প্রত্যয়পত্র কাকে বলে? , প্রত্যয়পত্র কি?,প্রত্যয়পত্র ব্যবহারের উদ্দেশ্য কী?,ঘূর্ণায়মান এলসি বা প্রত্যয়পত্র কাকে বলে?,প্রত্যয়পত্রে কোন কোন পক্ষ বিদ্যমান?,রপ্তানিকারক কাউন্টার ট্রেড কী?
1. বৈদেশিক বাণিজ্যের সংজ্ঞা দাও। অথবা, বৈদেশিক বাণিজ্য কাকে বলে?
উত্তর : দুই বা ততোধিক দেশসমূহের জনগণের মধ্যে পণ্য দ্রব্য ও সেবার বিনিময়কে বৈদেশিক বাণিজ্য বলে । 2.বৈদেশিক বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায় ৷
উত্তর : ৩ ভাগে।
3.আমদানি বাণিজ্য কি?
উত্তর : বিদেশ থেকে পণ্য দ্রব্য ক্রয় করে নিজ দেশে আনার প্রক্রিয়াকে আমদানি বাণিজ্য বলে ।
4.রপ্তানি বাণিজ্য কি?
উত্তর : কোন পণ্য সামগ্রী নিজ দেশের সীমানা পার করে অন্য দেশে বিক্রি করার প্রক্রিয়াকে রপ্তানি বাণিজ্য বলে ।
5.পুনঃ রপ্তানি বাণিজ্য কি?
উত্তর : বিদেশ থেকে পণ্য আমদানি করে পুনরায় অন্য দেশে বিক্রয় করা বা রপ্তানি করা হলে তাকে পুনঃ রপ্তানি বাণিজ্য বলে ।
6.আমদানিকারক কাকে বলে?
উত্তর : যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশ থেকে পণ্যসামগ্রী ক্রয় করে নিজ দেশে নিয়ে আসে তাকে আমদানিকারক বলে ।
7.রপ্তানিকারক কাকে বলে ?
উত্তর : যে ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ও সেবা রপ্তানি করে তাকে রপ্তানিকারক বলে।
8.আমদানিকারক কত প্রকার?
উত্তর : ২ প্রকার।
9.অর্থায়ন কাকে বলে?
উত্তর : অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ সংক্রান্ত কার্যাবলি এবং অর্থায়নের পরিকল্পনা ও নিয়ন্ত্রণকে বুঝায় ।
10.প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন কী?
উত্তর : সাধারণত ব্যাংক কর্তৃক রপ্তানিকারীকে ঋণ প্রদানের ব্যবস্থা করলে সেই অর্থায়নকে প্রাপ্য বিল অর্থায়ন বলে ।
11.রপ্তানি অর্থায়ন কি?
উত্তর : রপ্তানি আদেশ বা অর্ডার বাস্তবায়নের জন্য রপ্তানিকারকের যে প্রয়োজনীয় ফান্ডের বন্দোবস্ত করতে হয় তাকে রপ্তানি অর্থায়ন বলে।
12.বহনপত্র কী?
উত্তর : রপ্তানিকারক পণ্য প্রেরণের সময় আমদানিকারককে পণ্য বহন সংক্রান্ত যে পত্র প্রেরণ করেন তাকে বহন পত্র বলা হয়।
13.প্রত্যয়পত্র কাকে বলে? অথবা, প্রত্যয়পত্র কি?
উত্তর : ব্যাংকিং প্রণালির মাধ্যমে আমদানিকারককে যে দলিলের মাধ্যমে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করা হয়। তাকে প্রত্যয়পত্র বলে।
14.প্রত্যয়পত্র ব্যবহারের উদ্দেশ্য কী?
উত্তর : মূলত ব্যাংক প্রত্যয়পত্রের মাধ্যমে রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্যসামগ্রিকর মূল্যের নিশ্চয়তা প্রদান করে থাকে। আর এটাই প্রত্যয় পত্র ব্যবহারের মূল্য উদ্দেশ্য ।
15.ঘূর্ণায়মান এলসি বা প্রত্যয়পত্র কাকে বলে?
উত্তর : ঘূর্ণায়মান প্রত্যয়পত্র বলতে এমন এক ধরনের ঋণের দলিলকে বুঝায় যার মাধ্যমে ব্যাংক আমদানিকারকের উপর অঙ্কিত বিনিময় বিল দুই বা ততোধিকবার (বারবার) মর্যাদা করার প্রতিশ্রুতি প্রদান করে।
16.প্রত্যয়পত্রে কোন কোন পক্ষ বিদ্যমান?
উত্তর : প্রত্যয়পত্রে তিন ধরনের পক্ষ বিদ্যমান। যথা- ১. ব্যাংক ২. আমদানিকারক ও ৩.রপ্তানিকারক
17. কাউন্টার ট্রেড কী?
উত্তর : একটি বৈদেশিক রাষ্ট্রে একটি পণ্য বিক্রয়ের সাথে সাথে অন্য একটি পণ্য ক্রয় করাকে কাউন্টার ট্রেড বলে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
18.ফ্যাক্টর কারা? অথবা, ফ্যাক্টর কে?
উত্তর: ব্যাংক, বিমা কোম্পানি, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যারা প্রাপ্য বিলসমূহ ক্রয় করে অর্থায়নের ব্যবস্থা করে এরাই ফ্যাক্টর ।
19.যুক্তরাষ্ট্রের কয়টি এজেন্সী আমদানি রপ্তানি বাণিজ্যের ঝুঁকি হ্রাসের কাজ করে ?
উত্তর : তিনটি এজেন্সী ।
20.প্রত্যয়পত্র কার অনুকূলে খোলা হয় ।
উত্তর : রপ্তানিকারকের অনুকূলে আমদানিকারক খুলবেন।
21.FDBP এর পূর্ণরূপ কী?
উত্তর : FDBP এর পূর্ণরূপ Foreign Documentary Bill Purchase.
22.FDI কী?
উত্তর : FDI হলো একটি ফার্ম বা ব্যক্তি দ্বারা অন্য দেশে অবস্থিত ব্যবসায়িক স্বার্থে একটি বিনিয়োগ। এর হলো Forcing Direct Investment.
23.প্রত্যয়পত্রে দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ১. অর্থের পরিমাণ ২. জামানত
24.প্রত্যপত্রের ২টি সুবিধা বা গুরুত্ব লিখ?
উত্তর : ১. বৈদেশিক মুদ্রা উপার্জন ২. বিক্রয় মূল্য প্রাপ্তি ।
25.ব্যাংকের স্বীকৃতি কী?
উত্তর : সাধারণত রপ্তানিকারক আমদানি কারকের ব্যাংকের উপর আমদানি বিলের অর্থ পরিশোধের জন্য একটা ড্রাফট যখন ঐ ড্রাফট স্বীকৃতি প্রদান করে তখন সেটি ব্যাংকের স্বীকৃতিতে রূপান্ত করা হয় তখন তাকে ব্যাংকের স্বীকৃতি বলে ।