বহু নির্বাচনী প্রশ্ন – এইচএসসি প্রস্তুতি, পাঠ-১,৪র্থ অধ্যায়, বিষয়: হিসাব বিজ্ঞান ২য়

বহু নির্বাচনী প্রশ্ন – এইচএসসি প্রস্তুতি, পাঠ-১,৪র্থ অধ্যায়, বিষয়: হিসাব বিজ্ঞান ২য়
চতুর্থ অধ্যায়

যৌথ মূলধনী কম্পানির মূলধন

১। যৌথ মূলধনী কম্পানির গঠনতন্ত্র কোনটি?

 ক) স্মারকলিপি

 খ) বিবরণপত্র 

 গ) নিবন্ধনপত্র

 ঘ) পরিমেল নিয়মাবলি

২। কোনটিকে কম্পানির সংবিধান বলা হয়?

 ক) সংঘস্মারক

 খ) পরিমেল নিয়মাবলি

 গ) কার্যারম্ভের অনুমতিপত্র    ঘ) বিবরণপত্র

৩। পাবলিক লিমিটেড কম্পানির জন্য সর্বনিম্ন সদস্যসংখ্যা কত?

 ক) ২ জন    খ) ৭ জন    গ) ১০ জন  

 ঘ) ২০ জন

৪। পাবলিক লিমিটেড কম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে অবলেখক কী পান?

 ক) কমিশন   খ) বাট্টা     গ) মুনাফা    ঘ) সুদ

৫। কম্পানির শেয়ার অধিহার—

 ক) মুনাফাজাতীয় আয়  খ) মূলধনজাতীয় আয়

 গ) মুনাফাজাতীয় ব্যয়  ঘ) মূলধনজাতীয় ব্যয়

৬। মুন কম্পানির অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ ৯০% এবং বিলীকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের ৭০% হলে বিলীকৃত মূলধনের পরিমাণ কত টাকা?

 ক) ২,০০,০০০ টাকা খ) ১,৮০,০০০ টাকা

 গ) ১,৪০,০০০ টাকা ঘ) ১,২৬,০০০ টাকা

৭। কম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কী বলে?

 ক) প্রাথমিক শেয়ার   খ) মাধ্যমিক শেয়ার

 গ) অগ্রাধিকার শেয়ার  ঘ) অধিকার শেয়ার

৮। বাট্টায় শেয়ার ইস্যুকরণ হলো—

 ক) অভিহিত মূল্য থেকে কম মূল্যে শেয়ার ইস্যু করা

 খ) অভিহিত মূল্য থেকে বেশি মূল্যে শেয়ার ইস্যু করা

 গ) অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করা

 ঘ) অধিহারে শেয়ার ইস্যু করা

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ক।

H.S.C

Leave a Comment