বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান
স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে। এই পুরস্কার জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠিকে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানসমূহকেও এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
স্বাধীনতা পুরস্কারের স্বর্ণপদক
প্রত্যেক পদকপ্রাপ্তদের একটি ১৮ ক্যারেট স্বর্ণ নির্মিত ৫০ গ্রাম ওজন বিশিষ্ট পদক, একটি সম্মাননাসূচক প্রত্যয়ন পত্র এবং সম্মাননা স্বরুপ নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ প্রদান করা হয়। প্রাথমিকভাবে প্রদানকৃত অর্থের পরিমাণ বিশ হাজার ছিল। ২০১৩ সাল থেকে দুই লক্ষ টাকা করে প্রদান করা হয়।পরবর্তীতে এটি ২০১৭ সালের মে মাসে ৩,০০,০০০ টাকায় এবং ২০১৯ সালের নভেম্বর মাসে ৫,০০,০০০ টাকায় উন্নীত করা হয়।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতা পদকের প্রবর্তন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পুরস্কারের প্রবর্তক ।
পুরস্কারের ক্ষেত্র
স্বাধীনতা দিবস পুরস্কার প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত কিছু বিষয়ের প্রতি নজর দেয়া হয়
- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
- বিজ্ঞান ও প্রযুক্তি
- চিকিৎসাবিদ্যা
- শিক্ষা
- সাহিত্য
- সংস্কৃতি
- ক্রীড়া
- পল্লী উন্নয়ন
- সমাজসেবা/জনসেবা
- জনসংখ্যা নিয়ন্ত্রণ
- জনপ্রশাসন
- গবেষণা ও প্রশিক্ষণ
- সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোন ক্ষেত্র প্রায় প্রতি বছর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জীবিতদের পাশাপাশি মরণোত্তর পুরস্কার দেওয়ার রীতিও আছে।
বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয়/ বিভাগ, জেলা প্রশাসক, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর/ দপ্তর/ সংস্থাকে পুরস্কার প্রদানের বিষয় উল্লেখ করে সংযুক্তি ছক অনুযায়ী তাদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়। এই পুরস্কার পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের নামের প্রস্তাব বা মনোনয়ন পাওয়ার বিষয়ে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এছাড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, মন্ত্রী ও সচিবেরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম পাঠানোর পর প্রাথমিক বাছাই করে একটি তালিকা করা হয়। এরপর পদক কমিটির বৈঠকে এই তালিকা উঠানো হয়। সেখান থেকে তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী এই তালিকায় সংযোজন বা বিয়োজন করতে পারবেন। এরপর মন্ত্রিসভার বৈঠকে তালিকাটি চূড়ান্ত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের সংখ্যা কোনো বছর ১০ এর বেশি হবে না, তবে প্রধানমন্ত্রী চাইলে এই সংখ্যা বাড়াতে পারেন।
কোনো ব্যক্তি/ প্রতিষ্ঠান পদক গ্রহণ করতে অস্বীকৃতি জানালে বা নির্দিষ্ট সময়ে তাদের মতামত না জানালে তা মন্ত্রিপরিষদ বিভাগে জানাতে হয়। ফলে ঐ ব্যক্তি/ প্রতিষ্ঠানের নাম পদকপ্রাপ্তদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয় না এবং তাদের নাম পদকপ্রাপ্ত হিসেবে ঘোষণা করা হয় না।
পদকটি সাধারণত স্বাধীনতা দিবসের সন্ধ্যায়, বিভিন্ন মন্ত্রিপরিষদ সদস্য ও অন্যান্য বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।
স্বাধীনতা পুরস্কার মূল্য: বর্তমানে প্রত্যেক পুরস্কার প্রাপককে পুরস্কার হিসাবে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের স্বর্ণে নির্মিত একটি পদক, পদকটির একটি রেপ্লিকা, ৩ লক্ষ টাকার একটি চেক এবং পুরস্কার প্রাপ্তির স্বীকৃতিসূচক একটি সনদপত্র প্রদান করা হয়।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৭৭–৭৯)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।এই তালিকাটি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৭৭
১৯৭৭ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৫ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী | সমাজসেবা | মরণোত্তর বিজয়ী |
কাজী নজরুল ইসলাম | সাহিত্য | বাংলাদেশের জাতীয় কবি মরণোত্তর বিজয়ী |
শিল্পাচার্য জয়নুল আবেদীন | সংস্কৃতি (চারুকলা) | মরণোত্তর বিজয়ী |
ড. মোকাররম হোসেন খোন্দকার | বিজ্ঞান ও প্রযুক্তি | মরণোত্তর বিজয়ী |
মাহাবুব আলম চাষী | পল্লী উন্নয়ন | |
ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান চৌধুরী | চিকিৎসাবিদ্যা | |
ডা. মোঃ জাফরুল্লাহ চৌধুরী | জনসংখ্যা নিয়ন্ত্রণ | |
রুনা লায়লা | সংস্কৃতি (সঙ্গীত) | |
হাবিলদার মোস্তাক আহমদ | ক্রীড়া | |
এনায়েত করিম | জনসেবা | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৭৮
১৯৭৮ সালে ৮ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম কবি জসিম উদ্দিন | সাহিত্য | মরণোত্তর বিজয়ী |
মরহুম ড. মজাহারুল হক | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
প্রয়াত রনদা প্রসাদ সাহা | সমাজকল্যাণ | মরণোত্তর বিজয়ী |
মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিম | সমাজকল্যাণ | মরণোত্তর বিজয়ী |
ড. শাহ মোহাম্মদ হাছানুজ্জামান | বিজ্ঞান ও প্রযুক্তি | |
আবদুল আহাদ | সংস্কৃতি (সঙ্গীত) | |
মাহফুজুল হক (সমাজকর্মী) | পল্লী উন্নয়ন | |
আলমগীর এম. এ. কবীর | জনসংখ্যা নিয়ন্ত্রণ |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৭৯
১৯৭৯ সালে ৯ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
আবুল মনসুর আহমেদ | সাহিত্য | মরণোত্তর বিজয়ী |
ড. কাজী মোতাহার হোসেন | বিজ্ঞান ও প্রযুক্তি | |
ড. মোজাফফর আহমেদ চৌধুরী | শিক্ষা | |
ফিরোজা বেগম | সংস্কৃতি (সঙ্গীত) | |
সমর দাস | সংস্কৃতি (সঙ্গীত) | |
ওস্তাদ ফুলঝুরি খান | সংস্কৃতি (সঙ্গীত) | |
পটুয়া কামরুল হাসান | সংস্কৃতি (চিত্রকলা) | |
তাহেরা কবির | সমাজসেবা | |
নূর মোহাম্মদ মন্ডল | জনসংখ্যা নিয়ন্ত্রণ |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৮০–৮৯)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদাণ করা হচ্ছে।এই তালিকাটি ১৯৮০ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮০
১৯৮০ সালে ৭ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম ড. মুহম্মদ শহীদুল্লাহ | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
মওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ (শর্ষিণার পীর) | শিক্ষা | |
মরহুম আলহাজ্জ্ব জহির উদ্দিন | জনসেবা | মরণোত্তর বিজয়ী |
মরহুম কবি ফররুখ আহমদ | সাহিত্য | মরণোত্তর বিজয়ী |
শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী | সাহিত্য | মরণোত্তর বিজয়ী |
ড. খোন্দকার আমীর হাসান | বিজ্ঞান ও প্রযুক্তি | |
সোহরাব হোসেন | সংস্কৃতি (সঙ্গীত) |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮১
১৯৮১ সালে ৮ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৫ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম মওলানা মুহাম্মদ আকরাম খাঁ | সাংবাদিকতা | মরণোত্তর বিজয়ী |
মরহুম আব্বাস উদ্দিন আহমদ | সংস্কৃতি (সঙ্গীত) | মরণোত্তর বিজয়ী |
মরহুম মেজর আবদুল গনি | জনসেবা | মরণোত্তর বিজয়ী |
মরহুমা বেগম সামসুন্নাহার মাহমুদ | সমাজসেবা | মরণোত্তর বিজয়ী |
মরহুম আব্বাস মির্জা | ক্রীড়া | মরণোত্তর বিজয়ী |
জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ | সাহিত্য | |
ওয়ালিউল্লাহ পাটোয়ারী | শিক্ষা | |
ওস্তাদ খাদেম হোসেন খান | সংস্কৃতি (সঙ্গীত) |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮২
১৯৮২ সালে ৫ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম ড. আবদুর রশীদ | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
মরহুম কাজী মোহাম্মদ মোশারফ হোসেন | জনসেবা | মরণোত্তর বিজয়ী |
মরহুম সৈয়দ মুর্তাজা আলী | সাহিত্য | মরণোত্তর বিজয়ী |
মরহুম আনোয়ারুল হক | সংস্কৃতি (চিত্রকলা) | মরণোত্তর বিজয়ী |
ফিরোজা বারী | সমাজসেবা |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮৩
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
কবি আবদুল কাদের | সাহিত্য | |
ড. মুহম্মদ এনামুল হক | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
ড. সিরাজুল হক | শিক্ষা | |
বারডেম | চিকিৎসাবিদ্যা |
১৯৮৩ সালে ৩ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যার মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮৪
১৯৮৪ সালে ৬ জন ব্যক্তিত্ব এবং ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৩ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা | বিজ্ঞান ও প্রযুক্তি | মরণোত্তর বিজয়ী |
মোহাম্মদ নাসিরউদ্দীন | সাংবাদিকতা | |
অধ্যাপক মুহম্মদ মনসুর উদ্দিন | সাহিত্য | |
শাহ আবুল হাসনাৎ মোহাম্মদ ইসমাইল | সাহিত্য | |
ওস্তাদ আয়েত আলী খাঁ | সংস্কৃতি (সঙ্গীত) | মরণোত্তর বিজয়ী |
বুলবুল চৌধুরী | সংস্কৃতি (নৃত্য) | মরণোত্তর বিজয়ী |
দীদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি | পল্লী উন্নয়ন | |
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট | সমাজসেবা |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮৫
১৯৮৫ সালে ১ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তার অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; তাকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী | সমাজসেবা | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮৬
১৯৮৬ সালে ২ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা | পল্লী উন্নয়ন | |
অধ্যাপক মফিজ উদদীন আহমেদ | বিজ্ঞান ও প্রযুক্তি | |
মোঃ মোশাররফ হোসেন খাঁন | ক্রীড়া |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮৭
১৯৮৭ সালে ৩ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম এম হোসেন আলী | জনসেবা | মরণোত্তর বিজয়ী |
অধ্যাপক সৈয়দ আলী আহসান | সাহিত্য | |
প্রফেসর মোহাম্মদ ইউনুস | পল্লী উন্নয়ন | |
এএফআইপিটি | চিকিৎসাবিজ্ঞান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮৮
১৯৮৮ সালে ২ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
আমিনুল ইসলাম | সংস্কৃতি (চিত্রকলা) | |
মরহুম মোঃ নূরুল আলম | জনসেবা | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৮৯
১৯৮৯ সালে ২ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
অধ্যাপক ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান | চিকিৎসা বিজ্ঞান ও জনসেবা | |
নিয়াজ মোর্শেদ | ক্রীড়া | |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৯০–৯৯)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই তালিকাটি ১৯৯০ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯০ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯০ সালে ২ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
অধ্যাপক আমিনুল ইসলাম | Science and Technology | |
মোহাম্মদ ইয়াছিন | পল্লী উন্নয়ন |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯১ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯১ সালে ৩ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম নায়েব সুবেদার শাহ আলম | sports | মরণোত্তর বিজয়ী |
কবি শামসুর রাহমান | literature | |
প্রফেসর মো: ইন্নাস আলী | Science and Technology |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯২ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯২ সালে ২ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট | Science and Technology | প্রতিষ্ঠান |
অধ্যাপক কাজী জাকের হোসেন | শিক্ষা | |
মরহুম জহির রায়হান | literature | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯৩ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯৩ সালে ৫ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী | treatment | |
এস. এম. সুলতান | culture (চারুকলা) | |
কাজী আবদুল আলীম | sports | |
জাহানারা বেগম | পল্লী উন্নয়ন | |
মরহুম প্রিন্সিপাল আবুল কাশেম | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯৪ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯৪ সালে ৩ জন ব্যক্তিত্ব এবং ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর | Science and Technology | প্রতিষ্ঠান |
মরহুম আহসান হাবিব | literature | মরণোত্তর বিজয়ী |
আতিকুর রহমান | sports | |
ওস্তাদ মোবারক হোসেন খান | culture (সঙ্গীত) | |
গ্রামীণ ব্যাংক | পল্লী উন্নয়ন | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯৫ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯৫ সালে ৭ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৩ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন | Science and Technology | |
মরহুম মৌলভী কাজী আম্বার আলী | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
মরহুম আবদুল করিম literatureবিশারদ | literature | মরণোত্তর বিজয়ী |
ফেরদৌসী রহমান | culture (সঙ্গীত) | |
সৈয়দা ইকবাল মান্দ বানু | Social Service/Public Service | |
জাকারিয়া পিন্টু | sports | |
মরহুম এস. এম. আলী | সাংবাদিকতা | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯৬ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯৬ সালে ৭ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ২ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
অধ্যাপক এ এম জহুরুল হক | Science and Technology | |
মরহুম ডাঃ কাজী আবুল মনসুর | treatment | মরণোত্তর বিজয়ী |
মরহুম মৌলভী আবুল হাশিম | literature | মরণোত্তর বিজয়ী |
সফিউদ্দিন আহমেদ | culture (চারুকলা) | |
মোহাম্মদ আব্দুল জব্বার | Culture (সঙ্গীত) | |
সাবিনা ইয়াসমিন | culture (সঙ্গীত) | |
কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন | sports | |
আঞ্জুমান মফিদুল ইসলাম | Social Service/Public Service | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯৭ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯৭ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
ড. মুন্সী সিদ্দীক আহমদ | Science and Technology | |
অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম | treatment | |
অধ্যাপক কবীর চৌধুরী | শিক্ষা | |
মরহুম অধ্যাপক আবদুল মতিন চৌধুরী | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
কবি সুফিয়া কামাল | literature | |
শওকত ওসমান | literature | |
মরহুম আবদুল আলীম | culture সঙ্গীত | মরণোত্তর বিজয়ী |
শহীদ জননী জাহানারা ইমাম | Social Service/Public Service | |
মরহুম বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন | Social Service/Public Service | মরণোত্তর বিজয়ী |
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত | বাংলা ভাষা | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯৮ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯৮ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৯ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ সৈয়দ নজরুল ইসলাম | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ তাজউদ্দিন আহমদ | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ ক্যাপ্টেন মনসুর আলী | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ আবদুর রব সেরনিয়াবাত | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ শেখ ফজলুল হক মনি | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
ড. আব্দুল মোছাব্বের চৌধুরী | Science and Technology | |
শহীদ শহীদুল্লাহ কায়সার | literature | মরণোত্তর বিজয়ী |
শহীদ শেখ কামাল | sports | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ১৯৯৯ [বাংলা নিউস এক্সপ্রেস]
১৯৯৯ সালে ১১ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৫ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
আব্দুস সামাদ আজাদ | Independence and liberation war | |
অধ্যাপক ডা. রশিদ উদ্দিন আহমদ | treatment | |
মরহুম অধ্যাপক এ. কিউ. এম. বজলুল করিম | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমদ | শিক্ষা | |
সিকান্দার আবু জাফর | literature | |
প্রফেসর মোহাম্মদ কিবরিয়া | Culture (চারুকলা) | |
মরহুমা বেগম বদরুন্নেসা আহমদ | Social Service/Public Service | মরণোত্তর বিজয়ী |
কলিম শরাফী | Culture (সঙ্গীত) | |
ড. এফ আর খান ও মাজহারুল ইসলাম | culture (স্থাপত্য) | মরণোত্তর বিজয়ী |
প্রয়াত ব্রজেন দাস | sports | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (২০০০–২০০৯)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই তালিকাটি ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০০ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০০ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
মরহুম মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রব বীর উত্তম | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
সরদার ফজলুল করিম | শিক্ষা | |
সৈয়দ শামসুল হক | literature | |
শিল্পী শাহাবুদ্দীন | culture(চারুকলা) | |
মরহুমা সুলতানা কামাল (খুকী) | sports | মরণোত্তর বিজয়ী |
বিনোদ বিহারী চৌধুরী | Social Service/Public Service | |
ওস্তাদ খুরশিদ খান | Culture (সঙ্গীত) | |
পণ্ডিত অজিত রায় | Culture (সঙ্গীত) | |
মরহুম রোকনুজ্জামান খান (দাদা ভাই) | Culture (শিশু সংগঠক) | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০১ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০১ সালে ১০ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা; যাদের মধ্যে ৮ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
শহীদ মশিউর রহমান | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
মরহুম জহুর আহমেদ চৌধুরী | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
মরহুম এম. এ. আজিজ | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
মরহুম রুহুল কুদ্দুস | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ আমিনউদ্দিন | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ ডা. জিকরুল হক | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
প্রয়াত কবি সৈয়দা মোতাহেরা বানু | literature | মরণোত্তর বিজয়ী |
আশফাকুর রহমান খান | Independence and liberation war | |
এম আর আখতার মুকুল | সাংবাদিকতা | |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) | sports | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০২ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০২ সালে ৪ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা; যাদের মধ্যে ৩ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম এস এ বারী এটি | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
মরহুম হাসান হাফিজুর রহমান | literature | মরণোত্তর বিজয়ী |
প্রয়াত পণ্ডিত বারীণ মজুমদার | Culture (সঙ্গীত) | মরণোত্তর বিজয়ী |
আব্দুল লতিফ | Culture (সঙ্গীত) | |
ঢাকা আহ্ছানিয়া মিশন | Social Service/Public Service | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০৩ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০৩ সালে ২ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা; তাদের উভয়কেই “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়। তবে, পরবর্তী সময়ে, মন্ত্রীপরিষদের মতামতের ভিত্তিতে ১ জনের সম্মাননা প্রত্যাহার করে নেয়া হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | Independence and liberation war | বাংলাদেশের স্থপতি মরণোত্তর বিজয়ী |
মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী (প্রত্যাহার কৃত) |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০৪ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০৪ সালে ৭ জন ব্যক্তিত্ব ও ৩টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
ব্রিগেডিয়ার (অবঃ) প্রফেসর ডা. আব্দুল মালিক | treatment |
- আবু ইসহাক (মরণোত্তর) (literature)
- শহীদ আলতাফ মাহমুদ (মরণোত্তর) (culture)
- বাংলাদেশ আনসার ও ভিডিপি (sports)
- সন্ধানী (সমাজ সেবা)
- মিস ভেলেরী এ টেইলর (Social Service/Public Service)
- মুহম্মদ সিদ্দিক খান (মরণোত্তর) (শিক্ষা)
- পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া (পল্লী উন্নয়ন)
- অলি আহাদ (Independence and liberation war)
- কমরেড মণি সিংহ (মরণোত্তর) (Independence and liberation war)
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০৫ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০৫ সালে ১ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মোঃ মুজিবুল হক | Social Service/Public | |
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) | Social Service/Public | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০৬ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০৬ সালে ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
বাংলাদেশ বেতার | Independence and liberation war | প্রতিষ্ঠান |
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) | Social Service/Public Service | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০৭ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০৭ সালে ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
বাংলাদেশ সেনাবাহিনী | Independence and liberation war এবং Social Service/Public Service | প্রতিষ্ঠান |
ব্র্যাক | Social Service/Public Service | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০৮ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০৮ সালে ৩ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ২ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
বাংলাদেশ রাইফেলস্ | Independence and liberation war | প্রতিষ্ঠান |
শহীদ ডক্টর মুহাম্মদ শামসুজ্জোহা | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
ড. গোবিন্দ চন্দ্র দেব | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
অধ্যাপক রেহমান সোবহান | Research and training |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০০৯ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০০৯ সালে ৪ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
আবদুল গাফফার চৌধুরী | literature | |
আবদুল মতিন | culture | |
আবুল মকসুদ হারুন অর রশীদ | Science and Technology | |
আইভি রহমান | Social Service/Public Service | মরণোত্তর বিজয়ী |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (২০১০–১৯)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদাণ করা হচ্ছে। এই তালিকাটি ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১০ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১০ সালে ১০ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
এ. কে. এম. সামসুল হক খান | Independence and liberation war | মরণোত্তর |
সৈয়দা সাজেদা চৌধুরী | Independence and liberation war | |
বেলাল মোহাম্মদ | Independence and liberation war | |
জিল্লুর রহমান সিদ্দিকী | শিক্ষা | |
যতীন সরকার | শিক্ষা | |
রোমেনা আফাজ | literature | মরণোত্তর |
মুস্তফা নুরুল ইসলাম | literature | |
ওয়াহিদুল হক | culture (সঙ্গীত) | মরণোত্তর |
আলমগীর কবির | culture (চলচ্চিত্র) | মরণোত্তর |
ফেরদৌসী প্রিয়ভাষিণী | culture (ভাস্কর্য) | |
বাংলা একাডেমি | culture (চর্চাকেন্দ্র) | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১১ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১১ সালে ৭ জন ব্যক্তিত্ব এবং ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৫ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম গাউস খান | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
পরলোকগত সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
মরহুমা ড. নীলিমা ইব্রাহিম | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
বাংলাদেশ পুলিশ | Independence and liberation war | প্রতিষ্ঠান |
এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ. কে. খন্দকার, বীর উত্তম | Independence and liberation war | |
শহীদ নূতন চন্দ্র সিংহ | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
মরহুম এ. কে. এম. শামসুজ্জোহা | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
ঢাকা বিশ্ববিদ্যালয় | শিক্ষা | প্রতিষ্ঠান |
মুঃ আবুল হাশেম খান | Culture (চিত্রকলা) |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১২ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১২ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
শহীদ আবুল কালাম শামসুদ্দিন | Independence and liberation war | মরণোত্তর |
শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন | Independence and liberation war | মরণোত্তর |
ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী | Independence and liberation war | |
নয়ীম গহর | Independence and liberation war | |
অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত | treatment | |
অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম | শিক্ষা | |
অধ্যাপক আবুল ফজল | literature | মরণোত্তর |
ড. কাজী এম বদরুদ্দোজা | Research and training | |
মরহুম বজলুর রহমান | সাংবাদিকতা | মরণোত্তর |
ড. কামরুল হায়দার | Science and Technology |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১৩ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১৩ সালে ৭ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
এম. এ. হান্নান | Independence and liberation war | মরণোত্তর |
শহীদ মোঃ সামসুল হক | Independence and liberation war | মরণোত্তর |
অ্যাডভোকেট আব্দুল হামিদ | Independence and liberation war | |
ডা. মোঃ মোশারফ হোসেন | Independence and liberation war | |
কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক | Independence and liberation war | |
স্বদেশ রঞ্জন বোস | অর্থনীতি | |
সত্য সাহা | Culture (সঙ্গীত) | |
ড. মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া | Research and training |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১৪ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১৪ সালে ৯ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৭ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মরহুম মোহাম্মদ আবুল খায়ের | Independence and liberation war | মরণোত্তর |
শহীদ মুন্সী কবির উদ্দিন আহমেদ | Independence and liberation war | মরণোত্তর |
শহীদ কাজী আজিজুল ইসলাম | Independence and liberation war | মরণোত্তর |
লেঃ কর্নেল (অবঃ) মোঃ আবু ওসমান চৌধুরী | Independence and liberation war | |
মরহুম ড. খসরুজ্জামান চৌধুরী | Independence and liberation war | মরণোত্তর |
শহীদ এস. বি. এম. মিজানুর রহমান চৌধুরী | Independence and liberation war | মরণোত্তর |
মরহুম ডাক্তার মোহাম্মদ হারিছ আলী | Independence and liberation war | মরণোত্তর |
মরহুম অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান | শিক্ষা | মরণোত্তর |
শিল্পী কাইয়ুম চৌধুরী | Culture (চিত্রকলা) | |
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট | Research and training | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১৫ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১৫ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৭জন ব্যক্তিকে “স্বাধীনতা পুরস্কার ২০১৫” প্রদান করা হয়। তবে ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করেন।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
কমান্ড্যান্ট মানিক চৌধুরী | Independence and liberation war | মরণোত্তর বিজয়ী |
শহীদ মামুন মাহমুদ | Independence and liberation war | মরণোত্তর |
মরহুম শাহ এ এম এস কিবরিয়া | Independence and liberation war | মরণোত্তর |
অধ্যাপক আনিসুজ্জামান | literature | |
নায়করাজ রাজ্জাক | Culture (চলচ্চিত্র) | |
মোহাম্মদ হোসেন মণ্ডল | Research and training | |
প্রয়াত সন্তোষ গুপ্ত | সাংবাদিকতা | মরণোত্তর |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১৬ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১৬ সালে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংস্থাকে পুরস্কার প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
আবুল মাল আবদুল মুহিত | Independence and liberation war | |
মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক | Independence and liberation war | |
মরহুম মৌলভী আচমত আলী খান | Independence and liberation war | মরণোত্তর |
বদরুল আলম, বীর উত্তম | Independence and liberation war | |
শহীদ শাহ আবদুল মজিদ | Independence and liberation war | মরণোত্তর |
শহীদ এম আবদুল আলী | Independence and liberation war | মরণোত্তর |
একেএম আবদুর রউফ | Independence and liberation war | মরণোত্তর |
মরহুম কে এম শিহাব উদ্দিন | Independence and liberation war | মরণোত্তর |
সৈয়দ হাসান ইমাম | Independence and liberation war | |
রফিকুল ইসলাম | মাতৃভাষা | মরণোত্তর |
আবদুস সালাম | মাতৃভাষা | |
মরহুম ড. মাকসুদুল আলম | Science and Technology | মরণোত্তর |
প্রফেসর ডাঃ এম আর খান | treatment | |
রেজওয়ানা চৌধুরী বন্যা | culture (সঙ্গীত) | |
নির্মলেন্দু গুণ | literature | |
বাংলাদেশ নৌবাহিনী | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১৭ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১৭ সালে ১৫ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৬ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
শামসুল আলম, বীর উত্তম | Independence and liberation war | |
আশরাফুল আলম | Independence and liberation war | |
শহীদ মোঃ নজমুল হক পি.এস.পি, পি.পি.এম | Independence and liberation war | মরণোত্তর |
মরহুম সৈয়দ মহসিন আলী | Independence and liberation war | মরণোত্তর |
শহীদ এন. এম. নাজমুল আহসান | Independence and liberation war | মরণোত্তর |
শহীদ ফয়জুর রহমান আহমেদ | Independence and liberation war | মরণোত্তর |
বাংলাদেশ বিমানবাহিনী | Independence and liberation war | প্রতিষ্ঠান |
অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী | treatment | |
রাবেয়া খাতুন | literature | |
মরহুম গোলাম সামদানী কোরায়শী | literature | মরণোত্তর |
এনামুল হক | culture | |
ওস্তাদ বজলুর রহমান বাদল | Culture (নৃত্যকলা) | |
খলিল কাজী, ওবিই | Social Service/Public Service | |
অধ্যাপক শামসুজ্জামান খান | Research and training | |
প্রয়াত অধ্যাপক ললিত মোহন নাথ | Research and training | মরণোত্তর |
অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান | জনপ্রশাসন |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১৮ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১৮ সালে ১৮ জন ব্যক্তিত্ব জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১০ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
কাজী জাকির হাসান | Independence and liberation war | মরণোত্তর |
এস. এম. এ. রাশীদুল হাসান | Independence and liberation war | মরণোত্তর |
শংকর গোবিন্দ চৌধুরী | Independence and liberation war | মরণোত্তর |
সুলতান মাহমুদ | Independence and liberation war | |
এম আব্দুর রহিম | Independence and liberation war | মরণোত্তর |
ভূপতি ভূষণ চৌধুরী | Independence and liberation war | মরণোত্তর |
মোহাম্মদ আনোয়ারুল আজিম | Independence and liberation war | মরণোত্তর |
হুমায়ূন রশীদ চৌধুরী | Independence and liberation war | মরণোত্তর |
আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান | Independence and liberation war | মরণোত্তর |
মতিউর রহমান মল্লিক (ঊনসত্তরের গণঅভুত্থানে শহীদ) | Independence and liberation war | মরণোত্তর |
সার্জেন্ট জহুরুল হক | Independence and liberation war | মরণোত্তর |
আমজাদুল হক | Independence and liberation war | |
এ. কে. এম. আহসান আলী | treatment | |
এ কে আজাদ খান | Social Service/Public Service | |
সেলিনা হোসেন | literature | |
মো. আব্দুল মজিদ | খাদ্য নিরাপত্তা | |
শাইখ সিরাজ | কৃষি সাংবাদিকতা | |
আসাদুজ্জামান নূর | culture |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০১৯ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১৯ সালে ১৩জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
মোফাজ্জল হায়দার চৌধুরী | Independence and liberation war | মরণোত্তর |
এ.টি.এম. জাফর আলম | Independence and liberation war | মরণোত্তর |
আ. ক. ম. মোজাম্মেল হক | Independence and liberation war | |
মোশাররফ হোসেন | Independence and liberation war | |
কাজী মিসবাহুন নাহার | Independence and liberation war | |
আবদুল খালেক | Independence and liberation war | মরণোত্তর |
মোহাম্মদ খালেদ | Independence and liberation war | মরণোত্তর |
শওকত আলী খান | Independence and liberation war | মরোণত্তর |
নুরুন্নাহার ফাতেমা বেগম | treatment | |
কাজী খলীকুজ্জমান আহমদ | Social Service/Public Service | |
মুর্তজা বশীর | culture | |
হাসান আজিজুল হক | literature | |
হাসিনা খান | Research and training | |
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট | Science and Technology |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (২০২০-২০২৩)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদাণ করা হচ্ছে। এই তালিকাটি ২০২০ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০২০ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০১৯ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
গোলাম দস্তগীর গাজী | Independence and liberation war | |
আব্দুর রউফ | Independence and liberation war | (মরণোত্তর) |
আনোয়ার পাশা | Independence and liberation war | (মরণোত্তর) |
আজিজুর রহমান | Independence and liberation war | |
উবায়দুল কবীর চৌধুরী | treatment | |
এ কে এম এ মুক্তাদির | treatment | |
এস এম রইজ উদ্দিন আহম্মদ (পরবর্তীতে বাতিল) | literature | |
ফেরদৌসী মজুমদার | culture | |
কালীপদ দাস | culture | |
ভারতেশ্বরী হোমস | শিক্ষা | প্রতিষ্ঠান |
২০২০ সালে literatureে স্বাধীনতা পদক পেলেও নানা সমালোচনার মুখে বিতর্কিত রইজ উদ্দিনের পদক বাতিল বলে ঘোষণা করা হয়।
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০২১ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০২১ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
এ কে এম বজলুর রহমান | Independence and liberation war | (মরণোত্তর) |
আহসানউল্লাহ মাস্টার | Independence and liberation war | (মরণোত্তর) |
খুরশিদ উদ্দিন আহমেদ | Independence and liberation war | (মরণোত্তর) |
আখতারুজ্জামান চৌধুরী বাবু | Independence and liberation war | (মরণোত্তর) |
মৃন্ময় গুহ নিয়োগী | Science and Technology | |
মহাদেব সাহা | literature | |
এম আমজাদ হোসেন | Social Service/Public Service | |
আতাউর রহমান | culture | |
গাজী মাজহারুল আনোয়ার | culture | |
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল | Research and training | প্রতিষ্ঠান |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০২২ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০২২ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
ইলিয়াস আহমেদ চৌধুরী | Independence and liberation war | (মরণোত্তর) |
খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম) | Independence and liberation war | (মরণোত্তর) |
আব্দুল জলিল | Independence and liberation war | |
সিরাজ উদ্দীন আহমেদ | Independence and liberation war | |
মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস | Independence and liberation war | (মরণোত্তর) |
সিরাজুল হক | Independence and liberation war | (মরণোত্তর) |
কনক কান্তি বড়ুয়া | treatment | |
কামরুল ইসলাম | treatment | |
আমির হামজা (পরবর্তীতে বাতিলকৃত) | literature | (মরণোত্তর) |
সৈয়দ মাইনুল হোসেন | architecture | (মরণোত্তর) |
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট | Research and training | (প্রতিষ্ঠান) |
স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা ২০২৩ [বাংলা নিউস এক্সপ্রেস]
২০২৩ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
সামসুল আলম (কর্নেল) | Independence and liberation war | |
লে. এজি মোহাম্মদ খুরশীদ | Independence and liberation war | (মরণোত্তর) |
শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া | Independence and liberation war | |
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) | Independence and liberation war | |
মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) | literature | (মরণোত্তর) |
পবিত্র মোহন দে | culture | |
এএসএম রকিবুল হাসান | sports | |
সুরমা জাহিদ | Research and training | |
ফিরদৌসী কাদরী | Research and training | |
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর | Social Service/Public Service | (প্রতিষ্ঠান) |
তথ্যসূত্র
↑ সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। “জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার”। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭। স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
↑ “স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে”। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
↑ “স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান”। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
↑ “কমান্ডার রউফ, আনোয়ার পাশাসহ ১০ জন পাচ্ছেন স্বাধীনতা পদক”। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
↑ “স্বাধীনতা পদক থেকে বাদ পড়লেন সেই রইজ উদ্দিন”। যুগান্তর অনলাইন। ১২ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০।
↑ “স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান”। www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১।
↑ “স্বাধীনতা পদক পাচ্ছেন ১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান”। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।
↑ “স্বাধীনতা পদক পাচ্ছেন ১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান”। যুগান্তর। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ ১৯৭৭ সাল থেকে চালু হয়।
স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।
এই পুরস্কার জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠিকে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানসমূহকেও এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
জাতীয় পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশাল্লাহ!
জাতীয় পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি?
উত্তর : স্বাধীনতা পুরস্কার।
প্রশ্ন : স্বাধীনতা পুরস্কার কবে প্রবর্তন করা হয়?
উত্তর : ১৯৭৭ সালে।
প্রশ্ন : ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?
উত্তর : ১৮ ব্যক্তি ।
প্রশ্ন : রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য?
উত্তর : কৃষি উন্নয়ন।
প্রশ্ন : রাষ্ট্রপতি পুরস্কারের নাম কি?
উত্তর : জাতীয় কৃষি পুরস্কার (বর্তমান নাম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার)।
প্রশ্ন : প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য?
উত্তর : বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করার জন্য।
প্রশ্ন : প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কারটি প্রবর্তন করা হয় কবে?
উত্তর : ১৯৯২ সালে ।
প্রশ্ন : ১৯৭৩ সালে শান্তির জন্য জুলিও কুরি পদক পেয়েছিল কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : সবেচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা বিজয়ী বাংলাদেশি স্থপতি কে?
উত্তর : ফজলুর রহমান খান ৷
প্রশ্ন : ফজলুর রহমান খানের সেরা স্থাপনা যুক্তরাষ্ট্রের (শিকাগো) সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম কি?
উত্তর : উইলিস টাওয়ার ।
প্রশ্ন : পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাগসেসে পুরস্কার-২০১২ লাভকারী বাংলাদেশি ব্যক্তিত্ব কে?
উত্তর : সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রশ্ন : নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন : ড. মুহাম্মদ ইউনূস কোন বিভাগে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : শান্তিতে (২০০৬)।
প্রশ্ন : ২০১৩ সালে ভারতের পদ্মশ্রী পদক লাভ করে কোন বাংলাদেশি?
উত্তর : ঝর্ণাধারা চৌধুরী।
প্রশ্ন : ২০১৪ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ প্রদান করা হয় কাকে?
উত্তর : অধ্যাপক আনিসুজ্জামানকে ।
প্রশ্ন : একুশে পদক- ২০১৮ লাভ করেন কারা?
উত্তর : ২১ জন ব্যক্তি।
প্রশ্ন : একুশে পদকটি প্রবর্তিত হয় কবে?
উত্তর : ১৯৭৬ সালে ।
প্রশ্ন : জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার-২০১৫ (পলিসি লিডারশীপ) লাভ করেন কে?
উত্তর : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রশ্ন : ২০১৬ সালে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অ্যাওয়ার্ড লাভ করেন?
উত্তর : জাতিসংঘের প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব দি চেঞ্জ অ্যাওয়ার্ড এবং ২০১৮ লাভ করেন- গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড।
প্রশ্ন : প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ কোন অ্যাওয়ার্ড জয়লাভ করেন?
উত্তর : আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড (২০১৬)।
প্রশ্ন : বাংলাদেশে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
উত্তর : বাংলা একাডেমি পুরস্কার।
প্রশ্ন : বাংলা একাডেমি পুরস্কারটি প্রবর্তিত হয় কবে?
উত্তর : ১৯৬০ সালে।
প্রশ্ন : ২০১৭ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় কাকে?
উত্তর : ৫ জনকে ।
প্রশ্ন : বিশ্ব খাদ্য পুরস্কার-২০১৬ লাভ করেন কে?
উত্তর : স্যার ফজলে হাসান আবেদ ।
প্রশ্ন : বেগম রোকেয়া পদক-২০১৭ লাভ করেন কে?
উত্তর : মুক্তিযোদ্ধ মাজেদা শওকত আলী, শিক্ষক শোভা রাণী ত্রিপুরা, গ্রাম বিকাশ সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, চিকিৎসক ব্রি.জে (অব) সুরাইয়া রহমান এবং সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরোণত্তর)।
প্রশ্ন : মাদার তেরেসা পুরস্কার ২০১৬ লাভ করেন কে?
উত্তর : ফারাজ আইয়াজ হোসেন ।
নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠন সম্পকে জ্ঞান
১ম থেকে সকল বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
পারিভাষিক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | ||
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক |
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
CV | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক |
Dialog/সংলাপ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান