আজকের বিষয়: বাংলাদেশের ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকা, বাংলাদেশের শীর্ষ দশ জন ধনী ব্যক্তি কে?,বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে 2022, 2023 বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে কে?,বাংলাদেশের 10 ধনী ব্যক্তি, দেশের শীর্ষ ১০ ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে যারা,বাংলাদেশের সেরা ১০ ধনী ২০২২, বাংলাদেশের শীর্ষ ৫০ সম্পদশালী
আসছালামু আলাইকুম প্রিয় পাঠক/পাঠিকা বাংলাদেশের মানুষ এদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে জানতে আগ্রহী। দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে বাংলাদেশে ধনী ও দরিদ্রের অনুপাত একেবারেই অবাস্তব।
নিম্ন জিডিপি এবং অর্থনীতি বাংলাদেশিদের আর্থিকভাবে অনেক কষ্টে ফেলেছে। কিন্তু, বাংলাদেশের মোট কোটিপতির সংখ্যা নিশ্চয়ই আপনাকে অভিভূত করবে। গত কয়েক বছরে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি করেছে।
তাহলে, আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের। এখানে 2022 সালে বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকা রয়েছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১ঃ মুসা বিন শমসেরঃ তিনি প্রিন্স মুসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ড্যাটকো গ্রুপের এর মালিক। তিনি প্রায় ৯৫০ মিলিয়ন ডলারের মালিক ।
২ঃ সালমান এফ রহমানঃ বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক ।
৩ঃ আহমেদ আকবর সোবহানঃ তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক ।
৪ঃ এম এ হাশেমঃ তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান । তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক ।
৫ঃ আজম জে চৌধুরীঃ তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট । তিনি প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক ।
৬ঃ গিয়াস উদ্দিন আল মামুনঃ তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী।
৭ঃ রাগিব আলীঃ তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন ব্যাবসায়ী।তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক ।
৮ঃ শামসুদ্দিন খানঃ তিনি একে খান এন্ড কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনিও প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক ।
৯ঃ ইকবাল আহমেদঃ তিনি সিলেটের একজন ব্যাবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনি প্রায় ২৫০-২৯০ মিলিয়ন ডলারের মালিক ।
১0ঃ সাইফুল ইসলাম কামালঃ তিনি নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- এসইও (SEO) পারি, কোর্স করেছি কিন্তু কাজ পাচ্ছিনা কি করব?, এসইও কি? কিভাবে এসইও শিখবো?,এসইও (SEO) কি?
- BD ftp server list
- AEO vs SEO গুগল ট্রাফিক
- বাংলাদেশের সেরা FTP সার্ভারগুলি এক সাথে
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন