বহুনির্বাচনী প্রশ্ন একাদশ-দ্বাদশ – ফিন্যান্স ২য় পত্র ১০ ম অধ্যায় , পাঠ -১

বীমা সম্পর্কে মৌলিক ধারণা

১। প্রাচীন যুগে বীমাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে—

        i. ব্যাবিলনীয়রা  

        ii. গ্রিকরা         

        iii. বার্মিজরা   

        নিচের কোনটি সঠিক?

        ক) i ও ii           খ) ii ও iii   গ) i ও iii     ঘ) i, ii ও iii   

২। IDRA কত সালে প্রতিষ্ঠিত হয়?

        ক) ২০০৯          খ) ২০১০   গ) ২০১১      ঘ) ২০১২ 

৩। কোন দেশে বীমার প্রচলন ঘটে?

        ক) রাশিয়া        খ) জার্মানি  গ) ইতালি ঘ) ভারত

৪। বীমা ব্যবসায়ের উৎপত্তির ক্রম হলো—

        ক) জীবন>নৌ>অগ্নি> দুর্ঘটনা 

        খ) নৌ>জীবন>অগ্নি> দুর্ঘটনা   

        গ) নৌ>অগ্নি>জীবন> দুর্ঘটনা  

        ঘ) অগ্নি>নৌ>জীবন> দুর্ঘটনা

৫। বীমাকৃত বিষয়বস্তুতে বীমাগ্রহীতার আর্থিক স্বার্থকে কী বলে?

        ক) বীমা স্বার্থ      খ) আইনগত স্বার্থ         
           গ) বীমাযোগ্য স্বার্থ                ঘ) মুনাফা অর্জনের স্বার্থ

৬। জীবন বীমা চুক্তির অপরিহার্য উপাদান হচ্ছে—

     ক) মানবজীবনের সঙ্গে সংশ্লিষ্টতা        খ) বস্তুগত বীমাযোগ্য স্বার্থ      
     গ) মনোনয়নযোগ্য      ঘ) হস্তান্তরযোগ্য

৭। বীমাযোগ্য স্বার্থ সৃষ্টির জন্য বীমাকৃত সম্পত্তির ওপর বীমাগ্রহীতার কী থাকতে হবে?

        ক) অধিকার     খ) বিশ্বাস           

        গ) মালিকানা                  ঘ) নিশ্চয়তা

৮। মি. মাইকেল এবং ই বীমা কোম্পানি বেশ কিছু শর্ত উল্লেখ করে একটি বীমা চুক্তি করে। তাদের এই বীমা চুক্তির শর্তকে পালন করতে বাধ্য থাকবে?

ক) বীমাকর্মী খ) বীমাকারী গ) বীমাগ্রহীতা ঘ) উভয় পক্ষ

৯। যে ঝুঁকির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম তাকে কী ঝুঁকি বলা হয়?

        ক) আদর্শিক      খ) উত্তম আদর্শিক         
       গ) উপ-আদর্শিক             ঘ) অবীমাযোগ্য

১০। নিচের কোনটি বীমার উদ্দেশ্য নয়?

        ক) আর্থিক নিরাপত্তা   খ) ঝুঁকি বণ্টন 

        গ) ঝুঁকি দূরীকরণ   ঘ) মানবকল্যাণ

১১। রুগ্ণ বীমার সর্বপ্রথম কোন দেশে প্রচলন ঘটে?
ক) রাশিয়া খ) জার্মানি গ) ইতালি ঘ) ভারত

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর – ১. ক ২. খ ৩.গ ৪.গ ৫. গ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ।

H.S.C

Leave a Comment