পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োগ

পরীক্ষার তারিখঃ ৬ মার্চ ২০২১
সময়ঃ ০১ ঘন্টা
পূর্ণমানঃ ৮০
Total Vacancy: 72


Preliminary Exam Date: 06 March 2021
Written Exam Date: 08 March 2021
Viva Exam Date: 12 and 13 March 20

বাংলা অংশ সমাধানঃ

১. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তরঃ ১৯০৭ সালে

২. ‘আপনা মাংসে হরিণা বৈরী’ কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? উত্তরঃ চর্যাপদ

৩. ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? উত্তরঃ উজানী নগরের

৪. ”নদের চাঁদ” কোন পালা গানের চরিত্র? উত্তরঃ মহুয়া

৫. ”তাম্বুল” শব্দের অর্থ কি? উত্তরঃ পান

৬. ”শিখা পত্রিকা” কোন সংগঠনের সঙ্গে যুক্ত? উত্তরঃ মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬)

৭. ”এ যে আমাদের চেনা লোক”- বাক্যে চেনা কোন পদ? উত্তরঃ বিশেষণ

৮.” শ্বশ্রু অর্থ কি? উত্তরঃ শাশুড়ি

৯. কোনটি নিত্য সমাস? উত্তরঃ কালসাপ

১০. ”বাবা বাড়ি নেই” এ বাক্যে “নেই” কোন পদ? উত্তরঃ ক্রিয়া

ইংরেজি অংশ সমাধানঃ

১১. Which is in masculine form? উত্তরঃ Drake

১২. Rahim is the third child of his family. Here ‘third’ is- উত্তরঃ Ordinal numeral

১৩. It costs relatively ___ and you can save more. উত্তরঃ a little

১৪. It was ___ expensive than I thought. উত্তরঃ more

১৫. I had to run to ___ the rickshaw. উত্তরঃ keep up

১৬. He said nothing ___ a long time. উত্তরঃ since

১৭. They ___ to a concert tomorrow. উত্তরঃ are going

১৮. My aunt (to be) ill for nearly a weak. উত্তরঃ has been

১৯. If you lent me some money- উত্তরঃ I would be grateful to you

২০. The people in the room stood up to greet him. Here “ in the room’ is____উত্তরঃ An adjective phrase

গণিত অংশ সমাধানঃ

২১. একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আাঁকা গেলে দুটি বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আাঁকা যাবে? উত্তরঃ অসংখ্য

২২. পনির ও তপনের আয়ের অনুপাত 4 : 3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5 : 4। পনিরের আয় 120 টাকা, আয় কত? উত্তরঃ ৭২ টাকা

২৩. x4-x2+1=0 হলে, x3+1/x3=? উত্তরঃ 0

২৪. 19, 33, 51, 73 …….. পরবর্তী সংখ্যাটি কত? উত্তরঃ 99

২৫. ১ একরের ৫% সমান কত বর্গগজ? উত্তরঃ ২৪২

২৬. কোন চতুর্ভুজের চারটি কোণের অনুপাত 1:2:2:3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত? উত্তরঃ ১৩৫°

২৭. দুটি সংখ্যার গুনফল 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে, গসাগু কত? উত্তরঃ 16

২৮. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১ । তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৩ । বৃহত্তম সংখ্যাটি কত? উত্তরঃ ৭৭

২৯. 0.1*0.01*0.001/0.2*0.02*0.002 এর মান কত? উত্তরঃ 1/80

৩০. একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে? উত্তরঃ ৬৭৫

সাধারণ অংশ সমাধানঃ

৩১. গ্রীন হাউজ কি? উত্তরঃ কাঁচ নির্মিত

৩২. কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? উত্তরঃ ৫ জুন

৩৩. SDG এর লক্ষ্যমাত্রা কয়টি? উত্তরঃ ১৭ টি

৩৪. UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিস

৩৫. যুক্তরাষ্ট্রের নির্বাচন Electoral College ভোটের সংখ্যা কতটি? উত্তরঃ ৫৩৮

৩৬. বারো ভূঁইয়া বলা হতো কোন আমলে জমিদারদেরকে? উত্তরঃ মোঘল আমল

৩৭. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তরঃ ক্যাপ্টেন এম মনসুর আলী

৩৮.”আমার কিছু কথা” গ্রন্থটির লেখক কে? উত্তরঃ শেখ মুজিবুর রহমান

৩৯. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? উত্তরঃ বিজয় কেতন

৪০. ”মেছতা” একজাতীয়? উত্তরঃ পাট

নিয়োগ পরিক্ষা