অনার্স ২য় বর্ষের পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] পশ্চিমা দর্শনের ইতিহাস আধুনিক/পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ (History of Western Philosophy Modern) সুপার সাজেশন Department of : Philosophy & Other Department Subject Code: 221701 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ, অনার্স ২য় বর্ষের পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ সাজেশন,
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. জার্মান ভাববাদের জনক বলা হয় কাকে?
উত্তর: জার্মান ভাববাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে।
২. পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের সময়সীমা উল্লেখ কর।
উত্তর: পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের সময়সীমা ১৪৫৩ থেকে ১৮৩১ সাল পর্যন্ত।
৩. আধুনিক দর্শনের জনক কে?
উত্তর: আধুনিক দর্শনের জনক রেনে ডেকার্ট।
৪. ডেকার্টের মতে তিনটি ধারা কী কী?
উত্তর: ডেকার্টের মতে ধারণা তিনটি হলো: ১. আগন্তুক ধারণা, ২. কৃত্রিম ধারণা ও ৩. সহজাত ধারণা।
৫. দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম ডেকার্ট স্পিনোজা।
৬. ‘হিউম আমাকে নির্বিচারে থেকে জাগিয়েছেন’। উক্তিটি কার?
উত্তর:’হিউম আমাকে নির্বিচারে থেকে জাগিয়েছেন। উক্তিটি কান্টের।
৭. সমান্তরালবাদের প্রবক্তা কে?
উত্তর: সমান্তরালবাদের প্রবক্তা স্পিনোজা।
৮. ‘সকল মোনাডের মোনাড’ কী?
উত্তর: ‘সকল মনারডর মোনাড’ হলো ঈশ্বর।
৯. কে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলেন?
উত্তর: দার্শনিক স্পিনোজা একমাত্র দ্রব্য বলেন।
১০. লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম কী?
উত্তর: লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম মনাড চিৎপরমানু।
১১. আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে?
উত্তর: আধুনিক অভিজ্ঞতা বাদের দার্শনিক জন লক।
১২. ‘বুদ্ধির মধ্যে এমন কিছু নেই, যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিলনা।’ কার উক্তি?
উত্তর: ‘বুদ্ধির মধ্যে এমন কিছু নেই, যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না ।’ উক্তিটি জন লকের।
১৩. পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে?
উত্তর: পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা লাইবনিউজ।
১৪. লকের বাস্তববাদ এর নাম কী?
উত্তর: লোকের নাম বৈজ্ঞানিক বাস্তববাদ।
১৫. বার্কলে কোন দেশের দার্শনিক?
উত্তর: বার্কলে আয়ারল্যান্ডের দার্শনিক।
১৬. ‘অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর’-এই উক্তিটি কার?
উত্তর: ‘অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর’-এই উক্তিটি দার্শনিক বার্কলের।
১৭. বার্কলের ভাববাদয়ের নাম কী?
উত্তর: বার্কলের ভাববাদয়ের নাম আত্মগত ভাববাদ।
১৮. ‘সবই ঈশ্বর এবং ঈশ্বর সব’। উক্তিটি কার?
উত্তর:. ‘সবই ঈশ্বর এবং ঈশ্বর সব’। উক্তিটি স্পিনোজার।
১৯. ডেকার্টের দার্শনিক পদ্ধতি কি ছিল?
উত্তর: ডেকার্টের দার্শনিক পদ্ধতি সংশয় পদ্ধতি।
২০. ডেকার্টের মতে দ্রব্য কয়টি ও কী কী?
উত্তর: ডেকার্টের মতে দ্রব্য ৩ টি। ১. ঈশ্বর, ২. মন ও ৩. জড়।
২১. ‘সব ধারণাই ইন্দ্রিয়ের অনুলিপি।’- উক্তিটি কার
উত্তর: ‘সব ধারণাই ইন্দ্রিয়ের অনুলিপি।’- উক্তিটি ডেভিড হিউমের।
২২. ‘A Critique of Pure Reason’ কে লিখেছেন?
উত্তর: ‘A Critique of Pure Reason’ গ্রন্থটি লিখেছেন দার্শনিক ইমানুয়েল কান্ট।
২৩. হিউমের মতে প্রত্যক্ষণ কত প্রকার ও কী কী?
উত্তর: হিউমনের মতে প্রত্যেক্ষণ ২ প্রকার। যথা; ১. ইন্দ্রজয় এবং ২. ধারণা।
২৪. দর্শণে বিচারবাদের জনক বলা হয় কাকে?
উত্তর: দর্শণে বিচারবাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টেকে।
২৫. ‘A Critique of Practical Reason’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: ‘A Critique of Practical Reason’ গ্রন্থটি লিখেছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট।
২৬. আত্মগত ভাববাদের প্রবক্তা কে?
উত্তর: আত্মগত ভিববাদের প্রবক্তা বিশপ বার্কলে।
২৭. হেগেল কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: হেগেল ১৮৩১ সালে মৃত্যুবরণ করেন।
২৮. হেগেলের মতে দ্বান্দ্বিক পদ্ধতি কি?
উত্তর: হেগেলের মতে জগতের সবকিছুর মধ্যেই নয় ও প্রতি নয় এ দুটি বিপরীত ধর্মী বিদ্যমান আর দুটির সম্বন্ধয়সাধনের মাধ্যমে দার্শনিক পদ্ধতির উদ্ভব হয় তাই দ্বান্দ্বিক পদ্ধতি। এটি তার দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়।
২৯. মোনাড কি?
উত্তর: লাইবনিজের মতে মোনাড এমন একটি আধ্যাত্মিক পরমাণু যার যার সারধর্ম, চেতনা ও শক্তি ও অবিভাজ্য এবং বাস্তব, চিরন্তন ও শাশ্বত।
৩০. বস্তুগত ভাববাদের প্রবক্তা কে?
উত্তর: বস্তুগত ভাববাদের প্রবক্তা হেগেল।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা কর।
২. ডেকার্টের ধারণাতত্ত্ব ব্যাখ্যা কর।
৩. সহজাত ধারণা বলতে কী বোঝ?
৪. স্পিনোজার মতে, ঈশ্বর কি একজন ব্যক্তি?
৫ . পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ সম্পর্কে কি জান?
৬. লাইবনিজের দ্রব্যের ধারণা ব্যাখ্যা কর।
৭. লকের মতে, গুণ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ লেখ।
৮. লক কিভাবে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য নির্ণয় করেন?
৯. আত্মগত ভাববাদ কী?
১০.মোনাডের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১১. হিউমের ধারণা অনুষঙ্গ নীতিটি ধারণা ব্যাখ্যা কর?
১২. ‘মন বা আত্ন হচ্ছে প্রত্যক্ষনের সমষ্টি’- হিউমের উক্তিটি ব্যাখ্যা কর।
১৩. ‘Nature Naturans’ এবং ‘Natura Naturata’ সম্পর্কে স্পিনোজা কী বলেছেন?
১৪. সব ধারণায় ইন্দ্রিয় সবথেকে অদ্ভুত”- হিউমের উক্তিটি ব্যাখ্যা কর।
১৫. কান্ট কিভাবে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করেন?
১৬.লাইবনিজের মতে, ‘মোনাডের মোনাড’ কী?
১৭. পেটের মধ্যে অহম্ ও অন হোম কি আলোচনা কর
১৮. শেলিং এর নান্দনিক সজ্ঞাবাদ আলোচনা কর।
১৯. কান্টের দর্শনে কোপার্নিকীয় বিপ্লব কি?
২০. হেগেলের পরমসত্তার স্বরূপ কি?
2024 পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য গুলো ব্যাখ্যা কর।
২. ‘আমি চিন্তা করি, সুতরাং আমি আছি।’- ডেকার্টের এ উক্তি অবলম্বনে তার দর্শণের বিচারমূলক আলোচনা কর।
৩. ডেকার্ট কিভাবে ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন? আলোচনা কর এবং মন্তব্য দাও।
৪. ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ডেকার্টের মতবাদ আলোচনা কর।
৫. স্পিনোজার দ্রব্য সম্প্রকীয় ধারণা ব্যাখ্যা কর।
৬. বৌদ্ধিক প্রকার বলতে কী বোঝ? কান্টের মতে বৌদ্ধিক প্রকারগুলো স্বরূপ ও কার্যাবলী লেখ।
৭. লাইবনিজ অনুসারে পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ আলোচনা করে। তাকে কি একজন বহুত্ববাদী বলা যায়?
৮. লাইবনিজের মোনাডতত্ত্ব ব্যাখ্যা কর। তিনি একত্ববাদী না বহুত্ববাদী।
৯. স্পিনোজার দ্রব্যের বৈশিষ্ট্য লেখ। স্পিনোজা কী একজন সর্বেশ্বরবাদী?
১০. জন লক কিভাবে ডেকার্টের সহজাত ধারণা খণ্ডন করেন
১১. বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা কর।
১২. ভাববাদ কী? বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ আলোচনা কর।
১৩. হিউম কিভাবে ইন্দ্রিয় ছাপ ও ধারণার মধ্যে পার্থক্য করেন আলোচনা কর। তার মতে সব ধারণাই কী ইন্দ্রিয়জয় থেকে প্রাপ্ত।
১৪. হিউমের মতে, ধারণা অনুষঙ্গ উক্তিটি ব্যাখ্যা কর।
১৫. জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ ব্যাখ্যা কর।
১৬. হিউমের আত্ম সম্পর্কীয় ধারণার বিচারমূলক ব্যাখ্যা দাও।
১৭. ফিকটের মতে অহং কী? তার দর্শনে জ্ঞান ও চেতনা বিষয়ক মতবাদ আলোচনা কর।
১৮. ভাববাদ কি? শেলিং এর অতীন্দ্রিয় ভাববাদ ব্যাখ্যা কর।
১৯. কান্ট কিভাবে সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য নিরূপণ করেন? তিনি কেন বলেন সত্তা যে অজ্ঞাত ও অজ্ঞেও?
২০. ‘যা বাস্তব তাই বাস্তব তাই বৌদ্ধিক।’ উক্তিটির আলোকে হেগেলের দর্শন বিচার কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক বিভাগ
- জার্মান ভাববাদে জনক কাকে বলা হয়
- পাশ্চাত্য দর্শনে আধুনিক যুগের সময় সীমা উল্লেখ কর
- আধুনীক দর্শনে জনক কে
- ডেকার্টের মতে তিনতি ধারণা কী কী
- দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ
- হিউম আমাকে নির্বিচারের মোহনিন্দ্রা থেকে জাগিয়েছেন উক্তিটি কার
- সমান্তরালবাদের প্রবক্তা কে?
- কে এক মাএ ঈশ্বরকে দ্রব্য বলেন
- সকল মোনাডের মোনাড কে
- পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তাকে?
- লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম কী?
- আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে
- বুদ্ধিপ মধ্যে এমন কিছু নেই যা পূর্বের ইন্দ্রীয়ের মধ্যে ছিল না কার উক্তি
- লকের বাস্তববাদের নাম কী?
- বার্কলে কোন দেশের দার্শনিক
- অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তিটি কার
- বার্কলে ভাববাদের নাম কী
- সবই ঈশ্বর অবং ঈশ্বরই সব উক্তিটি কার
- ডেকার্টের দার্শনিক পদ্ধতি কী ছিল
- ডেকার্টের মতে দ্রব্য কয়টি ও কী কী
- সব ধারণাই ইন্দ্রিয়জের অনুলিপি উক্তিটি কার
- A Critique of pure Reason কে লিখেছেন
- দর্শনে বিচারবাদের জনক কাকে বলা হয়
- A Critique of practical Reason গ্রন্হটি কে লিখেছেন
- হিউমের মতে প্রত্যক্ষণ কত প্রকার ও কী কী
- আত্মগত ভাববাদের প্রবক্তা কে
- হোগেল কত সালে মৃত্যুবপণ করেন
- হোগলের মতে দ্বান্ধিক পদ্ধতি কী
- মোনাড কী
- বস্তুগত ভাববাদের প্রবক্তা কে
খ বিভাগ
- আধুনীক পান্চাত্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা কর
- ডেকার্টের ধারণাতও্ব ব্যাখ্যা কর
- সহজাত ধারণা বলতে কী বুঝ
- Natura Naturans এবং Natura Naturata সম্পর্কে কী বলেছেন
- স্পিনোজার মতে ঈশ্বর কি একজন ব্যক্তি
- পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলবাদ সম্পর্কে কী জান
- লাইবনিজের দ্রব্যের ধারণা ব্যাখ্যা কর
- লকের মতে গুণ কত প্রকার ও কী কী ? উদাহরণসহ লেখ
- কীভাবে মূখ্য ও গৌণ গুণের পার্থক্য নির্ণয় করেন
- আত্মগত ভাববাদ কী?
- মোনাডের বৈশিষ্ঠ্যসমূহ লেখ
- হিউমের ধারণা অনুষঙ্গ নীতিটি ব্যাখ্যা কর
- মন বা আত্মা হচ্ছে প্রত্যক্ষণের সমষ্টি হিউমের উক্তিটি ব্যাখ্যা কর
- সব ধারণা ইন্দ্রীয় ছাপ থেকে উদ্বূত হুউমের উক্তিটি ব্যাখ্যা কর
- কান্ট কি ভাবে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করেন?
- লাইবনিজের মতে মোনাডের মোনাড কী?
- ফিকটের মতে অহং ও অনহং কী?৷আলোচনা কর
- শেলিং এর নান্দনিক স্বজ্ঞবাদ আলোচনা কর
- কান্টের দর্শনে কোপার্নিকীয় বিপ্লব কী
- হেগেলের পরম সওার স্বরুপ কী?
PDF Download পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
গ বিভাগ
- আধুনীক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ঠ্যগুলো,ব্যাখ্যা কর
- আমি চিন্তা করি সুতরাং আমি আছি৷ ডেকার্টোপ এ উক্তি অবলম্বনে তার দর্শনে বিচারমূলক আলোচনা কর
- ডেকার্ট কীভাবে ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন? আলোচনা কর ও মন্তব্য দাও
- ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ডেকার্টের মতবাদ আলোচনা কর
- স্পিনোজার দ্রব্য সম্পর্কীয় ধারণা ব্যাখ্যা কর
- বৌদ্ধিক প্রকার বলতে কী বুঝ? কান্টের মতে বৌদ্ধিক প্রকারগুলোর স্বরুপ ও কার্যাবলি লেখ
- লাইবনিজ অনুসরণে পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলবাদ আলোচনা কর৷ তাকে কি একজন বহুত্ববাদী বলা যায়
- লাইবনিজের মোনাডতও্ব ব্যাখ্যা কর৷ তিনি একত্ববাদী না বহুত্ববাদী
- স্পিনোজার দ্রব্যের বৈশিষ্ট্য লেখ৷ স্পিনোজা কী একজন সর্বেশ্বরবাদী?
- জন লক কীভাবে ডেকার্টের সহজাত ধারণা খন্ডন করেন
- বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা কর
- ভাববাদ কী? বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনাসহ আলোচনা কর
- হিউম কীভাবে ইন্দ্রীয় ছাপ ও ধারণার মধ্যে পার্থক্য করেন আলোচনা কর৷ তার মতে সব ধারণাই কি ইন্দ্রিয়জ থেকে প্রাপ্ত
- হিউমের মতে ধারণা অনুষঙ্গ নীতিটি ব্যাখ্যা কর
- জ্ঞানের উৎপওি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদল ব্যাখ্যা কর
- হিউমের আত্মা সম্পর্কীয় ধারণার বিচারমূলক ব্যাখ্যা দাও
- ফিকটের মতে অংহ কী? তার দর্শনে জ্ঞান ও চেতনা বিষয়ক মতবাদ আলোচনা কর
- ভাববাদ কী? শেলিং এর অতিন্দ্রিয় ভাববাদ ব্যাখ্যা কর
- কান্ট কীভাবে সওা ও অবভাসের মধ্যে পার্থক্য নিরুপণ করেন? তিনি কেন বলেন সওা যে অজ্ঞাত ও অজ্ঞেয়
- যা বৌদ্ধিক তাই বাস্তব যা বাস্তব তাই বৌদ্ধিক ৷উক্তিটির আলোকে হেগেলের দর্শন বিচার কর
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ সাজেশন
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: অনার্স ২য় বর্ষের পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ স্পেশাল সাজেশন 2024