প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি অনার্স ২য় বর্ষ সাজেশন

অনার্স ২য় বর্ষের প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি (Plant Anatomy and Embryology) সুপার সাজেশন
Department of : Botany & Other Department
Subject Code: 223005
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি, অনার্স ২য় বর্ষের প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি সাজেশন,

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক বিভাগ
১. Plant Anatomy কাকে বলে?
২. ম্যাক্রোটিউবিউল কী?
৩. সীভপ্লেট কাকে বলে?
৪. প্লাজমোডেসমাটা কী?
৫. ভাজক কলা কী?
৬. শীর্ষস্থ ভাজক কলা কী?
৭. রিব মেরিস্টোম বলতে কী বুঝ?
৮. মাইসেলি কী?
৯. স্থায়ী কলার সংজ্ঞা দাও।
১০. ক্যালাস প্যাড কাকে বলে?
১১. স্ক্লেরাইড বা স্ক্লেরোটিক কোষ কী?
১২. মেসোফিল টিস্যু কাকে বলে?
১৩. উদ্ভিদের কোন অঞ্চলে গৌণ বৃদ্ধি হয়ে থাকে?
১৪. প্রো-ক্যাম্বিয়াম কাকে বলে?
১৫. পেরিডার্ম কী?
১৬. লেন্টিসেল কী?
১৭. অস্বাভাবিক গৌণ বৃদ্ধি বলতে কী বুঝ?
১৮. মূল-কান্ড ট্রানজিশন কী?
১৯. পত্ররন্ধ্র কাকে বলে?
২০. বুলিফর্ম কোষ কাকে বলে?
২১. এপিব্লেমা কী?
২২. হাইডাথোড কাকে বলে?
২৩. টিম্বার কী?
২৪. লাম্বার বলতে কী বুঝ?
২৫. ভ্রূণবিজ্ঞান কাকে বলে?
২৬. মাইক্রোস্পোর কী?
২৭. স্পোর চতুষ্টয় কী?
২৮. আর্কিস্পোরিয়াল কোষ কী?
২৯. পলিনিয়া কী?
৩০. যৌগিক পরাগ বলতে কী বুঝ?
৩১. নিউসেলাস কী?
৩২. সারসিনোট্রোপাস ডিম্বক বলতে কী বুঝ?
৩৩. ভ্রান্ত বা মেকী ভ্রূণথলি কাকে বলে?
৩৪. সহকারী কোষ কোথায় দেখা যায়?
৩৫. টেট্রাস্পোরিক ভ্রূণথলি বলতে কী বুঝ?
৩৬. অসম নিষেক কাকে বলে?
৩৭. ত্রি-মিলনের সংজ্ঞা দাও।
৩৮. ভ্রূণমুকুল বীজ পত্রাধিকান্ড কাকে বলে?
৩৯. বীজের সুপ্ততা কী?
৪০. Endosperm বা শাঁস কী?
৪১. রুমিনেট শস্য কাকে বলে?
৪২. ভ্রূণজনিতা কাকে বলে?
৪৩. প্রো-এম্ব্রায়ো কাকে বলে?
৪৪. অস্থানিক ভ্রূণ কী?
৪৫. অসঙ্গজনি বা এপোমিক্সিস কী?
৪৬. পরাগধানী আবাদ কাকে বলে?
৪৭. ক্যালাজোগ্যামি কী?
৪৮. এন্ড্রোজেনেসিস কাকে বলে?

খ বিভাগ
১. ভাজক কলার বৈশিষ্ট্য লিখ।
২. টিউনিকা-কর্পাস মতবাদ অনুসারে শীর্ষস্থ ভাজক কলার বিভক্তিকরণ সংক্ষেপে বর্ণনা কর।
৩. বিষমপৃষ্ঠ ও সমদ্বিপৃষ্ঠ পাতার অভ্যন্তরীণ গঠনের পার্থক্য লিখ।
৪. গৌণ বৃদ্ধির গুরুত্ব আলোচনা কর।
৫. বর্ষ বলয় সৃষ্টির প্রক্রিয়া লিখ।
৬. দ্বিবীজপত্রীর অস্বাভাবিক গৌণবৃদ্ধির কারণসমূহ লিখ।
৭. মেগাস্পোর টেট্রাডের সজ্জারীতি সম্পর্কে আলোচনা কর।
৮. নিষেক ও দ্বি-নিষেক বা ত্রি-মিলন কি?ব্যাখ্যা কর।
৯. পার্থেনোজেনেসিস কী? হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস সম্পর্কে আলোচনা কর।
১০. সস্য বলতে কী বুঝ? সস্য কত প্রকার ও কী কী?
১১. বহুভ্রূণিতার কারণসমূহ লিখ।
১২. উদ্দীপ্ত অপুংজনি বলতে কী বুঝ?
১৩. সীভনলের গঠন ও কাজ লিখ
১৪. একবীজপত্রী ও দ্বিবীজপত্রী মূলের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য লিখ।
১৫. কাঠ কী? সার কাঠের গুণাবলি লিখ।
১৬. বীজের অর্থনৈতিক গুরুত্ব লিখ।
১৭. ভ্রূণজনিতা কী? ভ্রূণজনিতার নীতিসমূহ উল্লেখ কর।
১৮. পার্থক্য লিখঃ
(ক) ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু।
(খ) সার কাষ্ঠ ও অসার কাষ্ঠ।
(গ) নিউক্লিয়ার সস্য ও সেলুলার সস্য।
(ঘ) প্যারেনকাইমা টিস্যু ও কোলেনকাইমা টিস্যু।

গ বিভাগ
১. উদ্ভিদ কোষ প্রাচীরের উৎপত্তি ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
২. একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের ক্রমবিকাশ বর্ণনা কর।
৩. আবৃতবীজী উদ্ভিদের পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
৪. উদাহরণসহ বিভিন্ন ধরণের এপোমিক্সিসের বর্ণনা কর।
৫. বিভিন্ন প্রকার সরলকলার বর্ণনা দাও।
৬. Dracaena – কান্ডের অস্বাভাবিক গৌণবৃদ্ধি বর্ণনা কর।
৭. নিঃস্রাবী বা ক্ষরণকারী কলা কি?এর শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
৮. শীর্ষস্থ ভাজক কলার বিভক্তিকরণের উপর যে কোন দুটি মতবাদ সচিত্র বর্ণনা দাও।
৯. ভ্রূণথলি কাকে বলে? আট নিউক্লিয়াসবিশিষ্ট একটি ভ্রূণথলির বর্ণনা দাও।
১০. দ্বি-নিষেক কী?নিষেকের ক্রিয়াকৌশল বর্ণনা কর।
১১. চিহ্নিত চিত্রসহ কোষ প্রাচীরের বিভিন্ন প্রকার স্থূলীকরণের বর্ণনা দাও।
১২. পত্ররন্ধ্র বলতে কি বুঝ?পত্ররন্ধ্রের প্রকারভেদ চিত্রসহ বর্ণনা কর।
১৩. লুক্কায়িত পত্ররন্ধ্র কী? Levit(1974) এর মতবাদ অনুসারে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কৌশল আলোচনা কর।
১৪. কাঠের ভৌত ও রাসায়নিক গুণাবলি উল্লেখ কর।
১৫. পরাগরেণু আবাদ কী?পরাগরেণু আবাদ কৌশল বর্ণনা কর।
১৬. পরাগধানী আবাদ কৌশলের প্রয়োগক্ষেত্র উল্লেখ কর।
১৭. পরাগায়নের সংজ্ঞা দাও। উদাহরণসহ বিভিন্ন অজীবজ ও জীবজ পরাগায়নের বর্ণনা দাও।
১৮. কাঁটানটে কান্ডের অস্বাভাবিক গৌণবৃদ্ধি আলোচনা কর।
১৯. চিহ্নিত চিত্রসহ একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের গৌণ বৃদ্ধি বর্ণনা কর।
২০. চিহ্নিত চিত্রসহ আবৃতবীজী উদ্ভিদের মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রীরেণু সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

ক-বিভাগ 

নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) প্রো-ক্যাম্বিয়াম বলতে কী বুঝ? (What do you mean by pro-cambium?) 
উত্তর : উদ্ভিদদেহ ভাস্কুলার ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা বা টিস্যু গঠনকারী কলা বা টিস্যুকে প্রো-ক্যাম্বিয়াম বলা হয়।

(খ) পেরিডার্ম কী? (What is periderm?) 
উত্তর : বহিঃস্টিলীয় অঞ্চলের গৌণ বৃদ্ধির নিমিত্তে সৃষ্ট গৌণ ভাজক কলাকে পেরিডার্ম বলা হয়। 

(গ) এপিব্লেমা কী? (What is épiblema?) 
উত্তর : উদ্ভিদের মূলের বহিঃত্বক গঠনকারী কলাস্তরকে এপিব্লেমা বলা হয়। 

(ঘ) ত্রি-মিলনের সংজ্ঞা দাও। (What is triple-fusion?) উত্তর : দ্বিতীয় পুং গ্যামেটটি যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয় তখন তাকে ত্রি-মিলন বলে। 

(ঙ) পলিনিয়া কী? (What is pollinia?) 
উত্তর : যখন অনেকগুলো পরাগরেণু একটি থলিতে আবদ্ধ থেকে একটি এককে পরিণত হয় তখন তাকে পলিনিয়া বলে।

(চ) রিব মেরিস্টেম বলতে কী বুঝ? (What do you mean by rib-meristem?) উত্তর : যে ভাজক কলার কোষ শুধুমাত্র একটি তলে বিভাজিত হয় তাকে রিব মেরিস্টোম বলে। 

(ছ) আর্কিস্পোরিয়াল কোষ কী? (What is archisporial cell?) উত্তর : বৃহৎ আকৃতি ঘন সাইটোপ্লাজম ও বৃহৎ নিউক্লিয়াস এই সমস্ত বৈশিষ্ট্যসম্পন্ন কোষ সমষ্টিকে আর্কিস্পোরিয়াল কোষ বলা হয়।

(জ) মেটাজেনিয়া বলতে কী বুঝ? (What do you mean by metaxenia?) 
উত্তর : সস্যের চারপাশের টিস্যু ভ্রূণথলির বাইরে পেরিকার্পের উপর পরাগরেণুর প্রভাবকে মেটাজেনিয়া বলে। 

(ঝ) লেন্টিসেল কী? (What is lenticell?) 
উত্তর : সুবেরিনের প্রাচীর সমন্বিত কর্কের মৃত কোষগুলোর মধ্য দিয়ে গ্যাসের আদান-প্রদান সম্ভব হয় না। তাই কাণ্ডের গায়ে কিছু কিছু রন্ধ্র তৈরি হয়। বাইরের থেকে রন্ধ্রগুলোকে ছোট ছোট গুটির মত দেখায় এগুলোকে লেন্টিসেল বলা হয়। 

(ঞ) মাইক্রোস্পোর চতুষ্টয় বলতে কী বুঝ? (What do you mean by microspore tetrad?) 
উত্তর : চারটি স্পোর একত্রে অবস্থান করলে তাদেরকে একত্রে মাইক্রোস্পোর চতুষ্টয় বলা হয়। 

(ট) ভ্রূণ ও ভ্রূণজনি কী? (What is embryo and embryogony?) উত্তর : বীজত্বকের অভ্যন্তরের যে গঠনটি জাইগোট হতে সৃষ্টি হয় এবং যার মধ্যে শিশু উদ্ভিদ সুপ্তাবস্থায় থাকে তাকে ভ্রূণ বলে এবং জাইগোট বিভাজিত ও পরিস্ফুটিত হয়ে ভ্রূণ উৎপত্তি হবার ধারাবাহিক প্রক্রিয়াকে ভ্রূণজনি বলা হয়। 

(ঠ) ইনডিউসড পলিএমব্রায়ো কী? (What is induced polyembryo?) উত্তর : যে সকল ক্ষেত্রে ব্যাহিকভাবে কোন রাসায়নিক বস্তু প্রয়োগের মাধ্যমে কৃত্রিম উপায়ে বহুভ্রূণিতা ঘটানো হয় তখন তাকে ইনডিউসড পলিএমব্রায়ো বলা হয়। 

খ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

২। শীর্ষস্থ ভাজক কলার পৃথকীকরণে টিউনিকা-কর্পাস মতবাদটি বর্ণনা কর। (Describe the tunica-corpus theory of differentiation on the apical meristematic tissue.) 

একটি আট নিউক্লিয়াসবিশিষ্ট ভ্রূণথলির বিকাশ চিত্রের সাহায্যে দেখাও । (Show with diagram a octasporus embryo sac.) 

৪। গৌণবৃদ্ধির গুরুত্ব আলোচনা কর। (Write down the importance of secondary growth.)

৫। বহুশুক্রাণুতা ও হেটেরোফার্টিলাইজেশন কাকে বলে? (What do you mean by polyspermy and heterofertilization?)  

৬। মেগাস্পোর টেট্রাডের সজ্জারীতি সম্পর্কে আলোচনা কর। (Discuss about the arrangement of megaspore tetrad.)

৭। প্যারেনকাইমা ও কোলেনকাইমা টিস্যুর মধ্যে পার্থক্যলেখ। (Write down the difference between parenchyma and collenchyma tissue.) 

৮। মেগাস্পোরোজেনেসিস ও মাইক্রোস্পোরোজেনেসিস ব্যাখ্যা কর। (Explain megasporogenesis and microsporogenesis.) 

৯। স্বপরাগায়নের শর্তাবলি উল্লেখ কর। (Write down the conditions of self-pollination.) 

গ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

। অস্বাভাবিক গৌণবৃদ্ধি কী? পুনর্নভা কাণ্ডের অস্বাভাবিক গৌণবৃদ্ধির সচিত্র বর্ণনা দাও। (What is anomalous secondary growth? Describe the anomalous secondary growth of Boerhaavia with labelled diagrams.)

১১। অ্যাপোমিক্সিস কী? উদাহরণসহ বিভিন্ন প্রকার অ্যাপোমিক্সিস বর্ণনা কর। (What is apomixis? Describe different types of apomixis with examples.) 

১২। একটি দ্বি-বীজপত্রী উদ্ভিদের ভ্রূণের ক্রমবিকাশ বর্ণনা কর। (Describe the development of embryo of a dicot plant.)

১৩। চিহ্নিত চিত্রসহ একটি আবৃতবীজী উদ্ভিদের পুংগ্যামিটোফাইটের গঠন ও বিকাশ বর্ণনা কর।(With labelled diagrams describe the structure and development of male gametophytes of angiosperm plant.) 

১৪। লুক্কায়িত পত্ররন্ধ্র কী? লেভিট এর আধুনিক মতবাদ অনুসারে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল আলোচনা কর। (What is sunken stomata? According to Levitt’s modem theory discuss the mechanism of opening and closing of a stomata.)  

১৫। বহু ভ্রূণিতার কারণ ও ব্যবহার উল্লেখ কর। (Write down the causes and uses of polyembryony.)

১৬। চিত্রসহ পরাগধানীর আবাদ কৌশল এবং এর প্রয়োগক্ষেত্রের বর্ণনা দাও। (Describe the anther culture technique with diagrams and its applications. 

১৭। পার্থক্য কর (যেকোনো দুটি) :[Make differences (any two) :

(ক) জাইলেম এবং ফ্লোয়েম কলা; (Xylem and Phloem)

(খ) ফেলেম এবং ফেলোডার্ম ; (Phelem and Phelloderm) 

(গ) হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস।

PDF Download প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

1 1
1 2
1 3

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

1 4
2024 প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

1 5

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি সাজেশন,

1 6

Honors 2nd year Common Suggestion 2024

1 7

আজকের সাজেশান্স: Honors Plant Anatomy and Embryology Suggestion 2024,প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment