ক্ষমতা হস্তান্তর প্রশ্নে ১৯৭১ সালের ১৬ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক শুরু হয়।
আলোচনার জন্য ভুট্টোও ঢাকায় আসেন। ২২শে মার্চ বঙ্গবন্ধু-ইয়াহিয়া-ভুট্টোর আলোচনা হয়। কিন্তু সব আলোচনাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
২৫শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন। এ রাতেই নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করে।
২৬শে মার্চ প্রথম প্রহরে (রাত ১২টা ২০ মিনিটে) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু।
পাকিস্তান সেনাবাহিনী রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেফতার করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়?
নিচে উত্তর দেওয়া হলোঃ
বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নেওয়া হয়।
(তথ্যঃঅসমাপ্ত আত্নজীবনী)
জানা অজানা
- কবে শেষবার গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু?
- কারিগরি শিক্ষা অধিদপ্তরে কম্পিউটার অপারেটর পদে চাকুরির জন্য একটি আবেদনপত্র লেখ
- উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে”-উদাহরণসহ ব্যাখ্যা কর
- সফলতার এক অনন্য নাম “আবুল মাল আবদুল মুহিত”
- বঙ্গবন্ধু প্রথম কবে তাঁর বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
- Completing Story : all the educational institutions have been closed due to Covid-19
- Write a paragraph on “The Life of a Slum Boy of your Locality”
- Peoples or Institutions Making History.
- 7th March of the Father of the Nation Bangabandhu has played a vast role to gain the independence in 1971?
- Suppose, your friend Ruma has sent you a nice present on your birthday. Now write a letter of thanks to your friend