংখ্যাগরিষ্ঠ প্রাথমিক প্রটোকল হিসেবে কাজ করে।
স্থানীয় ও সুইচ নেটওয়ার্ক
পুরাতন নেটওয়ার্ক প্রোটোকল কিছু নির্দিষ্ট জ্ঞান প্রয়োজন, এবং TCP / IP যেমন ব্যবহারকারীরা করবেন, এই না এমনকি সংখ্যক NIC- গুলির দেখা দ্বারা ব্যবহৃত হয়। যখন একই প্রোটোকল ব্যবহার করে একটি মডেম বা স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা হয়। সমন্বয় একটি প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রক্রিয়ায় ব্যবহৃত যৌগ ধরনের উপর নির্ভরশীল। উল্লেখ্য যে, নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল বাকিদের থেকে আলাদা হয়, এবং স্থানীয় নেটওয়ার্ক জন্য অথবা মডেম মাধ্যমে সেটিংস, খুব, নির্দিষ্ট তারতম্য আছে অধিকারী হয়। ডায়াল-আপ সংযোগ ইনস্টল করার আরো ভাল প্রোগ্রাম, যা প্রদানকারী দ্বারা সরবরাহ করা হয় স্বয়ংক্রিয় কনফিগারেশন সাথে। অন্যথায়, আপনি নিজে সব প্রয়োজনীয় পরামিতি প্রবেশ করতে হবে। আপনি মৌলিক নেটওয়ার্ক প্রোটোকল পর্যালোচনা করতে পারেন।
IPX প্রোটোকল
কিট নোভেল দ্বারা উন্নত নিজস্ব অপারেটিং সিস্টেম Netware জন্য ব্যবহার করা হবে যায়নি। IPX আংশিকভাবে TCP / IP এর অনুরূপ, অর্থাৎ এটা প্যাকেটের প্রোটোকলের কিছু অন্তর্ভুক্ত, কিন্তু কোম্পানির এর কপিরাইট রক্ষিত। তবে, মাইক্রোসফট প্রোটোকলের সাহায্যে উইন্ডোজ পরিবারের অপারেটিং সিস্টেম জন্য ডিজাইন করা ঐ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তৈরি করেছে। IPX একটি নেটওয়ার্ক প্রোটোকল যা কার্মিক আইপি পরিপ্রেক্ষিতে অনুরূপ হয়। SPX – ট্রান্সপোর্ট লেয়ার, যা পৃথক মেশিনের মধ্যে প্যাকেট ডাটা বিনিময় নিশ্চিত করার জন্য ডিজাইন করা একটি টুল।
মুহূর্তে, এই প্রোটোকল শুধুমাত্র সার্ভারের সাথে নেটওয়ার্ক ব্যবহার করা হয় যেখানে Netware পুরোনো সংস্করণ। এটা প্রায়ই নেটওয়ার্ক প্রোটোকল কিছু অন্যান্য সেট দিয়ে একসঙ্গে ব্যবহার করা হয়। এখন কোম্পানী Nowell সম্পূর্ণরূপে নতুন সার্বজনীন TCP / IP প্রোটোকল স্থানান্তর করা।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]