প্রশ্ন সমাধান: বর্তমান অর্থবছরে তাঁতবস্ত্রের উৎপাদিত পরিমাণ কত?, বস্ত্ৰ চাহিদা মেটাতে তাঁতশিল্পের অবদান কত?, মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?, বর্তমানে সরকারি সাধারণ কলেজ কতটি?
মৌল মানবিক চাহিদা কী?
উত্তর : যেসব চাহিদা ব্যতীত মানুষের সামাজিক সভ্য জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়ে সেগুলোকেই বলা হয় মৌল মানবিক চাহিদা।
David Jary & Julia Jary মৌল মানবিক চাহিদার যে সংজ্ঞা প্রদান করেছেন তা লিখ।
উত্তর : Basic human needs the conception that all human beings share fundamental needs by virtue of their humanity. The fulfillment of these full participation in social life.
মৌল মানবিক চাহিদার ইংরেজি কী?
উত্তর : Basic human needs.
David Jary & Julia Jary কোন গ্রন্থে মৌল মানবিক চাহিদার সংজ্ঞা দিয়েছেন?
উত্তর : Collins Dictionary of Sociology গ্রন্থে।
মৌল মানবিক চাহিদা সম্পর্কে মো. নূরুল ইসলাম যে সংজ্ঞা দিয়েছেন তা লিখ।
উত্তর : যেসব চাহিদা মানবজীবনের জন্য অপরিহার্য সেগুলোকে মৌল মানবিক চাহিদা বলে।
সমাজ বিজ্ঞানী টাওয়েল কয়টি মৌল মানবিক চাহিদার কথা বলেছেন?
উত্তর : সমাজ বিজ্ঞানী টাওয়েল ৬টি মৌল মানবিক চাহিদার কথা বলেছেন। যথা : খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা,চিকিৎসাও চিত্তবিনোদন।
সমাজ বিজ্ঞানী টাওয়েল কোন গ্রন্থে ৬টি মৌল মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন?
উত্তর : সমাজ বিজ্ঞানী টাওয়েল তাঁর Common Human Needs গ্রন্থে।
প্রাকৃতিক দিক থেকে মৌল মানবিক চাহিদাকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : প্রকৃতিগত দিক থেকে মৌল মানবিক চাহিদাকে দুইভাগে ভাগ করা যায়। যথা : জৈবিক মানবিক চাহিদা ও মানবিক চাহিদা।
খাদ্য কী?
উত্তর : ক্ষুধা নিবারণ ও বেঁচে থাকার জন্য আমরা যা কিছু গ্রহণ করি তাই খাদ্য।
পৃথিবীর উন্নত দেশসমূহে একজন ব্যক্তির গড়ে কত কিলো ক্যালরি খাদ্য প্রয়োজন হয়?
উত্তর : ৩০০০ কিলো ক্যালরি।
আমাদের দেশে একজন ব্যক্তি গড়ে কত কিলো ক্যালরি খাদ্য গ্রহণ করছে?
উত্তর : ২৩০০ কিলো ক্যালরি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরে কত লক্ষ মেট্রিক টন খাদ্য শস্যের উৎপাদন হয়েছিলো?
উত্তর : ৩৯২.৬৬ লক্ষ মেট্রিক টন।
২০১৩-২০১৪ অর্থ বছরে মোট খাদ্য শস্যের উৎপাদিত পরিমাণ কত?
উত্তর : ৩৭৭.৮২ লক্ষ মেট্রিক টন।চলতি ২০১৩-২০১৪ অর্থবছরে (ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত)
খাদ্যশস্যের আমদানির পরিমাণ কত?
উত্তর : ২৩.৪৪ লক্ষ মেট্রিক টন।
২০১২-২০১৩ অর্থবছরে খাদ্যশস্যের আমদানির পরিমাণ ছিলো কত?
উত্তর : ১৮.৭২ লক্ষ মেট্রিক টন।
২০১৩-২০১৪ অর্থবছরে বাজেটে কৃষিতে ভর্তুকির পরিমাণ কত?
উত্তর : ৯০০ কোটি টাকা।
২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান কত?
উত্তর : ১২.৬৪ শতাংশ হবে বলে প্রাক্কলন করা হয়েছে।
খাদ্য ঘাটতির প্রভাব লিখ?
উত্তর : খাদ্য ঘাটতির প্রভাবগুলো হলো অপর্যাপ্ত খাদ্যগ্রহণ, অপুষ্টি ও স্বাস্থ্যহীনতা, শ্রমের উৎপাদন ক্ষমতা হ্রাস, মোট উৎপাদন কম।
সরকারি হিসাব অনুযায়ী (২০০৫-২০০৬) সালে বস্ত্র উৎপাদনের পরিমাণ কত?
উত্তর : ৩৫৬৫ মিলিয়ন মিটার।
২০১৩-২০১৪ অর্থবছরে মোট কাপড় উৎপাদনের পরিমাণ কত?
উত্তর : ৩৫৫০.০০ মিলিয়ন মিটার।
তৈরি পোশাক খাতে মোট জনবল কত?
উত্তর : প্রায় ৫০ লক্ষাধিক।
দেশে রপ্তানি আয়ের কত শতাংশ বস্ত্রখাত থেকে আসে?
উত্তর : প্রায় ৮২ শতাংশ।
বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা কত?
উত্তর : ৪১৪ টি।
বর্তমানে সরকারি খাতে কটন স্পিনিং মিলের সংখ্যা কত?
উত্তর : ২২টি।
বর্তমানে বেসরকারিখাতে কটন স্পিনিং মিলের সংখ্যা কত?
উত্তর : ৩৯২টি।
তাঁতশিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কত?
উত্তর : প্রায় ১৫ লক্ষ।
বর্তমান অর্থবছরে তাঁতবস্ত্রের উৎপাদিত পরিমাণ কত?
উত্তর : ৮৩ কোটি মিটার।
বস্ত্ৰ চাহিদা মেটাতে তাঁতশিল্পের অবদান কত?
উত্তর : প্রায় ৪০ শতাংশ।
মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উত্তর : বাংলাদেশে সরকারি ৩৭৬৭২টি এবং ৬৪১৫৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।
বর্তমানে সরকারি সাধারণ কলেজ কতটি?
উত্তর : ৩৫০ টি।
সাধারণ বেসরকারি কলেজ কতটি?
উত্তর : ১৩৬১ টি।
আরো ও সাজেশন:-
HIES ২০১০ অনুযায়ী ২০১০ সাল পর্যন্ত সাক্ষরতার হার কত?
উত্তর : ৫৭.৯ শতাংশ।
HIES ২০১০ অনুযায়ী ২০১০ সাল পর্যন্ত পুরুষের সাক্ষরতার হার কত?
উত্তর : ৬১.১।
বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.৩৭ শতাংশ।
ডাক্তার প্রতি রোগীর সংখ্যা কত (আদমশুমারি ২০১১)?
উত্তর : ২৮৬০ জন।
হাসপাতালে শয্যা প্রতি জনসংখ্যা কত?
উত্তর : ১৮৬০ জন।
শতকরা কত ভাগ লোক সুপেয় পানি গ্রহণ করে?
উত্তর : ৮৭.৫৫ শতাংশ
কত শতাংশ লোক স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে?
উত্তর : ৬৬.৬ শতাংশ।
বাংলাদেশে মোট জনসংখ্যা কত?
উত্তর : ১৫ কোটি ৫৮ লক্ষ (প্রায়)।
স্থূল জন্মহার কত? (প্রতি হাজারে)
উত্তর : ১৯.২ শতাংশ।
প্রতি হাজারে স্থূল মৃত্যুহার কত?
উত্তর : ৫.৫ শতাংশ।
শিশু মৃত্যুর হার কত (প্রতি হাজারে)
উত্তর : ৩৫ জন।
প্রত্যাশিত গড় আয়ু কত?
উত্তর : ৬৯ বছর।
বাংলাদেশে শতকরা কত শতাংশ শিশু পুষ্টিহীনতার শিকার?
উত্তর : প্রায় ৫০ শতাংশ।
বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় কত সালে?
উত্তর : ১৯৬৫ সালে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বাংলাদেশের জনগণের মৌল মানবিক চাহিদা পূরণের দুটি বাধা লিখ।
উত্তর : বাংলাদেশের জনগণের মৌল মানবিক চাহিদা পূরণের পথে প্রধান দুইটি বাধা হলো- জনসংখ্যা বৃদ্ধি ও দারিদ্র্য।
বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণের ৩টি উপায় লিখ।
উত্তর : বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণের প্রধান তিনটি উপায় হলো-
ক. কৃষির আধুনীকিকরণ; খ. জনসংখ্যা নিয়ন্ত্রণ; গ. শিল্পোন্নয়ন।
বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণে সমাজকর্মের তিনটি ভূমিকা লিখ।
উত্তর : মৌল মানবিক চাহিদা পূরণে সমাজকর্মের ভূমিকা হলো চাহিদা ও সম্পদ সম্পর্কে সচেতনতা করা, চেতনা ও স্বাবলম্বী মনোভাব সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি।
বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণ না হলে কি সমস্যা সৃষ্টি হয়?
উত্তর : বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণ না হলে যে সকল সামাজিক সমস্যা সৃষ্টি হয় সেগুলো হলো -পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, অপরাধ প্রবণতা।
মৌল মানবিক চাহিদা পূরণে রাষ্ট্রের দুইটি ভূমিকা লিখ।
উত্তর : মৌল মানবিক চাহিদা পূরণে রাষ্ট্রের দুইটি ভূমিকা হলো মৌল মানবিক চাহিদা পূরণের নিশ্চয়তা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা।
মৌল মানবিক চাহিদা পূরণে পরিবারের ভূমিকা কী?
উত্তর : মৌল মানবিক চাহিদা পূরণে পরিবারের ভূমিকা হলো- পরিবারের সকল সদস্যদের মৌল মানবিক চাহিদা পূরণে নিশ্চয়তা প্রদান, সমস্ত সম্পদের সদ্ব্যবহার, কৃষির উৎপাদন বৃদ্ধি।
এদেশে সার্বিক চিত্তবিনোদন ব্যবস্থাকে কয়টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে?
উত্তর : এদেশের চিত্তবিনোদন ব্যবস্থাকে দুইটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন- ক. গ্রামীণ সমাজের চিত্তবিনোদন ব্যবস্থা, খ. শহুরে সমাজের চিত্তবিনোদন ব্যবস্থা।
গ্রামীণ সমাজে চিত্তবিনোদনের মাধ্যমগুলো কী কী?
উত্তর : গ্রামীণ সমাজে চিত্তবিনোদনের মাধ্যমগুলো হলো যাত্রাগান, সারিগান, পুঁথিপাঠ, কানামাছি, হাডুডু, রেডিও টেলিভিশন ইত্যাদি।
শহুরে চিত্তবিনোদনের মাধ্যমগুলো কী কী?
উত্তর : শহুরে চিত্তবিনোদনের মধ্যে রয়েছে পার্ক, সিনেমা হলো, নাট্যমঞ্চ, চিড়িয়াখানা, যাদুঘর ইত্যাদি।
বাংলাদেশে চিত্তবিনোদন ব্যবস্থা নিশ্চিত করার জন্য দুইটি প্রধান করণীয় লিখ।
উত্তর : বাংলাদেশে চিত্তবিনোদন ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধান দুইটি করণীয় হলো- সচেতনতা সৃষ্টি ও সরকারি নীতিমালা প্রণয়ন।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
আপনার জন্য আমাদের ক্যাটাগরি
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy