বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নের উপায়সমূহ কী কী?, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নে দিক গুলো আলোচনা কর,বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নের পদক্ষেপ

প্রশ্ন সমাধান: বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নের উপায়সমূহ কী কী?, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নে দিক গুলো আলোচনা কর,বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নের পদক্ষেপ

ভূমিকা : বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় কিছু সমস্যা লেক্ষিত হয়। শিল্প ও কৃষিকে অগ্রগামী করতে হলে এসব n সমাধান করা প্রয়ােজনীয়। সুষ্ঠু ব্যাংক নীতি প্রণয়নের মাধ্যমে আর্থিক সমস্যা দূরীকরণ সম্ভব হয়। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার বর্তমান সমস্যা দূরীকরণের কিছু উপায় বিদ্যমান। নিচে ব্যাংক ব্যবস্থা উন্নয়নের উপায়সমূহ আলোচনা করা হলো : বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নের উপায়সমূহ : ব্যাংক ব্যবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশে নিমোক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়ােজন। তা হলো :

১. কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন । বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানা ঋণ আর্থিক প্রতিষ্ঠান। ফলে এটা সরকারি নির্দেশ মােতাবেক পরিচালিত হয়। কিন্তু অনিয়ম, দুর্নীতি প্রতিরােধ করে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করতে স্বায়ত্তশাসিত ব্যাংক ব্যবস্থার প্রয়ােজন।

২. কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় ভূমিকা। বর্তমানের তুলনায় কেন্দ্রীয় ব্যাংককে আরও সক্রিয় হতে হবে। এর মাধ্যমে আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং প্রতিটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ পালনে বাধ্যকরণের মাধ্যমে ব্যাংক ব্যবস্থায় গতিশীলতা বৃদ্ধি পাবে।

৩. ব্যাংক ব্যবস্থার সেবার মান উন্নয়ন : ব্যাংক ব্যবস্থার সেবার মান উন্নয়ন প্রয়ােজন। কর্মচারী-কর্মকর্তাগণ প্রতিযােগিতামূলকভাবে কাজ করেন না। তারা সরকারি কর্মচারী মনােভাবে কাজ করেন। ফলে আমলাতান্ত্রিক জটিলতায় ভরাক্রান্ত থাকে। সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা উন্নয়ন সম্ভব ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪. ব্যাংকিং অভ্যাস গঠন : বাংলাদেশের জনগণের বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের জন্য ব্যাংকিং অভ্যাস গড়ে তুলতে হবে। ফলে ঋণপত্র সম্প্রসারিত ও ব্যবহার বৃদ্ধি পায়। কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে মুদ্রাবাজার উন্নতি করে।

৫. বিদেশি ব্যাংককে উৎসাহ প্রদান : ব্যাংক ব্যবস্থার উন্নয়নের জন্য দেশি ব্যাংকের পাশাপাশি বিদেশি ব্যাংকের উৎসাহিত করতে হবে। প্রতিষ্ঠিত বিদেশি ব্যাংকের সাথে দেশি ব্যাংকের প্রতিযােগিতামূলক অবস্থানের মাধ্যমে ব্যাংক ব্যবস্থার উন্নতি ঘটবে।

৬. বেসরকারি ব্যাংককে উৎসাহ প্রদান : ব্যাংক ব্যবস্থার অগ্রগতির জন্য বেসরকারি ব্যাংক ব্যবস্থায় সহযােগিতা প্রয়ােজন। এ কারণে আর্থিক প্রতিযােগিতার ক্ষেত্রে বেসরকারি ব্যাংকের উৎসাহিত করা প্রয়ােজন। এছাড়াও ব্যাংকিং খাতে উন্নয়নের জন্যে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে।

৭. গ্রামাঞ্চলে ব্যাংক স্থাপন : বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। তাই কৃষক ও কৃষির উন্নয়নের জন্য গ্রামাঞ্চলে ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। যার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন বৃদ্ধি পাবে। কৃষক ও কৃষি সমৃদ্ধি লাভ করবে। ফলে ব্যাংক ব্যবস্থার অগ্রগতি সম্ভব হবে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত পদক্ষেপগুলাে গৃহীত হলে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ ও নীতিমালাকে অন্যান্য ব্যাংকে বাস্তবায়নের মাধ্যমে ত্রুটি দূর ও বর্তমান নাজুক অবস্থার মােকাবিলার মাধ্যমে ব্যাংক ব্যবস্থায় উন্নয়ন সাধিত হবে বলে আশা করা যায়

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment