বিষয়: প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক একটি ভাব সম্প্রসারণ লিখুন, ভাব সম্প্রসারণ রচনা প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক , প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক ভাব সম্প্রসারণ রচনা, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক ভাব সম্প্রসারণ PDF Download, নিয়োগ পরীক্ষায় আসা প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক
প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।
মূলভাব: প্রয়োজনের তাগিদেই মানুষ নানা বিচিত্র জিনিস সৃষ্টিতে উদ্বুদ্ধ হয়।
সম্প্রসারিত ভাব: বিশ্ব সভ্যতার প্রতিটি সৃষ্টির মূলে রয়েছে প্রয়োজনীয়তা। মানুষ এক এক সময় তার এক এক জিনিসের প্রয়োনীয়তা উপলদ্ধি করে। প্রয়োজন মেটানো বা অভাব পূরণের নিমিত্তেই মানুষ বিচিত্র জিনিস উদ্ভাবন শুরু করেছে। তবে মানুষের এ উদ্ভাবন নাটকীয় ভাবে নয়। সৃষ্টির আদিলগ্ন থেকেই মানুষ নানা প্রয়োজনে নানা জিনিস উদ্ভাবন করে আসছে। আদিম গুহাবাসী শিকারের প্রয়োজনে তীর ধনুক আবিষ্কার করে, কাঁচা মাংস পুড়িয়ে খাওয়ার জন্য আগুন জ্বালাতে শিখে। এমনিভাবে প্রয়োজনীয়তা ও আবিষ্কারের ধারাবাহিক স্তর পেরিয়ে মানুষ পদার্পণ করেছে আধুনিক সভ্যতায়।
অন্ধকার থেকে আলোয় যাওয়ার প্রয়োজন উপলদ্ধি করে মানুষ বিদ্যুৎ উদ্ভাবন করেছে। সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার প্রয়োজনে লঞ্চ, স্টিমার, বাস, ট্রাক, রেলগাড়ি, বিমান, ও রাস্তা-ঘাট নির্মাণ করেছে। শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্কুল-কলেজ; চিকিৎসার জন্য হাসপাতাল, ঔষুধ ও বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। যোগাযোগের ব্যবস্থার উন্নতিকল্পে টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, চিত্তবিনোদনের জন্য সিনেমা , রেডিও, টেলিভিশন এবং চাষাবাদের জন্য উন্নত ধরণের আধুনিক কৃষিসরঞ্জাম আবিষ্কার করা হয়েছে।
এক কথায় প্রয়োজনের তাগিদেই সবকিছুর সৃষ্টি হয়েছে।
মন্তব্য: প্রয়োজনের শেষ নেই । একটি প্রয়োজন মিটে গেলে আরেকটি মাথাচাড়া দিয়ে উঠে। তাই মানুষ নিত্যনতুন উদ্ভাবনের নেশায় চালিয়ে যাচ্ছে নিরলস প্রচেষ্টা।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অথবা :- ২
প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।
মূলভাব: প্রয়োজন বা চাহিদা অনুভূতি থেকেই মানুষ তিলে তিলে সভ্যতাকে গড়ে তুলেছে। মানুষের যদি কোনো প্রয়োজনই না থাকতো তাহলে মানুষের মধ্যে এত কর্ম ব্যস্ততা থাকত না। প্রয়োজন থেকেই সব কিছুর উদ্ভব ঘটে। প্রয়োজন না থাকলে মানুষের ভাবনাও থাকে না, কোনো কিছু করার আগ্রহও থাকে না। তাই সব সৃষ্টির শুরুতে যে বিষয়টি বিবেচ্য, তা হচ্ছে ‘প্রয়োজন’।
সম্প্রসারিত ভাব: পরিশ্রম যেমন সৌভাগ্যের মাতা, তেমনি প্রয়োজন উদ্ভাবনের জনক। আজকে সভ্যতা ও বৈজ্ঞানিক আবিষ্কার সমূহ মানুষের প্রয়োজনের দাবিতেই অর্জিত হয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের শ্রেষ্ঠত্ব মূলত তার বিচিত্রমুখী কর্ম সাধনায় নিহিত। সম্পূর্ণ অপরিচিত অনভিজ্ঞ ও অসহনীয় প্রাকৃতিক পরিবেশে মানুষের জন্ম। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পৃথিবীর সব কাজে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা যা কিছু দৃশ্যমান সবই প্রয়োজনের তাগিদে সৃষ্টি।
সভ্যতা বলতে আমরা যা বুঝি, তার জন্ম ও বিকাশের কারণ অনুসন্ধান করলে পরিষ্কার বোঝা যায়- মানুষের প্রয়োজন থেকেই এর উদ্ভব। অবশ্য সভ্যতা কোনো প্রাকৃতিক দান নয়। কোনো অলৌকিক শক্তির কারণেও এর জন্ম হয়নি।
পৃথিবীতে যখন মানুষের আবির্ভাব ঘটেছে, তখন থেকেই সে জীবনের অস্তিত্ব রক্ষা ও সুখভোগের তাগিদে নানাবিধ প্রয়োজন অনুভব করেছে। যখন সে যা কিছুর প্রয়োজনীয়তা অনুভব করছে, তখন সে চেষ্টা করছে সেই প্রয়োজনীয় জিনিসটি উদ্ভাবন করতে। এভাবে আপন প্রয়োজন অনুযায়ী কখনো সহজে, কখনো বা কঠিন ও দীর্ঘ সাধনার মাধ্যমে মানুষ তার দরকারি বস্তু আবিষ্কার করেছে। মানুষের যদি কোনো কিছুতে দরকার না থাকে, তাহলে তা পাওয়ার জন্য চেষ্টার প্রশ্নও ওঠে না।
পৃথিবীর সূচনা থেকেই মানুষ তার প্রয়োজন মেটানো বা অভাব পূরণের নিমিত্তে বিচিত্র জিনিস উদ্ভাবন শুরু করে। শিক্ষার প্রয়োজন উপলব্ধি করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। চিকিৎসার জন্য হাসপাতাল, ঔষধ ও বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য এক্সরে মেশিন, আলট্রাসনোগ্রাফি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ই-মেইল, কম্পিউটার, মোবাইল ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। সর্বোপরি বিশ্বের সর্বত্র যে বিশাল কর্মকাণ্ডে মানুষ নিয়োজিত রয়েছে তা কেবল প্রয়োজন সাধন এই নিবেদিত।
মন্তব্য: মানুষের প্রয়োজন সংখ্যায় অসীম। মানবজাতির প্রয়োজনের কোন শেষ নেই। একটা প্রয়োজন না মেটাতে আরেকটার প্রয়োজন এর আবির্ভাব ঘটে। আর এজন্যই সভ্যতার সীমাহীন প্রয়োজনের তাগিদেই মানুষ আবিষ্কার করেছে নতুন নতুন পন্থা, উপকরণ ও পণ্য। তাই চাহিদা বা প্রয়োজন না থাকলে মানবজীবন হয়ে পড়তো শ্রীহীন ও স্থবির।
Paragraph & Composition/Application/Emali | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক | প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- Honors 2nd year suggestion
- অনার্স ২য় বর্ষের সাজেশন
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এন্ড মেজারিং ইন্সট্রুমেন্ট -১