♥নেবো আবার বরণ করে ♥
♦ শ্যামল বণিক অঞ্জন♦
ভেঙেছো সব খরস্রোতা
নদী যেমন কুল ভাঙে,
ফিরতে হলে ফিরতে পারো
আবার যদি ভুল ভাঙে।
শিখবে যেদিন ভালোবাসা
কাঁটা থেকে ফুল ভাবা,
স্বার্থ ছাড়া প্রেমের দোলায়
যেদিন তুমি দোল খাবা।
এসো ফিরে মনের তীরে
যাবো অতীত সব ভুলে,
নেবো আবার বরণ করে
ধন্য ধন্য রব তুলে।
- আইপিও প্রক্রিয়া বর্ণনা কর, প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া বর্ণনা কর,ইনিসিয়াল পাবলিক অফারিং প্রক্রিয়া বর্ণনা কর
- প্রাথমিক গণপ্রস্তাব বলতে কি বুঝ,ইনিসিয়াল পাবলিক অফারিং বলতে কি বুঝ, আইপিও কি
- সামাজিক ও পরিবেশ সংক্রান্ত রিপোর্ট প্রদানের বিপক্ষে যুক্তিসহ উপস্থাপন কর
- সবচেয়ে কার্যকর ধনুষ্টংকার ওষুধ
- ধনুষ্টংকার কারণ লক্ষণ ও চিকিৎসা, ধনুষ্টংকার লক্ষণ ও প্রতিকার,ধনুষ্টংকার লক্ষণ ও প্রতিকার