ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year Finance and Banking 6th Paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন PDF Download

বিষয়: Degree 3rd Year Exam Finance and Banking 6th Paper Suggestion, ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ পত্র চূড়ান্ত সাজেশন

ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন

ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
ই-ব্যাংকিং ও ই-কমার্স [ E-Banking and E-Commerce] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
Subject Code: 132403
2025 এর ডিগ্রি ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে?
উত্তর : ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ডেলিভারি চ্যানেলের মধ্য দিয়ে ব্যাংকিং এর বর্ণ ও সেবা সর্বদাই গ্রাহকদের নিকট পৌঁছে দেয়ার কার্যক্রমকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে।

২. ATM Service বলতে কি বুঝানো হয়?
উত্তর : ATM Service বলতে বুঝায় যা দিয়ে রাতে প্রতিনিয়ত গ্রাহকদের সেবায় নিয়োজিত এটি বিভিন্ন স্থানে স্থাপিত হয়ে থাকে যা মানববিহিত স্বয়ংক্রিয় হিসাব গণনাকারী যন্ত্র।

৩. CHIPS- এর পূর্ণরূপ কী?
উত্তর : CHIPS- এর পূর্ণরূপ হলো-Clearing House Inter Bank Payment System.

৪. Switching System বলতে কি বুঝায়?
উত্তর : মে পদ্ধতিতে গ্রাহকদের অর্থ Computer- এর মাধ্যমে লেনদেন যথার্থ স্থানে পৌঁছানো হয়। তাকে Switching System বলে।

৫. ”SWIFT”- এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘SWIFT”- এর পূর্ণরূপ হলো The Society for World-wide Interbank Financial Telecommunication.

৬. ইলেকট্রনিক চেক কি?
উত্তর : ইলেকট্রনিক চেক হচ্ছে কাগজের মত উন্নত এবং প্রযুক্তিগত সংস্করণ যা কাগজের চেককে Automated Cleaning House (ACH) network দ্বারা ইলেকট্রনিক চেপে রূপান্তর করা সম্ভব। ইহা সময় ও অর্থ দুই- ই সাশ্রয় করে।

৭. Biometric Payment বলতে কি বুঝায়?
উত্তর : হাতের ছাপ দ্বারা গ্রাহক সনাক্ত করার আধুনিক পদ্ধতি যা দিয়ে Access tool এবং সনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় একেই Biometric Payment বলে।

৮. Trand Enable কী?
উত্তর : Trand Enable হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যকার শর্ত ভিত্তিক অনলাইন পরিষদ মাধ্যম।

৯. ASAM- এর পূর্ণরূপ কী?
উত্তর : ASAM- Asia- Europe Meeting.

১০. NACHA- এর পূর্ণরূপ কী?
উত্তর : NACHA- এর পূর্ণরূপ হলো- ঘNational Automated Cleaning House Accociation.

১১. ”PBR”- এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘‘PBR”- এর পূর্ণরূপ হলো- Product Banking Refinement.

১২. নিকাশ ঘর কি?
উত্তর : Financial derivatives, commodities derivatives এবং Securities লেনদেনের জন্য cleaning প্রদান করে থাকে, যা এমন একটি আর্থিক সংখ্যা একেই নিকাশ ঘর বলে।

১৩. MIS এর পূর্ণরূপ কী?
উত্তর : MIS এর পূর্ণরূপ হলো- Management Information System.

১৪. BOC এর পূর্ণনিম কী?
উত্তর : BOC এর পূর্ণরূপ হলো- Back Office Conversion.

১৫. ক্রেডিট ঝুঁকি বলতে কি বুঝ?
উত্তর : গ্রাহকের আর্থিক কর্মকা- পরিচালনা অসমর্থ হওয়ার সম্ভাবনাকে ক্রেডিট ঝুঁকি বলে।

১৬. একটি মানসম্মত ঊউও জাতিসংঘে কত সালে চালু হয়?
উত্তর : ১৯৮৭ সালে জাতিসংঘে কত সালে চালু হয়।

১৭. ই-কমার্স- এর পূর্ণনিম কী?
উত্তর : ই-কমার্স- এর পূর্ণরূপ Electronic commerce.

১৮. Copy Writing কী?
উত্তর : বিজ্ঞাপনের ভাষা নির্মাণকে Copy Writing বলা হয়।

১৯. E-marketing কাকে বলে?
উত্তর : বাজারজাতকরণ নীতিমালা ও কৌশলে প্রয়োগ যা ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে তাকেই E-marketing বলে থাকি।

২০. এক্সট্রানেট বলতে কি বুঝ?
উত্তর : সিমিত আকারে প্রবেশের সুযোগ সম্বলিত বাইরের অনুমোদিত ব্যবহারকারীদের প্রাইভেট ইন্টারনেটের এক্সট্রানেট বলে।

২১. কাঠামো বিজ্ঞাপন কাকে বলে?
উত্তর : ব্যানারের প্রথম রূপ বা অবস্থা হল সনাতন বিজ্ঞাপন নামে পরিচিত।

২২. স্থায়ী খরচ বিজ্ঞাপন কি?
উত্তর : যে সকল বিজ্ঞাপন ব্যবস্থায় বিজ্ঞাপনদাতা একবারই নির্দিষ্ট সময়ের জন্য খরচ প্রদান করে থাকে একেই স্থায়ী খরচ বিজ্ঞাপন বলে থাকে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কি বুঝায়?
২. ব্যবসায় তথ্য ব্যবস্থা বলতে কি বুঝায়?
৩. একজন গ্রাহক কিভাবে এটিএম ব্যবহার করেন?
৪. ইলেক্ট্রনিক পদ্ধতিতে মূল্য পরিশোধ কি?
৫. প্রাপ্য হিসাব বলতে কি বুঝায়?

৬. গ্রামীণকরণ বলতে কি বুঝায়?
৭. ই-কমার্স কি
৮. অনলাইন বাজারজাতকরণ কি?
৯. ই-মেইল বাজারজাতকরণ বলতে কি বুঝায়?
১০. ই-কমার্সের প্রকারভেদ আলোচনা কর।

১১. ই-ব্যবসায়ের সুবিধাসমূহ কি কি?
১২. ই-কমার্সের অসুবিধাসমূহ উরেুল্লখ কর।
১৩. কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কি?
১৪. লেনদেন প্রক্রিয়াকরণ পদ্ধতি বলতে কি বুঝায়?
১৫. ক্রেডিট কার্ডের ইতিহাস বর্ণনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. ক্রেডিট কার্ডের সুবিধা ও অসুবিধাসমূহ উরেুল্লখ কর।
২. ইলেকট্রনিক পরিষদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
৩. এটিএম মেশিন কি? একটি ফ্লোচার্টের মাধ্যমে এরূপ মেশিনের কার্যপ্রণালী বর্ণনা কর।
৪. লেনদেন প্রক্রিয়াকরণ পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
৫. মোবাইল ব্যাংকিং সম্পর্কে আলোচনা কর।

৬. অনলাইন বাজারজাতকরণের চ্যালেঞ্জসমূহ কি?
৭. ই-মেইল এর বাজারজাতকরণের প্রকারভেদ আলোচনা কর।
৮. অনলাইন বিজ্ঞাপন প্রদান পদ্ধতিগুলো আলোচনা কর।
৯. একটি ই-মেইল এড্রেস সম্পর্কে আলোচনা কর।
১০. ইন্টারনেট সংযোগ পদ্ধতিগুলো আলোচনা কর।

১১. লেনদেন প্রক্রিয়াকরণ পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা কর।
১২. লেনদেন প্রক্রিয়াকরণ পদ্ধতির প্রকারভেদসমূহ আলোচনা কর।
১৩. ”CHIPS” কি? এর কার্যাবলী বর্ণনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের

Degree 3rd Year Common Suggestion 2025

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

Assignment%20Answer%202021 1
Assignment%20Answer%202021 2


আরো ও সাজেশন:-

Assignment%20Answer%202021 3


Assignment%20Answer%202021 4
Assignment%20Answer%202021 5


Assignment%20Answer%202021 6

Degree 3rd Year Common Suggestion 2025

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment