প্রশাসন ও বেসরকারি প্রশাসনের সংজ্ঞা দাও, প্রশাসন ও বেসরকারি প্রশাসন বলতে কী বুঝ?,প্রশাসন ও বেসরকারি প্রশাসন কী?

প্রশ্ন সমাধান: প্রশাসন ও বেসরকারি প্রশাসনের সংজ্ঞা দাও, প্রশাসন ও বেসরকারি প্রশাসন বলতে কী বুঝ?,প্রশাসন ও বেসরকারি প্রশাসন কী?

 রাষ্ট্রীয় ব্যবস্থার যাবতীয় নীতিমালা বাস্তবায়ন করার দায়িত্ব অর্পিত হয় প্রশাসনের ওপর। কল্যাণকামী রাষ্ট্রে বিভিন্ন ধরনের জটিলতা বেড়ে যাওয়ার কারণে প্রশাসন ব্যবস্থার কার্যক্রমও বেড়ে যাচ্ছে। 

সরকারি প্রশাসনের পাশাপাশি বেসরকারি প্রশাসন নামে নতুন একটি প্রশাসন ব্যবস্থার সৃষ্টি হয়েছে যা সরকারি প্রশাসনের কার্যাবলির ভার কিছুটা লাঘব করছে।

প্রশাসন : বর্তমানে বিশ্বে ‘প্রশাসন’ ধারণাটি ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। ‘প্রশাসন’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ‘Administration’ শব্দটি ল্যাটিন ‘Administrire’ শব্দ হতে উদ্ভূত। 

এর অর্থ হলো সেবা করা (to serve) বা কাজ করা (to operate) এবং ব্যবস্থা করা ( to manage ), প্রশাসন বলতে সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একদল ব্যক্তি বা ব্যক্তিবর্গের কার্যাবলিকে বুঝায়।

বেসরকারি প্রশাসন : বেসরকারি প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো Private Administration. এটা ব্যক্তিগত প্রশাসন নামেও পরিচিত। এ ধরনের প্রশাসন সাধারণত ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। 

বেসরকারি প্রশাসন হলো এমন এক ধরনের প্রয়াস যেখানে প্রশাসন বেসরকারি নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয় এবং যার উদ্দেশ্য হলো প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন । 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রশাসন হচ্ছে কোনো সুনির্দিষ্ট বা সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য স্থিরকরণ, কর্তৃত্ব ও সিদ্ধান্তগ্রহণ, নীতিনির্ধারণ, বাস্তবায়ন, মূল্যায়ন ও জনকল্যাণের এমন এক প্রক্রিয়া  বা কৌশল যার সদস্যরা প্রতিষ্ঠানের বৃহত্তর লক্ষ্যার্জনের নিমিত্তে পারস্পরিক ক্রিয়াশীলতার ভিত্তিতে কাজ করে। 

বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালিত শাসনব্যবস্থাই বেসরকারি প্রশাসন। সরকারি প্রশাসনের পাশাপাশি বেসরকারি প্রশাসনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ।

আর্টিকেলের শেষকথাঃ প্রশাসন ও বেসরকারি প্রশাসনের সংজ্ঞা দাও

আমরা এতক্ষন জেনে নিলাম প্রশাসন ও বেসরকারি প্রশাসন কী। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 


রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র ও Application উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি Letter উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
ইমেলEmail উত্তর লিংক সারাংশ ও সারমর্ম উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
CVউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংক Completing Storyউত্তর লিংক
Dialog/সংলাপউত্তর লিংক Short Stories/Poems/খুদেগল্পউত্তর লিংক
অনুবাদউত্তর লিংক Sentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment