প্রাথমিক বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৩য় অধ্যায় জীবনের জন্য পানি
১। পানির উৎস কয়টি ও কী কী?
উত্তর : পানির উৎস দুটি। যেমন—
ক) প্রাকৃতিক উৎস
খ) মানুষের তৈরি উৎস।
২। পানির প্রাকৃতিক উৎসগুলো কী কী?
উত্তর : পানির প্রাকৃতিক উৎসগুলো হলো—বৃষ্টি, নদী, সমুদ্র ইত্যাদি।
৩। মানুষের তৈরি পানির উৎসগুলো কী কী?
উত্তর : মানুষের তৈরি পানির উৎসগুলো হলো—দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি।
৪। উদ্ভিদের দেহের কত ভাগ পানি?
উত্তর : উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগ পানি।
৫। উদ্ভিদের পানি প্রয়োজন কেন?
উত্তর : মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন।
৬। প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহে কী কাজ করে?
উত্তর : প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে।
৭। মানবদেহের কত ভাগ পানি?
উত্তর : মানবদেহের ৬০-৭০ ভাগ পানি।
৮। মানবদেহে পানি কী কাজ করে?
উত্তর : মানবদেহে পানি খাদ্য পরিপাকে সাহায্য করে।
৯। মানবদেহে পানি কেন প্রয়োজন?
উত্তর : পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য মানবদেহে পানি প্রয়োজন।
১০। শিশির কী?
উত্তর : রাতে ঘাস, গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে।
১১। ঘনীভবন কী?
উত্তর : বাতাসের জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে পানিতে পরিণত হয়। বাষ্প থেকে এভাবে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।
১২। বাষ্পীভবন কী?
উত্তর : পানিকে যখন তাপ দেওয়া হয়, তখন তা জলীয় বাষ্পে পরিণত হয়। তরল থেকে এভাবে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩। পানির অবস্থা কয়টি ও কী কী?
উত্তর : পানির অবস্থা তিনটি। যেমন—
কঠিন, তরল ও জলীয় বাষ্প।
১৪। পানিচক্র কী?
উত্তর : যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র।
১৫। পানি কিভাবে দূষিত হয়?
উত্তর : প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়।
১৬। পানিদূষণের কারণ কী?
উত্তর : কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয়।
১৭। নিরাপদ পানি বলতে কী বোঝো?
উত্তর : মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।
১৮। পানি বিশুদ্ধকরণ বলতে কী বোঝো?
উত্তর : মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৯। পানি জীবাণুমুক্ত করার ভালো উপায় কোনটি?
উত্তর : পানি জীবাণুমুক্ত করার ভালো উপায় হলো— ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে।
২০। পানিদূষণ প্রতিরোধের দুটি উপায় লেখো।
উত্তর : পানিদূষণ প্রতিরোধের দুটি উপায় হলো—
ক) কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে।
খ) পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা-আবর্জনা না ফেলে।
২১। কী কী উপায়ে পানি জীবাণুমুক্ত করা যায়?
উত্তর : ছাঁকন, থিতানো, ফুটানো ও রাসায়নিক প্রক্রিয়ায় পানি জীবাণুমুক্ত করা যায়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]