ফরমাল এবং ইন ফরমাল রুরাল ফাইন্যান্সসিয়াল ইনস্টিটিউশন বলতে কি বুঝ?
ফরমাল এবং ইনফরমাল রুরাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কি বুঝ?
প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক পল্লি অর্থায়ন মূলত ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটকে বুঝায়। আর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট বলতে ঐ সমস্ত প্রতিষ্ঠানসমূহকে বুঝায়, যেসব প্রতিষ্ঠান ক্ষুদ্র বিনিয়োগ কর্মকাণ্ডের সাথে জড়িত। আর ক্ষুদ্র পল্লি অর্থায়ন মূলত দুই ধরনের হতে পারে তা হচ্ছে-
১. প্রাতিষ্ঠানিক পল্লি অর্থায়ন বা ফরমাল রুরাল ফাইন্যান্সসিয়াল ইনস্টিটিউশন। অপ্রাতিষ্ঠানিক পল্লি অর্থায়ন বা ইন ফরমাল রুরাল ফাইন্যান্সসিয়াল ইনস্টিটিউশন।
২. অপ্রাতিষ্ঠানিক পল্লি অর্থায়ন : পল্লি বা গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়ন করাই হচ্ছে প্রাতিষ্ঠানিক পল্লি উন্নয়ন। বাংলাদেশের পল্লি অর্থায়নের প্রতিষ্ঠানসমূহ হচ্ছে-
(ক) ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ : গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, পল্লি সঞ্চয়ী ব্যাংক ইত্যাদি ।
(খ) এনজি ও প্রতিষ্ঠানসমূহ : ব্র্যাক, আশা, প্ৰশিক্ষা ইত্যাদি ।
(গ) সরকারি প্রতিষ্ঠানসমূহ : বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড বা বি.আর.ডি.বি (BRDB) |
২. অপ্রাতিষ্ঠানিক পল্লি অর্থায়ন : যে সকল উৎস থেকে পল্লি ক্ষুদ্র অর্থায়ন কোনো প্রতিষ্ঠান ছাড়াই পাওয়া যায় সে সকল উৎসসমূহের অর্থায়নকে পল্লি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। নিম্নে অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের কিছু উৎস তুলে ধরা হলো-
(ক) মহাজন : সমাজে যারা বিত্তশালী তাদের কাজ থেকে পল্লি অর্থায়নের তহবিল ধনস্বরূপ পাওয়া যায় ।
(খ) বন্ধু-বান্ধব : বন্ধু-বান্ধবদের নিকট থেকে অনেক সময় ক্ষুদ্র ঋণের তহবিল পাওয়া যায় ।
(গ) আত্মীয়স্বজন : আত্মীয়স্বজনদের নিকট হতে অনেক সময় ক্ষুদ্র অর্থায়নের তহবিল পাওয়া যায়।
(ঘ) সামাজিক সংস্থা : সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান অনেক সময় গ্রামাঞ্চলে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে ৷
উপসংহার : উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন উৎস হতে পল্লি অর্থায়নের অর্থ ক্ষুদ্র ঋণ হিসাবে ব্যবহৃত হয়।
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।