অনার্স ২য় বর্ষের বাংলাদেশের করবিধি সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) সুপার সাজেশন Department of : Accounting & Other Department Subject Code: 222503 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
PDF Download বাংলাদেশের করবিধি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন, বাংলাদেশের করবিধি অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলাদেশের করবিধি সাজেশন অনার্স ২য় বর্ষের, অনার্স ২য় বর্ষ বাংলাদেশের করবিধি সাজেশন, বাংলাদেশের করবিধি অনার্স ২য় বর্ষ সাজেশন
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
বাংলাদেশের করবিধি অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. করপাত বলতে কি বুঝ?
উত্তর : করপাত হচ্ছে করের ‘চূড়ান্ত আশ্রয়স্থল’। যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায়। করের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলে।
২. অ্যাপিলেট ট্রাইবুনাল কি?
উত্তর : আয়কর অধ্যাদেশের ১১ ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ নিয়োগপ্রাপ্ত হন। এটি আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
৩. আংশিক কৃষি আয় কি?
উত্তর : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২৬(২) ধারার বিধান অনুযায়ী রাবার/চা বাগানের আয় (৬০% কৃষি ও ৪০% অকৃষি) তামাক শিল্পে আয়ের সমান (কৃষি ও সিগারেট এবং তামাকের বাজার মূল্যের পার্থক্য) ইত্যাদিকে আংশিক কৃষি খাতে আয় বলা হয়।
৪. এডাম স্মিথ উল্লেখিত করের চারটি নীতির নাম লিখ।
উত্তর : প্রখ্যাত অর্থনীতিবিদ এডাম স্মিথ করের ৪টি নীতির কথা নিম্নে উল্লেখ করা হল। যথা :
১. সমতার নীতি (Canon of equality)
২. নিশ্চয়তা নীতি (Canon of certainty)
৩. সুবিধার নীতি (Canon of convenience)
৪. মিতব্যায়িতার নীতি (Canon of economy)
৫. করমুক্ত আয় কি?
উত্তর : যে সকল আয় কোন করদাতার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোট আয়ের অন্তর্ভুক্ত করা হয় কিন্তু পরে গড় হারে রেহাই দেয়া হয় সে সকল আয়কে করমুক্ত আয় বলে।
৬. প্রত্যক্ষ কর কি?
উত্তর : যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
৭. অর্থ আইন কি?
উত্তর : সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার, ন্যূনতম করযোগ্য সামা, নতুন কর আরোপ বা কর অব্যহিত ইত্যাদি ঘোষণা করা থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন করে তাকে অর্থ আইন বলে।
৮. আনুতোষিক কি?
উত্তর : চাকুরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে এককালির যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলে।
৯. বার্ষিক বৃত্তি কি?
উত্তর : নিয়োগ কর্তার নিকট হতে কর্মী নির্দিষ্ট বছরের ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে তাকে বার্ষিক বৃত্তি বলে।
১০. জিরো কুপন বন্ড কি?
উত্তর : যে সকল বন্ড সিকিউরিটি একচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত এবং সমমূল্যের নিচে উল্লেখ্য কোন হারে বাট্টা প্রদানের নিমিত্তে ইস্যু করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে।
১১. কর অবকাশ কি?
উত্তর : কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময় কালকে কর অবকাশ বলে।
১২. ফট্কা কারবার কি?
উত্তর : অস্বাভাবিক মুনাফা লাভের আশায় ষ্টক বা শেরারসহ অন্যান্য যেকোন পণ্য দ্রব্য প্রকৃত হস্তান্তর ব্যতিরেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়। এরূপ অনিশ্চিত উদ্যোগকে ফটকা কারবার বলে।
১৩. ২০১৩-১৪ করবর্ষে ব্যক্তি করদাতার ন্যূনতম কর দায় কত?
উত্তর : তিন হাজার টাকা।
১৪. করবর্ষ কি?
উত্তর : যে আর্থিক বছরের করদাতার আয়কর নির্ধারণ করা হয়। সেই আর্থিক বছরই তার করবর্ষ বা কর নির্ধারণী বর্ষ। সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে করবর্ষ বলে।
১৫. কর সঞ্চালন বলতে কি বুঝায়?
উত্তর : যার উপর প্রাথমিক করধার্য করা হয় সে যদি করভার শেষ পর্যন্ত অন্যের উপর চালিয়ে দিতে পারে তাহলে করভার অন্যের উপর চাপিয়ে দেওয়ার কার্যাবলিকে কর সঞ্চালন বা কর চালান বলে।
১৬. করের সমতার নীতি কি?
উত্তর : দেশের প্রত্যেক নাগরিক তার নিজ নিজ সামর্থ্য বা আয় অনুযায়ী কর প্রদান করব এমন নীতিকে করের সামর্থ্যের নীতি বলে।
১৭. সুদের মোটাঙ্কিতকরণ কি?
উত্তর : করদাতা যে সকল ক্ষেত্রে নিট সুদ প্রাপ্ত হয় ঐ সকল ক্ষেত্রে প্রাপ্ত সুদকে মোটসুদে পরিণত করার প্রক্রিয়াকে সুদের মোটাঙ্কিতিকরণ বলে।
১৮. মূল্য সংযোজন কর কত প্রকার ও কি কি?
উত্তর : মূল্য সংযোজন কর তিন প্রকার ।
১. মূসক কর; ২. টার্ণওভার কর এবং ৩. সম্পূরক কর ।
১৯. TIN এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Tin = Tax Payers Identification Number.
২০. শুল্ক কি?
উত্তর : পণ্য দ্রব্য বা সেবার উপর ধার্যকৃত করকে শুল্ক বলে।
২১. বেতন খাতে আয় বলতে কি বুঝ?
উত্তর : কোন করদাতা তার নিয়োগ কর্তার নিকট হতে শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে বেতন বা মজুরিসহ অন্যান্য যে সকল সুবিধা পেয়ে থাকে, তাদের সমষ্টিই করদাতার বেতন খাতে আয়।
২২. গৃহসম্পত্তি খাতে আয় বলতে কি বুঝ?
উত্তর : ভাড়া দেয়া গৃহ অথবা গৃহসংলগ্ন ভূমি হতে ন্যায় ও যুক্তিসঙ্গত উপায়ে নির্ণীত আয় করদাতার গৃহ সম্পত্তি খাতে আয় বলে বিবেচিত।
২৩. কর অগ্রিম সরকারি সিকিউরিটি কী?
উত্তর : যে সব সরকারি সিকিউরিটি হতে অগ্রিম কর কেটে রাখা হয় তাকে কর অগ্রিম সরকারি সিকিউরিটি বলে।
২৪. সিকিউরিটির সুদ কী?
উত্তর : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২২ ধারা অনুসারে সরকারি বা অনুমোদিত সিকিউরিটি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র হতে যে সুদ পাওয়া যায় তাকে সিকিউরিটির সুদ বলে।
২৫. কর নির্ধারণ কি?
উত্তর : কর নির্ধারণ বলতে কর বা শুল্ক আইনের আওতায় কর নির্ধারণ এবং ভবিষ্যত প্রাপ্তব্য সুবিধা পাওয়ার জন্য প্রদত্ত বিশেষ করকে বুঝায়।
২৬. কর পরিদর্শনের সংজ্ঞা দাও।
উত্তর : আয়কর অধ্যাদেশের ২(৩৭) ধারা অনুযায়ী ৩ ধারার অধীনে নিযুক্ত ব্যক্তিকে কর পরিদর্শক বলে। এরা ডেপুটি কর কমিশনার কর্তৃক নিযুক্ত হন।
২৭. টার্নওভার কর কী?
উত্তর : যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ৪০ লাখ টাকার কম সে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান ১৫% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে ৪% হারে যে কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে।
২৮. পৌর কর কাকে বলে?
উত্তর : কোন শহর বা পৌর এলাকায় পণ্য দ্রব্য ঢোকার সময় তার উপর যে কর প্রদান করা হয় তাকে পৌর কর বলে।
২৯. বেতন পূরক কাকে বলে?
উত্তর : কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকুরির শর্তানুসারে আয়বর্ষে বেতন ছাড়াও যে সকল সুযোগ সুবিধা পায় বা ভোগ করে থাকে তাকে বেতন পূরক বলে।
৩০. অ-নিঃশেষিত অবচয় কি?
উত্তর : কোন নির্দিষ্ট আয় বছরে কারবারে কোন মুনাফা না হলে বা মুনাফার পরিমাণ অবচয় হতে কম হলে অবচয়ের যে অংশটুকু সমন্বয় করা যায় না তাকে অনিঃশেষিত অবচয় বলে।
৩১. লোকসান পূরণ বলতে কি বুঝ?
উত্তর : আয়বর্ষে কোন করদাতার এক বা একাধিক খাতে লোকসান একই খাতের অন্য উৎসের লাভ দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করা যায়। এরূপ একখাতের লোকসান একই খাতের অন্যান্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করাকে লোকসান পূরণ বলা হয়।
৩২. সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর : অর্থ শাস্ত্রের যে শাখায় সরকারের আয়-ব্যয় এবং ঋণসংক্রান্ত নীতি ও পদ্ধতি আলোচনা করা হয় তাকে অর্থব্যবস্থা বলে।
৩৩. সরকারি আয়ের উৎসসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : দুই ভাগে যথা- ১. রাজস্ব; ২. রাজস্ব বহির্ভূত আয়।
৩৪. ব্যক্তিগত অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর : যে অর্থ ব্যবস্থায় ব্যক্তির আয়-ব্যয় এবং ব্যক্তির কল্যাণ সম্পর্কিত বিষয় পর্যালোচনা করা হয় তাকে অর্থব্যবস্থা বলে।
৩৫. সামাজিক নিরাপত্তা কাকে বলে?
উত্তর : আর্থিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকারকে দেশের দরিদ্র, বেকার জনগোষ্ঠী বৃদ্ধি ও অসহায় মানুষের ভাতা ও পেনশনের যে ব্যবস্থা করতে হয় তাকে সামাজিক নিরাপত্তা বলে।
৩৬. কর অবকাশ কি?
উত্তর : কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময় কালকে কর অবকাশ বলে।
৩৭. আয়করের সংজ্ঞা দাও।
অথবা, আয়কর কাকে বলে?
উত্তর : কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।
৩৮. ভারতীয় উপমহাদেশে আয়কর প্রথা চালু হয় কত সালে?
উত্তর : ১৮৬০ সালে।
৩৯. কর অনুসন্ধান কমিশন কত সালে করা হয়?
উত্তর : কর অনুসন্ধান কমিশন ১৯৭৬ সালে করা হয়।
৪০. আয়কর প্রত্যক্ষ না পরোক্ষ কর?
উত্তর : আয়কর একটি প্রত্যক্ষ কর।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বাংলাদেশের করবিধি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো উপস্থাপন কর।
২. কর ফাঁকি কী? কর এড়ানোর সাথে এর পার্থক্য কী?
৩. কপট লেনদেন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা কর।
৪. নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব হান্নানের ২০১৭-২০১৮ আয়বর্ষের জন্য সিকিউরিটির সুদ খাতে করযোগ্য আয় গণনা কর।
(i) করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ৮,০০০ টাকা;
(ii) ১২% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ৯,০০০ টাকা;
(iii) ১৮% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য ২০,০০০ টাকা;
(iv) জিরো কুপন বন্ডের সুদ ১২,০০০ টাকা। উপরোক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক ৩,২৬০ টাকা চার্জ করেছে।
এছাড়া ১২% অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য তিনি ৮% সুদে ৪০,০০০ টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন।
৫. করদাতার শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৬. করবর্ষের সংজ্ঞা দাও। কোন পরিস্থিতিতে করবর্ষ এবং আয়বর্ষ একই হতে পারে?
৭. সরকারি অর্থ ব্যবস্থা কী? সরকারি রাজস্বের চারটি উৎসের নাম লিখ।
৮. প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও।
৯. কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কি কি?
১০. নিম্নলিখিত তথ্যাবলি হতে মিঃ ফুয়াদ এর ২০১৭-২০১৮ আয়বর্ষে কৃষিখাতের মোট আয় নির্ণয় কর :
(i) ধান বিক্রয় : প্রতিমন ৭০০ টাকা দরে ২০ মন।
(ii) পাট বিক্রয় : প্রতিমন ১,০০০ টাকা দরে ২৫ মন।
(iii) চা বাগান হতে আয় : ৫০,০০০ টাকা।
(vi) পোল্ট্রি ও ডেইরী ফার্মের আয়: ২৫,০০০ টাকা।
১১. কারবার বা পেশা খাতের লোকসান পূরণের আইনগত বিধানাবলি বর্ণনা কর।
১২. মিঃ কামাল একটি স্টেশনারী দোকানের মালিক। ০১-০৭-২০১৭ তারিখ থেকে ৩০-০৬-২০১৮ তারিখ পর্যন্ত তার-
(i) মোট বিক্রয়ের পরিমাণ ছিল ১০,০০,০০০ টাকা। (ii) বিক্রীত মালামালের ব্যয় ৬,০০,০০০ টাকা।
(iii) কর্মচারীদের বেতন ৬০,০০০ টাকা।
(iv) দোকান ভাড়া, পরিবহন ও অন্যান্য ১,০০,০০০ টাকা।
(v) দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা।
(vi) গত বছরের লোকসানের পরিমাণ ছিল ১০,০০০ টাকা।
করণীয় : ব্যবসায় খাতে মোট আয় নির্ণয় কর।
১৩. মূল্য সংযোজন করের বৈশিষ্ট্যসমূহ লিখ।
১৪. উৎসে কর কর্তন বলতে কি বুঝ? উৎসে কর কর্তন করা হয় এমন চারটি আয়ের নাম লিখ।
১৫. অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের জন্য অবশ্যপালনীয় শর্তাবলি লিখ।
১৬. নিম্নলিখিত তথ্যাবলি হতে মিঃ নাহিদ এর ২০১৮-২০১৯ করবর্ষের অন্যান্য উৎস খাতের মোট আয় নির্ণয় কর:
(i) পাবলিক লিঃ কোম্পানির লভ্যাংশ হতে আয় ৪৫,০০০ টাকা।
(ii) ব্যাংক সঞ্চয়ী হিসাবের সুদ প্রাপ্তি ৯,০০০ টাকা।
(iii) প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি ১০,০০০ টাকা।
(iv) জন্মদিনের উপহার প্রাপ্তি ৫,০০০ টাকা।
(v) মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ প্রাপ্তি ২৭,০০০ টাকা।
১৭. বাংলাদেশে কর ফাঁকি ও কর এড়ানোর কারণ আলোচনা কর।
১৮. বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নির্ণয় করবে?
১৯. নিম্নলিখিত তথ্যাবলি হতে মি. রাজীব এর ২০১৭-২০১৮ আয়বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় কর-
(ক) ১০% করমুক্ত সরকারি সিকিউরিটি ৬৫,০০০ টাকা।
(খ) কর অগ্রিম সরকারি সিকিউরিটির ৫,০০০ টাকা।
(গ) অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ১৫,০০০ টাকা।
(ঘ) অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ১০,০০০ টাকা।
(ঙ) জিরো কুপন বন্ডের আয় ২০,০০০ টাকা।
করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ এবং জিরো কুপন বন্ডের সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে ১৭৫ টাকা, ২২৫ টাকা ও ৩০০ টাকা। বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক ৭০০ টাকা কর্তন করে। এ অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে ৬% সুদে ১,২০,০০০ টাকা ঋণ গ্রহণ করা হয়।
২০. করঘাত এবং করপাত বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
২১. অকরধার্য আয় এবং রেয়াতযোগ্য আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
২২. মি. শাহীন এর ঢাকার মিরপুরে একটি বাড়ি আছে। বাড়িটির অর্থেক মাসিক ১৫,০০০ টাকায় ভাড়া দেয়া হয়েছে এবং অ অর্ধাংশে তিনি নিজে বাস করেন। বাড়িটির পৌরমূল্য ৪,৮০,০০০ টাকা। এ বছরে বাড়িটির খরচ নিম্নরূপ ছিল : ভূমি উন্নয়ন কর ১,০০০ টাকা; মেরামত খরচ ১৮,০০০ টাকা; দারোয়ানের বেতন ৬০,০০০ টাকা; হাউস বিল্ডিং ফাইন কর্পোরেশনের সুদ ৩৬,০০০ টাকা; পৌরকর ৬,০০০ টাকা; বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা। বাড়িটি বছরে ১ মা খালি ছিল।
মি. শাহীন -এর ২০১৭-২০১৮ আয়বর্ষে গৃহ-সম্পত্তি খাতে আয় নির্ণয় কর।
২৩. শুল্ক আইন অনুসারে আমদানি নিষিদ্ধ দ্রব্যের বর্ণনা দাও।
২৪. আয়কর আইনের দৃষ্টিকোণ হতে আয় বলতে কি বুঝ?
অথবা, আয়কর আইনের দৃষ্টিকোণ হতে আয় কি?
২৫. আয়কর আইনের দৃষ্টিতে আয়ের বৈশিষ্ট্য আলোচনা কর।
২৬. বাংলাদেশের প্রেক্ষাপটে আয়করের গুরুত্ব আলোচনা কর।
২৭. আয়করের সংজ্ঞা দাও এবং আয়করের কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ কর।
২৮. আয়কর ধার্যের গুরুত্ব আলোচনা কর।
অথবা, আয়কর ধার্যের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
২৯. বাংলাদেশে আয়কর ধার্যের সমস্যাবলি বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের আয়কর ধার্যের অসুবিধাসমূহ লিখ।
৩০. আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৩১. কর ধার্যের উদ্দেশ্যে আয়ের প্রকারভেদ আলোচনা কর।
৩২. আয়কর আদায় পদ্ধতি বর্ণনা কর।
অথবা, আয়করের আদায় প্রক্রিয়া কি কি? আলোচনা কর।
৩৩. কর নির্ধারণে আয়ের শ্রেণিবিভাগের প্রভাব বর্ণনা কর।
অথবা, আয়কর নির্ধারণে এদের প্রভাব দেখাও
অথবা, কর নির্ধারণে বিভিন্ন শ্রেণির আয়ের প্রভাব আলোচনা কর।
৩৪. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা আলোচনা কর।
অথবা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আয়করের গুরুত্ব ও ভূমিকা বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের প্রেক্ষাপটে আয়করের গুরুত্ব আলোচনা কর।
৩৫. অভ্যন্তরীণ সম্পদ আহরণে অবদানের ক্ষেত্রে আয়করের গুরুত্ব বর্ণনা কর।
৩৬. লোকসান পূরণ ও লোকসানের জেরটানা বলতে কি বুঝ?
অথবা, লোকসান পূরণ লোকসানের জেরটানা কাকে বলে?
৩৭. লোকসান পূরণ ও লোকসানের জের টানা সংক্রান্ত আইনের বিধান আলোচনা কর।
অথবা, কোম্পানির লোকসান পূরণ ও জের টানার বিধান আলোচনা কর।
৩৮. লোকসান পূরণ ও লোকসানের জের টানার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, লোকসান পূরণ ও লোকসানের জের টানার মধ্যে তুলনা কর।
৩৯. কপট লেনদেন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা কর।
৪০. কপট লেনদেন বলতে কি বুঝ? উদাহরণসহ আলোচনা কর।
PDF Download বাংলাদেশের করবিধি অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. করের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা কর।
২. মিঃ শিহাব একজন সরকারি কর্মকর্তা। ঢাকার মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে। তিনি বাড়িটির দোতলায় বাস করেন এবং নীচতলা মাসিক ১৫,০০০ টাকায় ভাড়া দেয়া হয়েছে। বাড়িটির পৌরমূল্য ৩,০০,০০০ টাকা। উক্ত বছরে বাড়িটির খরচ নিম্নরূপ ছিল :
(i) ভূমি উন্নয়ন কর ১,০০০ টাকা।
(ii) পৌর কর ৫,০০০ টাকা।
(iii) মেরামত খরচ ৬,০০০ টাকা।
(iv) ভাড়া আদায় খরচ ৫০০ টাকা।
(v) হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ ৩০,০০০ টাকা।
(vi) উক্ত বছরে বাড়িটি দুইমাস কোন ভাড়াটিয়া ছিল না।
উক্ত বছরের তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ : (ক) তার স্ত্রীকে প্রদান ১০,০০০ টাকা।
(খ) ডিপোজিট পেনশন স্কীমে জমা ৬,০০০ টাকা।
(গ) কল্যাণ তহবিল ৫,০০০ টাকা এবং গোষ্ঠী বিমায় ৩,০০০ টাকা চাঁদা প্রদান।
(ঘ) সরকারি যাকাত তহবিলে প্রদান ২,০০০ টাকা।
করণীয় : ২০১৭-২০১৮ করবর্ষ অনুযায়ী গৃহসম্পত্তি খাতে মিঃ শিহাবের মোট আয় ও করদায় নির্ণয় কর।
৩. জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মূখ্য কর্মকর্তা। ২০১৮ সালের ৩০ জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ:
(i) মাসিক মূল বেতন ২৫,০০০ টাকা।
(ii) মহার্ঘভাতা মূলবেতনের ২০%।
(iii) চিকিৎসাভাতা মাসিক ১,০০০ টাকা।
(iv) উৎসব বোনাস দুইমাসের মূলবেতনের সমপরিমাণ।
(v) আপ্যায়নভাতা মাসিক ১,৫০০ টাকা (প্রকৃত খরচ ১২০০ টাকা)।
(vi) বাড়িভাড়া ভাতা মূলবেতনের ৬০%।
(vii) যাতায়াত ভাতা মাসিক ৩,০০০ টাকা।
(vii) তিনি তার মূল বেতনের ১০% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন; তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন।
উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ : (ক) পারিবারিক ব্যয় ১,২৫,০০০ টাকা।
(খ) জীবন বিমার প্রিমিয়াম (পলিসিমূল্য ১,৫০,০০০ টাকা) ১০,০০০ টাকা।
(গ) তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় ২০,০০০ টাকা।
(ঘ) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ৫,০০০ টাকা।
করণীয় : জনাব আহমেদের মোট আয় ও করদায় নির্ণয় কর।
৪. জাতীয় রাজস্ব বোর্ড কি? উপ-কর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।
৫. কর নির্ধারণী চক্র কি? এ চক্রের ধাপসমূহ বর্ণনা কর।
৬. ABC লিঃ এর ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয়সংক্রান্ত তথ্যাবলি নিম্নে দেয়া হল :
(i) প্রারম্ভিক কাঁচামাল ১,০০,০০০ টাকা।
(ii) সমাপনী কাঁচামাল ২৫,০০০ টাকা।
(iii) প্রারম্ভিক চলতি কার্য ৮০,০০০ টাকা।
(iv) সমাপনী চলতি কার্য ৫০,০০০ টাকা ।
(v) প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ ১.৫০,০০০ টাকা ।
(vi) সমাপনী তৈরি পণ্যের মজুদ ৭৫,০০০ টাকা।
(vii) কাঁচামাল ক্রয় ২,৫০,০০০ টাকা।
(viii) প্রত্যক্ষ মজুরি ১,২০,০০০ টাকা।
(ix) কারখানার উপরি ব্যয় ২,২৫,০০০ টাকা।
(x) প্রশাসনিক ও বিক্রয় ব্যয় ৩,২৫,০০০ টাকা ।
কোম্পানি মোট খরচের উপর ২০% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে এবং ১৫% হারে মূল্যসংযোজন কর ধার্য করে।
করণীয় : কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় কর।
বাংলাদেশের করবিধি সাজেশন
৭. কর অবকাশের সংজ্ঞা দাও। কর অবকাশ সুবিধা লাভের জন্য পালনীয় শর্তাবলি বর্ণনা কর।
৮. ২০১৮ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরে করিম সাহেবের কৃষি খাতে আয় হয় : পাট বিক্রয় প্রতি মণ ১,০০০ টাকা হলেন ৪৫০ মন, ধান বিক্রয় প্রতি মণ ৬০০ টাকা হারে ৫০০ মণ, কৃষি জমি ইজারা প্রদান হতে ৭০,০০০ টাকা এবং ইক্ষু বিজ্ঞান ১,৫০,০০০ টাকা।
উপরোক্ত আয়সমূহের সাথে সংশ্লিষ্ট খরচ ছিল নিম্নরূপ-
ভূমি রাজস্ব পরিশোধ
ইউনিয়ন পরিষদ কর
শস্য বিমা সেলামী
অনুমোদনযোগ্য অবচয় বন্ধকী ঋণের সুদ
সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ
কমির সাহেবের একটি ওজনকরণ যন্ত্র ছিল যা ৩০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল। যন্ত্রটি বিকল হওয়ায় উহা ১৮,০০০ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়ের সময় যন্ত্রটির অবলোপিত মূল্য ছিল ২২,০০০ টাকা। উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাবের বই তলব করলে করিম সাহেব যথাযথ হিসাব বই প্রদর্শনে ব্যর্থ হন, তবে তিনি উৎপান খরচ ২,৭৫,০০০ টাকা হয়েছে বলে দাবি করেন। করিম সাহেবের করযোগ্য আয় এবং করদায় নির্ণয় কর।
৯. মি. রনি বেসরকারি বিমা কোম্পানির একজন কর্মকর্তা। ৩০ জুন, ২০১৮ তারিখে সমাপ্ত বছরে তার আয় সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ-
(ক) মাসিক মূল বেতন ৩০,০০০ টাকা।
(খ) মাসিক মহার্ঘ ভাতা ৬,০০০ টাকা।
(গ) মাসিক চিকিৎসা ভাতা ১,০০০ টাকা (প্রকৃত খরচ প্রতি মাসে ৭৫০ টাকা)।
(ঘ) বাড়ি ভাড়া মূল বেতনের ৫০%।
(ঙ) আপ্যায়ন ভাতা মাসিক ১,২০০ টাকা (প্রকৃত খরচ ১,০০০ টাকা)।
(চ) উৎসব বোনাস ২ মাসের মূল বেতনের সমান।
(ছ) তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট হতে গাড়ি পেয়েছেন।
(জ) তিনি তার মূল বেতনের ১০% অনুমোদিত ভবিষ্য তহবিলে জমা দেন। এই তহবিলে সঞ্চিত অর্থের উপর এ বছরে ১২০০০ টাকা সুদ হয়েছে।
(ঝ) তিনি মাসিক ৫০০ টাকা একটি যৌথ বিমা স্কিমে প্রদান করেন। এ বছরে তিনি ১৫,০০০ টাকা ভ্রমণ ভাতা পান।
এ বছরে মি. রনির বিনিয়োগ ও খরচসমূহ ছিল নিম্নরূপ-
(ক) তার স্ত্রীর জীবনের উপর করা জীবন বিমার প্রিমিয়াম দেন ৭০,০০০ টাকা।
(খ) তিনি স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত একটি নতুন কোম্পানির ১,০০,০০০ টাকার শেয়ার কিনেছেন।
(গ) তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ ২০,০০০ টাকা দান করেন।
(ঘ) ব্যাংকে তার একটা ডিপোজিট পেনশন স্কিম চালু আছে যেখানে তিনি প্রতি মাসে ১,০০০ টাকা জমা দেন। উপরোক্ত তথ্যের ভিত্তিতে মি. রনির মোট আয় এবং করদায় নিরূপণ কর।
১০. আয়কর ধার্যের উদ্দেশ্য আয়ের শ্রেনিবিভাগ দেখাও। আয়কর নির্ধারণে এদের প্রভাব দেখাও।
১১. অ্যাপিলেট ট্রাইবুনালের গঠন ও কার্যাবলি বর্ণনা কর। কোন কোন পরিস্থিতিতে অ্যাপিলেট ট্রাইবুনালে আপিল করা যায়?
১২. সেলিম সাহেবের বনানীতে দু’তলা একটি বাড়ি আছে। তিনি একটি ফ্লোরে থাকেন এবং অন্যটি একজন বিদে ভাড়াটিয়ার নিকট মাসিক ৭৫,০০০ টাকায় ভাড়া দেন। বাড়িটির পৌরমূল্য ২০,০০,০০০ টাকা। ২০১৭-২০১৮ বর্ষে গৃহ খাতে নিম্নোক্ত খরচ সম্পাদিত হয় :
১. মেরামত খরচ ১,৮০,০০০ টাকা।
২. পৌর কর ৩০,০০০ টাকা।
৩. অগ্নি বিমার প্রিমিয়াম ১২,০০০ টাকা।
৪. নৈশ প্রহরীর বেতন ৩০,০০০ টাকা।
৫. বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ২৫,০০০ টাকা।
চলতি বছরে জনাব সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ১২% সুদে ২০,০০,০০০ টাকা ঋণের ৩,০০,০০০ টাকা কিস্তি পরিশোদ করেন। চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রতি ৬০,০০০ টাকা পরিশোধ করতে হয়। ২০১৮ সালের ৩০ জুন তারিখে গৃহ খাতে আয় নির্ণয় কর।
১৩. মূলধনী লাভ খাতে লোকসানের জের টানার শর্তগুলো কি কি?
১৪. করের সংজ্ঞা দাও।
অথবা, কর বলতে কি বুঝ?
১৫. করের লক্ষ্যসমূহ কি কি?
১৬. উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী?
১৭. একটি ভাল কর ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৮. কর ধার্যের নীতিমালা বর্ণনা কর।
অথবা, করের নীতিমালা/কর ধার্যের নীতিমালাগুলো কি কি?
১৯. কর ও ফি এর মধ্যকার পার্থক্য দেখাও।
অথবা, কর ও ফি এর মধ্যে বৈসাদৃশ্য দেখাও।
২০. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা বর্ণনা কর।
২১. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে করের ভূমিকা কি?
২২. সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা দাও।
অথবা, সরকারি অর্থব্যবস্থা বলতে কি বুঝ?
২৩. সরকারি অর্থব্যবস্থার গুরুত্ব বর্ণনা কর।
অথবা, সরকারি অর্থব্যবস্থার প্রয়োজনীয়তা আলোচনা কর।
২৪. করঘাত ও করপাত বলতে কি বুঝায়?
অথবা, করঘাত ও করপাতের সংজ্ঞা দাও। উদাহরণসহ আলোচনা কর।
২৫. কর সঞ্চালন বলতে কি বুঝ?
অথবা, কর সঞ্চালনের সংজ্ঞা দাও ।
২৬. কর সঞ্চালনের চাহিদা ও যোগান তত্ত্ব বর্ণনা কর।
বাংলাদেশের করবিধি সাজেশন
২৭. কর সঞ্চালন ও করের মূলধনীকরণের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
অথবা, কর সঞ্চালন ও কর মূলধনীকরণের মধ্যে বৈসাদৃশ্য তুলে ধর।
২৮. করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য লিখ।
২৯. করদায়ের উপর করদাতা আবাসিক মর্যাদার প্রভাব আলোচনা কর।
অথবা, করদায়ের উপর করদাতা আবাসিক মর্যাদার প্রভাবসমূহ বর্ণনা কর।
৩০. অকরধার্য আয় এবং রেয়াতযোগ্য আয়ের মধ্যে তুলনা কর। অকরধার্য আয় ও করধার্য আয়ের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
৩১. করবর্ষের সংজ্ঞা দাও।
অথবা, করবর্ষ কাকে বলে?
৩২. কোন পরিস্থিতিতে করবর্ষ এবং আয় বর্ষ একই হতে পারে?
অথবা, কোন পরিস্থিতিতে করবর্ষ এবং আয়বর্ষ একই হতে পারে মতামত দাও।
৩৩. অকরধার্য এবং করমুক্ত আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, অকরধার্য এবং করমুক্ত আয়ের মধ্যে বৈসাদৃশ্য লিখ।
৩৪. করদাতা কে? করদাতার শ্রেণিবিভাগ বর্ণনা কর।
অথবা, করদাতার প্রকারভেদ আলোচনা কর।
৩৫. করদাতার আবাসিক মর্যাদা কীভাবে নির্ধারণ করা হয়?
৩৬. একজন ব্যক্তির আবাসিক মর্যাদা কীভাবে নির্ধারণ করবে?
৩৭. কোম্পানি করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নির্ধারণ করা হয়? রকেট স্পেশাল সাজেশন্স পরিচ
৩৮. ব্যবসায় করব্যবস্থা কাকে বলে?
৩৯. বৈধ করদাতা বলতে কি বুঝ?
৪০. কর প্রদানকারি হিসাবে কোম্পানির বর্ণনা দাও।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
2024 বাংলাদেশের করবিধি অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
#গাণিতিক_অংশ
১। অনার্স ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে
১. বেতন খাতে আয় ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (খ+গ) ***
২. সিকিউরিটি সুদ খাতে আয় ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (খ) ***
৩. গৃহ সম্পত্তি খাতে আয় ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (খ +গ) ***
৪. কৃষি খাতে আয় (সেকশন ২৬-২৭) (খ+গ) ***
৫. ব্যবসায় ও পেশা খাতে আয় ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (খ)
৬. মূলধনী লাভ খাতে আয় ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (খ)
৭. অন্যান্য উৎস খাতে আয় ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (খ) ***
৮. একক ব্যক্তির কর নির্ণয় (সমন্বিত) (গ) **** {যেমন: বেতন খাত + গৃহ সম্পত্তি খাত + কৃষি খাত + অন্যান্য }
৯. অংশীদার ফার্মের কর নির্ণয় ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (গ) ***
১০. কোম্পানির কর নির্ণয় ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (গ) ****
১১. মূল্য সংযোজন কর (মূসক) ২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১,২০২২ এর সালের গুলো পড়লেই হবে (গ) ****
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর Honors 2nd Year Taxation in Bangladesh Suggestion 2024
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Honors Taxation in Bangladesh Suggestion 2024,বাংলাদেশের করবিধি চূড়ান্ত সাজেশন 2024
অনার্স ২য় বর্ষের সুপার সাজেশন 2024
Honors 2nd Year Suggestion PDF 2024
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
অনার্স ২য় বর্ষের সাজেশন 2024
বিষয় | সাজেশন লিংক |
ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং (Intermediate Accounting) Subject Code: 222505 | সাজেশন |
কম্পিউটার তথ্য প্রযুক্তি (Computer information technology) Subject Code: 222501 | সাজেশন |
ইংরেজি (English) Subject Code: 221109 | সাজেশন |
ব্যবসায়িক পরিসংখ্যান (Business Statistics) Subject Code: 222509 | সাজেশন |
ব্যবসায়ের আইনগত দিক (Legal Aspects of Business) Subject Code: 222411 | সাজেশন |
সামষ্টিক অর্থনীতি (Macro Economics) Subject Code: 222511 | সাজেশন |
বাংলা সাহিত্যের ইতিহাস ১ (History of Bengali Literature -1) Subject Code: 221001 | সাজেশন |
প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা (Oriental Political Thought) Subject Code: 221907 | সাজেশন |
রাজনীতি ও উন্নয়নে নারী (Women in Politics and Development) Subject Code: 221905 | সাজেশন |
রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা (Political Organization and The Political System of UK and USA) Subject Code: 221909 | সাজেশন |
ইংরেজি সাহিত্যের ইতিহাস (History of English Literature) Subject Code: 221107 | সাজেশন |
অগ্রগতি পড়া এবং লেখার/অ্যাডভান্সড রিডিং অ্যান্ড রাইটিং (Advanced Reading and Writing) Subject Code: 221105 | সাজেশন |
সামাজিক নীতি ও পরিকল্পনা (Social Policy and Planning) Subject Code: 222103 | সাজেশন |
মুসলিম দর্শন (Muslim Philosophy) Subject Code: 221703 | সাজেশন |
ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত (History of the Muslims in India upto 1526) Subject Code: 221601 | সাজেশন |
মধ্যযুগের কবিতা (Poetry of Medieval Age) Subject Code: 221003 | সাজেশন |
বাংলা কবিতা- ২ (Bengali Poetry -2) Subject Code: 221005 | সাজেশন |
গবেষণা পদ্ধতি (Research Methodology) Subject Code: 222007 | সাজেশন |
ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব | সাজেশন |
প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত (History of Ancient Bengal upto 1204) Subject Code: 221605 | সাজেশন |
দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭) (History of South Asia (1526-1757) Subject Code: 221501 | সাজেশন |
বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ (History of Bengal (1204-1765) Subject Code: 221503 | সাজেশন |
উচ্চতর অপুষ্পক | সাজেশন |
ব্যবসায়ের আইনগত পরিবেশ (Legal Environment of Business) Subject Code: 222605 | সাজেশন |
তুলনামূলক শারীরস্থান (Comparative Anatomy) Subject Code: 223103 | সাজেশন |
ব্যষ্টিক অর্থনীতি (Micro Economics) Subject Code: 2223 | সাজেশন |
বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা (Insurance and Risk Management) Subject Code: 222309 | সাজেশন |
কৃষি বিপণন (Agricultural Marketing) Subject Code: 222313 | সাজেশন |
অর্থায়ন নীতিমালা (Principles of Finance) Subject Code: 222607 | সাজেশন |
ব্যবসায় পরিচিতি (Introduction to Business) Subject Code: 222205 | সাজেশন |
সামাজিক পরিসংখ্যান (Social Statistics) Subject Code: 222005 | সাজেশন |
নৃবিজ্ঞান পরিচিতি (Introductory Anthropology) Subject Code: 222001 | সাজেশন |
সমাজবিজ্ঞানের ভূমিকা /সমাজবিজ্ঞান পরিচিতি (Introduction to Sociology) Subject Code: 222111 | সাজেশন |
সামাজিক সমস্যা বিশ্লেষণ (Social Problems Analysis) Subject Code: 222105 | সাজেশন |
সাধারণ যুক্তিবিদ্যা (General Logic) Subject Code: 221707 | সাজেশন |
ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় /ভারতীয় দর্শন নাস্তিক স্কুল (Indian Philosophy Atheistic School) Subject Code: 221705 | সাজেশন |
বিষয় | সাজেশন লিংক |
মধ্যযুগের সভ্যতার ইতিহাস (History of Medieval Civilization) Subject Code: 221507 | সাজেশন |
প্রাচীন সভ্যতার ইতিহাস (History of Ancient Civilization) Subject Code: 221505 | সাজেশন |
বাংলায় মুসলিম শাসনের ইতিহাস (History of Muslim rule in Bengal) Subject Code: 221607 | সাজেশন |
জ্যামিতিক ও ভৌত আলোকবিদ্যা (Geometrical & Physical Optics) Subject Code: 222703 | সাজেশন |
ক্লাসিক্যাল মেকানিক্স /চিরায়ত বলবিদ্যা (Classical Mechanics) Subject Code: 222705 | সাজেশন |
ক্যালকুলাস-২ (Calculus – 2) Subject Code: 223707 | সাজেশন |
সাধারণ রসায়ন-২ (General Chemistry-II) Subject Code: 222807 | সাজেশন |
পরিবেশ রসায়ন (Enviromental Chemistry) Subject Code: 222809 | সাজেশন |
ভৌত রসায়ন-২ (Physical Chemistry-2) Subject Code: 222801 | সাজেশন |
প্রতিনিধি মৌলসমূহের রসায়ন (Chemistry of the Representative Elements) Subject Code: 222805 | সাজেশন |
পদার্থবিদ্যা-৩ (Physics-3) Subject Code: 222707 | সাজেশন |
হায়ার ক্রিপ্টোগ্যামস (Higher Cryptogams) Subject Code: 223001 | সাজেশন |
প্লান্ট এনাটমি এন্ড এম্ব্রায়োলজি (Plant Anatomy and Embryology) Subject Code: 223005 | সাজেশন |
প্রাণিবিদ্যা-২ (Zoology- 2) Subject Code: 223107 | সাজেশন |
পরিবেশগত জীববিজ্ঞান (Environmental biology) Subject Code: 223105 | সাজেশন |
উদ্ভিদবিদ্যা-২ (Botany-2) Subject Code: 223007 | সাজেশন |
কম্পিউটার প্রোগ্রামিং (Computer programing with fortran) Subject Code: 223705 | সাজেশন |
বিকাশ মনোবিজ্ঞান-১ (Developmental Psychology-1) Subject Code: 223401 | সাজেশন |
মনোবিজ্ঞানে পরিসংখ্যান-১ (Statistics in Psychology-1) Subject Code: 223403 | সাজেশন |
বাংলাদেশের দর্শন (Bangladesh Philosophy) Subject Code: 221709 | সাজেশন |
জলবায়ুবিদ্যা (Climatology) Subject Code: 223203 | সাজেশন |
অর্থনৈতিক ভূগোল (Economic Geography) Subject Code: 223205 | সাজেশন |
সাজেশন | |
সাজেশন |
বিষয় | সাজেশন লিংক |
বাংলাদেশের করবিধি (Taxation in Bangladesh) Subject Code: 222503 | সাজেশন |
ব্যবসায়িক যোগাযোগ (Business Communication and Report Writing) Subject Code: 222513 | সাজেশন |
নাটকের ভূমিকা /নাটকের পরিচিতি (Introduction to Drama) Subject Code: 221101 | সাজেশন |
ব্যবসায় গণিত (Business Mathematics) Subject Code: 222507 | সাজেশন |
ব্যাংকিং ও বীমা আইন এবং প্রয়োগ (Law and Practices of Banking and Insurance) Subject Code: 222407 | সাজেশন |
পশ্চিমা দর্শনের ইতিহাস আধুনিক/পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ (History of Western Philosophy Modern) Subject Code: 221701 | সাজেশন |
বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি (Political Economy of Bangladesh) Subject Code: 221903 | সাজেশন |
বাংলাদেশের সমাজবিজ্ঞান (Sociology of Bangladesh) Subject Code: 222009 | সাজেশন |
বাংলাদেশের অর্থনীতি (Bangladesh Economy) Subject Code: 222209 | সাজেশন |
ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (Political and Constitutional Development in British India (1757 to 1947) Subject Code: 221901 | সাজেশন |
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (Bangladesh Society and Culture) Subject Code: 222109 & 222115 | সাজেশন |
রোমান্টিক কবিতা (Romantic Poetry) Subject Code: 221103 | সাজেশন |
গাণিতিক অর্থনীতি (Mathematical Economics) Subject Code: 222203 | সাজেশন |
আল কুরআন পরিচিতি (Introductory Knowledge of Quran) Subject Code: 221801 | সাজেশন |
ধ্রুপদী সমাজচিন্তা (Classical Social Thought) Subject Code: 222003 | সাজেশন |
বাংলা নাটক-১ (Bengali Drama -1) Subject Code: 221007 | সাজেশন |
মানব সম্পদ ব্যবস্থাপনা (Human Resource Management) Subject Code: 222601 | সাজেশন |
মানবীয় জীববিজ্ঞান বুদ্ধি ও বিকাশ (Human Biology Growth and Development) Subject Code: 222101 | সাজেশন |
ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি/মধ্যবর্তী ব্যষ্টিক অর্থনীতি (Intermediate Microeconomics) Subject Code: 222201 | সাজেশন |
মৌলিক অর্থায়ন (Fundamentals of Finance) Subject Code: 222303 | সাজেশন |
ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮ (History of the Muslims in India (1526-1858) Subject Code: 221603 | সাজেশন |
তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব (Electricity & Magnetism) Subject Code: 222701 | সাজেশন |
প্রাণী বৈচিত্র্য -২ (Animal Diversity-2) Subject Code: 223101 | সাজেশন |
জৈব রসায়ন-২ (Organic Chemistry-2) Subject Code: 222803 | সাজেশন |
আবৃতবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাসতত্ত্ব (Taxonomy of Angiosperms) Subject Code: 223003 | সাজেশন |