প্রশ্ন সমাধান: বস্তুর ওজন ও বস্তুর ভর পার্থক্য, বস্তুর ওজন vs বস্তুর ভর পার্থক্য, বস্তুর ওজন ও বস্তুর ভর তুলনামূলক আলোচনা, বস্তুর ভর ও বস্তুর ওজন মধ্যে পার্থক্য
বস্তুর ভর ও ওজনের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে যা নিচে আলোচনা করা হলো–
ভর (Mass)
- কোনো বস্তুতে বিদ্যমান পদার্থের মোট পরিমাণকে ভর বলে।
- ভর এর মাত্রা সমীকরণ [M]
- ভরকে “m” দ্বারা প্রকাশ করা হয়।
- ভর একটি স্কেলার রাশি।
- ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম বা কেজি।
- কোনো বস্তু যে পরমাণু অণু দিয়ে গঠিত তার সংখ্যা ও সংযুক্তি দিয়ে ঐ বস্তুর ভর বের করা যায়।
- কোনো বস্তুর ভর স্থানভেদে পরিবর্তিত হয় না। ইহা বস্তুর মৌলিক ধর্ম।
- সাধারণ নিক্তি দিয়েই ভর মাপা যায়।
ওজন (Weight)
- কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে।
- ওজন এর মাত্রা সমীকরণ [MLT-2]
- ওজনকে “w” দ্বারা প্রকাশ করা হয়।
- ওজন যেহেতু এক প্রকার বল সেহেতু ওজন একটি ভেক্টর রাশি। এর দিক পৃথিবীর কেন্দ্রের দিকে।
- ওজনের একক নিউটন।
- কোন বস্তুর ভরকে ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে গুণ করলে ঐ বস্তুর ওজন পাওয়া যায়।
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। স্থানভেদে “g” এর মান পরিবর্তিত হওয়ায় বস্তর ওজন ও পরিবর্তিত হয়।
- স্প্রিং নিক্তি, তুলাযন্ত্র ইত্যাদি দিয়ে ওজন মাপা হয়।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কি কি ব্যবস্থা প্রচলিত আছে বিস্তারিত লিখুন
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication