ফ্রান্সের ধর্মীয় যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে, কারা ডাচ নামে পরিচিত, নেদারল্যান্ডের তিনটি প্রদেশের নাম লিখ
দ্যা ম্যাক্স সার্কেল কি?
উত্তর : ফ্রান্সে প্রতিবাদী খ্রিস্টধর্মের অনুসারী মানবতাবাদী প্রটেস্টেন্টবাদের একটি দল ।
ফ্রান্সে প্রটেস্টন্টদের কি বলা হতো?
উত্তর : হুগেনো ।
ফ্রান্স সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ?
উত্তর : ১৫৬০ সালে ।
ফ্রান্সের গৃহযুদ্ধের সময় স্পেনের রাজা কে ছিলেন?
উত্তর দ্বিতীয় ফিলিপ ।
ফ্রান্সে মোট কতটি ধর্ম যুদ্ধ হয়েছিল?
উত্তর : মোট আটটি (৮টি) ধর্ম যুদ্ধ।
ফ্রান্সের ধর্ম যুদ্ধ কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে কত খ্রিস্টাব্দে শেষ হয়?
উত্তর : ১৫৬২ সাল থেকে ১৫৯৮ পর্যন্ত
ফ্রান্সের ধর্ম যুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল?
উত্তর : দীর্ঘ ৪০ বছর।
ফ্রান্সের ধর্ম যুদ্ধকে কোন ধরনের যুদ্ধও বলা হয়?
উত্তর : রাজনৈতিক যুদ্ধও বলা হয় ।
প্রটেস্ট্যান্টদের নেতার নাম কি ছিল?
উত্তর : চতুর্থ হেনরি।
ফ্রান্সের ধর্মীয় যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে?
উত্তর : ১৫৯৮ সালে ।
কারা ডাচ নামে পরিচিত?
উত্তর : নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয় ।
নেদারল্যান্ডের তিনটি প্রদেশের নাম লিখ ।
উত্তর : ১. ফ্লান্ডাস, ২. ব্রাবাট ও ৩: হল্যান্ড ৷
কার শাসনামলে নেদারল্যান্ডের বিদ্রোহ সংঘটিত হয়? অথবা, ডাচ স্বাধীনতা যুদ্ধের শুরু হয় কার শাসনামলে?
উত্তর : দ্বিতীয় ফিলিপের শাসনামলে ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ডাচ স্বাধীনতা যুদ্ধের সময়কাল উল্লেখ কর।
উত্তর : ১৫৬৮-১৬৪৮ সালে ।
ডাচ স্বাধীনতা যুদ্ধের দুটি ধর্মীয় কারণ লিখ ৷ অথবা, নেদারল্যান্ডের বিদ্রোহের দুটি ধর্মীয় কারণ লিখ
উত্তর : ধর্মীয় স্বেচ্ছাচার ও প্রটেস্টান্টদের প্রতি নিষ্ঠুর নীতি ।
নেদারল্যান্ডের বিদ্রোহের নেতৃত্ব দেন কে কে?
উত্তর : উইলিয়াম অব অরেঞ্জ, কাউন্ট এগমন্ট এবং এডমিরাল হর্ন ।
হেইলিগারলি যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৫৬৮ সালের ২৩ মে।
হেইলিগারলি যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : স্পেন ও নেদারল্যান্ডের বিদ্রোহীদের মধ্যে।
কোন চুক্তিতে হল্যান্ডের স্বাধীনতা স্বীকৃত হয়?
উত্তর : ‘ওয়েস্টফেলিয়ার’ সন্ধি নামক আন্তর্জাতিক চুক্তিতে।
নেদারল্যান্ডের বিদ্রোহের অবসান হয় কত সালে?
উত্তর : ১৬৪৮ সালে ।