জাতীয় পতাকা
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
উত্তর : চিত্রশিল্পী কামরুল হাসান।
প্রশ্ন : জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?
উত্তর : শিবনারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
প্রশ্ন : জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় কবে?
উত্তর : ৪ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন : বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
উত্তর : ১৭ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন : সংবিধানের ৪(২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার রং কী?
উত্তর : সবুজ রঙের জমিনের ওপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
প্রশ্ন : জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উওর : ১০ঃ৬ (৫ঃ৩)।
জাতীয় সঙ্গীত গৃহীত
প্রশ্ন : জাতীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার কে?
উওর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক কে?
উত্তর : সৈয়দ আলী আহসান।
প্রশ্ন : জাতীয় সঙ্গীতের প্রথম দুই লাইন কী?
উত্তর : আমার সােনার বাংলা, আমি তােমায় ভালােবাসি। চিরদিন তােমার আকাশ, তােমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।
প্রশ্ন : ‘আমার সােনার বাংলা কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়?
উত্তর : প্রথম ১০টি চরণ।
প্রশ্ন : ‘আমার সােনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘােষণা করা হয় কবে?
উত্তর : ৩ মার্চ ১৯৭১ (গৃহীত হয় ১৩ জানুয়ারি ১৯৭২)।
প্রশ্ন : ২০০৬ সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয় কোনটি?
উত্তর : ‘আমার সােনার বাংলা…’।
রণসঙ্গীত গৃহীত
প্রশ্ন : বাংলাদেশের রণসঙ্গীতের প্রথম দুই লাইন কী?
উত্তর : চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল।
প্রশ্ন : বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা ও সুরকার কে?
উত্তর : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : ‘চল চল চল/উর্ধ্ব গগনে বাজে মাদল বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে কবে গৃহীত হয়?
উত্তর : ১৩ জানুয়ারি ১৯৭২।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান নাম কী?
উত্তর : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
প্রশ্ন : কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ৪ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে কোম্পানিকরণ করা হয়?
উত্তর : ২৩ জুলাই ২০০৭।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক কী?
উত্তর : উদীয়মান সূর্যের মধ্যে উড়ন্ত বলাকা।
প্রশ্ন : দেশে প্রথম অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় কবে?
উত্তর : ৭ মার্চ ১৯৭২ (চট্টগ্রাম ও সিলেট)।
প্রশ্ন : দেশে দ্বিতীয় অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় কবে?
উত্তর : ৯ মার্চ ১৯৭২ (যশাের)।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রতীক ‘বলাকা’র ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।
প্রশ্ন :বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে?
উত্তর : ৪ মার্চ ১৯৭২ (ঢাকা-লন্ডন-ঢাকা) ১৭৯ জন যাত্রী নিয়ে।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্লোগান কী?
উত্তর : আকাশে শান্তির নীড় (Your home in the sky)।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা কতটি?
উত্তর :২১টি।
ট্রেডিং কর্পোরেশনঅব বাংলাদেশ (TCB)
প্রশ্ন : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন : TCB’র পূর্ণরূপ কী?
উত্তর : Trading Corporation of Bangladeshi
প্রশ্ন : TCB গঠনের উদ্দেশ্য কী?
উত্তর : ১. সরবরাহ ও চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য আপকালীন মজুদ গড়ে তােলা; ২. প্রয়ােজন অনুসারে ভােক্তাদের মাঝে সাশ্রয়ী মূল্যে কতিপয় নিত্য প্রয়ােজনীয় দ্রব্য সরবরাহ করা।
প্রশ্ন : TCB কোন মন্ত্রণালয়ের অধীন ?
উত্তর : বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশ্ন : TCB সর্বপ্রথম কবে তৈরি পােশাক রপ্তানি আরম্ভ করে?
উত্তর : ১৯৭৫ সালে।
বাংলাদেশ সংবাদ সংস্থা
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় বার্তা সংস্থার নাম কী?
উত্তর : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
প্রশ্ন : বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS) প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন : BSS’র পূর্ণরূপ কী?
উত্তর : BangladeshSangbad Sangstha
প্রশ্ন : সদর দপ্তর কোথায়?
উত্তর : ঢাকা।
প্রশ্ন : ব্যুরাে/অফিস কোথায়?
উত্তর : চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, বরিশাল, রাঙামাটি ও সিলেট।
প্রশ্ন : বাংলা সংবাদ পরিষেবা চালু করে কবে?
উত্তর : ১৯৯৯ সালে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Paragraph & Composition/Application/Emali | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক | প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- Hon‘s 2nd: Business Communication & Report Writing
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion