Google Adsense Ads
এক আতঙ্কের নাম গ্যাস্ট্রিক। এই সমস্যা এখন সবার ঘরে ঘরে। মূলত খাবারের বদহজমে গ্যাস্ট্রিক হয়ে থাকে। ফলে ডায়রিয়া, বমি ও পেটে ব্যথা হতে পারে। এমনকি জ্বর, শক্তির অভাব এবং পানিশূন্যতা ঘটতে পারে।
পেটে গ্যাসের সমস্যা দূর করার ঘরোয়া উপায়,পেটে গ্যাসের সমস্যা দূর করুন ঘরোয়া উপায়ে
পৃথিবীতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো করার অসংখ্য ওষুধ রয়েছে। তবে আমরা ওষুধ এর পাশাপাশি ঘরোয়াভাবে এ রোগটি খুব সহজেই প্রতিরোধ করতে পারি। চলুন দেখে নেয়া যাক কীভাবে ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিক নির্মূল করা যায়।
ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পেটে গ্যাসের সমস্যা দূর করার করবেন—
পেটে ম্যাসাজ করা পেটের উপরিভাগে ম্যাসাজ করতে হবে। এতে গ্যাস অন্ত্রের নিচের দিকে চলে আসবে এবং পায়ুদ্বারের মাধ্যমে বেরিয়ে যাবে। এ জন্য ডান হাতটিকে ডানদিকে বুকে খাঁচার হাড়ের নিচের দিকে ধরুন। এরপর গোলভাবে ম্যাসাজ করুন। ফলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যাবে।
গরম পানিতে গোসল করা পেটের সমস্যা সমাধানের জন্য গরম পানির গোসল হতে পারে অন্যতম কার্যকর উপায়। দেখা গেছে, গরম পানি পেটে ব্যথা কমাতে পারে। সেই সঙ্গে দূর করতে পারে গ্যাসের সমস্যাও। এমনকি পেটে গ্যাসও হতে দেয় না। এ ছাড়া গরম পানি দিয়ে গোসল করলে অন্ত্রের ওপর চাপ কমে। এতে অন্ত্র ভালো থাকে।
ফাইবারযুক্ত খাবার খাওয়া পেটের সমস্যায় খাবারের তালিকায় অবশ্যই বেশি বেশি ফাইবারযুক্ত খাবার যোগ করুন। এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে। নারীদের ক্ষেত্রে দিনে ২৫ ও পুরুষদের ক্ষেত্রে ৩৮ গ্রাম ফাইবার খাওয়া উচিত। সবজি ও হোল গ্রেইনে অনেকটা বেশি পরিমাণে ফাইবার থাকে।
কলা খাওয়া এমন অনেক খাবার রয়েছে, যেগুলো পেটের সমস্যা একদম কমিয়ে দিতে পারে। এসব খাবার মূলত সমস্যা হওয়ার সময় খেতে হয়, এর মধ্যে একটি হলো কলা। যা খেলে গ্যাসের সমস্যা অনেকটা কমে যায়।
পর্যাপ্ত পানি খাওয়া পেটের গ্যাসের সমস্যা সমাধানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এতে করে পেটের ভেতর থেকে গ্যাস বের হয়ে যায়। এর পাশাপাশি গ্রিন টি খেতে পারেন। এর ফলে পেটের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
হাঁটা ও ব্যায়াম করা নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম করলে পেটে গ্যাসের সমস্যা অনায়াসে কমে আসে। এমনকি অন্ত্র ঠিকমতো কাজ করতে পারে। এতে করে পেট থেকে গ্যাস বেরিয়ে যেতে থাকে। এ ছাড়া ব্যায়াম করলে নিজেকে অনেকটা হালকা মনে হয়।
এ ছাড়া কয়েকটি জিনিস পেটের গ্যাসের সমস্যা সমাধানে দারুণভাবে কাজ করে। সেগুলো হলো—
ডাবের পানি ডাবের পানি খেলে পেটে গ্যাসের সমস্যা দূর হয়। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। সেই সঙ্গে এতে উপকারী মিনারেলসও পাওয়া যায়।
দই খাবার হজম করতে দই অনেকটা সহায়তা করে। প্রতিদিন নিয়মিত দই খেলে হজমশক্তি বেড়ে যায়। এ জন্য দুপুরের পরে অল্প টক দই খেতে পারেন। তবে এখানে চিনির বদলে অল্প লবণ ব্যবহার করতে পারেন।
রসুন পরিপাকতন্ত্রের জন্য উপকারী উপাদান হলো রসুন। প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন। এ ছাড়া দুপুরে ভাতের সঙ্গেও এক কোয়া রসুন খেতে পারেন। এভাবে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খান; সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। বিস্তারিত: পড়ুন
পেটে গ্যাসের সমস্যা দূর করার ঘরোয়া উপায় নিয়ে যারা জানতে চেয়েছেন, তাদের মধ্যে আরও কিছু বিষয়ে আগ্রহ দেখা গেছে। নিচে সেই সম্পর্কিত কিছু বিষয় তুলে ধরা হলো:
- পেটে গ্যাসের জন্য ঔষধ: অনেকেই ঘরোয়া উপায়ের পাশাপাশি দ্রুত উপশমের জন্য ওষুধের খোঁজ করেন।
- গ্যাস দূর করার ব্যায়াম: কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে যা পেটের গ্যাস কমাতে সাহায্য করতে পারে।
- গ্যাস কমাতে কি খাওয়া উচিত: কোন খাবারগুলো গ্যাস কমাতে সাহায্য করে সেই বিষয়ে অনেকে জানতে চান।
- গ্যাস হওয়ার কারণ: পেটে গ্যাস হওয়ার মূল কারণগুলো সম্পর্কে মানুষের আগ্রহ থাকে।
- গ্যাসট্রিকের ঘরোয়া চিকিৎসা: গ্যাস্ট্রিকের সমস্যার সাথে গ্যাসের সমস্যা অনেকে গুলিয়ে ফেলেন এবং এর ঘরোয়া চিকিৎসা জানতে চান।
- গ্যাস থেকে মুক্তি পাওয়ার উপায়: সাধারণভাবে গ্যাস থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে মানুষ জানতে আগ্রহী।
পাশাপাশি পেটে গ্যাসের সমস্যা সমাধানে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। সেগুলো হলো—
Google Adsense Ads
১. অতিরিক্ত মসলাজাতীয় খাবার খেলে পেটে সমস্যা হতে পারে। তাই এসব খাবার এড়িয়ে চলাই ভালো। আর বাইরে খেলে ঝোলজাতীয় খাবার ত্যাগ করুন। সব সময় খাবারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
২. অনেক সময় অতিরিক্ত প্রোটিন খেলে গ্যাসের সমস্যা হয়। তাই যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত মাছ-মাংস, দুধ না খাওয়াই ভালো হবে।
২. নিয়মিত শারীর চর্চা করুন। এতে পেটে গ্যাস জমার প্রবণতা কমবে। একই সঙ্গে পেটের পেশির ব্যায়াম করলেও উপকার পাওয়া যাবে।
এই বিষয়গুলো থেকেও আপনি হয়তো আপনার প্রয়োজনীয় কিছু তথ্য পেতে পারেন।
পরিশেষে : পেটের গ্যাস দূর করতে ঘরোয়া ৭ উপায়
বাংলা নিউজ এক্সপ্রেস সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আরো পড়ুন:
- গর্ভাবস্থায় ভুল ধারণা
- লিঙ্গের মাথায় ইনফেকশন, লিঙ্গের মাথায় ঘা হলে করণীয় কি?
- সবচেয়ে কার্যকর ধনুষ্টংকার ওষুধ
- ধনুষ্টংকার কারণ লক্ষণ ও চিকিৎসা, ধনুষ্টংকার লক্ষণ ও প্রতিকার,ধনুষ্টংকার লক্ষণ ও প্রতিকার
- টিটেনাস এর কারণ লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা
Google Adsense Ads