বাংলাদেশে বাজারজাতকরণে প্রভাব বিস্তারকারী পরিবেশগুলোর প্রয়োগ দেখাও
উত্তর:
বাজারজাতকরণ পরিবেশের উপাদান দ্বারা বাজারজাতকরণ কার্যক্রম প্রভাব
ভারজাতকরণ পরিবেশের উপাদান দ্বারা বাজারজাতকরণ কার্যক্রম প্রভাবিত হয়,
বাংলাদেশের বাজারজাতকৰ ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী পরিবেশগুলো নিম্নে আলাচনা করা হলঃ
১। বাজারজাতকরণ পরিবেশ ও বাংলাদেশের বাজারজাতকরণ পরিবেশ কোম্পানির সাথে সংশ্লিষ্ট পরিবেশের ঐ সকল পক্ষ শক্তি বা পারিপার্শ্বিক উপাদান দ্বারা প্রভাবিত হয়, যথা
১। কোম্পানি ও বাংলাদেশে বাজারজাতকারণকারী যে অবস্থানে থেকে কার্যক্রম পরিচালনা করে তাকে বৃহৎ অর্থে কোম্পানি বলা হয়। কোম্পানির অভ্যন্তরীণ প্রত্যেকটি বিভাগকে পরস্পর সঙ্গতি রেখে বাজারজাতকরণ কর্মকাণ্ড সম্পাদন করতে হয় |
২। সরবরাহকারী ও বাংলাদে সরবরাহকারীরা পণ্যের বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোম্পানি একাধিক দক্ষ, অভিয়ে,ও স্বনামধন্য সরবরাহকারী নিয়ােগের মাধ্যমে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে।
৩। মধ্যস্থকারবারি ও বাংলাদেশে মধ্যস্থকারবারিদের দ্বারা সম্পাদিত সেবাসমূহের উপর গড়ে ওঠা পরিবেশ বাজারজাতকারীর সিদ্ধান্ত গ্রহণ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে।
৪। প্রতিযােগী ও প্রতিযােগী বাংলাদেশের বাজারজাতকরণ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাজারজাতকরণকারীকে প্রতিযােগী অপেক্ষা উত্তম ক্রেতা সন্তুষ্টির ব্যবস্থা করতে হবে সর্বদা। |
বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল [বাংলা নিউজ এক্সপ্রেস]
৫। জনগােষ্ঠী ও বাংলাদেশে বাজারজাতকরণকারীকে বিশাল জনগােষ্ঠীর মাঝে তার কার্যক্রম পরিচালনা করতে হয়। জনগগাষ্ঠীর | দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে যথেষ্ট প্রভাব বিস্তার করে।
(খ) সমষ্টিক বাজারজাতকরণ পরিবেশ ও সমষ্টির পরিবেশ ঐ সকল পক্ষ, শক্তি ও উপাদান, যা বাজারজাতকরণ কর্মকাণ্ডকে । পরােক্ষভাবে প্রভাবিত করে।
নিম্নে বাংলাদেশে বাজারজাতকরণের ক্ষেত্রে সমষ্টিক পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলাে। আলোচনা করা হলোঃ
১। জনসংখ্যাগত পরিবেশ ও বাংলাদেশের জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এর ফলে বাজারজাতকরণ পরিবেশের দ্রুত | পরিবর্তন ঘটছে।
২। অর্থনৈতিক পরিবেশ ও বাংলাদেশের জনগণের আয়, সঞ্চয়, ক্রমক্ষমতা, ব্যয় প্রবণতা, ঋণ সুযােগ প্রভৃতি অর্থনৈতিক । | পরিবেশ হিসেবে বিবেচিত। বাজারজাতকারীকে অর্থনৈতিক পরিবেশের উপদান বিশ্লেষণপূর্বক প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণ করতে হয়।
৩। প্রাকৃতিক পরিবেশ ও বাংলাদেশে বাজারজাতকরণ প্রাকৃতিক পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত হয়। এদেশের প্রকতিদ্বারা ব্যবসা-বাণিজ্য অনেকাংশে নিয়ন্ত্রিত হয়।
৪। প্রযুক্তিগত পরিবেশ ও বাংলাদেশে বাজারজাতকারীকে প্রযুক্তিগত পরিবেশের কতকগুলাে প্রবণতা যেমন- প্রযুক্তিগত পরিবেশের পরিবর্তন, নতুন বাজার ও সুযােগ, গবেষণা ও উন্নয়ন ব্যয়, বর্ধিত নিয়ন্ত্রণ ইত্যাদি প্রতি দৃষ্টি দিতে হয়।
৫। বাজনৈতিক পরিবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড বাজারজাতকরণকে প্রভাবিত করে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়ােগে তেমন আগ্রহ প্রকাশ করছে না।
৬। সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ ও বাংলাদেশের মানুষের মধ্যে বাবা-মা, ভাইবােন নিত্য মানসিকতা পরিলক্ষিত হয়। তা ছাড়া ছেলেমেয়েরা বড় হয়ে বাবা-মার সেবা করবে এমন ধারণাও (পাস করে থাকে।
তাই বলা যায়, উপরােক্ত পরিবেশগুলাে বাংলাদেশে বাজারজাতকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে প্রত্যাশিত অবস্থান দখলের জন্য পরিকল্পলিতভাবে মার্কেটিং কৌশল গ্রহণ করতে ব্যবহৃত হয়!
বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল [বাংলা নিউজ এক্সপ্রেস]
জানা অজানা
- বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে কতটি আসনে জয়লাভ করে?
- বঙ্গবন্ধুর উদ্যোগে ভারত থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কাজী নজরুল ইসলামকে কবে বাংলাদেশে নিয়ে আসা হয়?
- স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কবে?
- ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর বন্দিদশা থেকে মুক্ত হলেও তাঁরা এই বাড়িতেই ছিলেন। ওই বাড়িটি ধানমন্ডির তৎকালীন কোন সড়কে ছিল?
- বঙ্গবন্ধু দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে অভ্যর্থনা জানান কে কে?
- বিভিন্ন প্রকার ব্যাংক হিসাবের বর্ণনা দাও? চেক কী?
- পরে তিনি ছুটি ত্যাগ করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন
- জানেন কি , আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল!!
- “মুজিবুর রহমান! ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান।” —কবিতাটি কে লিখেছেন?
- “এই বাংলার আকাশ-বাতাস, সাগর-গিরি ও নদী,ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি”—কবিতাটি কে লিখেছেন?
4 thoughts on “বাংলাদেশে বাজারজাতকরণে প্রভাব বিস্তারকারী পরিবেশগুলোর প্রয়োগ দেখাও”