পোর্টফোলিও সংশোধন বলতে কি বুঝ?,পোর্টফোলিও ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা কর

পোর্টফোলিও সংশোধন বলতে কি বুঝ?,পোর্টফোলিও ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা কর

উত্তর : পোর্টফোলিও ব্যবস্থাপনা বর্তমানে একটি পরিচিত ধারণা এবং আমাদের দেশে এর বহুল প্রচলন শুরু হয়েছে, কারণ বিনিয়োগের ক্ষেত্রে আর গুরুত্ব অনেক।

বিশ্বায়ন পোর্টফোলিও ব্যবস্থাপনার ভূমিকা : অর্থনৈতিক উদারীকরণ কর্মপন্থা চালুর ফলে এই সংস্কার প্রক্রিয়া মূলধন বাজারকে গতিশীল করে।

স্টক বাজারে ধীরে ধীরে অধিক দক্ষতার দিকে ধাবিত করে এবং সেই সাথে ব্যাপক কম্পিউটারভিত্তিক কার্যক্রম, বাজার স্বচ্ছতার বৃদ্ধি, ভোক্তা সেবা বৃদ্ধি, নিবিড় সমন্বয় ইত্যাদি শুরু হয়ে থাকে । বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বৈচিত্র্যময় পোর্টফোলিও দ্বারা ব্যাপক ভূমিকা রাখা শুরু করে।

এর ফলে মিউচ্যুয়াল ফান্ড এর প্রচলন শুরু হয় । মিউচ্যুয়াল ফান্ড, বিনিয়োগ পরামর্শক এবং বড় বড় দালালি প্রতিষ্ঠানগুলো পেশাদার পোর্টফোলিও ব্যবস্থাপক নিয়োগ করে এবং বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম ও এগিয়ে নিয়ে যায়। BSEC হলো এদেশে মূলধন বাজারের বিভিন্ন কার্যক্রম তত্ত্বাবধানে নিয়োজিত ।

কম্পিউটার সফটওয়্যারভিত্তিক পদ্ধতির ফলে স্টক বাজারে পোর্টফোলিও ব্যবস্থাপনা কার্যক্রম অনেক সহজ, দ্রুততর ও নিখুঁত হয়েছে। এ ব্যবস্থার ফলে বিপুল ডাটা সংরক্ষণ, নির্ভুল গণনা এবং অতি দ্রুত যে কোন ফলাফল পাওয়া সম্ভব হয়। বিশ্বায়ন ও অর্থনৈতিক উদারীকরণের ফলে এক দেশ হতে অন্য দেশে মূলধনের অবাধ চলাচল সম্ভব হয়। সুতরাং বৈচিত্র্যায়ন এখন আন্তর্জাতিক রূপ লাভ করছে।

সিকিউরিটিতে লেনদেন এবং তাদের মূল্যায়ন বিনিয়োগ ব্যবস্থাপনাক্ষেত্রকে অনেক প্রসার করে । সেজন্য বর্তমান পোর্টফোলিওতে শুধু দেশীয় নয়, বৈদেশিক পোর্টফোলিও স্থান পায় ।

উপসংহার : আলোচনা পরিশেষে বলা যায় যে, বিনিয়োগ এখন আর কোনো সহজ প্রক্রিয়া নয়, বরং এটি বিজ্ঞানসম্মত জ্ঞান, নিয়মানুগ প্রয়োগ ও পেশাগত দক্ষতারও দরকার হয় ।

উত্তর : একটি দেশের অর্থনীতি এবং আর্থিক বাজারে গতিশীল প্রক্রিয়ায় পরিচালিত হতে চাইলে, সেজন্য প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রকার পরিবর্তন ও সংশোধনের ব্যবস্থা করতে হয় ।

পোর্টফোলিও সংশোধন : সময় প্রবাহের সাথে সাথে এক সময়ের আকর্ষণীয় সিকিউরিটিসমূহ তাদের আকর্ষণ হারিয়ে ফেলতে পারে। এক্ষেত্রে নতুন নতুন সিকিউরিটির আবির্ভাব ঘটে যেখানে উচ্চ আয় এবং নিম্ন আয় এবং নিম্ন ঝুঁকির আশ্বাস দেওয়া হয়।

সুতরাং বাজারের এই পরিবর্তনের দিকে লক্ষ রেখে বিনিয়োগকারীকে তার পোর্টফোলিও সংশোধন করতে হয়।

সংশোধন করতে যেয়ে তাকে বর্তমান কিছু সিকিউরিটি বিক্রয় করে নতুন কিছু সিকিউরিটি ক্রয় করতে হয়। উক্ত সংশোধনের ফলশ্রুতিতে পোর্টফোলিওতে সিকিউরিটিসমূহ মিশ্রণ এবং অনুপাতে পরিবর্তন আসে ।

অতিরিক্ত তহবিলের প্রাপ্যতা, ঝুঁকি সম্পর্কিত আচরণের পরিবর্তন বিকল্পে প্রয়োজন ইত্যাদি এসবের কারণেও পোর্টফোলিও সংশোধনের দেখা দিতে পারে ।


পোর্টফোলিও সংশোধন যে কারণেই করা হোক না কেন তা অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে এবং উদ্দেশ্যভিত্তিকভাবে হতে হবে যাতে করে সংশোধিত পোর্টফোলিওর কাম্যতা এবং উপযোগিতা নিশ্চিত হয়ে থাকে ।

উপসংহার : আলোচনা পরিশেষে বলা যায় যে, পোর্টফোলিও ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াতেই পোর্টফোলিও সংশোধন, পোর্টফোলিও বিশ্লেষণ এবং নির্বাচনের মতোই বিবেচ্য একটি বিষয় ।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ পোর্টফোলিও ব্যবস্থাপনার ভূমিকা উল্লেখ কর,পোর্টফোলিও সংশোধন ধারণা ব্যাখ্যা কর।কর

Leave a Comment