==== প্রশ্ন-৩২===
% শ্যামল বণিক অঞ্জন %
তুমি ধারোনা ধার
কারো কথার
ভ্রুক্ষেপও নেই একদম,
হৃদয় ভাঙা গড়ার খেলায় তুমি
বড়ই পারঙ্গম।
জটিল তোমার
মনের রাজ্য
চোরাগলির মতো,
ক্লান্ত আমি গোলক ধাঁধায়
ঘুরে অবিরত!
ধূসর মরুসম তোমার
বুকেরই প্রান্তর,
নেই সবুজের
চিহ্ন কোথাও
দেই যেথায় নজর,
মাকড়সার মতো সৃষ্টি
করে মায়াজাল,
ধরছো শিকার
খাচ্ছো গিলে
মারছো চিরকাল!
এভাবে আর কতো লোকের
করবে জীবন নাশ?
করে যাবে অগোচরে
পরের সর্বনাশ?
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- মাইগ্রেন ব্যথার কারণ, মাইগ্রেন ব্যথার উপসর্গ,মাইগ্রেন ব্যথার প্রতিকার ,মাইগ্রেন ব্যথার প্রতিরোধ – বিস্তারিত গাইড
- মাথাব্যথার কারণ ও প্রতিকার: একটি সম্পূর্ণ গাইড
- কেন আপনার ওষুধের বাক্সে প্যারাসিটামল থাকা উচিত,কীভাবে প্যারাসিটামলের পার্শ্বপ্রতিক্রিয়া চিনবেন