লকডাউনে বিশেষ বন্ধু বরুণ সুদের সঙ্গেই রয়েছেন টিভি তারকা দিব্যা আগরওয়াল।
আর এই সময় ঋতুস্রাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েন দিব্যা। তবে সেই সমালোচনার কড়া জবাব দিতেও ভোলেননি টিভি তারকা দিব্যা
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দিব্যা একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, দিব্যার কাছে মাথা নিচু করে শুয়ে রয়েছেন বরুণ। আর দিব্যা বরুণের মাথায় বিলি কেটে দিচ্ছেন।
এই ভিডিয়ো পোস্ট করে দিব্যা লেখেন, ”যখন আমার ঋতুস্রাব চলে, তখন বরুণ ঠিক কী করবে বুঝে উঠতে পারে না।”
ব্যক্তিগত বিষয় নিয়ে দিব্যার এই পোস্টের সমালোচনা করে, এক নেটিজেন দিব্যাকে ইনস্টাগ্রামে আলাদা করে মেসেজ পাঠান।
যেখানে তিনি দিব্যাকে কটাক্ষ করে লেখেন, ”ব্যক্তিগত বিষয়গুলি এভাবে প্রকাশ্যে বলতে নেই।
এবার দিনে কতগুলো স্যানিটারি প্যাড লাগে সেগুলোও তাহলে এবার প্রকাশ্যে বলো! কিছু তো ভদ্রতা শেখো।”
ওই ব্যক্তির এমন মেসেজের পাল্টা উত্তর দিয়ে দিব্যা লেখেন, ”দিনে ১০-১২ টা স্যানিটারি প্যাড লাগে। তোমাকে যদি কেউ ভদ্রতা না শিখিয়ে থাকে, তাহলে আমার কাছে শিখে নিও।”
এরপর নেটিজেনদের উদ্দেশ্যে আরও একটি ইনস্টাগ্রাম স্টোরিতে দিব্যা আগরওয়াল লেখেন, ”আমার ঋতুস্রাব চলছে আর এই সময় আমার মেজাজ বদলে যায়।
তবে ঋতুস্রাব নিয়ে আমি সকলকে শিক্ষা দিতে চাই। প্রত্যেক মাসের এই দিনগুলো মেয়েদের একটু যত্ন নিন।”
টিভি শো স্প্লিটসভিলা ১০-এর মাধ্যমে পরিচিতি পান দিব্যা আগরওয়াল। বর্তমানে একটি টেলি শোয়ের সঞ্চলনা করছেন দিব্যা আগরওয়াল।
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- মাইগ্রেন ব্যথার কারণ, মাইগ্রেন ব্যথার উপসর্গ,মাইগ্রেন ব্যথার প্রতিকার ,মাইগ্রেন ব্যথার প্রতিরোধ – বিস্তারিত গাইড
- মাথাব্যথার কারণ ও প্রতিকার: একটি সম্পূর্ণ গাইড