প্রশ্ন সমাধান: পৌরনীতি ও অর্থনীতি পার্থক্য, পৌরনীতি vs অর্থনীতি পার্থক্য, পৌরনীতি ও অর্থনীতি তুলনামূলক আলোচনা, অর্থনীতি ও পৌরনীতি মধ্যে পার্থক্য, পৌরনীতি ও অর্থনীতি কাকে বলে,তুলনা পৌরনীতি: পৌরনীতি ও অর্থনীতি আলোচনা
পৌরনীতি ও অর্থনীতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সুনাগরিক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ সাধন এর উদ্দেশ্য। রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের সেবা প্রদান করাই অর্থনীতির উদ্দেশ্য। উভয়ের উদ্দেশ্য এক হলেও কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে তা নিম্নরূপ :
পৌরনীতি
পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ ‘Civics’ শব্দটি এসেছে দুটি লাতিন শব্দ ‘Civics’ ও ‘Civitas’ থেকে। এদের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। তাই পৌরনীতির অর্থ নগররাষ্ট্রের নাগরিকদের উত্তম উপায়ে শাসন করা। অপর পক্ষে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ ‘Political Science’ শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ Polities ও Polis থেকে। এদের ও নগররাষ্ট্রের শাসন প্রণালী সম্পর্কে আলোচনা। তাই অর্থগত দিক থেকে এর পরস্পর অভিন্ন। পৌরনীতির আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে নাগরিকের অধিকার ও কর্তব্য, জাতি ও জাতীয়তা, আইন, স্বাধীনতা, সাম্য, রাষ্ট্র, সরকার, সংবিধান প্রভৃতি।
অর্থনীতি
অর্থনীতি শব্দটি ইংরেজি ‘Economics’ শব্দের প্রতিশব্দ। Economics শব্দটি গ্রিক শব্দ ‘Oikonomia’ থেকে উদ্ভূত যার অর্থ গৃহস্থালী পরিচালনা। অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহার যোগ্য সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধন করে।
আবার আমরা এভাবে ও বলতে পারি Economics বা অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে তা ব্যবহারের জন্য বন্টন করা হয়, সেটা আলোচনা করে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্যঃ
১. পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ ‘Civics’ শব্দটি এসেছে দুটি লাতিন শব্দ ‘Civics’ ও ‘Civitas’ থেকে। পক্ষান্তরে অর্থনীতি শব্দটি ইংরেজি ‘Economics’ শব্দের প্রতিশব্দ। Economics শব্দটি গ্রিক শব্দ ‘Oikonomia’ থেকে উদ্ভূত হয়েছে।
২. পৌরনীতি নাগরিকতা বিষয়ক সব দিক আলোচনা করে। পক্ষান্তরে অর্থনীতি মানবজীবনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
আলোচনা করে।
৩. পৌরনীতির অনুশীলন পদ্ধতি ঐতিহাসিক। পক্ষান্তরে অর্থনীতির অনুশীলন পদ্ধতি গাণিতিক।
৪. পৌরনীতির বিষয়বস্তু সুনির্দিষ্ট পক্ষান্তরে অর্থনীতির বিষয়বস্তু জাগতিক।
৫. পৌরনীতি নাগরিককে প্রাধান্য দেয়। পক্ষান্তরে অর্থনীতি অর্থকে অধিক গুরুত্ব প্রদান করে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization