বীমা সম্পর্কে মৌলিক ধারণা
১। প্রাচীন যুগে বীমাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে—
i. ব্যাবিলনীয়রা
ii. গ্রিকরা
iii. বার্মিজরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২। IDRA কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ২০০৯ খ) ২০১০ গ) ২০১১ ঘ) ২০১২
৩। কোন দেশে বীমার প্রচলন ঘটে?
ক) রাশিয়া খ) জার্মানি গ) ইতালি ঘ) ভারত
৪। বীমা ব্যবসায়ের উৎপত্তির ক্রম হলো—
ক) জীবন>নৌ>অগ্নি> দুর্ঘটনা
খ) নৌ>জীবন>অগ্নি> দুর্ঘটনা
গ) নৌ>অগ্নি>জীবন> দুর্ঘটনা
ঘ) অগ্নি>নৌ>জীবন> দুর্ঘটনা
৫। বীমাকৃত বিষয়বস্তুতে বীমাগ্রহীতার আর্থিক স্বার্থকে কী বলে?
ক) বীমা স্বার্থ খ) আইনগত স্বার্থ
গ) বীমাযোগ্য স্বার্থ ঘ) মুনাফা অর্জনের স্বার্থ
৬। জীবন বীমা চুক্তির অপরিহার্য উপাদান হচ্ছে—
ক) মানবজীবনের সঙ্গে সংশ্লিষ্টতা খ) বস্তুগত বীমাযোগ্য স্বার্থ
গ) মনোনয়নযোগ্য ঘ) হস্তান্তরযোগ্য
৭। বীমাযোগ্য স্বার্থ সৃষ্টির জন্য বীমাকৃত সম্পত্তির ওপর বীমাগ্রহীতার কী থাকতে হবে?
ক) অধিকার খ) বিশ্বাস
গ) মালিকানা ঘ) নিশ্চয়তা
৮। মি. মাইকেল এবং ই বীমা কোম্পানি বেশ কিছু শর্ত উল্লেখ করে একটি বীমা চুক্তি করে। তাদের এই বীমা চুক্তির শর্তকে পালন করতে বাধ্য থাকবে?
ক) বীমাকর্মী খ) বীমাকারী গ) বীমাগ্রহীতা ঘ) উভয় পক্ষ
৯। যে ঝুঁকির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম তাকে কী ঝুঁকি বলা হয়?
ক) আদর্শিক খ) উত্তম আদর্শিক
গ) উপ-আদর্শিক ঘ) অবীমাযোগ্য
১০। নিচের কোনটি বীমার উদ্দেশ্য নয়?
ক) আর্থিক নিরাপত্তা খ) ঝুঁকি বণ্টন
গ) ঝুঁকি দূরীকরণ ঘ) মানবকল্যাণ
১১। রুগ্ণ বীমার সর্বপ্রথম কোন দেশে প্রচলন ঘটে?
ক) রাশিয়া খ) জার্মানি গ) ইতালি ঘ) ভারত
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর – ১. ক ২. খ ৩.গ ৪.গ ৫. গ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ।
H.S.C
- একাদশ-দ্বাদশ – ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, বীমা সম্পর্কে মৌলিক ধারণা ১০ অধ্যায়
- একাদশ-দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান ২য় পত্র, ৩য় অধ্যায়, নগদ প্রবাহ বিবরণী
- H.S.C – Preparation বিষয়: হিসাব বিজ্ঞান ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন
- ৭ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে
- SMS এইচএসসির ফলাফল জানা নিয়ম
- ‘SSC পরীক্ষা জুনে, HSC আগস্টে’
- নীতিমালা চূড়ান্ত, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে জানুয়ারিতে
- অধ্যাদেশ জারি হচ্ছে এইচএসসির ফল প্রকাশের আগে
- মার্কশীট ও নম্বরসহ এইচএসসি ও আলিম পরীক্ষার রেজাল্ট ২০২০
- স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট