ফ্রাঞ্চাইজিং কি?, ফ্রাঞ্চাইজি বলতে কী বুঝ?, ফ্রাঞ্চাইজিং-এর উদ্দেশ্যগুলো আলোচনা কর, ফ্রাঞ্চাইজিং এর উদ্দেশ্যগুলো বর্ণনা, ফ্রাঞ্চাইজিং এর লক্ষ্য কি?

প্রশ্ন সমাধান: ফ্রাঞ্চাইজিং কি?, ফ্রাঞ্চাইজি বলতে কী বুঝ?,ফ্রাঞ্চাইজিং-এর উদ্দেশ্যগুলো আলোচনা কর, ফ্রাঞ্চাইজিং এর উদ্দেশ্যগুলো বর্ণনা, ফ্রাঞ্চাইজিং এর লক্ষ্য কি?

ফ্রাঞ্চাইজিং কি? অথবা, ফ্রাঞ্চাইজি বলতে কী বুঝ?

সাধারণ অর্থে ফ্রাঞ্চাইজিং হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে ক্রেতাকে বিক্রেতার পণ্য বা সেবা বিক্রয়ের অনুমতি দেয়। ব্যাপক অর্থে বলা যায় যে, চুক্তির মাধ্যমে কোনো মুখ্য কোম্পানি তার পণ্য বা সেবা উৎপাদন ও বিক্রয়ের অধিকার অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রধান করে থাকেন তাকে ফ্রাঞ্চাইজিং বলে।

ফ্রাঞ্চাইজ হলো বিক্রেতা ও ক্রেতার মধ্যে সম্পাদিত একটি চুক্তি । এক্ষেত্রে বিক্রেতাকে ফ্রঞ্চাইজর এবং ক্রেতাকে ফ্রাঞ্চাইজি বলে। ফ্রাঞ্চাইজের তার পণ্য বা সেবা উৎপাদন ও বিক্রয়ের অধিকার ফ্রাঞ্চাইজিকে প্রদান করে থাকে ।

নিম্নে এ সম্পর্কে কতিপয় সংজ্ঞা প্রদান করা হলো :
or According to Skinner & Ivancevich “Franchising is a system for selective distribution of goods and services under a brand name through outlets owned by independent business owners.”

According to Arrolds & Goldstein, 1984 “Franchising occurs when the franchise markets a product or service developed by the franchisor under an agreement and license to do so.’

আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজ এসোসিয়েশন এর মতে “ফ্রাঞ্চাইজি হলো ফ্রাঞ্চাইজর ও ফ্রাঞ্চাইজির মধ্যে এমন একটি চলমান সম্পর্ক যার মাধ্যমে ফ্রাঞ্চাইজির সকল জ্ঞান, ভাবমূর্তি সফলতা, উৎপাদন ও বিপণন কৌশল আলোচনা সাপেক্ষে ফ্রাঞ্চাইজকে প্রদান করা হয়।”


আরো ও সাজেশন:-


এর কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত যা নিম্নে তুলে ধরা হলো :

১. এটি একটি বিশেষ ধরনের লাইসেন্স ব্যবস্থা ।

২. এটি একটি চুক্তি ভিত্তিক ব্যবসায় ।

৩. এটি লাইসেন্সিং অপেক্ষা অধিক মেয়াদের হয়ে থাকে ।

৪. এটি লাইসেন্সিং অপেক্ষা অধিকতর সুবিধা ভোগ করে ।

৫. এক্ষেত্রে মুখ্য কোম্পানি শুধুমাত্র বিক্রয়ের উপর একটি নির্দিষ্ট পরিমাণ ফি পেয়ে থাকে ।

উপর্যুক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, কোনো নির্দিষ্ট চুক্তির মাধ্যমে, নির্দিষ্ট ফি বা বিনিময়ে মুখ্য কোম্পানি তার পণ্য সেবা বা ধারণা বিক্রয়ের অধিকার অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রধান করাকে ফ্রাঞ্চাইজিং বলে ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ফ্রাঞ্চাইজিং-এর উদ্দেশ্যগুলো আলোচনা কর, ফ্রাঞ্চাইজিং এর উদ্দেশ্যগুলো বর্ণনা, ফ্রাঞ্চাইজিং এর লক্ষ্য কি?

ফ্রাঞ্চাইজিং হলো ব্যবসায় জগতের একটি নতুন সংযোজন ৷ সারা বিশ্বেই বর্তমানে এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এটি শুরু করা সহজ ও স্বল্প মূলধন সাপেক্ষ। বর্তমানে এটি বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে এটি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। নিম্নে এর উদ্দেশ্যগুলো তুলে ধরা হলো :

১. উন্নত পণ্য ও সেবা প্রদান ফ্রাঞ্চাইজিং : সহজে উন্নত পণ্য ও সেবা প্রদান ফ্রাঞ্চাইজিং এর মাধ্যমে বিশ্বের যেকোনো বিখ্যাত পণ্য সেবা সহজে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দেয়া সম্ভব। তাই এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সহজে স্বীকৃতি প্রাপ্ত ও গৃহীত পণ্য বা সেবা প্রদান করা ।

২. ব্যক্তিক শিল্পোদ্যোগ পুনঃস্থাপন : যেকোনো ব্যক্তি তার এলাকায় বিখ্যাত ব্র্যাণ্ডের সাথে চুক্তি সাপেক্ষে যে কোনো ব্যক্তি তার এলাকায় এ ব্যবসায় শুরু করতে পারে। এতে ব্যক্তিক শিল্পোদ্যোগ পুনঃস্থাপিত হয়।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

৩. প্রতিযোগী ও প্রতিযোগিতা : এর প্রতিযোগী হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান তাই একে বড় বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতার লিপ্ত হতে হয়ে ব্যবসায় কার্য পরিচালনা করতে হয়। এ ধরনের ব্যবসায় প্রতিযোগী বিশ্বব্যাপী।

৪. পণ্য বা সেবা ক্রয়ে ভোক্তাদের অনুমতি : ফ্রাঞ্চাইজিং ব্যবসায় সঠিক মূল্যে পণ্য বা সেবাসমূহ ক্রয়ের জন্য ভোক্তাদের অনুমতি প্রদান করে। এ ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক সকল আইন মেনে পরিচালিত হয় বিধায় পণ্য মূল্য ও মানের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখে।

৫. স্বল্প পুঁজি ও ঝুঁকি : ফ্রাঞ্চাইজিং ব্যবসায় ক্ষেত্রে কম পুঁজি বিনিয়োগ ও কম ঝুঁকি গ্রহণ করে ব্যবসায় শুরু করা যায়। এতে পুঁজির পরিমাণ কম বিধায় ঝুঁকির পরিমাণও কম থাকে।

৬. জীবনযাত্রার মানোন্বয়ন : ফ্রাঞ্চাইজিং এর অন্যতম উদ্দেশ্য হলো জনগণকে কম মূল্যে এবং বিখ্যাত ব্র্যান্ড তুলে দেয়া। সারা বিশ্বের যে কোনো স্থানে ফ্রাঞ্চাইজিং এর মাধ্যমে মূল প্রতিষ্ঠানের নামে ব্যবসায় শুরু করে উক্ত পণ্য বা সেবা ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দিয়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করে ।

উপর্যুক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, ফ্রাঞ্চাইজিং এর উদ্দেশ্য অত্যন্ত ব্যাপক ও নির্দিষ্ট যা একে সহজে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে সাহায্য করে ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment