বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি–
উত্তরঃ যুক্ত অবস্থার চাইতে অধিক
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
উত্তরঃ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
উড়োজাহাজের গতি নির্নয়ক যন্ত্র কোনটি?
উত্তরঃ ট্যাকোমিটার(tachometer)
হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহার করা হয়?
Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে-
রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়?
বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম-
মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ (আগস্ট ২০১৭) সংস্করণের নাম কী?
কি মাপার জন্য হাইড্রোমিটার (hydrometer) যন্ত্রটি ব্যবহার করা হয়?
বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
আলেকজান্ডার গ্রাহম বেল কি আবিষ্কার করেন?
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
Hydrometer সাধারণতঃ ব্যবহার করা হয়-
উত্তরঃ তরল পদার্থের Specific gravity নির্ণয়ের জন্য
জাহাজের সময় নিরুপনের জন্য ব্যবহৃত হয়-
আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
আর্কিমিডিসের জন্মস্থান-আর্কিমিডিসের জন্মস্থান-
ফনোগ্রাম যন্ত্র কোন সালে কে আবিষ্কার করেন?
উত্তরঃ ১৮৭৮ সালে টমাস আলভা এডিসন
পাত্রের পানিতে ডুবানো মুদ্রা প্রকৃত গভীরতার এক চতুর্থাংশ উপরে মনে হয় কেন?
প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
তারকাসমূহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়–
বাংলাদেশে TV সম্প্রচারের ক্ষেত্রে Audio Signal পাঠানো হয় কি করে?
লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম-
বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম-
প্রতিসরাঙ্কের মান যে দুটি নিয়ামকের উপর নির্ভরশীল–
উত্তরঃ মধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
Fourth Generation (4G) প্রথম চালু হয় কোন দেশে?
উত্তরঃ Intensity of the earthquake
সমুদ্রের গভীরতার সাথে ফ্যাদোমিটারের যে রূপ সম্পর্ক বায়ুমণ্ডলের চাপের সাথে সেরূপ সম্পর্ক কিসের?
উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
গাড়ির সাথে পথের যে সম্বন্ধ থার্মোমিটারের সাথে কোনটির সেই সম্বন্ধ?
ভূ-কম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি?
আগুন, মাটি, পানি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দেন–
দুধের বিশুদ্ধতা? ঘনত্ব পরিমাপের যন্ত্র-
উড়োজাহাজের গতি নির্ণায়ক হয়-
উত্তরঃ Pressure difference between two points
সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে
পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বিঘ্নিত হয়, তাকে বলে–
উত্তরঃ তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র
নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব হয় কিভাবে?
একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?
চলন্ত রেল গাড়িতে দাড়িয়ে হাত দিয়ে একটি বল সঠিক উপরে ছূড়ে দিলে তার অবস্থা কি হবে?
মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা হল
তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-
উত্তরঃ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে–
A rocket flying to the moon does not need wings because……
নিচের কোনটি কৌণিক ত্বরেণর একক?
বাকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন?
‘টু এভরি একশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপজিট রিয়েকশন’-এ সূত্রটি কার?
টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি?
উত্তরঃ বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
কোন বিজ্ঞানী গতির গানিতিক সুত্র আবিষ্কার করেন?
সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে-
In S.I system the unit of pressure is
একটি গতিসম্পন্ন বস্তুর ত্বরণ (a) কে প্রকাশ করা হয়
মেট্রিক পদ্ধতিতে ভরের একক বা পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-
এস. আই এককে চৌম্বক ফ্লাক্স-এর একক-
পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুটির ভর কত?
লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাড়ানো লোকের ওজন-
কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরন ৯গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে/পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করলে, তাকে কি বলে?
লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন?
উত্তরঃ লিফটটি যখন g ত্বরণে নিচে নামে
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?
উত্তরঃ মহাশূন্যচারী ‘g’-এর মানের সমান ত্বরিত হয়
পৃথিবীর কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়?
যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন-
পৃথিবী পৃষ্ট থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল—
চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন-
কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন-
পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরুণ কত?
মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন কে?
একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে-
উত্তরঃ গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন্য
বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে?
উত্তরঃ পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি
পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি—
সরল দোলকের সূতার দৈর্ঘ বাড়ালে, দোলনকাল-
দোলকের দোলনকাল নির্ভর করে—- উপরে।
উত্তরঃ দোলকের দৈর্ঘ ও মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?
ফটো-ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপনন্ হয়?
কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inter gas) আটটি ইলেকট্রন নেই?
পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশি হয়, কারণ-
উত্তরঃ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে
যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে?
তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?
কাজের একক কি?/What is the unit of work?
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
এক অশ্ব শক্তি (H.P) নিচের কোনটির প্রায় সমতুল্য?
গাড়ির টায়ার রাবারের তৈরি কারণ-
উত্তরঃ রাবার শক্ত ও স্থিতিস্থাপক
কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম?
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
কোন বস্তুটির স্থিতিস্থাকতা বেশি?
অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?
সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ-
উত্তরঃ পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
জাহাজ পানিতে ভাসিবার কারন যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে তা হলো
লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা-
পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়-
তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান
অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে-
একটি সুই পানিতে ডুবে যায় কিন্তু একটি জাহাজ পানিতে ভেসে থাকে কেন?
উত্তরঃ Ship displace water which weights more than its own weight
কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ-
উত্তরঃ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে—
নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন?
উত্তরঃ সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে
বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
উত্তরঃ সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ-
ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়?
কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে-
‘পৃথিবী একটি বিরাট চুম্বক’ এটি সর্বপ্রথম ১৬০০ খ্রিস্টাব্দে কে প্রমান করেন?
কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয়, কারণ
উত্তরঃ বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?
সাধারণত কাঁচা লোহা, নিকেল ও লোহার সংকর ধাতু ব্যবহৃত হয়–
উত্তরঃ অস্থায়ী চুম্বক উৎপাদনে
কোনটিকে চম্বুকে পরিনত করা যায়?
কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়?
শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?/শব্দের একক কি?
বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়
কোন মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি–
লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
উত্তরঃ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়–
কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে?
উত্তরঃ যে শব্দ মানুষ সাধারণভাবে শুনিতে পায় না
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পারে?
উত্তরঃ এক কিলোমিটার দূরে সমুদ্রের পানির নীচে অবস্থানকারী একজন ব্যক্তি
যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?
বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?
উত্তরঃ ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
উত্তরঃ সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়?
শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে?
উত্তরঃ কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ১৫০ মিটার। এর কম্পাঙ্ক কত?
বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি
বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে?
উত্তরঃ আলট্রাসনিক শব্দের মাধ্যমে
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান