নেপোলিয়ন বোনাপোর্ট কে ছিলেন, নেপোলিয়ন কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন, কনসাল কি, কনসুলেট কী, ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়
নেপোলিয়ন বোনাপোর্ট কে ছিলেন?
উত্তর : নেপোলিয়ন বোনাপোর্ট ছিলেন ফরাসি বীর এবং ১৭৯৯ সাল থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি সম্রাট।
নেপোলিয়ন কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : নেপোলিয়ন ১৭৬৯ সালে কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন?
কনসাল কি?
উত্তর : আইন ও ক্ষমতা প্রয়োগকারী রাজকীয় শাসক ।
কনসুলেট কী?
উত্তর : নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনব্যবস্থা বাতিল করে যে নতুন শাসনব্যবস্থা চালু করেন তাই কনসুলেট নামে পরিচিত।
ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৮০৫ সালে।
কনকোভার্ট কি?
উত্তর : নেপোলিয়ানের ধর্ম সংস্কারের নীতিকে কনকোভার্ট বা মীমাংসা নীতি বলা হয়।
নেপোলিয়ন কোড কি?
উত্তর : ১৮০০ সালে নেপোলিয়ন বোনাপার্ট আইনব্যবস্থার আমুল পরিবর্তন এবং সংস্কার সাধকল্পে একটি আইন কমিশন নিয়োগ করেন। এ কমিশন বিভিন্ন ধরনের অসংগত আইন বাতিল করে সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ আইন-কানুন প্রণয়ন করে, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত।
ডাইরেক্টরি শাসন কি? অথবা, ডাইরেক্টরি কি?
উত্তর : রোবস্পিয়ারের পতন ও সন্ত্রাসের রাজত্বের অবসানের পর ১৭৯৫ সালে নতুন সংবিধান দ্বারা ফ্রান্সে যে শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাই ডাইরেক্টরি শাসন নামে পরিচিত।
ওয়াটার লু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
উত্তর : ওয়াটার লু যুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত?
উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় বলে।
ওয়াটার লু নামক স্থানটি কোথায় অবস্থিত?
উত্তর : বেলজিয়ামে অবস্থিত।
নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়?
উত্তর : নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয় ।
ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়। অথবা, কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৭৮৯ সালে ।
ফরাসি বিপ্লব কোথায় সংঘটিত হয়?
উত্তর : ফ্রান্সে ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর : ষোড়শ লুই।
ষোড়শ লুই কে ছিলেন?
উত্তর : ফরাসি বিপ্লবকালীন ফ্রান্সের রাজা ।
‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থটি কে প্রণয়ন করেন? অথবা, ‘দি স্পিরিট অব দি লজ’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ফরাসি দার্শনিক মন্টেস্কু ।
ফরাসি বিপ্লব সংঘটনের দুইজন দার্শনিকের নাম লিখ । অথবা, ফরাসি বিপ্লবে দু’জন দার্শনিকের নাম লিখ ।
উত্তর : দার্শনিক রুশো এবং ভলতেয়ার।
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি? অথবা, ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি ছিল? অথবা, ফরাসি বিপ্লবের মূল উপজীব্য কি?
উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
আমিই রাষ্ট্র এটি কার উক্তি?
উত্তর : চতুর্দশ লুইয়ের
ক্যাপিটেশন কি ধরনের কর? অথবা, ক্যাপিটেশন কি?
উত্তর : আয়কর।
গাবেলা কি? অথবা, ‘গাবেলা কোন ধরনের কর?
উত্তর : লবণ কর
‘The Social Contract’ গ্রন্থের লেখক কে?
উত্তর : জ্যাঁ জ্যাক রুশো।
ফরাসি আইনসভাকে কি বলা হতো?
উত্তর : ফরাসি আইনসভাকে স্টেটস জেনারেল বলা হতো।
টেইলি কি?
উত্তর : টেইলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত কর।