বাংলাদেশে কিভাবে NGO রেজিস্ট্রেশন করা যায়?, এনজিও নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা কর,NGO বা সামাজিক সংগঠন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এনজিও (NGO) লাইসেন্স করতে, কিভাবে বাংলাদেশে একটি এনজিওর কাজ শুরু করবেন

প্রশ্ন সমাধান: বাংলাদেশে কিভাবে NGO রেজিস্ট্রেশন করা যায়?, এনজিও নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা কর,NGO বা সামাজিক সংগঠন রেজিস্ট্রেশন প্রক্রিয়া,এনজিও (NGO) লাইসেন্স করতে, কিভাবে বাংলাদেশে একটি এনজিওর কাজ শুরু করবেন

কোনাে সংগঠনকে এনজিও হিসেবে নিবন্ধন বিভিন্ন দপ্তর করে থাকে। আইন দ্বারা বিভিন্ন এনজও নিবন্ধন করা হয়।

(ক) সমাজকল্যাণ মন্ত্রণালয় ; অলাভজনক, সেবামূলক, সামাজিক কল্যাণমূলক সংগঠন ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকল্যাণ অধিদপ্তরে নিবন্ধন করতে হয়।

১. সংগঠনের নামসহ উপ-পরিচালক, সমাজকল্যাণ &দপ্তর বরাবর আবেদন করতে হয়। ইতােপূর্বে ঐ নাম কোনাে প্রতিষ্ঠানের থাকলে, নতুন নাম তৈরি করে দিতে হবে।

২. নির্ধারিত ফরম-বি পূরণ করে আবেদন করতে হয়। ফরম-বি এর সাথে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হয় ।

(i) ট্রেজারি চালান;

(ii) সাধারণভাবে কার্যবিবরণী যেখানে সর্বসম্মতিক্রমে অনুমােদিত নাম নির্ধারিত হয়েছে;

(iii) পাঁচ কপি গঠনতন্ত্র যা সাধারণ সভায় অনুমােদিত;

(iv) নির্বাহী সভার অনুমােদিত কার্যবিবরণী;

(v) নির্বাহী সদস্যদের বিস্তারিত বর্ণনা।

উপরােল্লেখিত সকল কাগজপত্র জমা দেয়ার পর সমাজকল্যাণ অধিদপ্তর নিবন্ধনপত্র প্রদান করে থাকে।


আরো ও সাজেশন:-

(খ) বাণিজ্য মন্ত্রণালয় : ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী অলাভজনক সামাজিক সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধক যৌথমূলধনী কোম্পানির নিকট থেকে নিবন্ধন করতে হয়। কোম্পানির নাম তৈরি করে নিবন্ধক যৌথমূলধনী কোম্পানি বরাবর আবেদন করতে হয়।

স্মারকলিপি বা পরিমেল নিয়মাবলি কমপক্ষে সাতজন পরিচালকের নামসহ নিবন্ধকের কার্যালয়ে ২৫০ টাকা ফি জমা দিতে হয়। নিবন্ধক যাচাই-বাছাই করে খুশি হলে নিবন্ধন সনদ প্রদান করেন।

(গ) এনজিও ব্যুরাে : বিদেশি সাহায্য বা সহযােগিতার জন্য অবশ্যই এনজিও ব্যুরাের নিকট নিবন্ধন করার জন্য যেকোনাে কর্তৃপক্ষের নিকট থেকে নিবন্ধন সনদ সগ্রহ করতে হয়।

১, নির্বাহী পরিচালক এনজিও ব্যুরাের নিকট আবেদন করতে হয়। আবেদনের সাথে প্রতিষ্ঠানের নির্বাহী কর্মপরিকল্পনা, কর্মক্ষেত্র, আর্থিক উৎস ইত্যাদি দাখিল করতে হয়। এছাড়াও নিম্নোক্ত সনদপত্র দাখিল করতে হয় :

(i) ব্যাংক হিসাব নম্বর;

(ii) দাতাদের প্রতিশ্রুতিপত্র দাখিল করতে হয়;

(iii) সংগঠনের গঠনতন্ত্র;

(iv) নির্বাহী পরিষদের বিস্তারিত তথ্য।

উপরিউক্ত সকল তথ্য পাওয়ার নব্বই দিনের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয়।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment