২.বাংলাদেশের পোশাক কারখানায় দুর্ঘটনা নিরসনে পদক্ষেপ সমূহ আলোকে পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে করণীয় দিকসমূহ প্রতি আলোকপাত করুন।
বাংলাদেশের শিল্প কি লিখবে।
বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প কি ধারণা উল্লেখ করবে ।
শিল্প শ্রমিকদের সার্বিক নিরাপত্তার সম্পর্ক লিখবে ।
উত্তরসমূহ
বাংলাদেশের শিল্প কি লিখবে।
উত্তর:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতের ভূমিকা অপরিসীম। টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি অর্জনের জন্য ক্রমবর্ধমান শিল্পায়ন অপরিহার্য। একটি দেশের অর্থনৈতিক উন্নতি মূলত সেই দেশের শিল্প ও শিল্পায়নের উপর নির্ভর করে।
বিশ্বায়নের কারণে বর্তমান বিশ্ব-অর্থনীতি মুক্ত-অর্থনীতিতে পরিণত হচ্ছে। তাই প্রতিযোগিতাপূর্ণ বাজার ব্যবস্থায় বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে শিল্পের অগ্রগতি অপরিহার্য।
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
বৃহদায়তন শিল্প
বাংলাদেশের শিল্পখাতে প্রধানত তিন শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৃহদায়তন শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। তবে এ তিন শ্রেণীর শিল্পের কোনো সঙ্গতিপূর্ণ সংজ্ঞা পাওয়া যায় না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বৃহদায়তন শিল্পের উপাত্ত সংগ্রহ করে। পরিসংখ্যান ব্যুরোর
সংজ্ঞা অনুসারে ১০ জন বা এর বেশি শ্রমিক নিয়োগ করে এরূপ শিল্প প্রতিষ্ঠানকে বৃহদায়তন শিল্প বলা যায়। এই শ্রেণীর শিল্পের মধ্যে মাঝারি শিল্পও অন্তর্ভুক্ত আছে।
ক্ষুদ্র শিল্প
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ক্ষুদ্র ও কুটির শিল্পের উপর উপাত্ত সংগ্রহ করে। এই
সংস্থার সংজ্ঞা অনুসারে ১০ থেকে ২০ জন শ্রমিক নিয়োগ করে এবং ২৫ লক্ষ টাকার কম স্থায়ী সম্পদ আছে এরূপ শিল্পকে ক্ষুদ্র শিল্প বলা হয়। তবে কোন শিল্প প্রতিষ্ঠান ২০ জনের বেশি শ্রমিক থাকলেও যদি সে প্রতিষ্ঠান যান্ত্রিক শক্তি ব্যবহার না করে তবে সেটিও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হয়।
কুটির শিল্প
যে সকল শিল্প প্রতিষ্ঠানে অধিকাংশ বা সবই পরিবারের লোক, আংশিকভাবে বা পূর্ণভাবে
নিয়োজিত থাকে এবং যেগুলোতে ১০ জনের বেশি শ্রমিক কাজ করেনা সেগুলোকে বুঝায়। তবে যান্ত্রিক শক্তি ব্যবহার করে এরূপ শিল্প প্রতিষ্ঠানে ২০ জন পর্যন্ত শ্রমিক থাকলেও তা
কুটির শিল্প হিসেবে বিবেচিত হয়।
সুতরাং দেখা যাচ্ছে যে, বাংলাদেশের শিল্প খাত এক জাতীয় শিল্প প্রতিষ্ঠানের সমষ্টি নয়। এর মধ্যে আধুনিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমদানিকৃত আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়। আবার চিরায়ত প্রযুক্তি এবং পারিবারিক শ্রম ব্যবহৃত হয় এরূপ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে নির্ভরযোগ্য চলতি উপাত্ত পাওয়া মুশকিল। তবে যে উপাত্ত
পাওয়া যায় তা থেকে দেখা যায় যে বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহ শিল্পখাতের জাতীয়
আয়ে শতকরা ৬৫ ভাগ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসমূহ শতকরা ৩৫ ভাগ অবদান রাখে।
বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প কি ধারণা উল্লেখ করবে ।
উত্তর:
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
রপ্তানি পণ্য তালিকায়
- আমাদের দেশে রপ্তানি পণ্য তালিকায়
- পাট,
- চা,
- চামড়া,
- চিংড়ি,
- তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।
- এসব পণ্য রপ্তানির মাধ্যমে আমাদের দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। এসব প্রচলিত রপ্তানি পণ্যের তালিকার বাইরে এখন আমাদের দেশের বিভিন্ন ধরনের অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। দেশের সীমিতসংখ্যক রপ্তানিকারক অত্যন্ত স্বল্প পরিসরে এসব অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানি করছেন।
- এসব অপ্রচলিত পণ্যের মধ্যে রয়েছে প্লাষ্টিকের পরিত্যক্ত সামগ্রীর চিপস (প্লাষ্টিকের গুঁড়া) টেক্সাইল ববিন,
- প্লাষ্টিক ষ্ট্রীপ,
- পুরাতন কম্পিউটার এবং
- টিভির প্লাষ্টিক কভার,
- মাছের পোটকা,
- শুঁটকি,
- মাছের আঁশ,
- গরুর ভুঁড়ি,
- ফুলের ঝাড়ু,
- টেক্সটাইল ওয়েষ্টেজ,
- জুটকটন,
- রিরোলিং মিলের স্ক্র্যাপ,
- নারিকেলের ছোবড়াসহ বিভিন্ন ধরনের
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
আগে যেখানে প্লাষ্টিকের বোতল অথবা প্লাষ্টিকের সামগ্রী ব্যবহারের পরে ফেলে দেয়া হত এখন সেখানে এসব প্লাষ্টিকের সামগ্রী সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হচ্ছে। প্লাষ্টিকসামগ্রীর ওয়েস্টগুলো বিশেষ করে চীনে বেশি রপ্তানি করা হচ্ছে। প্লাষ্টিকের ওয়েস্টগুলো দিয়ে উন্নতমানের প্লাষ্টিক রুপ তৈরি করা হচ্ছে। টেক্সটাইলের পরিত্যক্ত ববিন দিয়ে প্লাষ্টিক ফাইবার তৈরি করা হচ্ছে। পরিত্যক্ত ববিন দিয়ে প্লাষ্টিক ফাইবার তৈরি করা হচ্ছে। পরিত্যক্ত প্লাষ্টিকসামগ্রী দিয়ে ইদানীং আমাদের দেশেও প্লাষ্টিক পাইপ তৈরি হচ্ছে। পরিত্যক্ত গাড়ির টায়ারগুলো আগে কোন কাজে আসত না। বর্তমানে এসব টায়ারগুলো বিশেষভাবে পরিষ্কার করে যে অবস্থায় থাকে সেই অবস্থায় রপ্তানি করা হচ্ছে।
আমাদের দেশে জবাইকৃত গরুর ভূঁরি ফ্রোজেন করে চীনে রপ্তানি করা হচ্ছে। চীন এবং হংকং-এ গরুর ভূঁরির বেশ চাহিদা রয়েছে। সেসব দেশে গরুর ভূঁরির স্যুপ বেশ জনপ্রিয় বলে জানা যায়। মাছের পোটকা এবং মাছের আঁশ দিয়ে বিদেশে ওষুধ তৈরি করা হয়। অনেক উচ্চ দামে মাছের পোটকা এবং আঁশ রপ্তানি করা হচ্ছে।
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
পোশাক শিল্পের ওয়েস্ট কটনগুলোর বিদেশে বেশ চাহিদা রয়েছে। ওয়েস্ট কটন দিয়ে উন্নতমানের তুলা তৈরি করা হয়। টিভি এবং কম্পিউটারের প্লাষ্টিক কভারের চাহিদা থাকায় এগুলো রপ্তানি করা হচ্ছে, আমাদের দেশে উত্পাদিত ফুলের ঝাড়ু দিয়ে বিদেশে ফ্লাওয়ার বেজ তৈরি করা হয়। প্রবাসে অবস্থানরত বাঙালিরা ফুলের ঝাড়ু দিয়ে গৃহস্থালির কাজ সমাধা করে থাকে। রপ্তানিকারক কবির আহমদ চৌধুরী বলেন, আমাদের দেশের এসব অপ্রচলিত পণ্যের চাহিদা বিদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এসব পণ্য রপ্তানিতে এগিয়ে আসছেন।
এসব অপ্রচলিত পণ্য সংগ্রহ করা বেশ কঠিক কাজ। সারা দেশে এসব সংগ্রহের জন্য নিয়োজিত আছে বিশাল সংখ্যক জনসংখ্যা। অপ্রচলিত পণ্য সংগ্রহ করতে গিয়ে সম্পৃক্ত হচ্ছে হাজার হাজার লোক। এতে করে বিশাল সংখ্যক লোকের কর্মসংস্থানও হচ্ছে। আমাদের দেশে অপ্রচলিত পণ্য রপ্তানির মাধ্যমে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। বর্তমানে এসব অপ্রচলিত পণ্য শিল্পের রূপধারণ করতে যাচ্ছে। কবির আহম্মদ আরও বলেন, এসব অপ্রচলিত পণ্য রপ্তানি করতে গিয়ে রপ্তানিকারকদেরকে মূলধন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। উচ্চহারে ব্যাংক ঋণ নিয়ে এসব অপ্রচলিত পণ্য রপ্তানি করতে গিয়ে লোকসানের শিকার হচ্ছেন।
রপ্তানি আয়ের উপর উচ্চহারে কর নির্ধারিত থাকায় রপ্তানিকারকরা সমস্যায় পড়ছেন। এসব অপ্রচলিত পণ্য রপ্তানির ব্যাপারে রপ্তানিকারকদেরকে সরকারের তরফ থেকে সুযোগ-সুবিধা বাড়িয়ে দিতে হবে। চীন, হংকং, ভিয়েতনামসহ পৃথিবীর অন্যান্য দেশে এসব অপ্রচলিত পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে। এসব পণ্য সারা দেশ থেকে সহজে সংগ্রহের ব্যাপারে বিশেষ উদ্যোগ নিতে হবে। দেশে অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করার লক্ষ্যে দেশীয় সব ধরনের পণ্য রপ্তানির ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। নিত্য নতুন পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে। দেশের ক্ষুদ্র কুটির শিল্পগুলোকে সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়ে মানসম্মত পণ্য উত্পাদনের মাধ্যমে বিদেশে রপ্তানির সুযোগ দিতে হবে। সবাইকে মনে রাখতে হবে আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলেই আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারব।
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
শিল্প শ্রমিকদের সার্বিক নিরাপত্তার সম্পর্ক লিখবে ।
উত্তর:
(১) যদি কোন পরর্দিশকরে নকিট ইহা প্রতীয়মান হয় য,ে কোন প্রতষ্ঠিানরে কোন ভবন বা ইহার কোন অংশ অথবা ইহার কোন পথ, যন্ত্রপাতি বা প্ল্যান্ট ৬৮[বা ভবনরে অভ্যন্তরীণ বদ্যৈুতকি ব্যবস্থা] এমন অবস্থায় আছে য,ে ইহা মানুষরে জীবন বা নরিাপত্তার জন্য বপিজ্জনক, তাহা হইলে তনিি মালকিরে নকিট লখিতি আদশে জারী করয়িা, উহাতে উল্লখিতি নর্দিষ্টি সময়রে মধ্য,ে তাহার মতে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন-উহা গ্রহণ করবিার নর্দিশে দতিে পারবিনে৷
(২) যদি কোন পরর্দিশকরে নকিট ইহা প্রতীয়মান হয় য,ে কোন প্রতষ্ঠিানরে কোন ভবন বা উহার কোন অংশ বা উহার কোন পথ, যন্ত্রপাতি বা প্ল্যান্ট ৬৯[বা ভবনরে অভ্যন্তরীণ বদ্যৈুতকি ব্যবস্থা] এর ব্যবহার মানুষরে জীবন বা নরিাপত্তার জন্য আশু বপিজ্জনক, তাহা হইলে তনিি মালকিরে উপর লখিতি আদশে জারী করয়িা, উহা যথাযথভাবে মরোমত বা পরর্বিতন না করা র্পযন্ত উহার ব্যবহার নষিদ্ধি করতিে পারবিনে৷
অগ্নকিান্ড সর্ম্পকে সর্তকতা অবলম্বন৬২৷ (১) প্রত্যকে প্রতষ্ঠিানে বধিি দ্বারা নর্ধিারতিভাবে অগ্নকিান্ডরে সময় প্রত্যকে তলার সাথে সংযোগ রক্ষাকারী অন্ততঃ একটি বকিল্প সঁিড়সিহ বহর্গিমনরে উপায় এবং ৭০[প্রত্যকে তলায় প্রয়োজনীয় সংখ্যক] অগ্ননির্বিাপক সরঞ্জামরে ব্যবস্থা করতিে হইব৷ে
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
(২) যদি কোন পরর্দিশকরে নকিট ইহা প্রতীয়মান হয় য,ে উপ-ধারা (১) এ উল্লখিতি বধিি অনুযায়ী বহর্গিমনরে ব্যবস্থা করা হয় নাই ৭১[অথবা অগ্নি নর্বিাপন দপ্তররে লাইসন্সে মোতাবকে প্রয়োজনীয় সংখ্যক অগ্ননির্বিাপক সরঞ্জাম রাখা হয় নাই], তাহা হইলে তনিি মালকিরে উপর লখিতি আদশে জারী করয়িা, উহাতে উল্লখিতি সময়রে মধ্য,ে তাহার মতে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন- তাহা তাহাকে অবহতি করবিনে৷
(৩) প্রত্যকে প্রতষ্ঠিানে কোন কক্ষ হইতে বহর্গিমনরে পথ তালাবদ্ধ বা আটকাইয়া রাখা যাইবে না, যাহাতে কোন ব্যক্তি কক্ষরে ভতিরে র্কমরত থাকলিে উহা তত্ক্ষণাৎ ভতির হইতে সহজে খোলা যায়, এবং এই প্রকার সকল দরজা, যদি না এইগুলি স্লাইডংি টাইপরে হয়, এমনভাবে তরৈী করতিে হইবে যনে উহা বাহরিরে দকিে খোলা যায়, অথবা যদি কোন দরজা দুইটি কক্ষরে মাঝখানে হয়, তাহা হইলে উহা ভবনরে নকিটতম বহর্গিমন পথরে কাছাকাছি দকিে খোলা যায়, এবং এই প্রকার কোন দরজা কক্ষে কাজ চলাকালীন সময়ে তালাবদ্ধ বা বাধাগ্রস্থ অবস্থায় রাখা যাইবে না৷
৭২[(৩ক) প্রত্যকে প্রতষ্ঠিানে র্কমকালীন অবস্থায় কোন কক্ষ হইতে বহর্গিমনরে পথ তালাবদ্ধ বা আটকাইয়া রাখা যাইবে না এবং বহর্গিমনরে পথ বাধাগ্রস্থ কংিবা পথে কোন প্রতবিন্ধকতাও তরৈী করা যাইবে না।
(৩খ) কোন র্কমকক্ষরে ভতির হইতে তাৎক্ষণকিভাবে এবং উহা বাহরিরে দকিে খোলা যায় এমনভাবে সকল দরজা তরৈী করতিে হইব।ে
(৩গ) যদি কোন দরজা দুইটি কক্ষরে মাঝখানে হয়, তাহা হইলে উহা ভবনরে নকিটতম বহর্গিমনরে পথরে কাছাকাছি খোলা যায় এইরূপভাবে তরৈী করতিে হইবে এবং এইরূপ সকল দরজা কক্ষে কাজ চলাকালীন তালাবদ্ধ বা বাধাগ্রস্থ অবস্থায় রাখা যাইবে না।]
(৪) প্রত্যকে প্রতষ্ঠিানে সাধারণ বহর্গিমণরে জন্য ব্যবহৃত পথ ব্যতীত অগ্নকিান্ড কালে বহর্গিমনরে জন্য ব্যবহার করা যাইব-ে এরূপ প্রত্যকে জানালা, দরজা বা অন্য কোন বহর্গিমন পথ স্পষ্টভাবে লাল রং দ্বারা বাংলা অক্ষরে অথবা অন্য কোন সহজবোধ্য প্রকারে চহ্নিতি করতিে হইব৷ে
(৫) প্রত্যকে প্রতষ্ঠিান,ে উহাতে র্কমরত প্রত্যকে শ্রমকিকে অগ্নকিান্ডরে বা বপিদরে সময় তৎসর্ম্পকে হুশয়িার করার জন্য, স্পষ্টভাবে শ্রবণযোগ্য হুশয়িারী সংকতেরে ব্যবস্থা থাকতিে হইব৷ে
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
(৬) প্রতষ্ঠিানরে প্রত্যকে কক্ষে র্কমরত শ্রমকিগণরে অগ্নকিান্ডরে সময় বভিন্নি বহর্গিমন পথে পৗেঁছার সহায়ক একটি অবাধ পথরে ব্যবস্থা রাখতিে হইব৷ে
(৭) যে প্রতষ্ঠিানে উহার নীচ তলার উপরে কোন জায়গায় সাধারণভাবে দশজন বা ততোধকি শ্রমকি র্কমরত থাকনে, অথবা বষ্ফিোরক বা অতদিাহ্য পর্দাথ ব্যবহৃত হয়, অথবা গুদামজাত করা হয়, সে প্রতষ্ঠিানে অগ্নকিান্ডকালে বহর্গিমনরে উপায় সর্ম্পকে সকল শ্রমকিরো যাহাতে সুপরচিতি থাকনে এবং উক্ত সময়ে তাহাদরে কি কি করণীয় হইব,ে তত্সর্ম্পকে তাহারা যাহাতে পরপর্িূণ প্রশক্ষিণ লাভ করতিে পারনে সইে বষিয়ে র্কাযকর ব্যবস্থা গ্রহণ করতিে হইব৷ে
(৮) পঞ্চাশ বা ততধকি শ্রমকি/র্কমচারী সম্বলতি কারখানা ও প্রতষ্ঠিানে প্রতি ৭৩[ছয় মাস]ে অন্ততঃ একবার অগ্ননির্বিাপন মহড়ার আয়োজন করতিে হইব,ে এবং এই বষিয়ে মালকি র্কতৃক নর্ধিারতি পন্থায় একটি রর্কেড বুক সংরক্ষণ করতিে হইব৷ে
যন্ত্রপাতি ঘরিয়িা রাখা৬৩৷ (১) প্রত্যকে প্রতষ্ঠিানে উহার নম্নিলখিতি যন্ত্রপাত,ি গতসিম্পন্ন বা ব্যবহারে থাকার সময়, র্পযাপ্ত নর্মিাণ ব্যবস্থা দ্বারা মজবুতভাবে ঘরিয়িা রাখতিে হইব,ে যথাঃ-
(ক) কোন প্রাইম-মোভার যন্ত্ররে প্রত্যক র্ঘূণায়মান অংশ, এবং উহার সহতি সংযুক্ত প্রত্যকে ফ্লাই হুইল;
(খ) প্রতটিি ওয়াটার হুইল এবং ওয়াটার টারবাইনরে উভয় মুখ;
(গ) লদে মশেনিরে মুখ অতক্রিমকারী প্রতটিি স্টক বাররে অংশ; এবং
(ঘ) যদি না নম্নিলখিতি যন্ত্রপাতগিুলি এমন অবস্থায় থাকে বা এমন ভাবে নর্মিতি হয় য,ে এইগুলি মজবুতভাবে ঘরো থাকলিে প্রতষ্ঠিানে র্কমরত প্রত্যকে শ্রমকিরে জন্য যরেূপ নরিাপদ হইত সরেূপ নরিাপদ আছ-ে
(১) বদ্যৈুতকি জনোরটের, মোটর বা রোটারী কনর্ভাটাররে প্রত্যকেটি অংশ,
(২) ট্রান্সমশিন যন্ত্রপাতরি প্রত্যকেটি অংশ;
(৩) যে কোন যন্ত্রপাতরি প্রত্যকেটি বপিজ্জনক অংশঃ
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
তবে র্শত থাকে য,ে উপরোক্ত মতে কোন যন্ত্রপাতি নরিাপদ কি না ইহা নর্ণিয়রে ব্যাপারে ধারা-৬৪ এর বধিান অনুযায়ী পরচিালতি কোন যন্ত্রপাতি পরীক্ষা বা চালু করয়িা দখোর ঘটনাটি র্ধতব্যে আনা হইবে না৷
(২) যন্ত্রপাতি ঘরিয়িা রাখা সর্ম্পকে এই আইনরে অন্য কোন বধিানরে হানি না করয়িা, র্ঘূণায়মান প্রত্যকে শফেট, স্পনিডল হুইল অথবা পনিয়িন এর প্রত্যকে সটে-স্ক্রু, বোল্ট এবং চাবি এবং চালু সকল স্পার, ওর্য়াম এবং অন্যান্য দাঁতওয়ালা বা ফ্রকিশন গয়িারংি, যাহার সংর্স্পশে কোন শ্রমকি আসতিে বাধ্য, উক্তরূপ সংর্স্পশে আসা ঝুঁকমিুক্ত করার জন্য উল্লখিতি কলকব্জা মজবুতভাবে ঘরিয়িা রাখতিে হইব৷ে
চলমান যন্ত্রপাতরি উপরে বা নকিটে কাজ৬৪৷ (১) যে ক্ষত্রে,ে কোন প্রতষ্ঠিানে ধারা ৬৩ এর অধীন চলমান কোন যন্ত্রপাতরি কোন অংশ পরীক্ষার প্রয়োজন হয়, অথবা উক্তরূপ পরীক্ষার ফলে চলমান যন্ত্রপাতরি বল্টে চড়ানো এবং নামানো, তলৈাক্তকরণ অথবা সুবন্যিস্তকরণরে কোন কাজ করতিে হয়, সক্ষেত্রেে উক্তরূপ পরীক্ষা বা চালনা এতদব্যাপারে বশিষেভাবে প্রশক্ষিণপ্রাপ্ত কোন পুরুষ শ্রমকি দ্বারা পরচিালতি হইতে হইব,ে এবং উক্ত শ্রমকিকে ঐ সময়ে আটো-সাটো পোষাক পরতিে হইব,ে এবং তাহার নাম এতদউদ্দশ্যেে নর্ধিারতি রজেস্টিারে লপিবিদ্ধ থাকতিে হইব,ে এবং যখন উক্ত শ্রমকি এই প্রকার কাজে নযিুক্ত থাকবিনে, সে সময় তনিি কোন র্ঘূণায়মান পুলতিে সংযুক্ত বল্টে নাড়াচাড়া করবিনে না, যদি না বল্টেটি প্রস্থে ১৫ সঃে মঃি এর নীচে হয় এবং উহার জোড়া সমতল ও ফতিা দয়িে আটকানো থাক৷ে
(২) সরকার, সরকারী গজেটেে প্রজ্ঞাপন দ্বারা, কোন নর্দিষ্টি প্রতষ্ঠিানরে কোন যন্ত্রপাতরি র্ঘূণায়মান কোন নর্দিষ্টি অংশরে পরষ্কিারকরণ, তলৈাক্তকরণ, সুবন্যিস্তকরণ নষিদ্ধি করতিে পারবিনে৷
স্ট্রাইকংি গয়িার এবং শক্তি সরবরাহ বচ্ছিন্নি করার পন্থা৬৫৷ (১) প্রত্যকে প্রতষ্ঠিান-ে
(ক) উপযুক্ত স্ট্রাইকংি গয়িার এবং অন্যান্য র্কাযকর যান্ত্রকি সরঞ্জাম সংরক্ষণ করা হইবে যাহা ট্রান্সমশিন যন্ত্ররে অর্ন্তভুক্ত দ্রুত এবং শ্লথ পুলতিে বা পুলি হইতে ড্রাইভংি বল্টেকে চালানোর জন্য ব্যবহৃত হইব,ে এবং উক্তরূপ গয়িার বা কলকব্জা এমনভাবে প্রস্তুত, স্থাপন ও সংরক্ষণ করতিে হইবে যনে উক্ত বল্টেরে প্রথম পুলতিে ক্রুপংি বকে নরিোধ করা যায়;
(খ) যখন কোন ড্রাইভংি বল্টে ব্যবহারে থাকবিে না, তখন ইহা কোন চলন্ত শফ্েটরে উপর রাখা যাইবে না৷
(২) প্রত্যকে প্রতষ্ঠিানে প্রত্যকে র্কমকক্ষে চলমান যন্তপাতি হইতে জরুরী অবস্থায় শক্তি বচ্ছিন্নি করবিার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকতিে হইব৷ে
স্বয়ংক্রয়ি যন্ত্রপাত৬ি৬৷ কোন প্রতষ্ঠিানরে কোন স্বয়ংক্রয়ি যন্ত্রপাতরি কোন চলমান অংশ এবং উহাতে বাহতি কোন দ্রব্য যাহার উপর দয়িা চলাচল কর,ে উহা যদি এমন কোন স্থান হয় যাহার উপর দয়িা কোন ব্যক্তকিে র্কতব্য সম্পাদন বা অন্য কোন কারণে চলাচল করতিইে হয়, তাহা হইল,ে উক্ত যন্ত্রপাতরি অংশ নহে এমন কোন স্থরি কাঠামো হইতে ৪৫ সঃে মঃি এর মধ্যে উহাকে বহর্মিুখী অথবা অর্ন্তমুখী চলাচল করতিে দওেয়া যাইবে নাঃ
তবে র্শত থাকে য,ে এই আইন বলবৎ হইবার র্পূব,ে এই ধারার ব্যতক্রিমভাবে স্থাপতি কোন যন্ত্রপাতকিে প্রধান পরর্দিশক, তৎর্কতৃক নর্ধিারতি উহার নরিাপত্তা সম্বন্ধে ব্যবস্থা গ্রহণরে র্শত,ে উহার ব্যবহার অব্যাহত রাখতিে অনুমতি দতিে পারবিনে৷
নতুন যন্ত্রপাতি আবৃত করা৬৭৷ এই আইন বলবৎ হইবার পর কোন প্রতষ্ঠিানে স্থাপতি শক্তি চালতি প্রত্যকেটি যন্ত্রপাতরি-
(ক) সটে-স্ক্রু, বল্টে অথবা চাব,ি অথবা কোন র্ঘূণায়মান শফেট্, স্পন্ডিল হুইল অথবা পনিয়িন এমনভাবে প্রোথতি, আবৃত অথবা অন্য কোন র্কাযকর নরিাপত্তামূলক ব্যবস্থা করতিে হইবে যাহাতে বপিদ নরিোধ করা যায়;
(খ) সকল স্পার, ওর্য়াম এবং অন্যান্য দাঁতবশিষ্টি গয়িার ব্যবস্থা, যাহা চলন্ত অবস্থায় ঘন ঘন বন্যিস্ত করার প্রয়োজন হয় না, সর্ম্পূণভাবে আবৃত করয়িা রাখতিে হইব,ে যদি না উহা এমনভাবে অবস্থতি হয় য,ে উহা আবৃত থাকলিে যরেূপ নরিাপদ হইত, সরেূপ নরিাপদ থাক৷ে
ক্রনে এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাত৬ি৮৷ কোন প্রতষ্ঠিান,ে হয়স্টে এবং লফ্িট ব্যতীত, সকল ক্রনে এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি সর্ম্পকে নম্নিলখিতি বধিানগুলি প্রযোজ্য হইব,ে যথাঃ-
(ক) স্থরি অথবা চলমান ওর্য়াকংি গয়িার, রজ্জু, শকিল এবং নোঙ্গর বা বন্ধন সর্ম্পকতি যন্ত্রপাতসিহ উহার প্রত্যকে অংশ-
(১) র্পযাপ্ত শক্তশিালী ও মজবুত পর্দাথ দয়িা উত্তমরূপে তরৈী হইতে হইব,ে
(২) যথাযথভাবে রক্ষণাবক্ষেণ করতিে হইব,ে
(৩) প্রতি বারো মাসে অন্ততঃ একবার একজন উপযুক্ত ব্যক্তি দ্বারা সর্র্ম্পূণভাবে পরীক্ষতি হইতে হইব,ে এবং উক্তরূপ প্রত্যকে পরীক্ষা সংক্রান্ত বধিি দ্বারা নর্ধিারতি বষিয়াদি লপিবিদ্ধ করবিার জন্য একটি রজেস্টিার থাকতিে হইব৷ে
(খ) উক্তরূপ যন্ত্রপাতি দ্বারা উহাতে লখিতি বহন ক্ষমতার অতরিক্তি কোন বোঝা বহন করা যাইবে না;
(গ) ক্রনে দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার আশংকা আছ,ে এরূপ কোন স্থানে কোন চলমান ক্রনেরে হুইল ট্রকেে কোন ব্যক্তি কাজ করাকালীন সময়ে যাহাতে ক্রনেটি উক্ত স্থানরে ছয় মটিাররে মধ্যে পৌঁছাইতে না পার-ে তাহার র্কাযকরী ব্যবস্থা গ্রহণ করতিে হইব৷ে
হয়স্টে এবং লফ্িট৬৯৷ (১) প্রত্যকে প্রতষ্ঠিানে প্রত্যকে হয়স্টে এবং লফ্িট-
(ক) র্পযাপ্ত শক্তশিালী ও মজবুত পর্দাথ দয়িা উত্তমরূপে তরৈি হইতে হইব;ে
(খ) যথাযথভাবে রক্ষণাবক্ষেণ করতিে হইব;ে
(গ) প্রতি ছয় মাসে অন্ততঃ একবার একজন উপযুক্ত ব্যক্তি দ্বারা সর্ম্পূণভাবে পরীক্ষতি হইতে হইব,ে এবং উক্তরূপ প্রত্যকে পরীক্ষা সংক্রান্ত বধিি দ্বারা নর্ধিারতি বষিয়াদি লপিবিদ্ধ করবিার জন্য একটি রজেস্টিার থাকতিে হইব৷ে
(২) প্রত্যকে প্রতষ্ঠিানে প্রত্যকে হয়স্টে ও লফিটরে চলাচল পথ দরজা সংযুক্ত ঘরিা দ্বারা ভালভাবে সংরক্ষতি থাকবি,ে হয়স্টে অথবা লফ্িট এবং উক্তরূপ ঘরিা এমনভাবে তরৈী করতিে হইবে যনে কোন ব্যক্তি বা বস্তু উক্ত হয়স্টে অথবা লফিটরে কোন অংশে এবং কোন স্থরি কাঠামো বা চলমান অংশরে মাঝখানে আটকাইয়া না যায়৷
(৩) প্রত্যকে প্রতষ্ঠিানে প্রত্যকে হয়স্টে এবং লফিটরে গায়ে উহার নরিাপদ বহন ক্ষমতা পরষ্কিারভাবে লখিয়িা রাখতিে হইবে এবং এই ধারণ ক্ষমতার অতরিক্তি কোন বোঝা বহন করা যাইবে না৷
(৪) প্রত্যকে প্রতষ্ঠিানে মানুষ বহনকারী প্রত্যকেটি হয়স্টে ও লফিটরে খাঁচার উভয় র্পাশ্বে উঠা-নামা করার জন্য প্রবশে পথ থাকবি৷ে প্রত্যকে হয়স্টে ও লফিটরে র্সবোচ্চ ধারণ ক্ষমতা বাংলায় স্পষ্ট অক্ষরে লখিয়িা রাখতিে হইব৷ে
(৫) উপ-ধারা (২) এবং (৪) এ উল্লখিতি প্রত্যকে দরজায় এমনভাবে ইন্টারলক অথবা অন্য কোন র্কাযকর ব্যবস্থা থাকবিে যাহাতে ইহা নশ্চিতি করা যায় য,ে যখন ইহা অবতরণ না করে তখন যনে খোলা না যায়, এবং দরজা বন্ধ না করা র্পযন্ত খাঁচাটি যাহাতে চলমান না হয়৷
(৬) এই আইন প্রর্বতনরে পর স্থাপতি অথবা পুনঃনর্মিতি কোন প্রতষ্ঠিানরে প্রত্যকেটি হয়স্টে অথবা লফিটরে ক্ষত্রেে নম্নির্বণতি অতরিক্তি ব্যবস্থাবলী প্রযোজ্য হইব,ে যথাঃ-
(ক) যে ক্ষত্রেে খাঁচা রশি বা শকিলরে উপর নর্ভিরশীল, সে ক্ষত্রেে কমপক্ষে দুইটি রশি বা শকিল পৃথকভাবে খাঁচার সঙ্গে সংযুক্ত থাকবিে এবং উহার ভারসাম্য রক্ষা করবি,ে এবং প্রত্যকে রশি ও শকিল এমন হইতে হইবে যনে ইহা র্সবোচ্চ ভারসহ খাঁচাটি বহন করতিে পার;ে
(খ) রশি এবং শকিল ছড়িয়িা যাওয়ার ক্ষত্রেে র্সবোচ্চ ভারসহ খাঁচাটি যনে ঝুলাইয়া রাখা যায়, ইহার র্কাযকরী ব্যবস্থা গ্রহণ করতিে হইব;ে
(গ) খাঁচার অতরিক্তি গতি নয়িন্ত্রণ করার জন্য যথাযথ স্বয়ংক্রয়ি ব্যবস্থা থাকতিে হইব৷ে
(৭) এই আইন বলবত্ হইবার র্পূবে উপ-ধারা (১), (২), (৩), (৪) ও (৫) এর ব্যতক্রিমভাবে কোন প্রতষ্ঠিানে স্থাপতি কোন হয়স্টে বা লফিট্-কে প্রধান পরর্দিশক, তর্ত্কতৃক নর্ধিারতি উহার নরিাপত্তা সম্বন্ধে ব্যবস্থা গ্রহণরে র্শতে উহার ব্যবহার অব্যাহত রাখতিে অনুমতি দতিে পারবিনে৷
ঘর্ূণায়মান যন্ত্রপাত৭ি০৷ (১) কোন প্রতষ্ঠিানে গ্রাইন্ডংি প্রক্রয়িা পরচিালতি হয়- এ রকম প্রত্যকে কক্ষে ব্যবহৃত প্রত্যকে যন্ত্ররে গায়ে অথবা উহার নকিটে স্থায়ীভাবে নম্নিলখিতি বষিয় র্বণনা করয়িা একটি নোটশি লটকাইয়া বা সাটয়িা দতিে হইবে যথাঃ-
(ক) প্রত্যকে গ্রাইন্ড স্টোন অথবা এব্রোসভি হুইলরে র্সবোচ্চ নরিাপদ গতসিীমা;
(খ) যে শফেট্ অথবা স্পন্ডিল এর উপর চাকাটি স্থাপতি উহার গত;ি
(গ) নরিাপদ গতি নশ্চিতি করার জন্য প্রয়োজনীয় উক্তরূপ শফেট্ বা স্পন্ডিলরে উপর স্থাপতি পুলরি পরসিীমা।
(২) উক্ত নোটশিে উল্লখিতি গতি অতক্রিম করা যাইবে না৷
(৩) প্রত্যকে গতশিীল আধার, খাঁচা, ঝুড়,ি ফ্লাই-হুইল, পুলি ডস্কি অথবা শক্তি দ্বারা চালতি অনুরূপ যন্ত্রপাতি তাহাদরে নর্ধিারতি গতি যাহাতে অতক্রিম না করতিে পারে ইহার জন্য র্কাযকর ব্যবস্থা গ্রহণ করতিে হইব৷ে
প্রসোর প্ল্যান্ট৭১৷ যে ক্ষত্রেে কোন প্রতষ্ঠিানরে উৎপাদন প্রক্রয়িায় নয়িোজতি কোন প্ল্যান্ট বা যন্ত্রপাতরি কোন অংশ স্বাভাবকি বায়ু চাপ অপক্ষো অধকি চাপে পরচিালতি হয়, সে ক্ষত্রেে যনে উহা উহার নরিাপদ চাপ অতক্রিম না করে তজ্জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতিে হইব৷ে
মঝে,ে সঁিড়ি এবং যাতায়াত পথ
৭২৷ প্রত্যকে প্রতষ্ঠিান-ে
(ক) সকল মঝে,ে সঁিড়,ি চলাচল পথ মজবুতভাবে নর্মিাণ করতিে এবং যথাযথভাবে সংরক্ষণ করতিে হইবে এবং প্রয়োজন হইলে উহাদরে নরিাপত্তা নশ্চিতি করার জন্য মজবুত রলেংি এর ব্যবস্থা করতিে হইবে ৭৪[এবং র্কমকালীন নবিঘ্নিে চলাচলরে জন্য পথ ও সঁিড়ি উন্মুক্ত রাখতিে হইব]ে;
(খ) যে স্থানে কোন সময়ে কোন ব্যক্তকিে কাজ করতিে হয়, সে স্থানে যাতায়াতরে জন্য, যুক্তসিংগতভাবে যতদূর সম্ভব নরিাপদ যাতায়াতরে ব্যবস্থা করতিে হইব;ে এবং
(গ) র্কমস্থলরে ৭৫[***] চলাচলরে পথ ও সঁিড়ি পরচ্ছিন্ন, প্রশস্ত ও বাধা-বন্ধকহীন হইতে হইবে ৭৬[;
(ঘ) মালকি কারখানা ও শ্রমকিদরে র্সাবকি নরিাপত্তার র্স্বাথে র্কমস্থলরে চলাচলরে পথ, সঁিড়,ি গইেট, গুদাম ও সাধারণ ব্যবহারি স্থানসমূহ (ঈড়সসড়হ টঃরষরঃু অৎবধ) ক্লোজ র্সাকটি ক্যামরোর আওতায় আনতিে পারবি।ে]
পটি, সাম্প, সুড়ঙ্গ মুখ ইত্যাদ৭ি৩৷ যে ক্ষত্রেে কোন প্রতষ্ঠিানরে কোন স্থরি আধার, কূপ, র্গত অথবা সুড়ঙ্গ পথ এমন হয় য,ে উহার গভীরতা, অবস্থান, নর্মিাণ, অথবা অভ্যন্তরস্থ বস্তুর কারণে ইহা বপিদরে কারণ হইতে পার,ে সে ক্ষত্রেে উহাকে মজবুতভাবে নরিাপদ ঘরো অথবা ঢাকনা দয়িা রাখতিে হইব৷ে
অতরিক্তি ওজন৭৪৷ কোন প্রতষ্ঠিানে কোন শ্রমকিক,ে তাহার ক্ষতি হইতে পারে এমন কোন ভারী জনিসি উত্তোলন, বহন অথবা নাড়াচাড়া করতিে দওেয়া যাইবে না৷
চোখরে নরিাপত্তা৭৫৷ উৎপাদন প্রক্রয়িা পরচিালতি হয় এরূপ কোন প্রতষ্ঠিানরে ক্ষত্রেে সরকার বধিি দ্বারা এই নর্দিশে দতিে পারবিে য,ে উক্তরূপ কোন প্রক্রয়িায় যদি নম্নির্বণতি কোন আশংকা থাক,ে তাহা হইলে উক্ত প্রক্রয়িায় নয়িোজতি প্রত্যকে শ্রমকিরে চোখরে নরিাপত্তা বধিানরে জন্য উপযুক্ত চশমা বা চোখাবরণরে ব্যবস্থা করতিে হইব,ে যথাঃ-
(ক) প্রক্রয়িার কারণে উৎক্ষপ্তি বা বচ্ছিুরতি কণা বা টুকরা হইতে চোখরে বপিদরে আশংকা;
(খ) অতমিাত্রায় আলো বা উত্তাপরে কারণে চোখরে ক্ষতরি আশংকা৷
ত্রুটপর্িূণ যন্ত্রাংশ নর্ণিয় অথবা উহার স্থায়ত্বি পরীক্ষার ক্ষমতা৭৬৷ যদি কোন পরর্দিশকরে নকিট ইহা প্রতীয়মান হয় য,ে কোন প্রতষ্ঠিানরে কোন ভবন বা উহার অংশ বশিষে, অথবা উহার কোন পথ, যন্ত্রপাতি অথবা প্ল্যান্ট এমন অবস্থায় আছে য,ে উহা মানুষরে জীবন ও নরিাপত্তার জন্য হুমকস্বিরূপ তাহা হইলে তনিি প্রতষ্ঠিানরে মালকিরে উপর লখিতি আদশে জারী করয়িা, উহাতে উল্লখিতি সময়রে মধ্য,ে নম্নিলখিতি কাজ করার জন্য নর্দিশে দতিে পারবিনে, যথাঃ-
(ক) উক্ত ভবন, রাস্তা, যন্ত্রপাতি বা প্লান্ট নরিাপদভাবে ব্যবহার করা যায় কি না- উহা নর্ধিারণরে জন্য প্রয়োজনীয় নকশা এবং অন্যান্য তথ্য বা ববিরণ সরবরাহ করা;
(খ) কোন নর্দিষ্টি অংশরে মান বা শক্তি নর্ধিারণরে জন্য প্রয়োজনীয় পরীক্ষা পরচিালনা করা এবং উহার ফলাফল পরর্দিশককে অবহতি করা৷
বপিজ্জনক ধোঁয়ার বরিুদ্ধে সর্তকতামূলক ব্যবস্থা৭৭৷ (১) কোন প্রতষ্ঠিানরে কোন কক্ষ, আধার, চৌবাচ্চা, র্গত, পাইপ, ধূমপথ, অথবা অন্যান্য সীমাবদ্ধ স্থান,ে যখোনে বপিজ্জনক ধোঁয়া এই পরমিাণে থাকার সম্ভাবনা আছ,ে যাহা দ্বারা কোন ব্যক্তরি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকয়িা যায়, কোন ব্যক্তি প্রবশে করতিে পারবিনে না বা তাহাকে প্রবশেরে অনুমতি দওেয়া হইবে না, যদি না সখোনে বধিি দ্বারা নর্ধিারতি পরমিাপরে কোন ম্যানহোল অথবা বাহরি হইবার র্কাযকর ব্যবস্থা থাক৷ে
(২) উপ-ধারা (১) এ উল্লখিতি কোন সীমাবদ্ধ স্থানে ২৪ ভোল্টরে অধকি ভোল্টজে যুক্ত কোন বহনযোগ্য বদ্যৈুতকি বাতি উহার অভ্যন্তরে ব্যবহার করার অনুমতি দওেয়া যাইবে না এবং যে ক্ষত্রেে কোন ধোঁয়া দাহ্য হওয়ার সম্ভাবনা থাকে সে ক্ষত্রেে দাহ্য নরিোধক বস্তু দ্বারা নর্মিতি বাতি ছাড়া অন্য কোন বাতি উক্ত স্থানে ব্যবহার করার জন্য অনুমতি দওেয়া যাইবে না৷
(৩) কোন প্রতষ্ঠিানরে উক্তরূপ কোন সীমাবদ্ধ স্থানে কোন ব্যক্তি প্রবশে করবিনে না বা প্রবশে করবিার অনুমতি দওেয়া যাইবে না, যদি না উহা হইতে ধোঁয়া নষ্কিাশন এবং প্রবশে প্রতরিোধ ব্যবস্থা করার জন্য সম্ভাব্য সকল পন্থা গ্রহণ করা হয় এবং যদি না নম্নিলখিতি যে কোন একটি ব্যবস্থা গ্রহণ করা হয়-
(ক) কোন উপযুক্ত ব্যক্তি র্কতৃক পরীক্ষান্তে এই র্মমে প্রত্যয়ন পত্র প্রদান করা হয় য,ে স্থানটি বপিজ্জনক ধোঁয়া হইতে মুক্ত, এবং উহা প্রবশেরে জন্য উপযুক্ত; অথবা
(খ) সংশ্লষ্টি শ্রমকি একটি উপযুক্ত শ্বাস-প্রশ্বাস যন্ত্র ব্যবহার করতিছেনে এবং তাহার কোমরবন্ধরে সঙ্গে এমন একটি রজ্জু বাধা আছে যাহার খোলা প্রান্ত উক্ত স্থানরে বাহরিে অবস্থানরত কোন ব্যক্তরি হাতে আছ৷ে
(৪) প্রত্যকে প্রতষ্ঠিানে উপযুক্ত শ্বাস-প্রশ্বাস যন্ত্র, সজ্ঞান করার যন্ত্র, কোমরবন্ধ এবং রজ্জু তাৎক্ষণকি ব্যবহাররে জন্য উক্তরূপ স্থানরে নকিটইে মওজুদ রাখতিে হইব,ে এবং উক্তরূপ সরঞ্জাম কোন উপযুক্ত ব্যক্তি র্কতৃক সময় সময় পরীক্ষতি হইতে হইব,ে এবং উহা ব্যবহাররে যোগ্য- এই র্মমে তৎর্কতৃক প্রত্যয়তি হইতে হইব,ে এবং প্রত্যকে প্রতষ্ঠিানে র্কমরত যথষ্টে সংখ্যক ব্যক্তকিে উক্তরূপ সরঞ্জাম ব্যবহার এবং শ্বাস-প্রশ্বাস প্রবাহ করার পন্থা সর্ম্পকে প্রশক্ষিণ প্রদানরে ব্যবস্থা করতিে হইব৷ে
(৫) কোন প্রতষ্ঠিানে কোন ব্যক্তকিে বয়লার, বয়লাররে চুল্ল,ি ধূমপথ, আধার, চৌবাচ্চা, পাইপ অথবা কোন সীমাবদ্ধ স্থানে উহাতে কাজ করার জন্য অথবা উহাতে কোন পরীক্ষা পরচিালনার জন্য প্রবশে করবিার অনুমতি প্রদান করা যাইবে না যতক্ষণ র্পযন্ত না ইহা বায়ু প্রবাহরে দ্বারা যথষ্টে ঠাণ্ডা করা হইয়াছে অথবা অন্য কোনভাবে মানুষরে প্রবশেরে জন্য উপযুক্ত করা হইয়াছ৷ে
বষ্ফিোরক বা দাহ্য গ্যাস, ধুলা ইত্যাদ৭ি৮৷ (১) যে ক্ষত্রেে কোন প্রতষ্ঠিানে কোন উত্পাদন প্রক্রয়িার কারণে উত্থতি গ্যাস, ধোঁয়া, বাষ্প বা ধুলা এমন প্রকৃতরি বা এমন পরমিাণরে হয় য,ে উহা বষ্ফিোরতি বা প্রজ্জ্বলতি হইবার সম্ভাবনা থাক,ে সে ক্ষত্রেে উক্তরূপ বষ্ফিোরণ বন্ধ করার জন্য নম্নিলখিতি পন্থায় সম্ভাব্য র্সবপ্রকার ব্যবস্থা গ্রহণ করতিে হইব,ে যথাঃ-
(ক) প্ল্যান্ট বা যন্ত্রপাতি ব্যবহাররে সময় উহা র্কাযকরভাবে ঘরিয়িা রাখয়িা;
(খ) উক্তরূপ ধুলা, গ্যাস, ধোঁয়া বা বাষ্প নষ্কিাশন বা উহার সঞ্চয় নরিোধ করয়িা;
(গ) দহনীয় হইবার সম্ভাব্য সকল উত্স র্কাযকরভাবে ঘরিয়িা রাখয়িা৷
(২) যে ক্ষত্রেে কোন প্রতষ্ঠিানে কোন প্রক্রয়িায় ব্যবহৃত কোন পস্্ন্যান্ট বা যন্ত্রপাতি এমনভাবে নর্মিাণ করা হয় নাই যাহাতে উহা উক্তরূপ বষ্ফিোরণরে ক্ষত্রেে উত্পন্ন সম্ভাব্য চাপ সহ্য করতিে পারে সে ক্ষত্রেে উক্ত পস্্ন্যান্ট বা যন্ত্রপাততিে চোক, বফেল্স, ভন্টেস বা অন্য কোন র্কাযকর যন্ত্রপাতি ব্যবস্থা করয়িা উক্ত বস্ফিোরণরে বস্ত্মিার বা প্রভাব রোধ করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করতিে হইব৷ে
(৩) যে ক্ষত্রেে কোন প্রতষ্ঠিানরে কোন পস্্ন্যান্ট বা যন্ত্রপাতরি কোন অংশ কোন বস্ফিোরক বা দাহ্য গ্যাস বা বাষ্প স্বাভাবকি বায়ু চাপ অপক্ষো অধকি চাপে থাক,ে সক্ষেত্রেে উক্ত অংশ নম্নিলখিতি পন্থা ব্যতীত খোলা যাইবে না, যথাঃ-
(ক) উক্ত কোন অংশরে ঢাকনার মুখরে সঙ্গে সংযুক্ত কোন পাইপরে সংযোগ খুলয়িা দওেয়ার র্পূবে উক্ত অংশে কোন গ্যাস বা বাষ্প প্রবশে অথবা উক্তরূপ পাইপ ষ্টপ-বালব্ দ্বারা বা অন্য কোন পন্থায় বন্ধ করতিে হইব;ে
(খ) উক্তরূপ কোন বন্ধন অপসারণ করবিার র্পূবে উক্ত অংশরে অথবা পাইপরে গ্যাস বা বাষ্পরে চাপ স্বাভাবকি বায়ু চাপে কমাইয়া আনার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করতিে হইব;ে
(গ) যে ক্ষত্রেে উক্তরূপ কোন বন্ধন শ্লথ বা অপসারণ করা হইয়াছ,ে সে ক্ষত্রেে কোন বষ্ফিোরক বা দাহ্য গ্যাস অথবা বাষ্প উক্ত অংশে অথবা পাইপ,ে বন্ধন শক্ত করয়িা বাধা না হওয়া র্পযন্ত এবং নরিাপদভাবে প্রতস্থিাপতি না হওয়া র্পযন্ত, প্রবশে নরিোধ করবিার জন্য র্সব প্রকার র্কাযকর ব্যবস্থা গ্রহণ করতিে হইবেঃ
তবে র্শত থাকে য,ে যে ক্ষত্রেে কোন প্ল্যান্ট বা যন্ত্রপাতি খোলা মাঠে স্থাপতি হয়, সক্ষেত্রেে এই উপ-ধারার বধিান প্রযোজ্য হইবে না৷
(৪) যে ক্ষত্রেে কোন প্রতষ্ঠিানে কোন প্ল্যান্ট, আধার বা চৌবাচ্চাতে কোন বস্ফিোরক বা দাহ্য পর্দাথ থাকে বা কোন সময় ছলি, সে ক্ষত্রেে উহাতে তাপ ব্যবহার করয়িা কোনরূপ ঝালাই বা কাটার কাজ করা যাইবে না, যদি না উক্ত বস্তু বা ধোঁয়া অপসারণ অথবা অদাহ্য বা অবষ্ফিোরক অবস্থায় রূপান্তর করার জন্য প্রথমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং উক্তরূপ কোন পর্দাথ উক্ত প্ল্যান্ট, আধার বা চৌবাচ্চায় উক্তরূপ কোন কাজ করার পর প্রবশে করতিে দওেয়া যাইবে না, যতক্ষণ র্পযন্ত না সংশ্লষ্টি ধাতু উক্ত বস্তুকে দাহ্য করার বপিদ রোধ করার মত যথষ্টে ঠাণ্ডা হয়৷
ব্যক্তগিত সুরক্ষা যন্ত্রপাতি ব্যবহাররে বাধ্যবাধকতা৭৭[৭৮ক। (১) প্রযোজ্য ক্ষত্রেে র্কতৃপক্ষ শ্রমকিগণরে ব্যক্তগিত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নশ্চিতি করা ব্যতীত কাউকে র্কমে নয়িোগ করতিে পারবিে না এবং এই বষিয়ে মালকি র্কতৃক নর্ধিারতি পন্থায় একটি রর্কেড বুক সংরক্ষণ করতিে হইব।ে
(২) ব্যক্তগিত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহরে পর উহা ব্যবহার করা না হইলে সংশ্লষ্টি শ্রমকিগণ দায়ী হইবনে।
(৩) র্কমক্ষত্রেে শ্রমকিরে পশোগত স্বাস্থ্য সুরক্ষা ও সইেফটি নশ্চিতি করণরে জন্য প্রত্যকে শ্রমকিকে কাজরে ঝুকি সর্ম্পকে প্রশক্ষিণরে মাধ্যমে সচতেন করতিে হইব।ে
- ভূগোল কি, বাণিজ্যিক ভূগোল কি এর বৈশিষ্ট্য ও গুরুত্ব
- জনসংখ্যার সমস্যা কি, কোভিদ ১৯ কি লিখবেন, রোগ প্রতিরোধে ভূমিকা কি লিখবে
- এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্যক ভূগোল (১৭১৭) এ্যাসাইনমেন্ট সম্পূর্ণ উত্তর
- বিএম মার্কেটিং নীতি ও প্রয়োগ (১৮১৮) অ্যাসাইনমেন্ট উত্তর
- “মধ্যস্থ করবারির উৎপাদক, ভােক্তা ও সামজের প্রতি বিভিন্ন ধরণের কার্যবলি রয়েছে। এ উক্তির যর্থাথতা উল্লেখ কর।
- বাংলাদেশ কৃষি পন্যের বাজারজাতকরণে প্রধান প্রধান সমস্যা
- ব্যয়যােগ্য মূল্য নির্ধারণ ও ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি বেশি উপযুক্ত বলে তুমি মনে কর
- পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরে বাজারজাতকরণ প্রয়োগ পূর্বক মতামত দাও
- “প্রত্যাশিত অবস্থান দখলের জন্য পরিকল্পলিতভাবে মার্কেটিং কৌশল গ্রহণ করতে হয়।”
- বাংলাদেশে বাজারজাতকরণে প্রভাব বিস্তারকারী পরিবেশগুলোর প্রয়োগ দেখাও
2 thoughts on “বাংলাদেশের শিল্প কি?, রপ্তানিমুখী শিল্প কি?,শিল্প শ্রমিকদের সার্বিক নিরাপত্তার সম্পর্ক?”