পদার্থের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণিবিভাগ, মােমের দহনের ফলে A গ্যাস , জলীয় বাষ্প, তাপ ও আলাে উৎপন্ন হয়। চুনের মধ্যে A গ্যাস চালনা করলে B যৌগ পাওয়া যায়। B যৌগের মধ্যে কয়েক ফোঁটা লঘু HCl যােগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে

শ্রেণি: ১০ম / 2022 বিষয়: রসায়ন এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 137
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


এসাইনমেন্ট শিরোনামঃ

পদার্থের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণিবিভাগ।

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাঃ

মােমের দহনের ফলে A গ্যাস , জলীয় বাষ্প, তাপ ও আলাে উৎপন্ন হয়। চুনের মধ্যে A গ্যাস চালনা করলে B যৌগ পাওয়া যায়। B যৌগের মধ্যে কয়েক ফোঁটা লঘু HCl যােগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে।

  • ক) মােমের দহন কি ধরণের পরিবর্তন ব্যাখ্যা করতে হবে।
  • খ) উল্লেখিত সকল পরিবর্তনগুলাে বিবেচনায় নিয়ে কোনটি কোন শ্রেনির বিক্রিয়া তা ব্যাখ্যা করতে হবে।
  • গ) A ও B যৌগে কার্বন পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে।
  • ঘ) ইলেকট্রন স্থানান্তরের ধারণায় বিক্রিয়াগুলাে রেডক্স/ নন-রেডক্স তা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে।

শিখনফল/বিষয়বস্তুঃ

  • ভৌত পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য করতে পারবে।
  • পদার্থের পরিবর্তনকে বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্ত করতে পারবে।
  • রাসায়নিক বিক্রিয়ার শ্রেণিবিভাগ, রেডক্স/ননরেডক্স, একমুখী, উভমুখী, তাপ উৎপাদী, তাপহারী বিক্রিয়ার সংজ্ঞা দিতে পারবে এবং বিক্রিয়ার বিভিন্ন প্রকার শনাক্ত করতে পারবে।
  • পরিবর্তন বিশ্লেষণ করে জারণ-বিজারণ বিক্রিয়ার প্রকার শনাক্ত করে পারবে।

”পদার্থের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ”

”ক” প্রশ্নের উত্তর

মোমের দহন একই সাথে ভৌত ও রাসায়নিক পরিবর্তন।

ব্যাখ্যাঃ মম একটি হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত। মোমকে যখন পড়ানো হয় অর্থাৎ দহন করা হয় তখন কার্বন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-অক্সাইড ও কিছু পরিমান কার্বন মনোক্সাইড উৎপন্ন করে সেইসাথে জলীয়বাষ্প উৎপন্ন হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অর্থাৎ এখানে যেহেতু কার্বন থেকে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন। অন্যদিকে কিছু পরিমাণ মোম তাপে গলে গিয়ে নিচে জমা হয় যেহেতু এক্ষেত্রে মোমের কোনো পরিবর্তন হয় না তাই এটি একটি ভৌত পরিবর্তন। অতএব বলা যেতে পারে মোমের দহন একই সাথে ভৌত ও রাসায়নিক পরিবর্তন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

”খ” প্রশ্নের উত্তর

নিম্নে উল্লেখিত সকল পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে বিক্রিয়ার শ্রেণি আলোচনা করা হলোঃ

মোমের দহন বিক্রিয়াঃ

মোম + O2 = CO2 + H2O + তাপ + আলো

বিক্রিয়ার ধরন ব্যাখ্যাঃ উক্ত বিক্রিয়াটি হলো দহন বিক্রিয়া। কারণ কোন যৌগের সাথে O2 বিক্রিয়া করে একাধিক যৌগ উৎপন্ন হলে তাকে দহন বিক্রিয়া বলে। মোমের দহনে তেমনটাই ঘটেছে।

আবার মোমের দহনে উৎপন্ন A গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এর মধ্যে চুন চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়।

বিক্রিয়াটি নিম্নরূপঃ

CaO +CO2  = CaCO3

বিক্রিয়ার ধরন ব্যাখ্যাঃ উক্ত বিক্রিয়াটি হলো সংযোজন বিক্রিয়া কারণ একাধিক যৌগ বিক্রিয়া করে যদি তা একটি যৌগ সৃষ্টি করে ভাকে সংযোজন বিক্রিয়া বলে। উক্ত বিক্রিয়ায় এমনটাই ঘটেছে।

উক্ত বিক্রিয়া থেকে B যৌগটি পাই। তা হলো CaCO3 এবং এই যৌগের সাথে HCl বিক্রিয়া করলে বিক্রিয়াটি হবে নিল্লরূপঃ

CaCO3 + HCl = CaCl2 +CO2 + H2O

বিক্রিয়ার ধরণ ব্যাখ্যাঃ উক্ত বিক্রিয়াটি হলো দ্বিবিযোজন বিক্রিয়া। কারণ যে বিক্রিয়ায় এ যৌগ বিয়োজিত হয়ে একাধিক নতুন যৌগ তৈরি করে ভাকে দ্বিবিয়োজন বলে। সে অনুযায়ী এটি দ্বিবিয়োজন বিক্রিয়া।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

“গ” প্রশ্নের উত্তর

“খ” হতে পাই, A ও B যৌগগুলো হলো যথাক্রমে CO2 ও

CaCO3  । নিম্নে CO2 ও CaCO3) এর C এর জারন মান নির্ণয় করা হলোঃ

CO2  এ C জারণ মানঃ

ধরি, C এর জারণ সংখ্যা =x

তাহলে, x + (-2)×2 = ০

বা, x -4 = ০

বা, x  = +4

এখানে C এর জারশ মান = +4

CaCO3 এ C জারণ মানঃ

ধরি. C এর জারণ সংখ্যা =x

তাহলে, 2+x+(-2)×3=0

বা, 2+x-6=0

বা, x-4=0

বা, x=+4

এখানে C এর জারণ মান =+4

(ঘ নং প্রশ্নের উত্তর)

রেডক্স ও ননরেডক্স বিক্রিয়া সনাক্তকরণঃ

রেডক্স বিক্রিয়াঃ যে বিক্রিয়ায় একই সাথে জারণ ও বিজারণ সংঘটিত হয় সেই বিক্রিয়াকে রেডক্স বা জারণ- বিজারণ বিক্রিয়া বলে।

নল রেডক্স বিক্রিয়া: যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনকালে বিক্রিয়ক মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে না, সেই বিক্রিয়াটিকে নন রেডক্স বিক্রিয়া বলে।

উক্ত বিক্রিয়াগুলো রেডক্স নাকি নন রেডক্স তা নিম্নে আলোচনা করা হলোঃ

মোমের সাথে বিক্রিয়াঃ

মোম + O2 = CO2 + H2O

উপরোক্ত বিক্রিয়াটি হলো রেডক্স বিক্রিয়া। কারণ এখানে

ইলেকট্রন আদান প্রদান ঘটেছে আবার বিক্রিয়াটি দহন বিক্রিয়া হওয়ায় এটি রেউক্স যা।

CaO ও CO2 বিক্রিয়ার্টি নিমরূপঃ

CaO +CO2  = CaCO3

উপরোক্ত বিক্রিয়াটি হলো রেডক্স বিক্রিয়া। কারণ এখানে ইলেকট্রনের আদান-প্রদান ঘটেছে। আবার উক্ত বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া হওয়ার এটি রেডক্স বিক্রিয়া।

CaCO3 ও HCl। বিক্রিয়াটি নিম্নরূপঃ

CaCO3 + HCl = CaCl2 +CO2 + H2O

উপরোক্ত বিক্রিয়াটি হলো নন রেডক্স বিক্রিয়া। কারণ এখানে ইলেকট্রনের আদান-প্রদান ঘটেনি। আবার উক্ত বিক্রিয়াি দ্বিবিয়োজন বিক্রিয়া হওয়ায় এটি রেডক্স বিক্রিয়া।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/



Leave a Comment