পোর্টফোলিও ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা কর, পোর্টফলিও ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ কি?
পোর্টফোলিও ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা কর ।
উত্তর : পোর্টফোলিও ব্যবস্থাপনা বর্তমানে একটি পরিচিত ধারণা এবং আমাদের দেশে এর বহুল প্রচলন শুরু হয়েছে।
পোর্টফোলিও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব এবং ধারণাসমূহ সম্পর্কে লেখা অর্থ সংক্রান্ত পত্রিকার প্রথম পৃষ্ঠায় এবং বিনিয়োগ সংক্রান্ত সাময়িকীতে প্রচ্ছদ পৃষ্ঠায় বর্তমানে স্থান পায়। নব্বই এর দশকের শুরুর দিকে অর্থনৈতিক উদারিকরণ এবং বিশ্বায়নের কর্মপন্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়।
এই সংস্কার প্রক্রিয়া মূলধন বাজারকে গতিশীল করে। স্টক বাজার ধীরে ধীরে অধিক দক্ষতার দিকে ধাবিত হয় এবং সে সাথে ব্যাপক কম্পিউটারভিত্তিক কার্যক্রম, বাজার স্বচ্ছতার বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ভোক্তা সেবা বৃদ্ধি, নিবিড় সমন্বয় এবং অধিক লেনদেন শুরু হয়। বাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বৈচিত্র্যময় পোর্টফোলিও দ্বারা ব্যাপক ভূমিকা রাখা শুরু করে।
মিউচ্যুয়াল ফান্ডের আবির্ভাব ঘটে। এ ধরনের উন্নয়নের ফলে সিকিউরিটিতে বিনিয়োগ অনেক গতিশীলতা অর্জন করে। সাধারণ বিনিয়োগকারিদের মধ্যে সিকিউরিটিতে বিনিয়োগ সম্প্রসারণ এবং সে সাথে সংখ্যাত্মক পরিমাপ পদ্ধতি পুরো বিনিয়োগ চিত্রই পাল্টে দিয়েছে।
Bangladesh Securities and Exchange Commission (BSEC) হচ্ছে এদেশে মূলধন বাজারের বিভিন্ন কার্যক্রম তত্ত্বাবধানে নিয়োজিত। তারা চাচ্ছে পোর্টফোলিও ব্যবস্থাপনাকে একটি জবাবদিহি মূলক পেশায় রূপ দিতে।
স্টক বাজারে কম্পিউটার সফটওয়্যার নির্ভর পদ্ধতির প্রবেশের ফলে পোর্টফোলিও ব্যবস্থাপনা কার্যক্রম অনেক সহজ, দ্রুততর ও নিখুঁত হয়েছে। এ ব্যবস্থার ফলে ডাটা সংরক্ষণ, নির্ভুল গণনা এবং অতি দ্রুত যেকোনো ফলাফল পাওয়া সম্ভব। তাছাড়া Simulation, Modelling এসব পদ্ধতি বিকল্প সমাধানের উপায় হিসেবে বিশেষ ভূমিকা পালন করে।
বিনিয়োগ এখন আর কোনো সহজ প্রক্রিয়া নয়। এক্ষেত্রে বিজ্ঞানসম্মত জ্ঞান, নিয়মানুগ প্রক্রিয়া এবং পেশাগত দক্ষতা সবিশেষ প্রয়োজন। পোর্টফোলিও ব্যবস্থাপনা যেখানে এসব উপাদানসমূহ সম্মিলিতভাবে থাকে তার দ্বারাই বিনিয়োগ দক্ষতা অর্জন করা সম্ভব ।
পোর্টফলিও ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ কি?
উত্তর : মূলধনের নিরাপত্তা নিশ্চিতকরণার্থে এবং আয়হার বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে একাধিক সম্পদে বিনিয়োগের সিদ্ধান্তের যাবতীয় কার্যাবলির সমষ্টিকে পত্রকোষ ব্যবস্থাপনা বলে।
পত্রকোষ ব্যবস্থাপনার সংজ্ঞা থেকে মূলত পত্রকোষ ব্যবস্থাপনার উদ্দেশ্য স্পষ্টভাবে ফুটে ওঠে। ঝুঁকি হ্রাস, মূলধনের নিরাপত্তার প্রত্যাশিত আয় হার অর্জন ইত্যাদি হলো পত্রকোষ ব্যবস্থাপনার। নিম্নে পত্রকোষ ব্যবস্থাপনার উদ্দেশ্য তুলে ধরা হলো :
১. মূলধনের নিরাপত্তা : পত্রকোষ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো মূলধনের নিরাপত্তা বিধান করা। আর যে পদ্ধতি অবলম্বন করলে বিনিয়োগকৃত অর্থ তথা মূলধনের যথাযথ নিরাপত্তা নিশ্চিত হবে সে কাজটি করাই হচ্ছে পত্রকোষ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য ।
২. ঝুঁকি হ্রাস : সুষ্ঠু পত্রকোষ ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি হ্রাস করা পত্রকোষ ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য। ঝুঁকি হাস করা মানে মূলধনের নিরাপত্তা বিধান নিশ্চিত করা ।
৩. বিনিয়োগ বহুমুখীকরণ : সুযোগ থাকা সাপেক্ষে শুধুমাত্র একটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকে বিনিয়োগ বহুমুখীকরণ বলে। আর বিনিয়োগ বহুমুখীকরণ মানেই হচ্ছে পত্রকোষ বিনিয়োগ বহুমুখীকরণের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা সম্ভব এবং আয় বৃদ্ধি করা যায়।
৪. প্রত্যাশিত আয় অর্জন : পত্রকোষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যাশিত আয় অর্জন করা সম্ভবপর হয় । কোনো একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্য প্রকল্পের লাভের দরুণ গড় প্রত্যাশিত আয় অর্জিত হতে পারে ।
৫. বিনিয়োগ মিশ্রণ : বিনিয়োগ মিশ্রণ বলতে বিনিয়োগর একাধিক ক্ষেত্র আছে এরূপ ক্ষেত্র হতে দুই বা ততোধিক কাম মিশ্রণের মাধ্যমে ঝুঁকি যেমনি সর্বনিম্ন করা সম্ভব তেমনি আয় সর্বোচ্চ করা সম্ভব। আর বিনিয়োগ মিশ্রণের কাজটি মূলত পত্রকোষ ব্যবস্থাপনা বা সুষ্ঠু ও সুচারুরূপে করতে পারে।
৬. সম্পদ সর্বাধিকরণ : মুনাফা সর্বাধিকরণ নয় সম্পদ সর্বাধিকরণই একটি ফার্মের মূল লক্ষ্য হয়ে থাকে। পত্রকোষ ব্যবস্থাপনা মাধ্যমে দক্ষ পত্রকোষ নির্বাচনের মাধ্যমে অধিক আয় নিশ্চিত করে যা দিয়ে সম্পদ সর্বাধিকরণ করা যায়। আর সম্পদ সর্বাধিকরণ মানেই হচ্ছে কোম্পানি বা প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধি করা।
উপসংহার : অতএব বলা যায় যে, পত্রকোষ ব্যবস্থাপনার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা উপরিউক্ত আলোচনার মাধ্যমে প্রতীয়মান হয় যে খুবই অত্যধিক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য তথা মুনাফা অর্জন ও সম্পদ সর্বাধিকরণের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই প্রতিটি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগ করার সময় দক্ষ পত্ৰকোষ নির্বাচনের মাধ্যমে বিনিয়োগ সেট তৈরি করা অত্যাবশ্যক ।
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।