পরিকল্পনা কী?, স্কেলার হাডসন এর মতে পরিকল্পনা কী?, স্থানীয় পরিকল্পনা বলতে কী বুঝ?, স্থানীয় পরিকল্পনার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কী?
পরিকল্পনা কী?
উত্তর : কোন সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত প্রণালি অনুসারে কাজ সম্পাদন করাই হচ্ছে পরিকল্পনা।
স্কেলার হাডসন এর মতে পরিকল্পনা কী?
উত্তর :“পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মধারার ভিত্তি উদ্ভাবনের এক বিশেষ প্রক্রিয়া।”
স্থানীয় পরিকল্পনা বলতে কী বুঝ?
উত্তর : কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্থানীয় পরিকল্পনা বলে।
স্থানীয় পরিকল্পনার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কী?
উত্তর : স্থানীয় জনগণের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ সাধন।
স্থানীয় সরকার পরিকল্পনার উদ্দেশ্য প্রধান কয়ভাগে বিভক্ত?
উত্তর : দুইভাগে বিভক্ত। যথা : (ক) স্বল্পমেয়াদি উদ্দেশ্য (খ) দীর্ঘমেয়াদি উদ্দেশ্য।
প্রশাসনিক কেন্দ্রীকরণ কী?
উত্তর : কোন সংস্থা বা সংগঠনের সকল দায়িত্ব ও কর্তৃত্ব কেন্দ্র বা কেন্দ্রীয় অফিসের উপর ন্যস্ত থাকার নামপ্রশাসনিক কেন্দ্রীকরণ।
বিকেন্দ্রীকরণ কী?
উত্তর : কেন্দ্র হতে প্রয়োগ করা সম্ভব এমন কর্তৃত্ব ব্যতীত আর সকল কর্তৃত্বের সর্বনিম্ন স্তরে ভারার্পণের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়।
স্থানীয় পর্যায়ে পরিকল্পনাসমূহ কী কী?
উত্তর : বিকেন্দ্রীভূত পরিকল্পনা, সেক্টর পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, বিশেষ পরিকল্পনা ইত্যাদি
স্থানীয় সরকার পরিকল্পনার তিনটি সুবিধা লিখ।
উত্তর : ক. জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ, খ. সম্পদের সদ্ব্যবহার নিশ্চিতকরণ, গ. জনগণের চাহিদার মূল্যায়ন ।
স্থানীয় সরকার পরিকল্পনার তিনটি অসুবিধা লিখ ।
উত্তর : ক. স্থানীয় সম্পদের স্বল্পতা ও বহিঃসম্পদের উপর একান্তভাবে নির্ভরশীল হওয়া; খ. সর্বস্তরে ব্যাপক দুর্নীতি ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়; গ. টার্গেট গ্রুপের স্বার্থকে প্রধান্য না দিয়ে এলিট স্বার্থকে প্রাধান্য দেয়া।
বাংলাদেশের স্থানীয় পর্যায়ে পরিকল্পনর ধাপসমূহ উল্লেখ কর।
উত্তর : ক. গ্রাম পর্যায়ের পরিকল্পনা, খ. ইউনিয়ন পর্যায়ের পরিকল্পনা, গ. উপজেলা পর্যায়ের পরিকল্পনা, ঘ. জেলা পর্যায়ের পরিকল্পনা, ঙ. বিভাগীয় পর্যায়ের পরিকল্পনা ও চ. জাতীয় পর্যায়ের পরিকল্পনা।
আর্থিক পরিকল্পনা কী?
উত্তর : আর্থিক পরিকল্পনা বলতে এমন এক ধরনের পরিকল্পনা কৌশল বুঝানো হয় যেখানে পরিকল্পনা বাস্তবায়নের সম্পদ বরাদ্দ দেয়া হয় টাকা বা অর্থের বিবেচনায়
নম্র প্রকৃতির বিকেন্দ্রীকৃত পরিকল্পনা কোনটি?
উত্তর : নির্দেশিত পরিকল্পনা।
নিয়ন্ত্রিত পরিকল্পনা কী?
উত্তর : নিয়ন্ত্রিত পরিকল্পনায় সমস্ত সম্পদকে নিয়োজিত করা হয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। সকল প্রকার উৎপাদনের উপকরণ চূড়ান্তভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়োজিত থাকে।
অংশগ্রহণমূলক পরিকল্পনা বলতে কী বুঝায়?
উত্তর : অংশগ্রহণমূলক পরিকল্পনা বলতে বুঝায় পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন স্তরে উপকারভোগী (Stokeholder) এর সক্রিয় অংশগ্রহণ।
প্রেক্ষিত পরিকল্পনা কী?
উত্তর : প্রক্ষিত পরিকল্পনা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা যা দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে প্রণয়ন করা হয়। এ ধরনের পরিকল্পনার মেয়াদ কাল ১৫,২০,২৫ এমনকি ৩০ বছরও হতে পারে।
প্রেক্ষিত পরিকল্পনার তিনটি বৈশিষ্ট্য লিখ ।
উত্তর : ক. প্রেক্ষিত পরিকল্পনা দীর্ঘমেয়াদি । খ. এটি সমন্বিত ও সার্বিক পরিকল্পনা। গ. এটি আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বাস্তবতার সমন্বয়।
পরিকল্পনার তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ক. এটি সুচিন্তিত ও সুশৃঙ্খল কর্ম প্রক্রিয়া, খ. এটি হচ্ছে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ গ. এটি সবসময়ই নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ভিত্তিক
বার্ষিক পরিকল্পনার দুটি সুবিধা লিখ ।
উত্তর : ক. এটা স্বল্পতম সময়ে বাস্তবায়ন করা যায়। খ. স্বল্পতম সময়ে এর ফলাফল প্রত্যক্ষ ও মূল্যায়ন করা যায়।
গ্রাম পর্যায়ের গৃহীত পরিকল্পনাসমূহ কী?
উত্তর : ক. সমগ্র গ্রাম উন্নয়ন । খ. গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। গ. টার্গেট গ্রুপের উন্নয়ন।
ইউনিয়ন পর্যায়ের কার্যকরী পকিল্পনাসমূহ কী?
উত্তর : ক. রাস্তা নির্মাণ, খ. খাল খনন, গ. কালভার্ট তৈরি প্রভৃতি।
জেলা পর্যায়ের পরিকল্পনাকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : ক. পল্লি পূর্ত কর্মসূচি খ. পাকা রাস্তা মেরামত ।
ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর ন্যস্ত।
পরিকল্পনার গুরুত্ব কী কী?
উত্তর : ক. পরিকল্পনা দিকনির্দেশনা দেয়, খ. মিতব্যয়িতা অর্জনে সাহায্য করে, গ. পরিবর্তিত অবস্থার মোকাবিলা করে। ঘ. মান নিয়ন্ত্রণে সাহায্য করে।
ইউনিয়ন পরিষদের কার্যাবলিসমূহ কীরূপ?
উত্তর : ক. প্রশাসান ও সংস্থাপন বিষয়াদি, খ. জনশৃঙ্খলা রক্ষা, গ. জনকল্যাণমূলক কার্যসম্পর্কিত সেবা এবং ঘ. স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
ইউনিয়ন পরিষদের তহবিলের উৎসসূমহ কী?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উত্তর : ক. সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ প্রদত্ত অনুদান ও মঞ্জুরী। খ. সরকার কর্তৃক নির্ধারিত সকল স্থানীয় উৎস হতে আয়। গ. সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি ঋণসমূহ প্রভৃতি।
ইউনিয়ন পরিষদের বাজেট কিভাবে পেশ করা হয়?
উত্তর : ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট স্থায়ী কমিটি এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠান করে বাজেট পেশ করে।
জেলা পরিষদের তহবিলে অর্থ কীভাবে ব্যয় হয়?
উত্তর : পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদানে পরিষদের তহবিলের উপর দায়যুক্ত ব্যয় ইত্যাদিতে।
জেলা পরিষদ তহবিলের অর্থ কিভাবে ব্যয় হয়?
উত্তর : পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদানে পরিষদের তহবিলের উপর দায়যুক্ত ব্যয় ইত্যাদিতে।
জেলা পরিষদ কিভাবে বাতিল হতে পারে?
উত্তর : জেলা পরিষদের উপর অর্পিত দায়িত্ব পালনে অসমর্থতা বা ক্রমাগত ব্যর্থতা প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে অসমর্থতা ইত্যাদি।
পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদ আইন কবে পাস হয়?
উত্তর : ১৯৮৯ সালের ৬ মার্চ।