এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র (Finance & Banking 2nd paper) সুপার সাজেশন ২০২৫ subject code: 293 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সাজেশন,ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র, hsc ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সাজেশন,
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র এইচএসসি সাজেশন ২০২৫
★১ম অধ্যায়:
- ব্যাংকের বৈশিষ্ট্য
- ব্যাংকের কার্যাবলি
- ব্যাংকের প্রকারভেদ
- শাখা ব্যাংক,একক ব্যাংক
- গারনিশি অর্ডার
★২য় অধ্যায়:
- ঋণ নিয়ন্ত্রণ এর পদ্ধতি
- কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি
- কেন্দ্রীয় ব্যাংকের ঝণ নিয়ন্ত্রনের পদ্ধতি
- ব্যাংক হার নীতি
- জমার হার পরিবর্তন নীতি
- খোলাবাজার নীতি
- ঝণের বরাদ্দকরন নীতি
- নিকাশ ঘর
★৬ষ্ঠ অধ্যায়:
- চেকের প্রকারভেদ: বাহক,হুকুম,দাগকাটা চেক
- বিনিময় বিল
- অজ্ঞিকারপত্র
★৯ম অধ্যায়:
- ডেবিট কার্ড & ক্রেডিট কার্ড
- মোবাইল ব্যাংকিং
- অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ
- বিক্রয় বিন্দু সেবা
★১০তম অধ্যায়:
১। বিমার ধারণা ব্যাখ্যা করতে পারবে।
২। বিমার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
৩। বিমার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে পারবে।
৪। ঝুঁকির ধারণা ও এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে।
৫। বিমা ব্যবসায়ের মূলনীতি বিশ্লেষণ করতে পারবে।
৬। বিমা চুক্তির বৈশিষ্ট্য, প্রকৃতি ও অপরিহার্য উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে।
৭। বিমার শ্রেণিবিভাগ ব্যাখ্যা করতে পারবে।
৮। বিভিন্ন প্রকার বিমার তুলনা করতে পারবে।
৯। বাংলাদেশে বিমা ব্যবসায়ের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে পারবে।
১০। বাংলাদেশে বিমা ব্যবসায়ের নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
★১১তম অধ্যায়:
১। জীবন বিমার ধারণা ব্যাখ্যা করতে সক্ষম হবে।
২। জীবন বিমার প্রকারভেদ বর্ণনা করতে পারবে।
৩। বিভিন্ন প্রকার জীবন বিমার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে।
৪। জীবন বিমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া প্রদর্শন করতে পারবে।
৫। জীবন বিমার দাবী আদায় পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে।
৬। প্রিমিয়াম, বোনাস ও বার্ষিক বৃত্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে।
৭। প্রিমিয়াম, বোনাস ও বার্ষিক বৃত্তির তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত ৩০০ শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে।
সেক্ষেত্রে নিম্নের বিষয়গুলাে অন্তর্ভুক্ত করতে হবে:
ক. ব্যাংকের ধারণা।
খ. ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি।
গ. ব্যাংকের শ্রেণিবিভাগ।
ঘ. অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ।
উত্তর: লিংক
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা এবং ব্যাংকের শ্রেণিবিভাগকরণ
শিখনফল/বিষয়বস্তু:
১. অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে;
২. ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি ও ধরন ব্যাখ্যা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের ধারণা ব্যাখ্যা;
খ. অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব বর্ণনা;
গ. বিভিন্ন ভিত্তিতে ব্যাংকের শ্রেণিবিভাগ ব্যাখ্যা;
উত্তর: লিংক
pdf download ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২০২৫ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫
HSC /Alim Common Suggestion 2025
আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সাজেশন,
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১ | সৃজনশীল প্রশ্ন ২১-২৫ | PDF
প্রশ্ন ২১: জাহাঙ্গীর একজন মধ্যম আয়ের চাকরিজীবী। তার শেয়ার ব্যবসার প্রতি নেক আগ্রহ। তারই ফলে তিনি একটি কোম্পানির ইউনিট সার্টিফিকেট ক্রয় করেন যারা ঐ সংগৃহীত র্থ দেশের মাধ্যমিক বাজারসহ ন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে। ন্যদিকে, জামান তার মুদি ব্যবসায়ের ক্ষেত্রে প্রকট র্থ সংকটে পতিত হয়ে তার থানায় একটি ব্যাংকের শরণাপন্ন হন। ব্যাংকটি তাকে কোনো ধরনের ঋণ প্রদানে সমম্মিত জানায় এবং সাথে সাথে এটাও জানায় যে, এই ব্যাংকটি কৃষকদের সহযোগিতার জন্য কাজ করে। [কিএশারগল্ক সরকারি মহিলা কএলজ]
ক.একক ব্যাংক কাকে বলে?১
খ.ব্যাংককে ব্যবসায়ের জীবনীশক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকে উলিখিত প্রথম ব্যাংকটি কার্যের ভিত্তিতে কোন ধরনের আওতায় পড়ে বর্ণনা করো।৩
ঘ.জাহাঙ্গীর ও জামানের ব্যাংক দুটির মধ্যে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে তা বিশ্লেষণ করো।৪
২১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে ব্যবস্থায় একটি ফিসের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে একক ব্যাংক বলে।
খ উত্তর: ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে বলে ব্যাংককে ব্যবসায়ের জীবনীশক্তি বলা হয়।
ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে র্থ প্রয়োজন। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে ব্যাংক থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে ঋণ নিতে পারে। তাছাড়া ব্যবসায়ের জন্য পণ্য আমদানি রপ্তানি করতেও ব্যাংকের সাহায্য প্রয়োজন হয়।
গ উত্তর: উদ্দীপকে উলিখিত প্রথম ব্যাংকটি কার্যের ভিত্তিতে বিশেষায়িত ব্যাংকের আওতায় একটি বিনিয়োগ ব্যাংক।
দীর্ঘমেয়াদি ঋণদান, নতুন কোম্পানিকে শেয়ার ইস্যুতে সহায়তা করার উদ্দেশ্যে বিনিয়োগ ব্যাংক কাজ করে। এ ব্যাংক বলেখক হিসেবেও কাজ করে।
উদ্দীপকে জাহাঙ্গীর একজন মধ্যম আয়ের চাকরিজীবী। তার শেয়ার ব্যবসায়ের প্রতি নেক আগ্রহ। তার ফলে তিনি একটি কোম্পানির সার্টিফিকেট ক্রয় করেন। তারা সংগৃহীত র্থ দেশের মাধ্যমিক বাজারের ন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে।
বিনিয়োগ ব্যাংক নতুন ব্যবসায়ে দীর্ঘমেয়াদি ঋণদান করে থাকে। এ ঋণ সাধারণত শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করা হয়। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে এরা র্থ সংগ্রহ করে।
এ র্থ বিনিয়োগকারীদের পক্ষে বিভিন্ন লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করে। উদ্দীপকে জাহাঙ্গীর একইভাবে কোম্পানির ইউনিট সার্টিফিকেট ক্রয় করেছেন। এ থেকে বলা যায়, জাহাঙ্গীরের লেনদেনকৃত ব্যাংকটি একটি বিনিয়োগ ব্যাংক।
ঘ উত্তর: জাহাঙ্গীরের ব্যাংকটি বিনিয়োগ ব্যাংক আর জামানের ব্যাংকটি কৃষি ব্যাংক। ব্যাংক দুটির কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে।
র্থনীতির বিশেষ কোনো খাতের উন্নয়নের লক্ষ্যে কাজ করে বিশেষায়িত ব্যাংক। বিনিয়োগ ব্যাংক ও কৃষি ব্যাংক উভয়ই বিশেষায়িত ব্যাংকের উদাহরণ।
উদ্দীপকে জাহাঙ্গীর মধ্যম আয়ের চাকরিজীবী। তিনি একটি কোম্পানির ইউনিট সার্টিফিকেট ক্রয় করেন। কোম্পনি তার মতো বিনিয়োগকারীর কাছ থেকে র্থ সংগ্রহ করে বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে।
এ সকল বৈশিষ্ট্য প্রমাণ করে জাহাঙ্গীর বিনিয়োগ ব্যাংক থেকে ইউনিট সার্টিফিকেট ক্রয় করেন। ন্যদিকে জামান তার মুদি ব্যবসায়ের জন্য ঋণ সহায়তা চাইলে তার ব্যাংকটি সম্মতি জানায়। সাথে আরও জানায় ব্যাংকটি কৃষকদের সহযোগিতার কাজ করে। র্থাৎ ব্যাংকটি কৃষি ব্যাংক।
বিনিয়োগ ব্যাংক ও কৃষি ব্যাংক উভয়ই বিশেষ ক্ষেত্র নিয়ে কাজ করে। এ দিকে থেকে তারা উভয়ই বিশেষায়িত ব্যাংক। তারা র্থনীতির উন্নয়নে ঋণ সহায়তা প্রদান করে।
বিনিয়োগ ব্যাংক শেয়ারে বিনিয়োগ কর, বলেখক হিসেবে কাজ করে। ইউনিট সার্টিফিকেট বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। ন্যদিকে কৃষি ব্যাংক কৃষি খাতে ঋণদান করে। ঋণদানের পাশাপাশি কিছু সাধারণ ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে।
প্রশ্ন ২২: একটি দেশের র্থনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য ব্যাংকের ভ‚মিকা বর্ণনাতীত। রোম সভ্যতা যেমন একদিনেই গড়ে উঠেনি ঠিক তেমনি আধুনিক ব্যাংক ব্যবস্থাও একদিনে গড়ে উঠেনি। নেক বিবর্তন এবং ক্রমোন্নতির ধারাবাহিকতার ফসল এই বর্তমান আধুনিক ব্যাংক ব্যবস্থা। এই উন্নয়নের পেছনে নেক শ্রেণি পেশার মানুষের বদান রয়েছে। আধুনিক ব্যাংকের পূর্বসূরি হিসেবে তাদের বদান রয়েছে এবং তাদের সেই র্থনৈতিক কার্যাবলির সাথে আজকের আধুনিক ব্যাংক কার্যক্রমের নেক মিল পরিলক্ষিত হচ্ছে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ্যান্ড কলেজ, সৈয়দপুর]
ক.হোল্ডিং কোম্পানি ব্যাংক কী?১
খ.“তালিকাভুক্ত ব্যাংক কম ঝুঁকিপূর্ণ”Ñ ব্যাখ্যা করো।২
ঈ গ. “পূর্বেকার ব্যাংক ব্যবস্থার উত্তরসূরীদের নেক কাজ এখন বর্তমান ব্যাংক ব্যবস্থায় পরিলক্ষিত হয়”Ñ ব্যাখ্যা করো। ৩
ঈ ঘ. উদ্দীপকের আলোচনা নুযায়ী আধুনিক ব্যাংক ব্যবস্থায় উন্নয়নের পেছনে উত্তরসূরীদের বদান সম্পর্কে তোমার মতামত দাও। ৪
২২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে ব্যাংক ন্য কোনো ব্যাংকের ৫০% এর বেশি শেয়ারের মালিকানা লাভ করে এবং ঐ ব্যাংককে নিয়ন্ত্রণ করে, তাকে হোল্ডিং কোম্পানি ব্যাংক বলে।
খ উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান মেনে চলার ঙ্গীকার করে যে ব্যাংক এর তালিকায় ন্তর্ভুক্ত হয়, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলে। গ্রাহক সেবার লক্ষ্যে যথাযথ তারল্য সংরক্ষণ করে। এ প্রতিষ্ঠান উৎপাদনশীল ও লাভজনক খাতে ঋণদান করে।
এছাড়া আর্থিক সংকটে তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে প্রয়োজনীয় ঋণ সুবিধা পেয়ে থাকে। এ সকল কারণে তালিকাভুক্ত ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের চেয়ে কম ঝুঁকিপূর্ণ।
গ উত্তর: ‘পূর্বেকার ব্যাংক ব্যবস্থার উত্তরসূরীদের নেক কাজ এখন বর্তমান ব্যাংক ব্যবস্থায় পরিলক্ষিত হয়’ উক্তিটি যথার্থ।
আধুনিক ব্যাংক ব্যবস্থা একদিনে সৃষ্টি হয়নি। এর পেছনে বিভিন্ন সভ্যতার বিভিন্ন গোষ্ঠীর বদান রয়েছে। পূর্বেকার যুগে প্রচলিত নেক কার্যাবলি এখন ব্যাংকিং ব্যবস্থায় প্রচলতি রয়েছে। তবে তা ভিন্ন রূপে।
ব্যাংক ব্যবস্থার উত্তরসূরী তিন শ্রেণিতে বিভক্ত। প্রথম শ্রেণি হলো মহাজন। এরা মানুষের মূল্যবান কাগজপত্র, সম্পদ, স্বর্ণ-লংকার নিরাপদে জমা রাখতো। বর্তমান ব্যাংক ব্যবস্থা এদের মতো জনগণের আমানত জমা রাখে, লকার সুবিধায় মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে।
দ্বিতীয় শ্রেণি হলো মহাজন শ্রেণি। এরা বন্ধকী ঋণের প্রচলন ঘটায়, যা বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় বিদ্যমান। তৃতীয় শ্রেণি হলো ব্যবসায়ী শ্রেণী। এদের প্রচলিত ডিপোজিট স্লিপ, উত্তোলন চিঠা আজও ব্যবহৃত হচ্ছে। এ থেকে বলা যায়, পূর্বেকার ব্যাংক ব্যবস্থার উত্তরসূরীদের নেক কাজ এখন বর্তমান ব্যাংক ব্যবস্থায় পরিলক্ষিত হয়।
ঘ উত্তর: ব্যাংক ব্যবস্থার উন্নয়নের পেছনে তিন শ্রেণির উত্তরসূরীর বদান নস্বীকার্য। এরা হলো স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণি।
আধুনিক ব্যাংক ব্যবস্থার বিবর্তিত রূপ একদিনে সৃষ্টি হয়নি। এর পেছনে যেসকল শ্রেণি ও পেশার মানুষ জড়িত ছিল, তাদের ব্যাংক ব্যবস্থার উত্তরসূরী নামে চিহ্নিত করা হয়।
উদ্দীপকে ব্যাংক ব্যবস্থার বিবর্তন সম্পর্কে বলা হয়েছে। দেশের র্থনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য ব্যাংকের ভ‚মিকা বর্ণনাতীত। আধুনিক ব্যাংক নেক বিবর্তন ও ক্রমোন্নতির ধারাবাহিক ফসল। এর পেছনে স্বর্ণকার শ্রেণির বিশেষ বদান রয়েছে।
প্রাচীনকালে এরা সচ্ছল, সৎ ও বিশ্বাসী হিসেবে পরিচিত ছিল। লোকজন তাদের নিকট মূল্যবান দ্রব্যাদি যেমন, স্বর্ণ, রৌপ্য, মনিমুক্তা, লঙ্কারাদি নিরাপদে জমা রাখত। এরা এসব দ্রব্যাদি জমাকারীকে একটি হাতে লেখা রসিদ সরবরাহ করত।
আবার উত্তোলনের সময় জমাকারীদের থেকে উত্তোলন স্লিপ সংগ্রহ করে জমাকৃত দ্রব্যাদি ফেরত দিতে। এদের প্রচলিত হাতে লেখা স্লিপ বা রসিদই বর্তমানকালে ব্যবহৃত চেকের পূর্বরূপ।
ঋণ ব্যবসায়ের জন্য মহাজন শ্রেণি তি প্রাচীনকাল থেকেই সুপরিচিত ছিল। এরা বড় ধরনের ব্যবসায়ীদের সুদের পরিবর্তে ঋণ প্রদান করত। ঋণ ফেরত প্রাপ্তির নিশ্চয়তা হিসেবে সম্পত্তি বন্ধকী রাখার ব্যবস্থা এরাই প্রচলন করেন। ব্যবসায়ী শ্রেণি কর্তৃক প্রত্যয়পত্র, ডিপোজিট, স্লিপ ও উত্তোলন চিঠার ব্যবহার ঐ যুগের ব্যাংক ব্যবসায়ের স্তিত্ব প্রমাণ করে।
প্রশ্ন ২৩: আবাসন ক্ষেত্রে বিনিয়োগ ও ঋণদানের লক্ষ্যে ‘মেঘনা ব্যাংক লি.’ প্রতিষ্ঠিত। কেবল আবাসন ক্ষেত্রে জড়িত থেকে ব্যাংকটির প্রত্যাশিত গ্রগতি হয়নি। ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে লাভজনকভাবে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণে নিকট হতে সঞ্চয় সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন। [কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজ]
ক.ব্যাংক কী?১
খ.বিনিয়োগ ব্যাংক বলতে কী বোঝায়?২
গ.উদ্দীপকের ব্যাংকটি প্রথম দিকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম শুরু করে? ব্যাখ্যা করো।৩
ঘ.সঞ্চয় সংগ্রহের ফলে ‘মেঘনা ব্যাংক লি.’ যে ব্যাংকিং ব্যবস্থা প্রবেশ করেছে তার যথার্থতা নিরূপণ করো।৪
২৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: মুনাফা র্জনের উদ্দেশ্যে আমানত হিসেবে গৃহীত র্থ থেকে ঋণ সৃষ্টির কাজে নিয়োজিত আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাংক বলে।
খ উত্তর: শিল্প ও ব্যবসায় সম্প্রসারণে দীর্ঘ ও মধ্যমেয়াদি ঋণ সহায়তা প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হলো বিনিয়োগ ব্যাংক।
বিনিয়োগ ব্যাংক ঋণ প্রদান ছাড়াও বিভিন্ন কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয়ে বলেখক হিসেবে কাজ করে। এ প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানিকে একীভ‚ত (গবৎমব) করতে পরামর্শ দিয়ে থাকে।
গ উত্তর: উদ্দীপকের ‘মেঘনা ব্যাংকটি’ প্রথম দিকে গৃহসংস্থান ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
গ্রাহকদের আবাসন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ঋণ সুবিধা, কিস্তিতে প্লট বিক্রয় সেবা প্রদানকারী ব্যাংক হলো গৃহসংস্থান ব্যাংক।
উদ্দীপকে আবাসান ক্ষেত্রে বিনিয়োগ ও ঋণদানের লক্ষ্যে ‘মেঘনা ব্যাংক লি.’ প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান না করে একটি বিশেষ ক্ষেত্র হিসেবে আবাসন খাতের উন্নয়নে নিয়োজিত।
তাই এটি একটি বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের মাঝে এটি একটি গৃহসংস্থান ব্যাংক। তাই বলা যায়, ‘মেঘনা ব্যাংক লি.’ প্রথমে বিশেষায়িত ব্যাংক হিসেবে গৃহসংস্থান ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
ঘ উত্তর: সঞ্চয় সংগ্রহের ফলে ‘মেঘনা ব্যাংক লি.’ বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করেছে।
মুনাফা র্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ ও তা থেকে ঋণ সৃষ্টির কাজে জড়িত আর্থিক প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক।
উদ্দীপকে আবাসন ক্ষেত্রে বিনিয়োগ ও ঋণদানের লক্ষ্যে ‘মেঘনা ব্যাংক লি.’ প্রতিষ্ঠিত হয়। র্থাৎ এটি বিশেষায়িত ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। কেবল আবাসন ক্ষেত্রে জড়িত থেকে ব্যাংকটির প্রত্যাশিত গ্রগতি হয়নি।
ব্যবসায়ের সম্প্রসারণের মাধ্যমে লাভজনকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনগণের নিকট থেকে সঞ্চয় সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে এটি বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হবে।
বাণিজ্যিক ব্যাংক চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে মূলধন গঠন করে। বিভিন্ন পক্ষকে উচ্চ সুদে ঋণদানে এ মূলধন ব্যবহার করা হয়।
উদ্দীপকের ‘মেঘনা ব্যাংক লি.’ আবাসন খাতে সাফল্য র্জন করতে না পেরে, জনগণের কাছ থেকে আমানত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে, যা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তাই বলা যায়, ‘মেঘনা ব্যাংক লি.’ সঞ্চয় গ্রহণের ফলে বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হবে।
প্রশ্ন ২৪: জনাব রাসেল গ্রাম উন্নয়ন ব্যাংকে চাকরি করেন। তাঁর ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত সকল নিয়ম মানে না। তাই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তেমন সহযোগিতাও পায় না। তাঁর বন্ধু জনাব জামান ইউনিক ব্যাংকের ব্যাংকার। ইউনিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় আর্থিক, নীতিগত ও প্রশাসনিক সুবিধা পায়। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক.স্বায়ত্তশাসিত ব্যাংক কী?১
খ.ব্যাসেল-২ এর স্তম্ভগুলো ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকে গ্রাম উন্নয়ন ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের ব্যাংক দুটোর মধ্যে কোন ব্যাংকটি দেশের র্থনৈতিক ধিকতর ভ‚মিকা পালন করছে বলে তুমি মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও।৪
২৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: সরকারের বিশেষ আইনবলে ও সংবিধানের বিশেষ ধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো স্বায়ত্তশাসিত ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর উদাহরণ।
খ উত্তর: ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন ব্যবস্থাপনার একটি আন্তর্জাতিক মানদণ্ড হলো ব্যাসেল-২।
ব্যাসেল-২ এর স্তম্ভ হলো তিনটি যথা: ন্যূনতম মূলধনের প্রয়োজনীয়তা, তত্ত¡াবধায়ক পর্যালোচনা ও বাজার শৃঙ্খলা। বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে ১ জানুয়ারি, ২০১০ হতে ব্যাসেল-২ নুসরণ করতে হচ্ছে।
গ উত্তর: উদ্দীপকে গ্রাম উন্নয়ন ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক।
প্রচলিত ব্যাংকিং আইন নুযায়ী প্রতিষ্ঠিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত বিধিমালা পালনে বাধ্য নয় এমন ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলে।
উদ্দীপকে জনাব রাসেল গ্রাম উন্নয়ন ব্যাংকে চাকরি করেন।
তার ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত সকল নিয়ম মানে না। তাই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তেমন সহযোগিতাও পায় না। উলিখিত বৈশিষ্ট্য থেকে বলা যায়, গ্রাম উন্নয়ন ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় ন্তর্ভুক্ত নয়।
এ জন্য এ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের বিধি নিষেধ যেমন মানতে হয় না তেমনি আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য সহযোগিতাও পায় না। যা গ্রাম উন্নয়ন ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য। তাই বলা যায় গ্রাম উন্নয়ন ব্যাংক একটি তালিকাভুক্ত ব্যাংক।
ঘ উত্তর: উদ্দীপকে ‘গ্রাম উন্নয়ন’ ব্যাংক একটি তালিকাভুক্ত ব্যাংক আর ‘ইউনিক ব্যাংক’ একটি তালিকাভুক্ত ব্যাংক। দেশের র্থনৈতিক উন্নয়নে তালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক বেশি বদান রাখে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত বিধিমালা পালনে ঙ্গীকারবদ্ধ ব্যাংক হলো তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে বিধিমালা পালনের বাধ্যবাধকতা নেই।
উদ্দীপকে জনাব রাসেল গ্রাম উন্নয়ন ব্যাংকে চাকরি করেন। তার ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত সকল নিয়ম মানে না।
তাই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তেমন সহযোগিতাও পায় না। যা প্রমাণ করে গ্রাম উন্নয়ন ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক। পরদিকে, তার বন্ধু জনাব জামান ইউনিক ব্যাংকে কর্মরত।
যা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’ থেকে প্রয়োজনীয় আর্থিক, নীতিগত ও প্রশাসনিক সুবিধা পায়। তাই ইউনিক ব্যাংক একটি তালিকাভুক্ত ব্যাংক।
তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালন করে বলে, বিভিন্ন লাভজনক খাতের উন্নয়নে ঋণ প্রদানে বাধ্য। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে শহরের পাশাপাশি গ্রামে ও প্রত্যন্ত ঞ্চলে ব্যাংকিং সেবা প্রদান করে।
আবার ঋণের পরিমাণ বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে র্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। এ সকল নির্দেশনা তালিকাভুক্ত ব্যাংক পালনে বাধ্য নয় বলে, তালিকাভুক্ত ব্যাংকের মাধ্যমে দেশের র্থনীতির ধিক উন্নতি হয়।
প্রশ্ন ২৫: আফিক সদ্য এমবিএ পাস করেছে। এখন সে আÍকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে শিল্পোদ্যোক্তা হতে চায়। এজন্য সে তার মূলধনের যোগান নিয়ে চিন্তিত। সে তার বন্ধুর কাছ থেকে একটি ব্যাংক সম্পর্কে জানাতে পারে যে, ব্যাংকটি শিল্পের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তার কাছে মূলধন সরবরাহ করে থাকে। পরবর্তীতে আফিক ব্যাংকটি থেকে ঋণ গ্রহণ করে ব্যবসায় শুরু করে। [ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]
ক.গারনিশি র্ডার কী?১
খ.ব্যাংককে র্থ ও ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?২
গ.আফিক যে ধরনের ব্যাংক থেকে ঋণ নিয়েছে তা ব্যাখ্যা করো।৩
ঘ.তুমি কি মনে কর ব্যাংক হতে ঋণ নেয়া আফিকের জন্য যুক্তিসঙ্গত হয়েছে? বিশ্লেষণ করো।৪
২৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: আদালত কর্তৃক ব্যাংকের ওপর গ্রাহকের হিসাব বন্ধের নির্দেশকে গারনিশি র্ডার বলে।
খ উত্তর: ব্যাংক স্বল্প সুদে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং উক্ত র্থ ধিক সুদে ঋণ হিসেবে দেয়।
ব্যাংক গ্রাহকের র্থ আমানত হিসেবে নেয়। উক্ত আমানতের কিছু র্থ জমা রেখে বাকিটা ধিক সুদে ঋণ দেয়। এভাবে ব্যাংক নিজেকে ঋণের ব্যবসায়ী হিসেবে তুলে ধরে। তাই ব্যাংককে র্থ ও ঋণের ব্যবসায়ী বলা হয়।
গ উত্তর: আফিক বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে।
বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। উক্ত আমানত থেকে ধিক সুদে গ্রাহককে ঋণ দেয়।
আফিক সদ্য এমবিএ পাস করেছে। সে আÍকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে শিল্পোদ্যোক্তা হতে চায়। তাই সে মূলধনের যোগান নিয়ে চিন্তিত ছিল। সে তার বন্ধুর কাছ থেকে একটি ব্যাংক সম্পর্কে জানতে পারে। উক্ত ব্যাংকটি শিল্পের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তাদের মূলধন সরবরাহ করে।
পরবর্তীতে আফিক ব্যাংকটি থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করে। ব্যাংকটি প্রদত্ত ঋণের ওপর সুদ ধার্য করবে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক এসব কাজ করে থাকে। তাই বলা যায়, আফিক বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে।
ঘ উত্তর: আমি মনে করি, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া আফিকের জন্য যুক্তিসঙ্গত হয়েছে।
বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। উক্ত আমানতের কিছু র্থ জমা রেখে বাকিটা ধিক সুদে ঋণ দেয়।
আফিক সদ্য এমবিএ পাস করেছে। সে আÍকর্মসংস্থানের মাধ্যমে শিল্পোদ্যোক্তা হতে চায়। কিন্তু তার মূলধনের ঘাটতি ছিল। তাই সে কোনো উদ্যোগ নিতে পারছিল না। সে তার এক বন্ধুর কাছ থেকে একটি ব্যাংকের খবর পায়। উক্ত ব্যাংকটি শিল্পের উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোক্তাদের মূলধন সরবরাহ করে। পরবর্তীতে আফিক উক্ত ব্যাংকটি থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করে।
আফিক আÍীয়-স্বজনের কাছ থেকে র্থ ঋণ নিতে পারতো। থবা সে তার কোনো সম্পত্তি বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারতো। কিন্তু উভয় ক্ষেত্রেই ঝুঁকি বেশি হতো। কারণ, আÍীয়-স্বজন যেকোনো সময় টাকা ফেরত চাইতে পারে।
আবার সম্পত্তি বিক্রি করলে মূল্যবান সম্পদ হাতছাড়া হতে পারে। ন্যদিকে ব্যাংক থেকে সে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ নিতে পেরেছে। এই সময়ের মধ্যে তার ওপর ঋণ পরিশোধের কোনো চার্জ থাকবে না। সুতরাং আমার মতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়া আফিকের জন্য যুক্তিসঙ্গত হয়েছে।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১ | সৃজনশীল প্রশ্ন ১৬-২০ | PDF
প্রশ্ন ১৬: জনাব আকবর বাংলাদেশের ন্যতম ব্যাংকিং ব্যক্তিত্ব ছিলেন। তার জীবদ্দশায় নিজের গড়া ওয়েস্টল্যান্ড ব্যাংকিং কর্পোরেশন দেশের নেকগুলো ছোট ব্যাংকের শেয়ার কিনে নিয়ন্ত্রণ নেয় এবং দেশের ব্যাংকিং জগতের ন্যতম সেরা প্রতিষ্ঠানের মর্যাদা পায়। পরবর্তীতে জনাব আকবর না থাকা বস্থায় ব্যাংকটি আগ্রাসী ব্যাংকিং নীতি ও কার্যক্রম গ্রহণ করে। দেশের প্রত্যন্ত ঞ্চলগুলোতে ব্যাংকের ফিস প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে। [আইডিয়াল স্কুল ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক.মার্চেন্ট ব্যাংক কী?১
খ.ব্যাংককে র্থনীতির চালিকাশক্তি বলা হয় কেন?২
গ.উদ্দীপকে কর্পোরেশনটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে? ব্যাখ্যা করো।৩
ঘ.বিভিন্ন স্থানে ফিস সম্বলিত ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ পরিহার্য তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।৪
১৬ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিনিময় ব্যাংক ও বিনিয়োগ ব্যাংকের সমন্বিত ব্যাংকিং ব্যবস্থা হলো মার্চেন্ট ব্যাংক।
খ উত্তর: ব্যাংক র্থের যোগান ও এর সরবরাহের মাধ্যমে র্থনীতিকে সচল রাখে বলে ব্যাংককে র্থনীতির চালিকাশক্তি বলা হয়।
ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে। র্থের নিরাপত্তা নিশ্চিত করতে আমানত গ্রহণ করে। উৎপাদনের বিকাশে ঋণদান, লাভজনক প্রকল্পে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি করে। এতে দেশের র্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এজন্য ব্যাংককে র্থনীতির চালিকাশক্তি বলা হয়।
গ উত্তর: উদ্দীপকে ‘ওয়েস্টল্যান্ড কর্পোরেশন’ সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে গ্র“প ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে।
একটি শক্তিশালী ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত একগুচ্ছ দুর্বল ব্যাংককে একত্রে গ্র“প ব্যাংকিং বলে। দুর্বল ব্যাংকগুলোর ধিকাংশ শেয়ার ক্রয় করে বড় ব্যাংকগুলো গ্র“প ব্যাংক সৃষ্টি করতে পারে।
উদ্দীপকে জনাব আকবর বাংলাদেশের ন্যতম ব্যাংকিং ব্যক্তিত্ব ছিলেন। তার গড়া ‘ওয়েস্টল্যান্ড ব্যাংকিং কর্পোরেশন’ দেশের নেকগুলো ছোট ও দুর্বল ব্যাংকের শেয়ার কিনে নিয়ন্ত্রণ নেয়। এভাবে প্রতিষ্ঠানটি ব্যাংকিং জগতের ন্যতম সেবা প্রতিষ্ঠানের মর্যাদা পায়।
এখানে, ওয়েস্টল্যান্ড গ্র“প ব্যাংকিং গড়ে তুলেছে। যেখানে, ছোট ছোট ব্যাংকের শেয়ার ক্রয়ের মাধ্যমে বড় ব্যাংকগুলো তাদের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং শক্তিশালী জোট গড়ে তোলে। তাই ‘ওয়েস্টল্যান্ড ব্যাংকিং কর্পোরেশনের’ প্রতিষ্ঠিত ব্যাংকিং ব্যবস্থাটি হলো গ্র“প ব্যাংকিং।
ঘ উত্তর: বিভিন্ন স্থানে ফিস সম্বলিত ব্যাংকিং র্থাৎ শাখা ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ পরিহার্য তা বিশ্লেষণ করা হলো।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণে একই নামে পরিচালিত দেশে বিদেশে একাধিক মাখা সম্বলিত ব্যাংকিং ব্যবস্থার নাম শাখা ব্যাংক।
উদ্দীপকে ‘ওয়েস্টল্যান্ড ব্যাংকিং কর্পোরেশন’ ধিকাংশ ব্যাংকের শেয়ার ক্রয় করে গ্র“প ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করে। পরবর্তীতে দেশের প্রত্যন্ত ঞ্চলে ব্যাংকের ফিস প্রতিষ্ঠা করা হয়। র্থাৎ প্রতিষ্ঠানটি শাখা ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। তবে ব্যাংকটি শাখাগুলোকে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
একই নামে ও মালিকানায় একাধিক শাখার মাধ্যমে পরিচালিত হয় শাখা ব্যাংকিং। দেশের বিভিন্ন স্থানে শাখাগুলোর বস্থান হওয়ায় এক্ষেত্রে কেন্দ্রীয় ফিসের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুবই পরিহার্য। যথাযথ নিয়ন্ত্রণ ও তদারকি করা সম্ভব না হলে শাখা ব্যাংকিং ব্যবস্থা সুবিধার পরিবর্তে সুবিধায় পরিণত হয়।
এর ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কর্ক উত্তর:্ষমতা কমে, সম্পদের পচয় বাড়ে। যা মুনাফা র্জন ক্ষমতা কমায়। উদ্দীপকের ‘ওয়েস্টল্যান্ড ব্যাংকিং কর্পোরেশন’ এর ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে। এ থেকে বলা যায়, শাখা ব্যাংকিং ব্যবস্থায় যথাযথ নিয়ন্ত্রণ পরিহার্য।
প্রশ্ন ১৭: সাহিল একজন চিংড়ি রপ্তানিকারক। শুধু একটি বিশেষ ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে এমন একটি ব্যাংকে প্রথমে তিনি লেনদেন শুরু করলেও সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যায় এমন ব্যাংকেই তিনি ধিকাংশ লেনদেন সম্পন্ন করেন। তার মতে, ব্যাংক বলতে মূলত এ ব্যাংককেই বোঝায়? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?১
খ.বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?২
গ.সাহিল সাহেবের প্রথমে কোন ব্যাংকে লেনদেন ছিল? ব্যাখ্যা করো।৩
ঘ.পরবর্তীতে লেনদেনকৃত ব্যাংক সম্পর্কে সাহিল সাহেবের ধারণার সাথে তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও।৪
১৭ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা র্জন।
খ উত্তর: বাণিজ্যিক ব্যাংক চেক, ড্রাফট, পে-র্ডার, প্রত্যয়পত্র ইস্যু করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
আমানত গ্রহণ ও ঋণদান কাজে বাণিজ্যিক ব্যাংক জড়িত। এ কাজের পাশাপাশি আমানতী র্থ উত্তোলনে চেক, বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র, এক স্থান থেকে ন্য স্থানে র্থ স্থানান্তরে পে-র্ডার ও ব্যাংক ড্রাফটের প্রচলন করে বাণিজ্যিক ব্যাংক। নগদ র্থের বিকল্প হিসেবে কাজ করার মাধ্যমে দলিলগুলো বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে।
গ উত্তর: সাহিল সাহেব প্রথমে বিশেষায়িত ব্যাংকে লেনদেন করেছিলেন।
র্থনীতির বিশেষ কোন খাতের উন্নয়ন নিয়ে কাজ করে বিশেষায়িত ব্যাংক। ফলে ন্যান্য ব্যাংকের যত গ্রাহক এ ব্যাংক থেকে সকল ব্যাংকিং সেবা পায় না।
উদ্দীপকে সাহিল একজন চিংড়ি রপ্তানিকারক। শুধু একটি বিশেষ ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে এমন একটি ব্যাংকে তিনি প্রথমে লেনদেন শুরু করেন।
বিশেষ কাজে ভিজ্ঞ ও দক্ষ ব্যাংকই বিশেষায়িত ব্যাংক। এরা র্থনীতির যেকোনো একটি ক্ষেত্র বা খাত নিয়ে কার্যক্রম চালায়। যেমন: শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক। নির্দিষ্ট খাতের বাইরে এ প্রতিষ্ঠান ব্যাংকিং সেবা প্রদান করে না। তাই বলা যায়, তার লেনদেনকৃত ব্যাংকটি একটি বিশেষায়িত ব্যাংক।
ঘ উত্তর: সাহিলের পরবর্তীতে লেনদেনকৃত ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। ‘ব্যাংক বলতে মূলত বাণিজ্যিক ব্যাংককেই বোঝায়’ উক্তিটি যথার্থ।
মুনাফা র্জনের উদ্দেশ্যে আমানত ও ঋণদানের পাশাপাশি ন্যান্য ব্যাংকিং সেবাদানে নিয়োজিত আর্থিক প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক দেশের র্থনীতির উন্নয়নে বিশেষ ভ‚মিকা পালন করে।
উদ্দীপকে সাহিল একজন চিংড়ি রপ্তানিকারক। প্রথমে সে একটি বিশেষায়িত ব্যাংকে লেনদেন করত। তবে উক্ত ব্যাংক থেকে প্রাপ্ত ব্যাংকিং সেবা ছিল সীমিত। সব ধরনের ব্যাংকিং সেবা পেতে তিনি ন্য একটি ব্যাংকের শরণাপন্ন হন। সেটি মূলত বাণিজ্যিক ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংক চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে গ্রাহকের সঞ্চিত র্থ আমানত হিসেবে গ্রহণ করে। গৃহীত আমানত থেকে ঋণ সৃষ্টি করে। বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, বিনিময় বিল, পে-র্ডার, ব্যাংক ড্রাফট ও প্রত্যয়পত্রের প্রচলন করে।
এক স্থান থেকে ন্য স্থানে নিরাপদে র্থ স্থানান্তর করে। বৈদেশিক বাণিজ্যে সহায়তা ও পরামর্শ দান করে। মূল্যবান দ্রব্যাদি নিরাপদে লকারে সংরক্ষণ করে। গ্রাহকের প্রতিনিধি হিসেবে বিলের র্থ আদায় ও পরিশোধ করে। গ্রাহক প্রায় সকল সেবাই এ ব্যাংক থেকে পেয়ে থাকে, যা বিশেষায়িত ব্যাংক থেকে পাওয়া যায় না। এজন্য ব্যাংক বলতে মূলত বাণিজ্যিক ব্যাংককে বোঝায়।
প্রশ্ন ১৮: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ইদানীং এদেশের চিংড়ির আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ খাতকে সহায়তা করার পক্ষে কক্সবাজারে ‘কখ ব্যাংক লি.’ নাক উত্তর: একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ ব্যাকের পর্যাপ্ত পরিশোধিত মূলধন থাকা সত্তে¡ও গ্রাহক সংখা স্বল্প। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক এটিকে পরিপূর্ণ ব্যাংকিং কার্যাবলি সম্পাদনের নুমতি দেয়। [নটর ডেম কলেজ, ঢাকা]
ক.ব্যাংকিং কী?১
খ.ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।২
গ.কার্যাবলির ভিত্তিতে ‘কখ ব্যাংক লি. প্রথম পর্যায় কোন ধরনের ব্যাংক ছিল? বর্ণনা করো।৩
ঘ.উদ্দীপকে বর্ণিত ‘কখ ব্যাংক লি.’ এখন কোন ধরনের ব্যাংককে পরিণত হবে? যুক্তিসহ বিশ্লেষণ করো।৪
১৮ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: ব্যাংক কর্তৃক সম্পাদিত সকল কার্যাবলিকে ব্যাংকিং বলে।
খ উত্তর: ‘বাণিজ্যিক ব্যাংককে পর্যাপ্ত পরিমাণে নগদ র্থ বা তরল সম্পদ সংরক্ষণ রাখতে হয়’ এ নীতিকে ব্যাংকের তারল্য নীতি বলে।
গ্রাহকের আমানত বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস। উক্ত আমানত থেকে ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। তবে ব্যাংক বশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ র্থ তহবিলে রাখে। এতে ব্যাংকটি গ্রাহকের র্থ চাহিবামাত্র ফেরত দিতে পারে। এই নির্দিষ্ট পরিমাণ র্থ ব্যাংক তহবিলে জমা রাখাকে ব্যাংকের তারল্য নীতি বলে।
গ উত্তর: কার্যাবলির ভিত্তিতে কখ ব্যাংক লি. প্রথম পর্যায়ে বিশেষায়িত ব্যাংক ছিল।
বিশেষায়িত ব্যাংক র্থনীতির বিশেষ কোন দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। উক্ত ব্যাংকটি একটি বিশেষ ক্ষেত্রে উন্নয়নের কাজ করে। এই ব্যাংক নির্দিষ্ট খাতে গ্রাহকের প্রয়োজন ও চাহিদা পূরণে সচেষ্ট থাকে।
এদেশের চিংড়ির আন্তর্জাতিকভাবে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ খাতকে সহায়তা করার লক্ষ্যে কক্সবাজার কখ ব্যাংক লি. প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির যথেষ্ট পরিশোধিত মূলধন আছে।
কিন্তু গ্রাহক সংখ্যা কম, বিশেষায়িত ব্যাংক একটি বিশেষ খাত নিয়ে কার্যক্রম চালায়। তাদের কার্যক্রম একটি নির্দিষ্ট শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকে। এতে তাদের গ্রাহক সংখ্যা সাধারণত কম থাকে। তাই বলা যায় যে, কখ ব্যাংক লি. প্রথম পর্যায়ে একটি বিশেষায়িত ব্যাংক ছিল।
ঘ উত্তর: উদ্দীপকে বর্ণিত “কখ ব্যাংক লি” এখন বাণিজ্যিক ব্যাংকে পরিণত হবে।
মুনাফা র্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। উক্ত আমানত থেকে ধিক সুদে গ্রাহককে ঋণ দেয়।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
এদেশের চিংড়ি খাতের চাহিদা বাড়ানোর লক্ষ্যে কক্সবাজারে “কখ ব্যাংক লি.” প্রতিষ্ঠিত হয়। উক্ত ব্যাংকের পর্যাপ্ত পরিশোধিত মূলধন আছে কিন্তু গ্রাহক সংখ্যা কম। কেন্দ্রীয় ব্যাংক উক্ত ব্যাংককে পরিপূর্ণ ব্যাংকিং কার্যাবলি সম্পাদনের জন্য নুমতি দেয়।
বাণিজ্যিক ব্যাংকে পরিণত হওয়ায়, কখ ব্যাংক লি. সাধারণ গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারবে। এতে তাদের গ্রাহক সংখ্যা বাড়বে। তারা ঋণদানের জন্য আরও বেশি র্থ সংগ্রহ করতে পারবে। তাদের ব্যাংকিং কার্যক্রম বাড়বে।
তাদের কার্যক্রম একটি নির্দিষ্ট শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এভাবে ব্যাংকটি ভবিষ্যতে সফলভাবে ব্যাংকিং কার্য পরিচালনা করতে পারবে। সুতরাং বলা যায় কখ ব্যাংক লি. কে বাণিজ্যিক ব্যাংকে পরিণত করা যুক্তিসঙ্গত।
এক ধরনের খাতে ধিক ঋণ না দিয়ে ব্যাংকটি ভিন্ন ভিন্ন খাতে ঋণ দেয়। এতে গ্রাহকের সংখ্যা বাড়ে। এ ছাড়াও ব্যাংকটি জনগণের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহের সুবিধা দেয়। ফলে ব্যাংকের র্থনৈতিক উন্নয়ন ঘটে।
প্রশ্ন ১৯: মেহেদী ও আমেনা ভাই-বোন। দুজনই ডিগ্রি পাস করেছে। কিন্তু তারা চাকরির জন্য বসে না থেকে নিজেরাই কিছু করবে ভেবে মনস্থির করল। সেই উদ্দেশ্যে মেহেদী এমন একটি ব্যাংক থেকে ঋণ নিল, যা বেকার সমস্যা দূরীকরণের জন্য যুবক ও যুবমহিলাদের সহজ শর্তে ঋণ দেয়। ন্যদিকে আমেনা ন্য আরেকটি ব্যাংক থেকে ঋণ নিল। ব্যাংকটি ছোট ও ঘরোয়া শিল্প গড়ে তুলতে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক.মিশ্র ব্যাংক কী?১
খ.গারনিশি র্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা করো।২
গ.মেহেদী যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে কার্যাবলির ভিত্তিতে তা কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।৩
ঘ.দেশের র্থনৈতিক উন্নয়নে আমেনাকে ঋণ সরবরাহকারী ব্যাংকটি কতটুকু ভ‚মিকা রাখে বলে তুমি মনে কর? যুক্তিসহকারে বিশ্লেষণ করো।৪
১৯ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে ব্যাংক একই সাথে জনগণের কাছে থেকে আমানত সংগ্রহের পাশাপাশি দীর্ঘমেয়াদি ঋণ মঞ্জুর ও বিনিয়োগ করে তাকে মিশ্র ব্যাংক বলে।
খ উত্তর: গ্রাহকের কোনো হিসাব ক্রোক বা বন্ধ করার বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর গারনিশি র্ডার জারি করা হয়।
পাওনাদারের পাওনা র্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি এরূপ আদেশ জারি করে থাকে। পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি প্রমাণ পায় যে, আমানতকারী আবেদনকারীর কাছে দায়গ্রস্থ তবেই এরূপ নির্দেশ দিয়ে থাকে।
গ উত্তর: মেহেদী যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে কার্যাবলির ভিত্তিতে তা কর্মসংস্থান ব্যাংক।
কর্মসংস্থান ব্যাংক বেকার যুবক ও যুবমহিলাদের আÍকর্মসংস্থানে সহায়তা করে। এ আর্থিক প্রতিষ্ঠান বিমোচনের লক্ষ্যে ঋণ সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকার সমস্যা দূর করে দেশের র্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এরূপ ব্যাংকের উদ্দেশ্যে।
উদ্দীপকের মেহেদী ডিগ্রি পাস করেছে। কিন্তু সে চাকরির জন্য বসে না থেকে নিজেই কিছু করবে ভেবে মনস্থির করল। সে এই উদ্দেশ্যে একটি ব্যাংক থেকে ঋণ নিল। ব্যাংকটি বেকার সমস্যা দূরীকরণের জন্য যুবক ও যুবমহিলাদের সহজ শর্তে ঋণ দেয়।
সাধারণত কর্মসংস্থান ব্যাংকই দেশের বেকার সমস্যা কমানোর উদ্দেশ্যে বেকার যুবক ও যুব মহিলাদের ঋণ দিয়ে থাকে। বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় তাই বলা যায় যে, মেহেদী যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে কার্যাবলির ভিত্তিতে তা কর্মসংস্থান ব্যাংক।
ঘ উত্তর: দেশের র্থনৈতিক উন্নয়নে আমেনাকে ঋণ সরবরাহকারী ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে বলে আমি মনে করি।
দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য গঠিত বিশেষায়িত ব্যাংককে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক বলে।
উদ্দীপকের মেহেদী ও আমেনা ভাই-বোন। তারা দু’জনই ডিগ্রি পাস করেছে। মেহেদী নিজেই কিছু করবে ভেবে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিল। ন্যদিকে আমেনা ছোট ও ঘরোয়া শিল্প গড়ে তোলার লক্ষ্যে আরেকটি ব্যাংক থেকে ঋণ নিল।
উদ্দীপকের আমেনা যে ব্যাংক থেকে ঋণ নিল তা ছোট ও ঘরোয়া শিল্প গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে। র্থাৎ কার্যাবলির ভিত্তিতে ব্যাংকটি ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। এই ব্যাংক দেশের বিভিন্ন ঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলার ক্ষেত্রে ঋণ সহায়তা করে।
এই ঋণ সহায়তার ফলে দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের সমৃদ্ধির পাশাপাশি জনগণের কর্মসংস্থান সৃষ্টি হয়। শিল্পের প্রসার দেশের র্থনীতির চাকাকে সচল রাখে। ফলে র্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। র্থাৎ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক দেশের র্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।
প্রশ্ন ২০: মেঘনা ব্যাংক দেশে-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ, ঋণ প্রদানসহ ন্য ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে আসছে। ন্যদিকে খুলনা ব্যাংক শুধু খুলনা সদর উপজেলায় তাদের একমাত্র ফিসের মাধ্যমে আমানত সংগ্রহ, ঋণ প্রদানসহ ন্য ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে।
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
ক.ব্যাসেল-২ কী?১
খ.ব্যাংক র্থ ও ঋণের ব্যবসায়ী কেন? বুঝিয়ে লেখো।২
গ.কার্যাবলির ভিত্তিতে মেঘনা ব্যাংক কোন ধরনের? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংক দেশের র্থনৈতিক উন্নয়নে ধিক ভ‚মিকা রাখবে? যুক্তিসহকারে উত্তর দাও।৪
২০ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন কাঠামো নির্ধারণের একটি আন্তর্জাতিক মানদণ্ড হলো ব্যাসেল-২।
খ উত্তর: কম সুদে গৃহীত আমানত উচ্চ সুদে ঋণ দিয়ে মুনাফা র্জনের ব্যবসায় জড়িত বলে ব্যাংককে র্থ ও ঋণের ব্যবসায়ী বলা হয়।
ব্যাংক জনগণের উদ্বৃত্ত র্থ চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে কম সুদে আমানত হিসেবে গ্রহণ করে। গৃহীত আমানতের একটি নির্দিষ্ট ংশ তারল্য হিসেবে সংরক্ষণ করে বাকি ংশ উচ্চ সুদে ঋণ হিসেবে প্রদান করে। আমানতি ও ঋণের সুদের পার্থক্য হলো ব্যাংকের মুনাফা। তাই ব্যাংককে র্থ ও ঋণের ব্যবসায়ী বলা হয়।
গ উত্তর: কার্যাবলির ভিত্তিতে মেঘনা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক।
মুনাফা র্জনের উদ্দেশ্যে পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক। এটি বিভিন্ন ধরনের সেবামূলক কার্যাবলি যেমন: আমানত গ্রহণ, ঋণদান, বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যবসায় কার্য পরিচালনা করে থাকে।
উদ্দীপকে ‘মেঘনা ব্যাংক’ দেশে ও বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ, ঋণ প্রদানসহ ন্য ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে আসছে। এ থেকে বলা যায়, ‘মেঘনা ব্যাংক’ একটি বাণিজ্যিক ব্যাংক। কারণ মুনাফা র্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকই আমানত গ্রহণ ও ঋণদানে জড়িত, যা উদ্দীপকের মেঘনা ব্যাংকের ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে।
ঘ উত্তর: উদ্দীপকে ‘মেঘনা ব্যাংক’ কাঠামো ভিত্তিতে শাখা ব্যাংক, যা একক ব্যাংক ‘খুলনা ব্যাংকের’ চেয়ে দেশের র্থনৈতিক উন্নয়নে ধিক ভ‚মিকা রাখবে।
শাখা ব্যাংক একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করে থাকে। আর একটি ফিসের মাধ্যমে পরিচালিত ব্যাংকিং প্রতিষ্ঠান হলো একক ব্যাংকিং।
উদ্দীপকে ‘মেঘনা ব্যাংক’ দেশে বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ, ঋণদান কাজে জড়িত।
একাধিক শাখার উপস্থিতির ভিত্তিতে বলা যায়, এটি শাখা ব্যাংক। পরদিকে, ‘খুলনা ব্যাংক’ শুধু খুলনা সদরে একটি ফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাই এটি একটি একক ব্যাংক।
কেন্দ্রীয় ফিসের তত্ত¡াবধানে একই নামে দেশে-বিদেশে একাধিক শাখা থাকায়, শাখা ব্যাংকিং পরিচালনায় ধিক লোকবল দরকার। এর মাধ্যমে শাখা ব্যাংক একক ব্যাংকের চেয়ে ধিক কর্মসংস্থান সৃষ্টি করে। শাখা ব্যাংকিং-এ একটি শাখা পর শাখার সহযোগী।
কোনো একটি শাখা আর্থিক সংকটে পড়লে ন্য শাখা থেকে সহায়তা পায়। এ জন্য শাখা ব্যাংক কম তারল্য রেখে ধিক ঋণদানে উৎসাহী। যা একক ব্যাংকের ক্ষমতার বাইরে। এ সকল সুবিধার কারণে শাখা ব্যাংক একক ব্যাংকের চেয়ে র্থনৈতিক উন্নয়নে এগিয়ে।
এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Finance & Banking 2nd paper suggestion 2025
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও