বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী
( জন্ম, মৃত্যু, শিক্ষা, পেশা, সাহিত্যে অবদান / সাহিত্য কর্ম )
১৮৩৮ সালের ২৬ শে জুন ( বাংলা ১৩ আষাঢ় ১২৪৫ ) অধুনা চব্বিশ পরগণা অন্তর্গত নৈহাটির কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের বাবার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাবা ছিলেন মেদিনীপুরের কালেক্টর।
বাংলা সাহিত্যের নব জাগরণের পথিকৃৎ এবং বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাধারে সরকারি কর্মকর্তা, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাংবাদিক।
বঙ্কিমচন্দ্রের জীবনসঙ্গীর নাম রাজলক্ষ্মী দেবী।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা জীবন ও চাকরি :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫৬ সালে আইন পড়বার জন্য ভর্তি হোন প্রেসিডেন্সি কলেজে এবং ১৮৫৭ সালে সেখান থেকে এন্ট্রার্স পরীক্ষা প্রথম বিভাগে পাশ করেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫৮ সালে সদ্য প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে প্রথম স্হান অধিকার করেন।
আইন পড়া শেষ হওয়ার আগেই যশোরের ডেপুটি মেজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের চাকরি পান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম স্বার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। একটি ইংরেজি উপন্যাস সহ মোট ১৫ টি উপন্যাস রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নামের তালিকা:
- দুর্গেশনন্দিনী।
- বিষবৃক্ষ।
- মৃণালিনী।
- রাধারানী।
- কমলাকান্তের উইল।
- দেবী চৌধুরানী।
- যুগলাঙ্গুরীয়।
- রজনী।
- চন্দ্রশেখর।
- ইন্দিরা।
- সীতারাম।
- উপকথা ( ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারানীর ত্রয়ী সংগ্রহ )
- আনন্দমঠ।
- রাজসিংহ।
- ইংরেজি উপন্যাস – Rajmohan’s wife.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলোর নামের তালিকা:
- লোকরহস্য।
- কমলাকান্তের দপ্তর।
- বিবিধ সমালোচনা।
- বিজ্ঞানরহস্য।
- কৃষ্ণ চরিত্র।
- প্রবন্ধ পুস্তক।
- বিবিধ প্রবন্ধ।
- সাম্য।
- মুচিরাম গুড়ের জীবনচরিত ( ব্যঙ্গ )।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত গ্রন্থাবলীর নামের তালিকা :
- বাঙ্গলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থান।
- দীনবন্ধু মিত্রের জীবনী।
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে ৮ এপ্রিল ১৮৯৪ সালে।
জন্ম : ২৬ জুন , ১৮৩৮ সালে ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে ।
বাংলা উপন্যাস সাহিত্যেধারার প্রতিষ্ঠাতা পুরুষ বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে পাশ্চাত্য আর্দশ বা ভাবধারার প্রথম ঔপন্যাসিক । তার উপাধি সাহিত্য সম্রাট । তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম গ্রাজুয়েট । তার ছদ্মনাম হলো কমলাকান্ত । তাঁর সম্পাদিত পত্রিকার নাম হলো বঙ্গদর্শন । ৮ এপ্রিল , ১৮৯৪ সালে তিনি মৃত্যুবরণ করেন ।
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী –
০১ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেন ? ➫ ১৯৩৮ সালে ।
০২ ) বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি ? ➫ কপালকুন্ডলা ।
০৩ ) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ? ➫ দুর্গেশনন্দিনী ।
০৪ ) ‘ দুর্গেশনন্দিনী ’ শব্দের অর্থ কি ? ➫ দুর্গ প্রধানের কন্যা ।
০৫ ) ‘ কৃষ্ণকান্তের উইল ’ কোন ধরনের রচনা ? ➫ সামাজিক উপন্যাস ।
০৬ ) বঙ্কিমচন্দ্রের নায়িকা প্রধান উপন্যাস কোনটি ? ➫ রাজসিংহ ।
০৭ ) ‘ বিষবৃক্ষ ’ বঙ্কিমচন্দ্র কোন শ্রেণির নাটক ? ➫ সামাজিক ।
০৮ ) বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কোনগুলো ? ➫ সীতারাম , দেবী চৌধুরাণী , আনন্দমমঠ ।
০৯ ) বঙ্কিমচন্দ্র কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করেন ? ➫ কলিকাতা ।
১০ ) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১১ ) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ? ➫ দুর্গেশনন্দিনী ।
১২ ) ‘ কুন্দনন্দিনী ’ কোন উপন্যাসের চরিত্র ? ➫ বিষবৃক্ষ ।
১৩ ) ‘ আনন্দমঠ ’ উপন্যাসের লেখক কে ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৪ ) ‘ সাম্য ’ গ্রন্থের লেখক কে ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৫ ) ‘ কৃষ্ণকান্তের উইল ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি ? ➫ গোবিন্দ্রলাল ও রোহিনী ।
১৬ ) ‘ কপাল কুন্ডলা ’ কোন ধরনের উপন্যাস ? ➫ রোমান্সমুলক ।
১৭ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি ? ➫ বঙ্গদর্শন ।
১৮ ) ‘ কমলাকান্তের দপ্তর ’ গ্রন্থটি কার লেখা ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৯ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন ? ➫ ডেপুটি ম্যাজিস্ট্রেট ।
২০ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি ? ➫ দুর্গেশনন্দিনী ।
২১ ) সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত কোন লেখক ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২২ ) ‘ কপালকুন্ডলা ’ উপন্যাসের নায়কের নাম কি ? ➫ নবকুমার ।
২৩ ) ‘ Rajmohon’s Wife ’ গ্রন্থের লেখক কে ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২৪ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনটি ? ➫ রাজসিংহ ।
২৫ ) বাংলা উপন্যাস সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ কে ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২৬ ) কমলাকান্তের দপ্তর কোন শ্রেণির রচনা ? ➫ প্রবন্ধ ।
২৭ ) ‘ দেবী চৌধুরাণী ’ উপন্যাসটির রচয়িতা কে ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
Bankim Chandra Chatterjee Biography in Bengali
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী
Bankim Chandra Chatterjee Biography in Bengali | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী : Bankim Chandra Chatterjee Biography in Bengali | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী নিচে দেওয়া হলো। এই Bankim Chandra Chatterjee Biography in Bengali | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী থেকে বাংলা রচনা, প্রশ্ন উত্তর গুলি স্কুল, কলেজ ও সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনার যারা Bankim Chandra Chatterjee Biography in Bengali | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া আলোচনাটি ভালো করে পড়তে পারেন।
Bankim Chandra Chatterjee Biography in Bengali | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী
Bankim Chandra Chatterjee – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – এর জন্ম
বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee) ১৮৩৮ খ্রিস্টাব্দের ২৬ শে জুন বাংলা ১২৪৫ , ১৩ ই আষাঢ় নৈহাটির কাঠাল পাড়ায় জন্মগ্রহণ করেন । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত বাঙালি কবি, লেখক এবং সাংবাদিক ছিলেন। ভারতের জাতীয় সংগীত বন্দে মাতরম তার লেখা বহু বছর আগে। বাংলা ভাষায় রচিত এই গানটি এখনও মানুষের মধ্যে দেশপ্রেমকে সতেজ করে তোলে। আমাদের দেশের মহান লেখকদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেরা স্থান অর্জন করেছেন।
Bankim Chandra Chatterjee – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে ছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়।
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী (Bankim Chandra Chatterjee Short Biography in Bangali):
নাম (Name) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee) |
জন্ম (Birthday) | ২৬ শে জুন ১৮৩৮ (26th June 1838) |
অভিভাবক (Guardian) / পিতা ও মাতা | যাদবচন্দ্র চট্টোপাধ্যায় (বাবা)দূর্গাদেবী (মা) |
ছদ্দনাম (Pseudonym) | কমলাকান্ত (Kamalakanta) |
দাম্পত্যসঙ্গী (Spouse) | মােহিনীদেবী / রাজলক্ষ্মী দেবী |
পেশা (Career) | সরকারি কর্মকর্তা, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাংবাদিক |
উল্লেখযোগ্য উপন্যাস | দুর্গেশনন্দিনী , কপালকুন্ডলা , মৃণালিনী , বিষবৃক্ষ , ইন্দিরা , যুগলাঙ্গুরীয় , চন্দ্রশেখর , রাধারাণী , রজনী , কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ , আনন্দমঠ , দেবী চৌধুরানী ও সীতারাম। |
মৃত্যু (Death) | ৮ ই এপ্রিল ১৮৯৪ (8th April, 1894) |
মৃত্যুস্থান | কলকাতা ,পটলডাঙ্গায় |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় -এর বংশপরিচয় :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর মায়ের নাম দূর্গাদেবী । বঙ্কিমচন্দ্র ছিলেন তাদের তৃতীয় সন্তান । বঙ্কিমচন্দ্ররা তিন ভাই ছিলেন শ্যামাচরণ , সঞ্জীবচন্দ্র ও পূর্ণচন্দ্র । পূর্ণচন্দ্রের রচনা থেকে বঙ্কিমচন্দ্র সম্পর্কে অনেক তথ্য জানা যায় ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় -এর শিক্ষা :
কুল পুরােহিত বিশ্বম্ভর ভট্টাচার্য পাঁচ বছর বয়সে বঙ্কিমের হাতেখড়ি দেন । ভর্তি হলেন গ্রামের পাঠশালায় । রামপ্রাণ সরকার ছিলেন ঐ পাঠশালার গুরুমশাই । কোন অক্ষরই বঙ্কিমকে দ্বিতীয়বার দেখাতে হত না । গুরুমশাই অত্যন্ত অবাক হয়ে বলেছিলেন , “ এত তাড়াতাড়ি করে যদি সব লিখে ফেল তবে তােমাকে আর কতদিন পড়াতে পারব ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর শৈশব :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর সাত – আট বছর বয়সেই প্রকৃত শিক্ষা শুরু হয় । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর বাবা তখন মেদিনীপুরের ডেপুটি সন ছিলেন । ১৯৪৪ খ্রি : ছয় বৎসর বয়সে সেখানে দাদা সঞ্জীবচন্দ্রের সঙ্গে তাকেও উচ্চ ইংরেজী বিদ্যালয়ে ভর্তি করা হয় । মিঃ এফ . টিড সাহেব ছিলেন প্রধান শিক্ষক । এখানে বঙ্কিমচন্দ্র অসাধারণ মেধার পরিচয় দেন । তিনি প্রধান শিক্ষকের বিশেষ স্নেহভাজন ছিলেন ।
বঙ্কিমচন্দ্র কোন বছর অকৃতকার্য হতেন না । কয়েকবার বছরে দু’বার প্রমােশনও পেয়েছিলেন ।
বাবার বদলির জন্যও ১৮৪৯ খ্রঃ বঙ্কিমচন্দ্রকে মেদিনীপুর ত্যাগ করে আবার কাঠালপাড়ায় চলে আসতে হল । এখানে পন্ডিত শ্রীরাম ন্যায়বাগীশের কাছে সংস্কৃত ও বাংলা ভাষা শেখেন । মহাভারতের কথা বিশ্লেষণ করে বােঝাতেন পন্ডিত হলধর তর্ক চূড়ামণি ।
সে সময়ই বঙ্কিমের মনে সাহিত্যের বীজ দানা বাঁধতে লাগল । তিনি ১৮৪৯ খ্রীষ্টাব্দের ২৮ শে অক্টোবর চুঁচুড়ায় হাজি মহম্মদ মহসীন কলেজে ( হুগলী কলেজ ) বিদ্যালয় বিভাগে ভর্তি হন । সেখানে তিনি জুনিয়র বৃত্তি পরীক্ষায় বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন এবং আট টাকা বৃত্তি লাভ করেন ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর বিবাহ :
যাদবচন্দ্র ১৮৪৯ খ্রি : ফেব্রুয়ারি মাসে নারায়নপুর গ্রাম নিবাসী পাঁচ বছরের মােহিনীদেবীর সঙ্গে বঙ্কিমচন্দ্রের বিয়ে দেন ।
১৮৫৬ খ্রীষ্টাব্দে তিনি সিনিয়র বৃত্তি পরীক্ষা দেন । তাতেও প্রথম স্থান অধিকার করে কুড়ি টাকা বৃত্তি লাভ করেন । বিদ্যালয়ে পড়ার সময় থেকেই বঙ্কিমচন্দ্রের বাইরের বই পড়ার দিকে ভালােই ঝোঁক ছিল । কখনও শ্রেণীতে না গিয়ে গ্রন্থাগারে বসে নানা ধরনের বই পড়তেন । এভাবে তিনি অগাধ জ্ঞান অর্জন করেন ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর কবিতা :
কলেজে পড়ার সময় সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের গদ্য ও পদ্য লেখা বের হত । ১৮৫৩ খ্রীষ্টাব্দে তিনি সংবাদ প্রভাকর ’ -এ কবিতা প্রতিযােগিতায় অংশগ্রহণ করেন । তাঁর কবিতা ( কামিনীর প্রতি উক্তি ) সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণিত হল ও তিনি কুড়ি টাকা বৃত্তি পান । এই পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিতার এই প্রতিযােগিতার নাম দিয়েছিলেন কলেজীয় কবিতা – যুদ্ধ । মনে মনে ঈশ্বরচন্দ্রকে গুরুর আসনে বসিয়েছিলেন বঙ্কিমচন্দ্র ।
১৮৫৩ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র সংস্কৃত সাহিত্যে গভীরভাবে আত্মনিয়ােগ করেন । এ সময়েই রচনা করেন ললিতা ’ ও ‘ মানস ।
এরপর ১৮৫৭ খ্রীষ্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন । এ সময়েই কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ইংরেজী শিক্ষা :
কলেজে পড়ার সময় বঙ্কিমচন্দ্র ইংরেজী লেখায় ও পড়ায় অত্যন্ত দক্ষ হয়ে উঠেছিলেন । নবীনচন্দ্র দাসের কাছেই ইংরেজী শিক্ষায় হাতে খড়ি হয় ।
সংস্কৃত ও গণিত শাস্ত্রে তার বিশেষ দক্ষতা ছিল । গণিতের শিক্ষক যখন তাকে জ্যামিতির প্রতিপাদ্য বােঝাতেন তখন মন দিয়ে তা শুনতেন।এরপর বঙ্কিমচন্দ্র সিনিয়র বৃত্তি পরীক্ষায় পাশ করেন এবং ট্রান্সফার নিয়ে চলে এলেন প্রেসিডেন্সী কলেজে । বঙ্কিমচন্দ্র প্রেসিডেন্সী কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন ।
১৮৫৮ খ্রীষ্টাব্দে কোলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত হল বি . এ . পরীক্ষা । এই পরীক্ষা খুবই কঠিন ছিল ।ভালভাবে পড়াশুনা করে তবেই ঐ পরীক্ষা দিতে হত । এজন্য ঐ বছরই এই পরীক্ষা দেবার কথা প্রথমে চিন্তা করেন নি । হঠাৎ পরীক্ষার দুই – তিন মাস আগে মন স্থির করলেন যে , ঐ বছরেই তিনি বি . এ . পরীক্ষা দেবেন । ঐ কলেজের অধ্যাপকরা ও ছাত্ররা তাকে ঐ পরীক্ষা দিতে নিষেধও করেছিলেন । কারণ তিনি এই সাধারণ বিভাগে বিশেষ কিছুই পড়াশনা করেন নি , কোন ক্লাশও করেন নি । এভাবে কোন ক্লাশ না করেও কিছুই পড়াশুনা না করে কোন ছাত্র পরীক্ষা দিতে পারে , এটা সকলের কাছে কল্পনাতীত ছিল ।বঙ্কিমচন্দ্র এ বিষয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঐ পরীক্ষা দেন । সে বছর মােট তেরজন পরীক্ষার্থীর মধ্যে দশজন পরীক্ষা দিয়েছিলেন ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রথম বাঙালি হিসেবে গ্রাজুয়েট :
বি . এ . পরীক্ষার ফল যখন বের হল তখন চারদিকে হৈচৈ পড়ে গেল । বঙ্কিমচন্দ্র এই পরীক্ষার সর্বপ্রথম স্থান অধিকার করেছিলেন । বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু প্রথম বাঙালি হিসেবে গ্রাজুয়েট হলেন ।
বঙ্কিমচন্দ্রের এই অসাধারণ কৃতিত্বে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ , পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , ছােট লাটসাহেব , অনেক ইংরেজ সাহেব ও দেশের মনীষীগন আনন্দ প্রকাশ করেছিলেন । বঙ্কিমচন্দ্রের এই কৃতিত্বের জন্য বঙ্গ সরকারের সচিব ইয়ং সাহেব বঙ্কিমচন্দ্রকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরী গ্রহণ করতে অনুরােধ করেন । পিতার সম্মতি নিয়ে ১৮৫৮ খ্রিস্টাব্দে তিনি এই চাকরী নিয়ে চলে যান কর্মস্থল যশােরে । এই সময়েই তার সঙ্গে দীনবন্ধু মিত্রের পরিচয় হয় । এই সময়ই Rajmohan’s wife নামে একটি ইংরেজী উপন্যাস রচনার কাজেও হাত দেন তিনি ।
ইতিমধ্যে যশােরে ১৮৫৯ খ্রীষ্টাব্দে স্ত্রী মােহিনী দেবীর মৃত্যু হয় । তখন বঙ্কিমচন্দ্রের বয়স মাত্র বাইশ বছর । প্রথমা পত্নীর বিয়ােগ । ব্যথা তাকেনিথর করে তুলেছিল । এবছরেই কবি ঈশ্বরচন্দ্র গপ্তেরও মৃত্যু হয় ।
১৮৬০ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মী দেবীকে বিয়ে করেন । বঙ্কিমচন্দ্র খুলনা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে ১৮৬০ খ্রীষ্টাব্দে ৯ ই নভেম্বর যােগদান করেন । এসময় তিনি যশােহরের ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করেন । ১৮৬৪ খ্রীষ্টাব্দের ৫ ই মার্চ পর্যন্ত তিনি এই পদে ছিলেন ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর কর্মজীবন :
১৮৬৪ খ্রীষ্টাব্দে খুলনা ত্যাগ করে তিনি বারুইপুর চলে আসেন । এসময় তিনি ভয়ানক দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেন । তার লেখা Rajmohan’s wife ধারাবাহিকভাবে সম্পূর্ণ প্রকাশিত হয় ।
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ‘ দুর্গেশনন্দিনী ’ প্রকাশিত হয় ১৮৬৫ খ্রীষ্টাব্দের মার্চ মাসে । এই সময়েই পিতা যাদবচন্দ্র দানপত্র লিখে যান ।
১৮৬৭ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র আইন কলেজে ভর্তি হন । তাঁর ‘ কপালকুন্ডলা ‘ উপন্যাসটি ১৮৬৬ খ্রিঃ প্রকাশিত হয় ।
১৮৬৮ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র আবার বারুইপুরে ফিরে আসেন । এবার তিনি আইন পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নেন । ১৮৬৯ খ্রীষ্টাব্দে চাকুরিরত অবস্থায় প্রেসিডেন্সী কলেজ থেকে আইন পরীক্ষা দেন ও তৃতীয় স্থান অধিকার করেন । এ বছরেই তার মৃণালিনী ’ প্রকাশিত হয় ও ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় । তার শারীরিক অবস্থা বিশেষ ভাল না থাকায় কাশী , প্রয়াগ , দিল্লী ভ্রমণ করেন । এই উপন্যাসেই স্বদেশপ্রেমিক বঙ্কিমচন্দ্রের আবির্ভাব লক্ষ্য করা যায় ।
১৮৭০ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্রের মাতৃবিয়ােগ হয় । ইংরেজী প্রবন্ধ পাঠ করে তিনি খ্যাতিলাভ করেন । বেথুন সােসাল সায়েন্স অ্যাসােসিয়েশনের সভায় ‘ বাঙ্গালার জনসাধারণের সাহিত্য বিষয়ে ইংরেজী প্রবন্ধ পাঠ করেন ।
পরের বছর The Calcutta Review – এ ইংরেজী প্রবন্ধ Budhism Sankhya Philosophy ‘ প্রকাশিত হয় । ১৮৭৪ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র বারাসাত বদলি হন ও তারপর মালদহে বদলি হন । ১৮৭৫ খ্রীষ্টাব্দে তিনি হুগলীতে বদলি হন । বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘ বঙ্গদর্শন ‘ বাংলা সাহিত্যের উর্ষ বিধানে তিনি পাঠক সমাজের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন । বহুবিবাহ , ব্রাহ্ম সমাজের আন্দোলন , বিজ্ঞান , রাজনীতি , ইতিহাস , সমাজসংস্কার ইত্যাদি প্রসঙ্গে ‘ বঙ্গদর্শনের মূল্যবান অভিমত আজও প্রণীধানযােগ্য । ঊনবিংশ শতাব্দীতে যেসব পত্র পত্রিকা দেশের সামাজিক , রাজনৈতিকও সাংস্কৃতিক জীবনের অন্যতম মুখপাত্র হয়ে উঠেছিল‘বঙ্গদর্শন’তারমধ্যে বিশেষ অগ্রগণ্য ।
সমাজের সাধারণ মানুষের মধ্যে বঙ্কিমচন্দ্রের যােগাযােগ যে কত গভীর ছিল এবং তাঁর সমাজ সৃষ্টি যে কত সুদূরপ্রসারী তার দৃষ্টান্ত সাম্য প্রবন্ধ । মার্কসবাদের দীক্ষায় দীক্ষিত না হয়েও , বঙ্কিমচন্দ্র যে বাংলাদেশের কৃষকদের দূর্দশার কারণগুলি দেখিয়েছেন , তা আজও প্রাসঙ্গিক ।
বঙ্কিমচন্দ্র ১৮৮১ খ্রীষ্টাব্দের ১৪ ই ফেব্রুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া ডেপুটি ষ্ট্রেট ও বর্ধমান ডিভিসনের কমিশনারের অস্থায়ী সহকারীরূপে দায়িত্ব পালন করেন ।
বঙ্কিমচন্দ্রের কোন পুত্র সন্তান ছিল না । তার কন্যারা হলেন । শরৎকুমারী , নীলাজকুমারী ও উৎপলকুমারী ।
১৮৭৬ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের সম্পাদকের কার্যভার । সঞ্জীবচন্দ্রের উপর ন্যস্ত করেন । এ বছরেই তিনি দীনবন্ধু মিত্রের জীবনী ’ প্রকাশ করেন ।
১৮৮১ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্রের পিতৃবিয়ােগ হয় । এবছরেই তিনি বেঙ্গল গর্ভনমেন্টের সহকারী সচিব পদে নিযুক্ত হন । ১৮৮২ খ্রীষ্টাব্দে আলিপুরে ও ১৮৮৪ খ্রীষ্টাব্দে যশােরের শিলাইদহতে বদলি হন ।
বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় ১৮৮৫ খ্রীষ্টাব্দে ‘ ঈশ্বর গুপ্তের জীবন চরিত কবিত্ব ’ প্রকাশিত হয় । এ বছরেই বঙ্কিমচন্দ্র কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য নির্বাচিত হন ।
এরপর ১৮৮৬ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র হাওড়ায় বদলি হন ও শ্রীমদ্ভাগবত গীতার বাংলা টীকা লেখা আরম্ভ করেন।
সুদীর্ঘ তেইশ বছর বিভিন্ন সরকারী পদে অধিষ্ঠিত থেকে ১৮৯১ খ্রীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে চাকরী থেকে অবসরগ্রহণ করেন । এ বছরেই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় ।
বঙ্কিমচন্দ্র Society for Higher Training প্রতিষ্ঠা করেন । ও তার সাহিত্য শাখার স্থায়ী সভাপতি হন ।
১৮৯২ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র রায় বাহাদুর ’ উপাধি লাভ করেন ।
বঙ্কিমচন্দ্র ১৮৯৪ খ্রীষ্টাব্দের জানুয়ারী মাসে সি . আই’ই উপাধি অর্জন করেন ।
বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র একজন খ্যাতিমান ঔপন্যাসিক ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত হলেও , তিনি পরিণত বয়স পর্যন্ত কবিতা লিখেছিলেন । বঙ্কিমচন্দ্র রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘ ললিতা ।
বঙ্কিমচন্দ্র অনেক কবিতা এবং অসংখ্য চিন্তাশীল প্রবন্ধ ও প্রস্তাব রচনা করেন । চমকপ্রদ ছিল তাঁর সাহিত্য জীবন । তিনি ছিলেন । একনিষ্ঠ দেশপ্রেমিক । তার লেখা ‘ আনন্দমঠ উপন্যাস দেশবাসীকে গভীরভাবে স্বদেশিকতায় উদ্বুদ্ধ করেছিল । তারই লেখা বন্দেমাতরম্ গান আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ।
বঙ্কিমচন্দ্র যেভাবে শ্রম ও অধ্যবসায় দ্বারা নিজের জীবন গড়ে তুলেছিলেন ও দেশের মুক্তির জন্য মসী ’ ধরেছিলেন , তা এক উজ্জ্বল দৃষ্টান্ত ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর উপন্যাসসমূহ :
বঙ্কিমচন্দ্র মােট চোদ্দটি উপন্যাস রচনা করেন । উপন্যাসগুলির মধ্যে উল্লেখযােগ্য দুর্গেশনন্দিনী , কপালকুন্ডলা , মৃণালিনী , বিষবৃক্ষ , ইন্দিরা , যুগলাঙ্গুরীয় , চন্দ্রশেখর , রাধারাণী , রজনী , কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ , আনন্দমঠ , দেবী চৌধুরানী ও সীতারাম । এছাড়া তার উল্লেখযােগ্য গ্রন্থগুলি হল কৃষ্ণচরিত , লােকরহস্য , বিজ্ঞানরহস্য , ললিতা , দীনবন্ধু মিত্রের জীবনী , ধর্মতত্ত্ব , শ্রীমদ্ভাগবতগীতা প্রভৃতি ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর মৃত্যু :
১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ ই এপ্রিল বঙ্কিমচন্দ্র স্বল্পকাল রােগভােগের পর কলকাতা , পটলডাঙ্গায় অমৃতলােকে যাত্রা করেন ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | Bankim Chandra Chatterjee Biography in Bengali QNA
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর জন্ম কত সালে এবং কোথায় ?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ খ্রিস্টাব্দের ২৬ শে জুন বাংলা ১২৪৫ , ১৩ ই আষাঢ় নৈহাটির কাঠাল পাড়ায় জন্মগ্রহণ করেন ।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর মৃত্যু কত সালে এবং কোথায় ?
Ans: ১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ ই এপ্রিল বঙ্কিমচন্দ্র স্বল্পকাল রােগভােগের পর কলকাতা ,পটলডাঙ্গায় অমৃতলােকে যাত্রা করেন ।
3.বঙ্কিমচন্দ্র মােট কতটি উপন্যাস রচনা করেন ?
Ans: বঙ্কিমচন্দ্র মােট চোদ্দটি উপন্যাস রচনা করেন ।
4.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর পিতার নাম কি?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ।
5.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর মায়ের নাম কি?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর মায়ের নাম দূর্গাদেবী ।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর দাম্পত্যসঙ্গী কে ছিলেন?
Ans: রাজলক্ষ্মী দেবী।
- ভারতীয় রাষ্ট্রীয় সংগীত বন্দে মাতরম গানের রচয়িতা কে?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম কি?
Ans: দুর্গেশনন্দিনী , কপালকুন্ডলা , মৃণালিনী , বিষবৃক্ষ , ইন্দিরা , যুগলাঙ্গুরীয় , চন্দ্রশেখর , রাধারাণী , রজনী , কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ , আনন্দমঠ , দেবী চৌধুরানী ও সীতারাম।
- বঙ্কিমচন্দ্র রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
Ans: বঙ্কিমচন্দ্র রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘ ললিতা ।
- কত খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র রায় বাহাদুর ’ উপাধি লাভ করেন?
Ans: ১৮৯২ খ্রীষ্টাব্দে বঙ্কিমচন্দ্র ‘রায় বাহাদুর ’ উপাধি লাভ করেন ।
যা যা পড়তে পারেন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
Paragraph & Composition | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ, রচনা | উত্তর লিংক |
আবেদন পত্র/ Application form | উত্তর লিংক | প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান