পরিবেশ নীতি কি?,বাংলাদেশ সরকার কতসালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে?,পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝ?,বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ কবে জারি করা হয়?
পরিবেশ নীতি কি?
উত্তর : পরিবেশর অবক্ষয় রোধকল্পে বিভিন্ন দেশের সরকার কর্তৃক গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপ বা নীতিমালাকে পরিবেশ নীতি বলে।
বাংলাদেশ সরকার কতসালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে?
উত্তর : ১৯৯২ সালে ।
পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝ?
উত্তর : বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে পরিবেশ সংরক্ষণ বলতে পরিবেশর বিভিন্ন উপাদানের গুণগত এবং পরিমাণগত মান উন্নয়ন এবং গুণগত ও পরিমাণগত মানের অবনতি রোধ করাকে বোঝায় ।
বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উত্তর : বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ ১৯৭৩ সালে জারি করা হয় ।
জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর : UNESCO.
ধরিত্রী সম্মেলন কি?
উত্তর : প্রাকৃতকি পরিবেশ টিকিয়ে রাখার জন্য অঙ্গীকারবদ্ধ রিওডি জেনিরো ভিত্তিক আন্দোলনকে ধরিত্রী সম্মেলন বলা হয় ।
বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? অথবা, কখন প্রথম ধরিত্রী সম্মেলন হয়েছিল?
উত্তর : বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম ১৯৯২ সালে অনুষ্ঠিত হয় ।
বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় প্রথম অনুষ্ঠিত হয়?
উত্তর : ব্রাজিলের রিওডি জেনিরোতে।
পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তর : পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হলো- সুন্দর বন ।
পৃথিবীর অধিকাংশ বনভূমি কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর : ইউরোপে ।
কম্যুনিটি বনায়ন কাকে বলে?
উত্তর : একটি সম্প্রদায়ের সকলের অংশগ্রহণের ভিত্তিতে গড়ে উঠা বনকে কমিউনিটি বনায়ন বলে ।
কমিউনিটি বনায়ন বাংলাদেশে কখন চালু হয়?
উত্তর : ১৯৭৮ সালে। [টেস্ট পরীক্ষা- তিতুমীর ও লক্ষ্মীপুর কলেজ
FAO-এর পূর্ণরূপ কোনটি?
উত্তর : FAO-এর পূর্ণরূপ হলো- Food and Agricultral Organization.
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]