লিখিত পরীক্ষার সমাধান (বাংলা)ঃ
এখানে ১-৯ পর্যন্ত বাংলা বিষয়ের লিখিত পরীক্ষার সমাধান বিশুদ্ধভাবে আলোচনা করা হলো।
১। শর্বরি শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ রাত
২। অর্থসহ বাক্য রচনা করুন।
(ক) শিরে সংক্রান্তিঃ (আসন্ন বিপদ)- বােঝাই যাচ্ছে তােমার এখন শিরে সংক্রান্তি, না হলে কি আর আদা জল খেয়ে পড়তে লেগেছ।
(খ) লেফাফাদুন্তুঃ (বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি) – এই লেফাফাদুরস্ত লােকটাকে দেখে কি মনে হয় যে, ইনি কপর্দকশূন্য?
৩। সন্ধি বিচ্ছেদ করুন;
ঘড়িয়াল-( ঘড়ি + ইয়াল)
ষষ্ঠ- (ষষ্+ থ)
৪। সঠিক বানান লিখুন: অপরান্ন, উদ্ধর্তন
উত্তর: অপরাহ্ন, ঊদ্ধর্তন
৫। এক কথায় প্রকাশ করুন।
কাচা তরকারি =
গভীর রাত্রি = নিশীথ
অপকার তে ইচ্ছুক = অপচিকীর্ষু
যার মরণাপন্ন অবস্থা = মুমূর্ষু
উপকার করার ইচ্ছা = উপচিকীর্ষা
৬। ‘বীরবল কার ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরীর
৭। ‘বৈকুণ্ঠের উইল’ কার রচনা?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৮। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নােবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১৯১৩ সাল
৯। আপনার এলাকায় ডেঙ্গু মশা নিধনে যথাযথ ব্যবস্থা গ্রহদের জান্য চেয়ারম্যান/ মেয়রের নিকট একটি আবেদন লিখুন।
লিখিত পরীক্ষার সমাধান (ইংরেজি)ঃ
এখানে ১-৪ পর্যন্ত ইংরেজি বিষয়ের লিখিত পরীক্ষার সমাধান বিস্তারিত আলোচনা করা হলো।
পরিকল্পনা বিভাগের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের লিখিত পরীক্ষার সমাধান ইংরেজি
1. Change the form of voice:
i) Honey tastes sweet.
>Honey is tasted sweet.
ii) Is she writing a letter?
> Is a letter being written by her?
iii) The teacher will be teaching us.
> We will be being taught by the teacher.
iv) Write the letter without any delay.
> Let the letter be written without delay.
v) Who will help you?
>By whom you will be helped?
2. Fill in the gaps:
(a) Karim is — worst boy in —–class.
> the, the
(b) — Muslims read —- Holy Quran.
> the, the
(c) She burst — tears.
> into
(d) He has—– tariiform.
> a
(e) — learning is a dangerous thing.
> A little
3. Translate into English:
(ক) সৈকত কি ভাত খায় না?
> Doesn’t Saikat eat rice?
(খ) আমি কখনও আমেরিকায় যাইনি।
> I have never gone to America.
(গ) সে প্রত্যহ সকালে নিয়মিত হাঁটতাে।
> He used to walk regularly every morning.
(ঘ) আক্তার আসার পুর্বে রোগি মারা গেল।
> The patient had died before the doctor came.
(ঙ) অভাবে স্বভাব নষ্ট।
> Necessity knows no law.
4. Write a short-note on the economic development of Bangladesh.
লিখিত পরীক্ষার সমাধান (গণিত)ঃ
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিকল্পনা বিভাগের ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটরের লিখিত পরীক্ষায় মাত্র ৪ টি গণিত এসেছিল। তাই এখানে ১-৪ পর্যন্ত গণিত বিষয়ের লিখিত পরীক্ষার সমাধান বিশুদ্ধভাবে উপস্থাপন করা হলো।
পরিকল্পনা বিভাগের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের লিখিত পরীক্ষার সমাধান গণিত
১। ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে যথাক্রমে ৩ঃ ৭:১০ অনুপাতে ভাগ করলে প্রতিটি টুকরাের দৈর্ঘ্য কত হবে?
সমাধানঃ অনুপাত গুলাের যােগফল =৩+৭+১০=২০
১ম ঢুকলােৱ দৈর্ঘ্য হবে = ৬০*৩/২০= ৯ মিটার
২য় টুকরাের দৈর্ঘ্য হবে = ৬০*৭/২০=২১ মিটার
৩য় টুকরোর দৈর্ঘ্য হবে = ৬০*১০/২০=৩০ মিটার
উত্তরঃ ৯ মি. ২১ মি. ৩০ মি.
২। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
সমাধানঃ ধরি, বর্গক্ষেত্রটির বাহু ক মিটার
ক২=১৬০০ বর্গমিটার
ক= ৪০ মিটার
অতএব, পরিসীমা = ৪ক মিটার = ৪x৪০=১৬০ মিটার
উত্তরঃ ১৬০ মিটার
৩। কোনাে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
সমাধানঃ ধরি, বৃত্তের ব্যাসার্ধ =r
অতএব, বৃন্তের ব্যাস = 2r এবং পরিধি 2πr
সুতরাং বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = 2πr/2r=π= 22/7 বা 3.1416
উত্তরঃ 22/7 বা 3.1416
৪। টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে টাকায় ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?
উঃ ১টি লেবুর ক্রয়মূল্য ১/১০ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৮ টাকা
অতএব, লাভ = (১/৮) -(১/১০) টাকা
= (৫-৪)/৪০ টাকা
=১/৪০ টাকা।
লাভের হার ={(১/৪০)/(১/১০)*১০০}%
=১০০*১০/৪০ %
=২৫%
উত্তরঃ ২৫%
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান