গুবরে পোকা Coleoptera বর্গভুক্ত সর্বাধিকসংখ্যক প্রজাতিবিশিষ্ট একদল পোকা। গ্রিক শব্দ থেকে এসেছে Coleoptera, যার অর্থ ‘Sheathed Wing’ অর্থাৎ খাপবিশিষ্ট ডানা। কারণ প্রায় সব গুবরে পোকার দুই জোড়া ডানা থাকে। সামনের ডানা জোড়া শক্ত ও পুরু হয়। এই জোড়া পেছনের জোড়া এবং এদের পশ্চাৎ অংশের নিরাপত্তা দেয়। গুবরে পোকা সমস্ত পতঙ্গের মধ্যে ৪০ শতাংশ এবং এদের মোট প্রজাতির সংখ্যা চার লাখের মতো।
মেরু অঞ্চল বাদে পৃথিবীর প্রায় সর্বত্রই দেখা যায় এদের। প্রায় সব ধরনের খাবার খায়। কিছু প্রজাতি খায় উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন—পাতা, ফল, বীজ বা গুঁড়ি। অনেকে আবার এদের থেকে ছোট পোকামাকড় শিকার করে খায়। কেউ ছত্রাক খায়, কেউ আবার মল খায়। গুবরে পোকার জীবনচক্রে চারটি ভিন্ন ধাপ আছে। স্ত্রী গুবরে পোকা ডিম পাড়ে। ডিম থেকে লার্ভা বের হয়, যাদের কোনো ডানা থাকে না। লার্ভা থেকে পিউপা পর্যায়ে এরা কোনো খাদ্য গ্রহণ করে না। পিউপা থেকে এরা পোকায় রূপান্তরিত হয়।
দেহের কেমিক্যাল নিঃসরণের মাধ্যমে গুবরে পোকারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এরা চোখে খুব ভালো দেখতে পায় না। কিছু পোকা শব্দ উৎপন্ন করে যোগাযোগের জন্য। এই শব্দ এরা মূলত তৈরি করে এদের মুখের সামনের বড় দাঁত দুটি একে অপরের সঙ্গে ঘষে অথবা ডানা বা পায়ের ঘর্ষণে। কেউ কেউ মৃত গাছের গুঁড়িতে থেকে সেখানে কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি করে।
জোনাকিও এক ধরনের গুবরে পোকা। এরা অন্ধকারে জ্বলে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। Dung Beetle প্রজাতির গুবরে পোকা নিজেদের ওজনের থেকে প্রায় এক হাজার এক শ গুণ বেশি ভার বহন করতে পারে।
গুবরে পোকা আমাদের বাস্তুসংস্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা পঁচে যাওয়া প্রাণী ও উদ্ভিদ খায়। কিছু প্রজাতি ফুল থেকে ফুলে মধু খেয়ে পরাগায়নে সাহায্য করে। তবে গুবরে পোকা আমাদের ক্ষতিও করে থাকে। কাঠের পোকা কাঠ কেটে নষ্ট করে। আবার ফসল ভক্ষণকারী গুবরে পোকা আমাদের শস্য খেয়ে ফেলে। এদের ফসলের ক্ষতিকারক বালাই পোকাও বলে।
শিক্ষা
- একমালিকানা ব্যবসায়ে অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে লেনদেন লিপিবদ্ধকরন।, হতে আর্থিক বিবরণী প্রস্তুতকরন প্রক্রিয়া অনুশীলন করে ব্যাখ্যা কর
- ই-কমার্স এর ব্যবহার প্রনালী ব্যাখ্যা কর, বর্তমানে পেক্ষাপটে আত্মনির্ভশীল হওয়ার জন্য ই-কমার্সের প্রয়ােজনীয়তা আলােচনা কর।
- অফিস ব্যবস্থাপকের প্রধান কাজ কী?, একজন ব্যবস্থাপক কিভাবে এর দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের লক্ষ অর্জন করতে পারেন আলােচনা করা।
- Madrasa 6th to 9th class assignment routine of 2021
- কোভিড-১৯ পরিস্তিতিতে ২০২১ সালের দাখিল পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা
- কোভিড-১৯ পরিস্তিতিতে ২০২১ সালের আলিম পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা
- ২০১৮ সনের মাস্টার্স শেষ পর্ব নিয়মিত, প্রাইভেট নিয়মিত পরীক্ষার ফরমপূরণের
- যোগাযোগের মাধ্যমগুলো আলোচনা কর, অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশগুলো উল্লেখ পূর্বক লেখার পদ্ধতি বর্ণনা কর
- অফিসের রেকর্ড সংরক্ষণ বলতে কী বােঝায়?, “নথিকরণ ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণশক্তি- ব্যাখ্যা কর।
- অফিস পরিবেশ নির্বাচন করতে কী বোঝায়?, কোভিড-১৯ পরিস্থিতিতে অফিস পরিবেশ ভাল রাখার উপায় সমূহ আলােচনা কর।