প্রশ্ন সমাধান: প্রকৃত বীজ ও কৃষি বীজ পার্থক্য, প্রকৃত বীজ vs কৃষি বীজ পার্থক্য, প্রকৃত বীজ ও কৃষি বীজ তুলনামূলক আলোচনা, কৃষি বীজ ও প্রকৃত বীজ মধ্যে পার্থক্য, প্রকৃত বীজ ও কৃষি বীজ কাকে বলে,তুলনা প্রকৃত বীজ: প্রকৃত বীজ ও কৃষি বীজ আলোচনা
প্রকৃত বীজ ও কৃষি বীজের মধ্যে পার্থক্যঃ
প্রকৃত বীজ (Actual Seed):
যে সব গাছ সাধারনত গাছের অংশ বিশেষ দ্বারা বংশ বিস্তার করা যায় না, সে সব গাছের বংশ বিস্তারের একমাত্র উপায় হলো প্রকৃত বীজ। যেমন- ধান, গম, সরিষা, তাল, নারিকেল ইত্যাদি। প্রকৃত বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে সহজ ও সুবিধা জনক।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কৃষি বীজ (Agricultural Seed):
গাছের যে অংশ, যা উপযুক্ত পরিবেশে সে গাছের সমতুল্য গাছ উৎপন্ন করতে পারে, তা কৃষি বীজ। কিছু গাছ যেমন- কলা, আনারস, মিষ্টি আলু ইত্যাদি প্রকৃত বীজ উৎপন্ন করতে পারে না। তাই এসব গাছের বংশ টিকিয়ে রাখার জন্য অঙ্গজ কৃষি বীজ দ্বারা বংশ বিস্তার করা হয়।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ
- এসি কারেন্ট ও ডিসি কারেন্ট