প্রতিবেশ কি?,সামাজিক প্রতিবেশ কি?, বায়োম কি?, মাধ্যমিক খাদক কাকে বলা হয়?, বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত?
প্রতিবেশ কি?
উত্তর : পরিবেশের সাথে অভ্যন্তরীণ প্রাণিজগতের সম্পর্কের অধ্যয়নই হলো প্রতিবেশ।
সামাজিক প্রতিবেশ কি?
উত্তর : সামাজিক প্রতিবেশ, সামাজিক ও মানবিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানব সমাজের-মিথস্ক্রিয়া সম্পর্কিত অধ্যয়নই হলো সামাজিক প্রতিবেশ ।
বায়োম কি?
উত্তর : কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমন্ডলকে বায়োম বলে ।
মাধ্যমিক খাদক কাকে বলা হয়? উত্তর : মাংসাশীদেরকে।
COC (০৫) বাস্তুসংস্থান কি?
উত্তর : জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুসংস্থান বলে ৷
বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত?
উত্তর : অজীব উপাদান ও সজীব উপাদানের সমন্বয়ে গঠিত
Ecology’ শব্দের প্রবক্তা কে? অথবা, বাস্তুতন্ত্র সম্পর্কে কে প্রথম আলোচনা করেন?
উত্তর : জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল ( Ernest Haeckel) ।
Ecology শব্দটি কোন কোন শব্দ হতে এসেছে?
উত্তর : গ্রিক শব্দ Oikos এবং Logos থেকে। Oikos অর্থ বাড়ি বা বাসস্থান এবং Logos অর্থ জ্ঞান লাভ করা ।
‘Eco-Faninism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম কখন শুরু হয়?
উত্তর : ‘Eco-Faminism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম ১৯৭৪ সালে শুরু হয়।
প্রাথমিক খাদক বলা হয় কাকে?
উত্তর : শাকাসী বা উদ্ভিদভোজীকে ।
জনসংখ্যা কি?
উত্তর : একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জন গোষ্ঠীর সমষ্টি হলো জনসংখ্যা ৷
Man and his enviornment” গ্রন্থটির রচয়িতা কে? , Man and his Environmental গ্রন্থটি কার?
উত্তর : গ্রন্থটি R.H. Lowise এর ‘World Population Centers Relations to Soil’
গ্রন্থটির লেখক কে? ৯
উত্তর : গ্রন্থটির লেখক হলেন- Wolfenger.
Sustainable প্রত্যয়টি কখন ব্যবহৃত হয়?
উত্তর : Sustainable প্রত্যয়টি ১৯৭২ সালে ব্যবহৃত হয়।
Sustainable Development’র বাংলা প্রতিশব্দ কি?
উত্তর : Sustainable Development’র বাংলা প্রতিশব্দ হলো টেকসই উন্নয়ন ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
টেকসই উন্নয়ন কি?
উত্তর : টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা অধিকতর নিরপেক্ষ অর্থনৈতিক অগ্রগতি আনয়নে অবদান রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থানীয ও বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করে এবং সঠিক অর্থে জীবনের মানোন্নন ঘটায় ।
ZPG -এর অর্থ কি?
উত্তর : ZPG-এর অর্থ শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার (Zero Population Growth ) ।
HDI-এর পূর্ণরূপ কি?
উত্তর : HDI-এর পূর্ণরূপ হলো- Human Development Index.
বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন বসবাস করে?
উত্তর : ১,১৪০ জন ।
কাম্য জনসংখ্যা কি?
উত্তর : কাম্য জনসংখ্যা বলতে দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্যতাকে বোঝায়