১৯৭৫ সালের ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পরের দিন ১৬ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হয়। পরবর্তী সময়ে এ কবরস্থানকে ঘিরে গড়ে তোলা হয় সমাধিসৌধ কমপ্লেক্স।
এই কমপ্লেক্সে রয়েছে একটি পাঠাগার, জাদুঘর, গবেষণাকেন্দ্র, প্রদর্শনী কেন্দ্র, উন্মুক্ত মঞ্চ, পাবলিক প্লাজা, প্রশাসনিক ভবন, ক্যাফেটেরিয়া, বকুলতলা চত্বর ও স্যুভেনির কর্নার। প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে যান এ সমাধিসৌধে। বঙ্গবন্ধুর সমাধিসৌধের ল্যাটিচিউড ও লঙ্গিচিউড কত?
উত্তরঃ 22.906333, 89.896283.
বঙ্গবন্ধুর সমাধিসৌধের ল্যাটিচিউড ও লঙ্গিচিউড কত 22.906333, 89.896283
জানা অজানা
- এসি ডিসি ও পলিফেজ সার্কিট পাথক্য তৎখনিক মান, গড় মান, সবোচ্চ মান লিখবে
- হত্যাকাণ্ডের সময় তারা বেলজিয়াম দেশে অবস্থান করেছিলেন?
- মাত্র ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সের শিশু শেখ রাসেল নিহত হন সেই রাতে
- ৫৫ বছর ৪ মাস ২৯ দিন বছর বয়সে শাহাদতবরণ করেন বঙ্গবন্ধু
- ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়
- বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র রাঙামাটি জেলায় অবস্থিত
- ১৯৭৫ সালে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনটি জ্যামাইকা অনুষ্ঠিত হয়
- ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সংসদীয় বক্তব্যে প্রথমবারের মত “দ্বিতীয় বিপ্লবের” ঘোষণা দেন।
- ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু
- বাংলাদেশর প্রথম মিলিটারি একাডেমি কুমিল্লায় স্থাপন করা হয়
2 thoughts on “বঙ্গবন্ধুর সমাধিসৌধের ল্যাটিচিউড ও লঙ্গিচিউড কত 22.906333, 89.896283”